
08/22/2025
১৫ দিনের মধ্যেই ভারতের বিহার রাজ্যের বিভিন্ন জায়গায় ১০টি সেতু ধসে পড়েছে। এতে ক্ষুব্ধ হয়ে রাজ্যটির পানি সম্পদ বিভাগের ১৬ প্রকৌশলীকে বরখাস্ত করা হয়েছে। বিহারের পানি সম্পদ বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিহারের উন্নয়ন সচিব চৈতন্য প্রসাদ জানিয়েছেন, বিষয়টি নিয়ে রাজ্য সরকার খুবই সতর্ক। তিনি আরও বলেন, সেতু ধসে পড়ার ঘটনায় যেসব ঠিকাদার জড়িত তাদের খুঁজে বের করে জবাবদিহিতার আওতায় আনা হবে।
ঘটল।
১০টি সেতু ধসে পড়ার এলাকাগুলোর মধ্যে রয়েছে- সিওয়ান, সারান, মধুবনি, আরারিয়া, পূর্ব চ্যামপারান এবং কৃষাণগঞ্জ জেলা। উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বলেন, গত বুধবার মুখ্যমন্ত্রী নীতিশ কুমার একটি বৈঠকের আয়োজন করেন। এতে পুরাতন সেতু চিহ্নিত করে সেগুলো দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছেন তিনি।