06/09/2022
আমরা সবাই এই দৃশ্যের সাথে পরিচিত।
আমাদের সমাজে অনেকেই"Animal sex"ব্যাপারটা খুপ মজা হিসাবে নেয়।রাস্তায় কুকুরদের এই পরিস্থিতিতে দেখতে পেলে কেউ গরম জল,আবার কেউ বা ঢিল ছোড়ে।
কেউ কেউ আবার অতি উৎসাহী হয়ে,বাঁশ বা লাঠি দিয়ে তাদের আঘাত করে।
আমাদের আজগের post"টা সমাজের সেই অবুঝ ব্যক্তিদের জন্য যারা এরকম কাজ করেন।
আসুন আজগে এই ব্যাপারটা আমরা একটু বুঝি..
আমাদের মানুষের মতোই প্রাণীদের'ও সেক্স একটি মৌলিক বৈশিষ্ট।
তফাৎ শুধু এইটুকু আমরা এই মিলন বদ্ধ ঘরে সম্পূর্ণ করি,আর ঝগড়া করি রাস্তায়।
কিন্তু এই অবলা প্রাণীরা আমাদের মতো ঘর-বাড়ি বানাতে সক্ষম নয় তাই এরা মিলন আর ঝগড়া দুটোই রাস্তায় করে।
১.এবার আমরা জানবো যে কুকুররা যৌনমিলনের সময় আটকে কেন যায়?
যৌনমিলনের সময় কুকুরদের আটকে যাওয়ায় জন্য যেই প্রক্রিয়াটি দায়ী তাকে"Copulatory tie"নামে আমরা যানি।
কুকুরদের'sex "সাধারণত দু-তিন ধাপে সম্পন্ন হয়,যার দ্বিতীয় ধাপ হলো আটকে যাওয়া।
পুরুষ কুকুর মিলনের সময় তার যৌনাঙ্গের দ্বারা যখন স্ত্রী কুকুরের দেহে"semen inject"করে তখন তার যৌনাঙ্গের"Bulbas glandis"যথেষ্ট শক্ত হয়ে পড়ে এবং একই সাথে স্ত্রী কুকুরের যোনিপথের পেশী'ও সংকুচিত হয়ে পড়ে।
ফলে পুরুষ কুকুর তার যৌনাঙ্গ ততক্ষন নারী কুকুরের যৌনাঙ্গ থেকে বের করতে পারেনা,যতক্ষণ না উভয় পেশী শিথিল হচ্ছে।
এবং এই সময় পুরুষ কুকুরের যৌনাঙ্গ থেকে কিছু পরিমান"fluid নিঃসৃত হয় যা তার sperm"কে আরো দ্রুত গতিতে ভিতরে ঢেলে দেয়।
এই প্রক্রিয়ার সময়কাল হতে পারে প্রায় ৫ থেকে ৪৫ মিনিট পযন্ত।
এই প্রক্রিয়া চলাকালীন অথাৎ এই আটকে থাকা অবস্থায় আমার যদি তাদের দৌড়াতে বাধ্য করি কিংবা ঢিল,বাঁশ জাতীয় জিনিস দিয়ে তাদের আঘাত করি তাহলে সেই ক্ষেত্রে তাদের যৌনাঙ্গের পেশী ছিঁড়ে যেতে পারে এবং অনেক সময় স্ত্রী কুকুরের যৌন ক্ষমতা হারানো সহ পুরুষ কুকুরের কিডনি কর্ম ক্ষমতা হারানো ও আরো অনেক সমস্যার সৃষ্টি হতে পারে।
কাজেই আপনার যদি এরকম দৃশ্য পছন্দ না হয় আপনি পাশ কাটিয়ে হেঁটে চলে যান,অযথা এই অবস্থায় কোনো কুকুরযুগলকে বিরক্ত করবেননা।
যেমন এরা আমাদের সহবাসের সময় আমাদের বিরক্ত করেনা।
আর এই লাইনটা সেই সব"Dog lover দের জন্য যারা"social media"তে cute কুকুরছানাদের ছবি upload"করে"love react"কুড়াচ্ছেন তা ভালো কথা কিন্তু একই সাথে রাস্তায় এরকম কিছু হতে দেখলে protest"করুন,এবং কুকুরের ছবি ছাড়া'ও এই ধরণের"post share করুন যাতে আমরা মানুষকে আরো বেশি সচেতন করতে পারি।
ধন্যবাদ"🙏🏻