16/07/2025
🌿 জেলা স্তরের বন মহোৎসব ২০২৫ 🌿
📍 বেঙ্গল সাফারি, শিলিগুড়ি | 🗓️ ১৪ই জুলাই, ২০২৫
🎋 আয়োজক: পশ্চিমবঙ্গ রাজ্য বন দপ্তর
“সবুজ বাঁচাও, সবুজ দেখাও, সবুজের মাঝে বিবেক জাগাও”
এই অনুপ্রেরণামূলক স্লোগানকে সামনে রেখে, বন মহোৎসব ২০২৫ পালিত হলো এক গৌরবময় পরিবেশে।
অনুষ্ঠানের সূচনা হয় “বন্যপ্রাণী খাদ্য উদ্যান” (Wildlife Fodder Park)-এর উদ্বোধনের মাধ্যমে, যা শুভ উদ্বোধন করেন শ্রী গৌতম দেব, মাননীয় মেয়র, শিলিগুড়ি। উপস্থিত ছিলেন:
শ্রী অরুণ ঘোষ , সভাধিপতি, শিলিগুড়ি মহকুমা পরিষদ
শ্রী দিলীপ দুগার , চেয়ারম্যান, শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভলপমেন্ট অথরিটি
শ্রী রঞ্জন সরকার , ডেপুটি মেয়র , শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন
শ্রী প্রতুল চক্রবর্তী , চেয়ারম্যান, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন
ডঃ কণা তালুকদার, আই এফ এস, প্রধান মুখ্য বনপাল, রিসার্চ মনিটরিং ডেভেলপমেন্ট , বনদপ্তর , পশ্চিমবঙ্গ সরকার
শ্রী রাজেশ কুমার, আই এফ এস, প্রধান মুখ্য বনপাল , উত্তরবঙ্গ
শ্রী সি. সুধাকর, আই . পি . এস , কমিশনার অফ পুলিশ , শিলিগুড়ি পুলিশ কমিশনারেট
শ্রী মানস রঞ্জন ভট্ট, আই এফ এস, অতিরিক্ত প্রধান মুখ্য বনপাল ও মুখ্য বনপাল রিসার্চ
শ্রী পি কমলাকাণ্থ, আই এফ এস, অতিরিক্ত প্রধান মুখ্য বনপাল ও মুখ্য বনপাল, স্পেশাল ডেভেলপমেন্ট প্রজেক্ট
উইংকমান্ডারপ্রিয়ঙ্কপান্ডে, কমান্ডিংঅফিসার, বিমানবাহিনীপুলিশসদরদপ্তর,আসামবাংলাবিহারসিকিমএলাকা
শ্রী ভাস্কর জে. ভি., আই এফ এস, মুখ্য বনপাল, বন্যপ্রাণ (উত্তর চক্র)
শ্রী সমীর গজমের, আই এফ এস, মুখ্য বনপাল, পাহাড় চক্র
ডঃ বাসবরাজ এস হোলিয়াচি, আই এফ এস, ডিরেক্টর, পদ্মজা নাইডু হিমালায়ন জুলজিক্যাল পার্ক , দার্জিলিং
শ্রী প্রিয় রত্ন প্রধান, আই এফ এস, মুখ্য বনপাল, উত্তর পশ্চিম চক্র
শ্রী অরুন কুমার মুখোপাধ্যায়,আইএফএস, ডিরেক্টর, জুলজিক্যাল গার্ডেন আলিপুর, বনপাল, ডেভেলপমেন্ট চক্র
শ্রী টি টি ভুটিয়া, আই এফ এস, বনপাল, মৃত্তিকা সংরক্ষণ
শ্রী কুমার বিমল, আই এফ এস, জেনারেল ম্যানেজার (উত্তর),ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন
শ্রীমতী অর্চনা পনধারিনাথ ওয়ানখেডে, আইএএস, চিফ এক্সিকিউটিভ অফিসার , এস. জে. ডি. এ
শ্রী অবধ সিংঘল, আই এ এস, মহকুমা শাসক,শিলিগুড়ি
শ্রী বিশ্বনাথ প্রতাপ এন , আই এফ এস, বিভাগীয় বনাধিকারীক, দার্জিলিং বন্যপ্রাণ বিভাগ
শ্রী ই. বিজয়কুমার, আইএফএস, অধিকর্তা, নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিম্যাল্স পার্ক, শিলিগুড়ি
শ্রী রাজা এম , আই এফ এস, বিভাগীয় বনাধিকারীক, বৈকুন্ঠপুর
শ্রীমতী মৌসুমী পাত্র, ডব্লিউ বি সি এস (এক্সি), প্রজেক্ট ডিরেক্টর, ডি আর ডি সি , শিলিগুড়ি মহকুমা পরিষদ
শ্রীমতী নবনিতা চক্রবর্তী, WBA & AS, DFA & EO, ডেপুটি সেক্রেটারি, বনদপ্তর
শ্রীমতী দাওয়া সংমু শেরপা, ডব্লিউ বি এফ এস, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট স্কুল
শ্রীমতী অ্যাঞ্জেলা পেনজুম ভুটিয়া, ডব্লিউ বি এফ এস, বিভাগীয় বনাধিকারীক, কার্শিয়াং মৃত্তিকা সংরক্ষণ বিভাগ
শ্রীমতী বিদিশা বসাক , ডব্লিউ বি এফ এস, বিভাগীয় বনাধিকারীক, শিলিগুড়ি সোশাল ফরেস্ট্রি ডিভিশন
শ্রী অজয় প্রধান , ডব্লিউ বি এফ এস, ডিভিশন্যাল ম্যানেজার , জলপাইগুড়ি ফরেস্ট কার্পোরেশন ডিভিশন
শ্রীমতী মঞ্জুলা তিরকে, ডব্লিউ বি এফ এস, বিভাগীয় বনাধিকারীক, নন-টিম্বার ফরেস্ট প্রডিউস (এন টি এফ পি) বিভাগ
এবং অন্যান্য বিশিষ্ট বন আধিকারিকবৃন্দ
উদ্বোধনের পরে পরিবেশ সচেতনতামূলক ট্যাবলো পতাকা উত্তোলনের মাধ্যমে রওনা হয়, যা জেলার বিভিন্ন স্থানে গিয়ে বিনামূল্যে চারাগাছ বিতরণ করে এবং পরিবেশ সংরক্ষণের বার্তা পৌঁছে দেয়।
অনুষ্ঠানে অংশ নেন ছাত্রছাত্রী, শিক্ষক, বনকর্মী ও পরিবেশপ্রেমীরা। দিনটি ছিল বৃক্ষরোপণ, সচেতনতামূলক উপস্থাপনা, সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনার এক সম্মিলিত প্রয়াস।
🌱 আসুন, গাছ লাগাই, প্রকৃতিকে বাঁচাই!
‐--‐---‐-----------------------------------------
🌿 District Level Ban Mahotsav 2025 🌿
📍 Bengal Safari, Siliguri | 🗓️ 14th July 2025
🎋 Organized by the Directorate of Forests, Government of West Bengal
“Sobuj Bachao, Sobuj Dekhao, Sobujer Majhe Bibek Jagao”
The District Level Ban Mahotsav 2025 was celebrated with great enthusiasm at Bengal Safari, Siliguri, highlighting the importance of tree plantation and forest conservation.
The event began with the inauguration of the “Bonyoprani Khadya Udyan” (Wildlife Fodder Park) by Shri Goutam Deb, Hon’ble Mayor of Siliguri, in the gracious presence of:
Shri Arun Ghosh, Sabhadhipati, Siliguri Mahakuma Parishad
Shri Dilip Dugar, Chairman, Siliguri Jalpaiguri Development Authority
Shri Ranjan Sarkar, Deputy Mayor, Siliguri Municipal Corporation
Shri Protul Chakraborty, Chairman, Siliguri Municipal Corporation
Dr. Kona Talukdar, IFS, PCCF, Research Monitoring & Development, Department of Forests, Government of West Bengal
Shri Rajesh Kumar, IFS, PCCF, North Bengal
Shri C. Sudhakar, IPS, Commissioner of Police, Siliguri Police Commissionerate
Shri Manas Ranjan Bhatt, IFS, Addl. PCCF & Chief Conservator of Forests (Research)
Shri P. Kamalakanta, IFS, Addl. PCCF & CCF, Special Development Projects
Wing Commander Priyanka Pandey, Commanding Officer, Indian Air Force Police HQ, Assam-Bengal-Sikkim Sector
Shri Bhaskar J. V., IFS, CCF, Wildlife (North Circle)
Shri Samir Gajmer, IFS, CCF, Hill Circle
Dr. Basavaraj S. Holeyachi, IFS, Director, Padmaja Naidu Himalayan Zoological Park, Darjeeling
Shri Priyo Ratna Pradhan, IFS, CCF, North-West Circle
Shri Arun Kumar Mukherjee, IFS, Director, Zoological Garden, Alipore & CF, Development Circle
Shri T. T. Bhutia, IFS, DFO, Soil Conservation
Shri Kumar Bimal, IFS, General Manager (North), West Bengal Forest Development Corporation
Smt. Archana Pandharinath Wankhade, IAS, Chief Executive Officer, SJDA
Shri Abhadh Singhal, IAS, Sub-Divisional Officer, Siliguri
Shri Vishwanath Pratap N., IFS, Divisional Forest Officer, Darjeeling Wildlife Division
Shri E. Vijayakumar, IFS, Director, North Bengal Wild Animals Park, Siliguri
Shri Raja M., IFS, Divisional Forest Officer, Baikunthapur Division
Smt. Mousumi Patra, WBCS (Exe.), Project Director, DRDC, Siliguri Mahakuma Parishad
Smt. Nabaneeta Chakraborty, WBA&AS, DFA & EO, Deputy Secretary, Forest Department
Smt. Dawa Sangmu Sherpa, WBFS, Director, West Bengal Forest School
Smt. Angela Penjum Bhutia, WBFS, Divisional Forest Officer, Kurseong Soil Conservation Division
Smt. Bidisha Basak, WBFS, Divisional Forest Officer, Siliguri Social Forestry Division
Shri Ajay Pradhan, WBFS, Divisional Manager, Jalpaiguri Forest Corporation Division
Smt. Manjula Tirkey, WBFS, Divisional Forest Officer, Non-Timber Forest Produce (NTFP) Division
Along with other respected senior forest officials
A specially designed eco-awareness tableau was flagged off after the inauguration, which will travel across the district spreading the message of forest conservation and distributing free saplings to the public to encourage mass participation in tree planting.
The celebration saw vibrant participation from students, educators, forest officials, and citizens through plantation drives, awareness sessions, and cultural performances dedicated to nature.
🌱 Let us come together to plant trees, protect wildlife, and build a greener tomorrow.