Survival Hunters

Survival Hunters All about giant snakes, wild monsters, spider man team and survival hunters.

১৫ দিনের মধ্যেই ভারতের বিহার রাজ্যের বিভিন্ন জায়গায় ১০টি সেতু ধসে পড়েছে। এতে ক্ষুব্ধ হয়ে রাজ্যটির পানি সম্পদ বিভাগের ১৬ ...
08/22/2025

১৫ দিনের মধ্যেই ভারতের বিহার রাজ্যের বিভিন্ন জায়গায় ১০টি সেতু ধসে পড়েছে। এতে ক্ষুব্ধ হয়ে রাজ্যটির পানি সম্পদ বিভাগের ১৬ প্রকৌশলীকে বরখাস্ত করা হয়েছে। বিহারের পানি সম্পদ বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিহারের উন্নয়ন সচিব চৈতন্য প্রসাদ জানিয়েছেন, বিষয়টি নিয়ে রাজ্য সরকার খুবই সতর্ক। তিনি আরও বলেন, সেতু ধসে পড়ার ঘটনায় যেসব ঠিকাদার জড়িত তাদের খুঁজে বের করে জবাবদিহিতার আওতায় আনা হবে।
ঘটল।

১০টি সেতু ধসে পড়ার এলাকাগুলোর মধ্যে রয়েছে- সিওয়ান, সারান, মধুবনি, আরারিয়া, পূর্ব চ্যামপারান এবং কৃষাণগঞ্জ জেলা। উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বলেন, গত বুধবার মুখ্যমন্ত্রী নীতিশ কুমার একটি বৈঠকের আয়োজন করেন। এতে পুরাতন সেতু চিহ্নিত করে সেগুলো দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছেন তিনি।

নাটোরের বাগাতিপাড়ায় ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ সেই বাবা ইমামুল ইসলাম এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। কা...
08/22/2025

নাটোরের বাগাতিপাড়ায় ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ সেই বাবা ইমামুল ইসলাম এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে তিনি চলতি এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। তবে ছেলে আবু রায়হান এসএসসি পাশের পর গত বছর দুবাই পাড়ি জমিয়েছেন। তাদের বাড়ি উপজেলার পাঁকা ইউনিয়নের চকতকিনগর গ্রামে।

মঙ্গলবার পরীক্ষা শেষে কথা হয় বাবা ইমামুলের সাথে। তিনি জানান, ঐকান্তিক ইচ্ছা থাকা সত্ত্বেও সংসারের অভাব অনটনের কারণে অষ্টম শ্রেণী পাশের পরে আর স্কুলে যাওয়া হয়নি তার। পড়ালেখা ছেড়ে জীবিকার তাগিদে ২৪ বছর আগে তিনি ঢাকায় পাড়ি জমান। সেখানে প্রায় ১৮ বছর গার্মেন্টসে শ্রমিকের কাজ করেন। ২০১৬ সালে সেই কাজ ছেড়ে বাড়ি ফিরে জমানো টাকা দিয়ে গ্রামে এসে মৌসুমে আমের ব্যবসা শুরু করেন। পাশাপাশি বাড়ির পাশে একটি ছোট্ট মুদির দোকান দেন। কিন্তু বুকের ভেতরে লেখাপড়া করতে না পারার চাপা কষ্ট মাঝে মধ্যেই তাকে পীড়া দিত। লোক লজ্জায় পড়া লেখা হয়ে উঠছিল না। সমাজে আর দশটা মানুষের মতো নিজেকেও একজন শিক্ষিত মানুষ হিসেবে যেন পরিচয় দিতে পারেন সেই উদ্দেশ্যেই পারিবারিক সিদ্ধান্তে অবশেষে ২০২০ সালে ছেলের সাথে বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ভোকেশনাল শাখার নবম শ্রেণীতে ভর্তি হন। পরে কারিগরি শাখায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে তিনি জিপিএ ৪ দশমিক ৭৯ পান। আর ছেলে আবু রায়হান পেয়েছিলেন জিপিএ ৪ দশমিক ৮২।

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার গ্যাব্রিওলা আইল্যান্ডের নাগরিক এমিলি ক্যারিংটনের মুরগি লেসি গড়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। লেস...
08/22/2025

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার গ্যাব্রিওলা আইল্যান্ডের নাগরিক এমিলি ক্যারিংটনের মুরগি লেসি গড়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। লেসি এক মিনিটে সর্বোচ্চ সংখ্যক অক্ষর, সংখ্যা ও রং শনাক্ত করে এই রেকর্ড অর্জন করে।

এমিলি ক্যারিংটন জানান, ডিমের জন্য তিনি গত বছর পাঁচটি হাইলিন প্রজাতির মুরগি কিনেছিলেন। কিনেই তিনি তাদের চৌম্বকীয় অক্ষর ও সংখ্যা শনাক্ত করার প্রশিক্ষণ দিতে শুরু করেন। নানাইনো নিউজ বুলেটিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যারিংটন বলেন, মুরগিগুলোর কাজ ছিল নির্দিষ্ট কিছু সংখ্যা ও অক্ষর ঠোকরানো, যেগুলো আমি তাদের শিখিয়েছিলাম। অপরিচিত অক্ষর ও সংখ্যাগুলোকে এড়িয়ে যাওয়ার জন্যও প্রশিক্ষণ দেওয়া হয়।

ক্যারিংটন বলেন, মুরগিগুলো বেশ ভালোভাবেই কাজটি রপ্ত করে। এরপরই তিনি তাদের দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস করার চিন্তা করেন। মুরগিগুলোকে এক মিনিটে কত দ্রুত তারা সংখ্যা ও অক্ষর শনাক্ত করতে পারে তার উপর প্রশিক্ষণ দেওয়া হয়।

ধনী ব্যক্তিরা শখের বসে কত কিছুই না করে! কেউ বা দেশ-বিদেশে ঘুরে বেড়ান; কিংবা পরিবার-পরিজন, বন্ধু-বাবন্ধীর পেছনে দুই হাত ভ...
08/22/2025

ধনী ব্যক্তিরা শখের বসে কত কিছুই না করে! কেউ বা দেশ-বিদেশে ঘুরে বেড়ান; কিংবা পরিবার-পরিজন, বন্ধু-বাবন্ধীর পেছনে দুই হাত ভরে খরচ করেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এমনই একটি ঘটনা সামনে এসেছে। যেখানে দেখা যায়, টাকার তৈরি কার্পেটে হাঁটিয়ে প্রেমিকাকে রাজকীয় অভ্যর্থনা জানান একজন যুবক।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ভিডিওটি এখন ভাইরাল হলেও সেটি পুরোনো। রাশিয়ার একজন উদ্যোক্তা ও সামাজিক মাধ্যম ইনফ্লুয়েন্সার এ ভিডিও শেয়ার করেছেন। তিনি ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করতেই তীব্র বিতর্কের সৃষ্টি হয়। অনেক নেটিজেন তার সমালোচনা করছেন। রুশ উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব সের্গেই কোসেনকো এই ভিডিও শেয়ার করেছেন। তিনি ‘মিস্টার থ্যাংক ইউ’ নামেও পরিচিত। প্রিয়তমাকে রাজকীয় অভ্যর্থনা জানাতেই এমন কাণ্ড করেছেন তিনি।

অস্ট্রিয়ার ৩২ বছর বয়সী অ্যাক্টিভিস্ট মার্লেন এঙ্গেলহর্ন উত্তরাধিকারসূত্রে পাওয়া অর্থের একটি বড় অংশ দান করে দিচ্ছেন, যার...
08/22/2025

অস্ট্রিয়ার ৩২ বছর বয়সী অ্যাক্টিভিস্ট মার্লেন এঙ্গেলহর্ন উত্তরাধিকারসূত্রে পাওয়া অর্থের একটি বড় অংশ দান করে দিচ্ছেন, যার পরিমাণ প্রায় ৩১৫ কোটি টাকা। মোট ৭৭টি সংগঠনের মধ্যে এই অর্থ ভাগ করে দেওয়া হবে।

কেমিক্যাল কোম্পানি বিএএসএফ-এর প্রতিষ্ঠাতা ফ্রিডরিশ এঙ্গেলহর্নের বংশের সদস্য মার্লেন। ২০২২ সালে দাদি মারা যাওয়ার পর তিনি অনেক অর্থ পান। গত জানুয়ারি মাসে ওই অর্থের একটি বড় অংশ দান করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন মার্লেন। এরপর সেই অর্থ কারা পাবে তা ঠিক করতে ৫০ সদস্যের একটি নাগরিক পরিষদ গঠন করা হয়েছিল। ওই পরিষদ মোট ছয় সপ্তাহান্ত বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে। বৈঠক করার জন্য পরিষদের সদস্যরা আর্থিক সুবিধাও পেয়েছেন। পরিষদের সর্বকনিষ্ঠ ব্যক্তির বয়স ১৭। তিনি একজন শিক্ষার্থী। আর সবচেয়ে বেশি বয়সী সদস্যের বয়স ৮৫।

সারাজীবন শিক্ষার জন্য নিজেকে উৎসর্গ করেছেন ভার্জিনিয়া হিসলপ। এখন তার বয়স ১০৫ বছর। আর এই বয়সে অবশেষে তিনি তার শিক্ষাজীবন ...
08/22/2025

সারাজীবন শিক্ষার জন্য নিজেকে উৎসর্গ করেছেন ভার্জিনিয়া হিসলপ। এখন তার বয়স ১০৫ বছর। আর এই বয়সে অবশেষে তিনি তার শিক্ষাজীবন শেষ করেছেন।

ভার্জিনিয়া হিসলপ রবিবার যুক্তরাষ্ট্রের প্রখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি নিয়েছেন। ৮৩ বছর আগে তিনি এই ক্যাম্পাস ত্যাগ করেছিলেন।

খবরে বলা হয়েছে, এই নারীর জামাই (মেয়ের স্বামী) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং জানতে পারেন, মাস্টার্স শেষ করার জন্য প্রয়োজনীয় শেষ থিসিস আর তার জন্য প্রয়োজন নেই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে মাস্টার্স ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নেয়।

ক্যাম্পাসে ডিগ্রি নেওয়ার সময় মঞ্চে ভার্জিনিয়া হিসলপ বলেন, ‘আমি বছরের পর বছর ধরে এটার জন্য কাজ করছি। অবশেষে এটা পেয়ে আনন্দিত।’

থাইল্যান্ডে একটি হাতি যমজ শাবকের জন্ম দিয়েছে। বিরল এই ঘটনাকে অনেকটা ‘মিরাকলই’ বলা হচ্ছে।৩৬ বছর বয়সী এশিয়ান মা হাতিটির না...
08/22/2025

থাইল্যান্ডে একটি হাতি যমজ শাবকের জন্ম দিয়েছে। বিরল এই ঘটনাকে অনেকটা ‘মিরাকলই’ বলা হচ্ছে।

৩৬ বছর বয়সী এশিয়ান মা হাতিটির নাম চামচুরি। এটি যমজ শাবক জন্ম দেবে সে কথা কেউ কল্পনাও করেনি।

গত সপ্তাহের শুক্রবার মা হাতিটি প্রথমে একটি পুরুষ শাবক জন্ম দেয়। এরপর ‘আয়ুথায়া এলিফ্যান্ট প্যালেস অ্যান্ড রয়্যাল ক্রাল’ পার্কের কর্মীরা ভেবেছিলেন হয়তো তার প্রসব প্রক্রিয়া শেষ হয়েছে।

তবে তারা বিস্ময়করভাবে লক্ষ্য করেন হাতিটি আরও একটি শাবকের জন্ম দিচ্ছে। এই ধাপে দ্বিতীয় একটি মেয়ে শাবকের জন্ম দেয় হাতিটি।

হাতে ভর দিয়ে তিনটি ছোট উড়োজাহাজ টেনে নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন ইতালির যুবক মাত্তিও পাভোনে। একসময় রাগবি খেলোয়াড় ছিলেন তিনি...
08/21/2025

হাতে ভর দিয়ে তিনটি ছোট উড়োজাহাজ টেনে নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন ইতালির যুবক মাত্তিও পাভোনে। একসময় রাগবি খেলোয়াড় ছিলেন তিনি। ইনজুরির কারণে রাগবি খেলা ছেড়ে দিয়ে ব্যতিক্রমধর্মী খেলাধুলার দিকে মনোনিবেশ করেন মাত্তিও।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে মাত্তিও জানান, আমার ইনজুরিগুলোর মধ্যে সবচেয়ে খারাপটি শরীরের পেছনের অংশে ছিল। চিকিৎসকেরা বলেছিলেন, আমি আর কখনো খেলতে পারব না। কিন্তু তারা ভুল বলেছিলেন। এই রেকর্ড গড়ার জন্য তিনি ইয়োগা, কার্ডিওসহ বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছেন।

মাত্তিও বলেন, এ রেকর্ড গড়তে পেরে আমি গর্বিত। তবে চূড়ান্ত ফলাফল নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নই। আমি নিশ্চিতভাবে চারটি বা তার চেয়ে বেশি উড়োজাহাজ টানতে পারব। যত দ্রুত সম্ভব আমি সেটি করার চেষ্টা করব।

জলপ্রপাতে সেলফি তুলতে গিয়ে পা পিছলে ১০০ ফুট নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন এক তরুণী। বৃষ্টি উপভোগ করতে বন্ধুদের সাথে তিনি ...
08/21/2025

জলপ্রপাতে সেলফি তুলতে গিয়ে পা পিছলে ১০০ ফুট নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন এক তরুণী। বৃষ্টি উপভোগ করতে বন্ধুদের সাথে তিনি সেখানে গিয়েছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে। ভারতের মহারাষ্ট্রের সাতারা জেলার থোসেঘর জলপ্রপাতে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার পর এক ব্যক্তি দড়ি দিয়ে নেমে ঝোপের মধ্যে আটকে পড়া মেয়েটিকে টেনে উপরে তুলে আনেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে পাশের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছে পুলিশ।

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির এলাকার বাসিন্দা মোহাম্মদ বিন সাগাহ প্রকাশ্যে ঘোষণা দিয়ে নিজের ছেলের হত্যাকারীকে ক্ষ...
08/21/2025

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির এলাকার বাসিন্দা মোহাম্মদ বিন সাগাহ প্রকাশ্যে ঘোষণা দিয়ে নিজের ছেলের হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছেন। ইসলাম ধর্মে হত্যার প্রতিশোধ হিসেবে ‘রক্তের অর্থ’ গ্রহণের বিধান থাকলেও তিনি এমন কোনো অর্থ নেননি। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এবং ইসলামের মহান শিক্ষা অনুসরণ করেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের খবর অনুসারে, মোহাম্মদ বিন সাগাহ বলেছেন, ‘আমি আল্লাহর সন্তুষ্টির আশায় ঘাতককে ক্ষমা করেছি। আমি রক্তের অর্থ হিসেবে এক রিয়ালও নেব না।’ তার এই বক্তব্য শুনে উপস্থিত জনতা বিস্মিত এবং আবেগাপ্লুত হন।

প্রথমবারের মতো বাণিজ্যিক গেমিং বা জুয়া খেলার লাইসেন্স দিলো আরব আমিরাত। যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস ভিত্তিক ক্যাসিনো অপারে...
08/21/2025

প্রথমবারের মতো বাণিজ্যিক গেমিং বা জুয়া খেলার লাইসেন্স দিলো আরব আমিরাত। যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস ভিত্তিক ক্যাসিনো অপারেটর 'উইন রিসোর্টস' আরব দেশটিতে এই খেলা পরিচালনার লাইসেন্স পেয়েছে।

উইন রিসোর্টস নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

গত বছর থেকেই উপসাগরীয় রাষ্ট্রটি জুয়া খেলার পথ প্রশস্ত করতে শুরু করেছিল। জুয়ার লাইসেন্সের অনুমতি দেওয়ার জন্য গত বছর প্রতিষ্ঠিত হয় 'জেনারেল কমার্শিয়াল গেমিং রেগুলেটরি অথরিটি'।

নোয়াখালীতে বন্যায় পানিবন্দি হয়ে জীবনযাপন করছে ২০ লাখ মানুষ। এমন পরিস্থিতিতে জীবনকে সচল রাখতে অনেকে বিকল্প পথে হাঁটছেন। ত...
08/21/2025

নোয়াখালীতে বন্যায় পানিবন্দি হয়ে জীবনযাপন করছে ২০ লাখ মানুষ। এমন পরিস্থিতিতে জীবনকে সচল রাখতে অনেকে বিকল্প পথে হাঁটছেন। তেমনই এক যুবক নোয়াখালীর কবিরহাটের সুন্দলপুর ইউনিয়নের পশ্চিম রাজুরগাঁও গ্রামের মো. ইয়াছিন। তিনি মহিষকে বাহন বানিয়ে বন্যার পানি মাড়িয়ে করছেন নানা কাজ। মহিষের পিঠে ঘুরে বেড়াচ্ছেন এক জায়গা থেকে অন্য জায়গা। এই দৃশ্য দেখে বন্যার মধ্যেও মহিষটিকে দেখতে ভিড় জমান অনেকে।

মো.ইয়াছিন জানান, গত ৪০ বছর উপজেলার রাজুরগাঁও গ্রামে ও চরাঞ্চলে মহিষ পালন করে আসছে ইয়াছিনের পরিবার। তার বাবা আব্দুল মজিদের পর মহিষ পালনের হাল ধরেন ছেলে ইয়াছিন। তাদের মহিষের পালে রয়েছে ৬০টি মহিষ।

Address

Los Angeles, CA
90003

Alerts

Be the first to know and let us send you an email when Survival Hunters posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share