Animal love and vlogs

Animal love and vlogs আজকের নতুন জীবনে সব কিছুই নতুন
পুরোনো সব স্মৃতি ভুলে গেছি
আজ ভুলে গেছি তোমাকে
খুঁজে পেয়েছি নিজেকে 😊❤

09/12/2024

07/12/2024

Vairal video

02/03/2023

আর সামান্য আগে খবর পেলে হয়তো তুই বেঁচে যেতে যাইহোক ভালো থাকিস নাা ফেরার দেশে।😢😭
ভিডিওটি সবাই দেখো ভালো লাগলে পেজ তাকে ফলো করে দিও আর ভিডিও টা
শেয়ার আর লাইক করে দিও🙏

18/02/2023

গরু আমাদের দুধ দেয় না, আমরা কেড়ে নি। গাধাও মোট বয় না, ধোপারা এককালে বওয়াতো জোর করে। হিসেব মত সিংহীও দুধ দেয়, সিংহও ওজন বইতে সক্ষম। কিন্তু সিংহকে দিয়ে ওসব করানো মানুষের অকাতের বাইরে।

ওই জন্য একটু বোকা আর ভালো মানুষদের গরু কিংবা গাধার সাথে তুলনা করা হয়। এই দুটো প্রাণীর নামে কোনো মানুষকে ডাকা মানে সেটা অপমান করা। কিন্তু কাউকে সিংহ বললে সে উল্টে গর্ববোধ করবে। সেই সিংহ, যে আজ অবধি মানুষের উপকার করল না, যার সামনে মানুষ গেলে মুহূর্তের মধ্যে পরপারে চলে যাবে, সেই সিংহ হচ্ছে মানুষের চোখে রাজা। উপকারী গাধা হচ্ছে হাসির বস্তু।

*অতিরিক্ত ভালো হওয়ার সমস্যাই এটা। অতিরিক্ত ভালো মানুষরা কারোর কাছে গুরুত্ব পায় না। তুমি নিঃস্বার্থভাবে ত্যাগ করতে থাকো, ভালো মনে কারোর ক্রমাগত উপকার করতে থাকো, আঘাতের পর আঘাত সহ্য করেও হাসিমুখে কাউকে ভালোবাসতে থাকো, তুমি তার চোখে 'গাধা' ছাড়া আর কিছুই হবে না। যদি মনে করো সে একদিন এগুলোর মূল্য বুঝবে, তাহলে তুমি সত্যিই গাধা। কারুর কাছে নিজের দাম পেতে গেলে একবার অন্তত সিংহের মত হতেই হয়।*
©

17/02/2023

আজকে নতুন ভিডিও আসছে সবাই দেকো

এই মুখটি দেখে কি বলবেন। ভগবানের সৃষ্টি তাই না। না আছে জাত, না কোনও ধর্ম। শুধু আছে একটা জীবন্ত প্রান। আর যে প্রানে আছে শি...
16/02/2023

এই মুখটি দেখে কি বলবেন। ভগবানের সৃষ্টি তাই না। না আছে জাত, না কোনও ধর্ম। শুধু আছে একটা জীবন্ত প্রান। আর যে প্রানে আছে শিশুদের আবেগ আর সরলতা। এরা জানে মনপ্রাণ দিয়ে সকলকে ভালবাসতে আর তার বিনিময়ে একটু বেচে থাকবার রসদ পেতে।
কিন্তু তারা কি তা পায় ?

14/02/2023

আজকে রাতে নতুন ভিডিও আসছে সবাই দেকো আর ভালো লাগলে সাপোর্ট করো 😊😌

Address

Nabadwip

Telephone

+6296725315

Website

Alerts

Be the first to know and let us send you an email when Animal love and vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Animal love and vlogs:

Share