Ashray Home and Hospital For Animals Welfare Association Hooghly

Ashray Home and Hospital For Animals Welfare Association Hooghly "The greatness of a nation and its moral progress can be judged by the way its animals are treated."

*মিড-ডে মিল এবার পথকুকুরদের জন্যও**একথালা ভাত,এক পৃথিবী ভালোবাসা*পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, সম্প্রতি একটি যুগান্তকারী...
22/06/2025

*মিড-ডে মিল এবার পথকুকুরদের জন্যও*
*একথালা ভাত,এক পৃথিবী ভালোবাসা*

পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, সম্প্রতি একটি যুগান্তকারী নোটিশ জারি করেছে, যা শুধু পড়ুয়াদেরই নয়, আমাদের চারপাশের অবহেলিত পথকুকুরদের মুখেও হাসি ফোটাবে। এই নতুন নির্দেশিকা অনুযায়ী, মিড ডে মিলের পুষ্টিকর খাবার এখন থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় পথকুকুরদের সাথেও ভাগ করে নেওয়া হবে। এটি নিঃসন্দেহে একটি অত্যন্ত সংবেদনশীল এবং মানবিক পদক্ষেপ, যা সমাজের সব প্রাণের প্রতি আমাদের দায়িত্ববোধকে স্মরণ করিয়ে দেয়।

এই উদ্যোগটি কেবল কুকুরদের খাদ্য সুরক্ষাই নিশ্চিত করবে না, বরং শিশুদের মধ্যে সহানুভূতি, পরোপকার এবং প্রাণিকল্যাণের মূল্যবোধ জাগিয়ে তুলবে। স্কুল ক্যান্টিন বা রান্নাঘর থেকে যে উদ্বৃত্ত খাবার প্রায়শই নষ্ট হয়ে যায়, তা এখন থেকে অভুক্ত কুকুরদের ক্ষুধা নিবারণে ব্যবহৃত হবে। এটি খাদ্যের অপচয় রোধেও একটি কার্যকর পদক্ষেপ।
ভাবুন তো, স্কুলের ছুটির পর যখন বাচ্চারা তাদের টিফিন বক্স থেকে অবশিষ্ট খাবার পথকুকুরদের সাথে ভাগ করে নেবে, সেই দৃশ্যটি কতটা হৃদয়গ্রাহী হবে! এই ছোট ছোট মানবিক কাজগুলি শিশুদের মনে গভীর প্রভাব ফেলবে এবং তাদের মধ্যে একটি দায়িত্বশীল ও সহানুভূতিশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে। এই উদ্যোগের ফলে কুকুরদের স্বাস্থ্য ভালো থাকবে, তারা পুষ্টি পাবে এবং তাদের প্রতি নিষ্ঠুরতাও কমবে।

আমরা আশা করি, এই ধরনের মানবিক উদ্যোগ দেশের অন্যান্য রাজ্যগুলিতেও ছড়িয়ে পড়বে এবং একটি আরও সহানুভূতিশীল সমাজ গঠনে সহায়ক হবে। আসুন, আমরা সকলে এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই এবং এর সফল বাস্তবায়নে সহযোগিতা করি।

16/11/2024
*সংক্রামক অসুখে ১১টি সারমেয়র  মৃত্যু*বৈদ্যবাটি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে সুকান্ত পল্লি এলাকায় গত কয়েকদিনে ১১টি সারমেয় আচম...
11/11/2024

*সংক্রামক অসুখে ১১টি সারমেয়র মৃত্যু*

বৈদ্যবাটি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে সুকান্ত পল্লি এলাকায় গত কয়েকদিনে ১১টি সারমেয় আচমকাই মারা যায়। তাদের রক্তপায়খান, বমি ও দাঁড়াতে না পারার মতো উপসর্গ ছিল। স্থানীয় বাসিন্দারা বিষয়টি ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পৌষালী ভট্টাচার্যের নজরে আনলে পৌষালী এলাকায় যান। নিজের ফেসবুকে বিষয়টি পোস্ট করেন। বাসিন্দাদের সন্দেহ হয় কেউ হয়ত বিষ দিয়ে ওদের হত্যা করছে। পৌষালী পশুপ্রেমী সংগঠন আশ্রয় হোম এন্ড হসপিটাল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। ঐ সংগঠনে সম্পাদক গৌতম সরকারের পরামর্শে পৌষালী শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ দুটি সারমেয়কে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। শ্রীরামপুর মাহেশের পশু হাসপাতালে ময়নাতদন্ত হয়। সেই সময় আশ্রয় হোম এন্ড হসপিটাল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য সুব্রত সরকারও উপস্থিত থাকেন। ময়না তদন্তকারি চিকিৎসকের মত অনুয়ায়ী পার্ভো নামক এক সংক্রামক রোগে আক্রান্ত হয়েই সারমেয়গুলি মারা যাচ্ছে। এরপরই ঐ পশুপ্রেমী সংগঠনের সদস্য অভিষেক ঘোষ পশু চিকিৎসকের পরামর্শ নেন। সেই অনুযায়ী ঐ এলাকার আরও প্রায় ১০টি সারমেয়, যারা ঐ সংক্রামক রোগে আক্রান্ত তাদের চিকিৎসা শুরু করেন। পশুচিকিৎসক অজয় দাসের নেতৃত্বে পশু চিকিৎসা সহায়ক রাজীব বেলেলের সহযোগিতায় এবং আশ্রয় হোম এন্ড হসপিটাল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য সায়ক সাহা ও সুব্রত সরকারের তত্বাবধানে ও স্থানীয় বাসিন্দা শংকর সিংহের সহযোগিতায় গভীর রাত পর্যন্ত চিকিৎসা চলে। দেওয়া হয় ওষুধপত্র ইনজেকশন, স্যালাইন। আগামী দিন সাতেক চিকিৎসা চলবে বলেই পশু চিকিৎসককের অভিমত।

এই অবস্থায় চিকিৎসার বিপুল ব্যায়ভার বহনের জন্য কিছু আর্থিক সহযোগিতার আবেদন জানাচ্ছি।
ASHRAY HOME AND HOSPITAL FOR ANIMALS WELFARE ASSOCIATION
BANK NAME :- UCO BANK
BRANCH :- SERAMPORE WARD 26
A/C NO. :- 17830110054536
IFSC :- UCBA0001783

ভাবনায় ভদ্রেশ্বর, ১৫ জুলাই ২০২৪
19/07/2024

ভাবনায় ভদ্রেশ্বর, ১৫ জুলাই ২০২৪

*সারমেয়দের স্মরণসভা*সুধী,  ভদ্রেশ্বর থানার মানকুন্ডু চন্ডীতলা কলোনি এলাকায় পাঁচটি সারমেয়কে বিষ খাওয়ানো হয় বলে অভিযোগ ওঠে...
25/06/2024

*সারমেয়দের স্মরণসভা*

সুধী,
ভদ্রেশ্বর থানার মানকুন্ডু চন্ডীতলা কলোনি এলাকায় পাঁচটি সারমেয়কে বিষ খাওয়ানো হয় বলে অভিযোগ ওঠে। বিষের প্রভাবে একে একে পাঁচটি সারমেয় তীব্র কষ্ট পেয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়ে। এলাকায় সারমেয়গুলি অত্যন্ত জনপ্রিয় ছিল। আদর করে স্থানীয়রা সারমেয় গুলিকে ভোলু, পুন্টু,পাকুম, লালু পুচাই নামে ডাকতো। সারমেয়গুলিও এলাকার মানুষকে প্রাণ দিয়ে ভালবাসত। সারা রাত নিষ্ঠাবান প্রহরীর মতো এলাকা পাহাড়া দিত বিনা বেতনে। সামান্য আহারের বিনিময়ে। এলাকার মানুষজনও নিশ্চিন্তমনে ঘুমাতেন।
অথচ মৃত সারমেয়গুলি মৃত্যুর পরেও পায়নি সুবিচার। মৃতদেহের ময়না তদন্ত হয়নি,হয়নি যথাযথ তদন্তও। পুলিশ প্রসাশনকে বারংবার জানানো স্বত্বেও উদাসীন সব মহল। যা সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকেই ব্যাথিত, চিন্তিত করেছে।
ভালবাসার ঐ জীবগুলিকে শ্রদ্ধা জানাতে এবং প্রশাসনের উদাসীনতার প্রতিবাদ জানাতে আগামী ২৯ জুন ২০২৪ বিকাল ৫টায় মানকুন্ডুর চন্ডীতলা বন্ধন ব্যাঙ্কের কাছে এক *সারমেয় স্মরণসভা*-র আয়োজন করা করা হয়েছে। ঐ সভায় এলাকার মানুষসহ আশ্রয় সদস্যরাও শ্রদ্ধা জানাবেন অকাল প্রয়াত ভোলু পুচাই পুন্টু পাকুম লালুদের।
ঐ সারমেয় স্মরণসভায় সকলের উপস্থিতি একান্ত কাম্য।

সম্পাদক
আশ্রয়
( হোম এন্ড হসপিটাল ফর এ্যানিম্যাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন)
২৩ জুন ২০২৪

আনন্দবাজার ও এইসময় পত্রিকা।
24/06/2024

আনন্দবাজার ও এইসময় পত্রিকা।

একটা ভালো খবর!এর নাম বাচ্চু, একে দেড়  মাস আগে  প্রতিবেশীর চার চাকার গাড়িতে ধাক্কা মেরে পিছনের বাঁ পায়ের  ফিমার বোন ভেঙে ...
27/03/2024

একটা ভালো খবর!

এর নাম বাচ্চু, একে দেড় মাস আগে প্রতিবেশীর চার চাকার গাড়িতে ধাক্কা মেরে পিছনের বাঁ পায়ের ফিমার বোন ভেঙে দিয়েছিল।আমাদের আশ্রয়ের সদস্য সুরজিৎ সেন মহাশয় তার বাড়িতে রেখে দেড় মাস ট্র্যাকশন দিয়ে, হাঁটিয়ে, তার ট্রিটমেন্ট করা হল। সেই সময় ওর মা এসে দুধ খাইয়ে যেত। আজ সে পিছনের বাঁ পায়ে ভর দিয়ে দাঁড়াচ্ছে।

আনন্দবাজার ২৫ শে মার্চ ২০২৪কালকের নৃশংস ঘটনার প্রতিবেদন।আমরা চাই দোষী সাজা পাক।
25/03/2024

আনন্দবাজার ২৫ শে মার্চ ২০২৪
কালকের নৃশংস ঘটনার প্রতিবেদন।আমরা চাই দোষী সাজা পাক।

সুধী,  গত ২৩ মার্চ ২০২৪  সন্ধ্যায় বিবেকানন্দ সরণী,  গ্যাস গোডাউন, ঘোষালপাড়া, নবগ্রাম, থানা শ্রীরামপুর ( চন্দননগর পুলিশ ক...
25/03/2024

সুধী,
গত ২৩ মার্চ ২০২৪ সন্ধ্যায় বিবেকানন্দ সরণী, গ্যাস গোডাউন, ঘোষালপাড়া, নবগ্রাম, থানা শ্রীরামপুর ( চন্দননগর পুলিশ কমিশনারেট) জেলা হুগলী - এ একটি নিরীহ শিশু সারমেয় রাস্তার পাশে শুয়ে থাকা অবস্থায় W B 18A A 6992 নম্বরের মোটর গাড়ি সম্পূর্ণ ইচ্ছাকৃত ভাবে চাপা দেয় ও সারমেয়টিকে হত্যা করে। যা গ্যাস গোডাউনের সি সি ক্যামেরার ফুটেজ থেকে স্পষ্ট দেখা গেছে।
আমরা আশ্রয় হোম এন্ড হসপিটাল ফর এ্যানিম্যাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন -এর পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করে শ্রীরামপুর থানার আই সি -র কাছে আজই সন্ধ্যায় ফোনে ও হোয়াটসঅ্যাপে ভারতীয় দন্ডবিধির ৪২৮ ও ৪২৯ নম্বর ধারা অনুযায়ী চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের অনুরোধ করেছি, এবং চালকের লাইসেন্স বাতিল ও গ্রেফতার করার দাবি করেছি।পাশাপাশি তদন্তের স্বার্থে মৃত সারমেয় শিশুটির ময়না তদন্ত ও গাড়িটির প্রয়োজনীয় পরীক্ষা নীরিক্ষা করার দাবি করেছি।
গাড়ির নম্বর প্লেটের ছবি ও সি সি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করে পাঠিয়েছি। যদিও ঘটনার পরেই স্থানীয় কিছু মানুষ উত্তেজিত হয়ে গাড়ির চালকে হেনস্তা করেন বলে শোনা যাচ্ছে। আশ্রয় চালকে হেনস্তা সমর্থন করে না। কিন্তু একটি অবলা প্রাণীর মৃত্যুতে মানুষ উত্তেজিত হচ্ছেন, ব্যাথিত হচ্ছেন, তা সমাজের পক্ষে মঙ্গলকর বলেই আশ্রয় মনে করে।
আগামীকাল সকাল আটটার সময় আমরা শ্রীরামপুর থানায় চালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করব স্থির করি।
২৪ মার্চ ২০২৪ আমরা আমাদের লিখিত অভিযোগ নিয়ে সকাল সাড়ে আটটা নাগাদ শ্রীরামপুর থানায় যাই। থানার ডিউটি অফিসার অভিযোগপত্র গ্রহণ করেছেন। বেলা এগারোটার পর আর একবার মেজো বাবুর সঙ্গে দেখা করার অনুরোধ করেছেন। আমরা বেলা ১২টা নাগাদ আবার যাব। তারপর মামলা হবে ও সারমেয়টির পোস্ট মর্টেম হবে।
আমরা ১২টা নাগাদ থানায় আসার পর এফ আই আর করা হয়। কনকোয়েস্টের জন্য ফর্ম ফিলাপ করা হয়। একটু পরে দেহ পোস্ট মর্টেমে পাঠানো হবে।পশু হাসপাতালের ডাক্তারবাবুকে খবর দেওয়া হয়েছে উনি এলে দেহ নিয়ে রওয়ানা দেওয়া হবে। অবশেষে বিকেল সাড়ে চারটে নাগাদ ময়নাতদন্তের পর মৃতদেহটি সরকারি ব্যবস্থাপনায় সৎকার করা হয়।

*সকলের সহযোগিতা কাম্য। অবলা পশুদের পাশে থাকুন। ভাল থাকুন।*

বিনীত
আশ্রয়
( হোম এন্ড হসপিটাল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন)

 #আশ্রয় #রিষড়া_খটির_বাজার গত, ৭-ই মার্চ, ২০২৪, "আশ্রয়"-এর  শ্রীরামপুরনিবাসী সদস্য Sayak Saha , স্থানীয় একজন বাসিন্দার মা...
09/03/2024

#আশ্রয়
#রিষড়া_খটির_বাজার

গত, ৭-ই মার্চ, ২০২৪, "আশ্রয়"-এর শ্রীরামপুরনিবাসী সদস্য Sayak Saha , স্থানীয় একজন বাসিন্দার মাধ্যমে খবর পায় রিষড়া খটির বাজার এলাকায় একটি পথকুকুর, দূর্ঘটনায় মারাত্মক ভাবে আহত৷ খবরটি শুনে সায়ক ও তার বন্ধু বীরেশ্বর দাস সেখানে যায় ও দেখে, কুকুরটির মুখে প্রচন্ড আঘাত লেগেছে এবং সেখান থেকে অবিরত রক্ত ক্ষরণ হচ্ছে৷ ডাঃ চন্দ্রকান্তবাবু ও প্যারাভেট মিঠুবাবুর সাথে ভিডিও কনফারেন্সে আলোচনার মাধ্যমে সায়ক সেদিনই তাকে এমার্জেন্সি ইঞ্জেকশন দেয়৷ ও পরের দিনও তারা রিষড়ায় গিয়ে কুকুরটির চিকিৎসা সংক্রান্ত যাবতীয় কাজ করে আসে৷ ইতিমধ্যে সাল্যাইন ও ইঞ্জেকশন পেয়ে কুকুরটি বেশ খানিকটা সুস্থ৷ বর্তমানে কুকুরটি খটির বাজার এলাকারই একটি দোকানে আছে ও স্থানীয় কিছু বাসিন্দা তার শুশ্রূষার দায়িত্বে আছেন৷

আমরা কুকুরটির দ্রুত আরোগ্য কামনা করছি ও সায়ক, বীরেশ্বর ও স্থানীয় বাসিন্দাদের মানবিকতাকে কুর্নিশ জানাচ্ছি।

Address

Srirampur
712201

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashray Home and Hospital For Animals Welfare Association Hooghly posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category