Dog Resort and Care Institute -DRCI-Creche

Dog Resort and Care Institute -DRCI-Creche This is not just a creche, this is a Resort where you can send your Pet-Child in their holidays.

শুভ জন্মদিন রে মা ( ম্যাও )...... অনেক অনেক  এমন জন্মদিন আসুক । সারাদিনের ব্যাস্ততার জন্য পোস্ট করতে দেরি হয়ে  গেল ।    ...
17/07/2025

শুভ জন্মদিন রে মা ( ম্যাও )...... অনেক অনেক এমন জন্মদিন আসুক । সারাদিনের ব্যাস্ততার জন্য পোস্ট করতে দেরি হয়ে গেল । সরি ... আজ না হয় ১০০ টা হামি বেশি খাব ।

15/07/2025

"Ami chorki khacchi, kichutey uncle er katha sunbo na."
EMA amader regular guest.

13/07/2025

Shiba inu named Yuzu.
Yuzu'r এটা 2nd time staying ay DRCI. Philippines theke aseche Kolkatay.
She looking like a toy but curious energetic baby.

আমি দুগ্গা..... বাবার সব থেকে আদরের মেয়ে, কিন্তু বাবা আমার সাথে এটা কি করলো !! I am shocked. কাল আদর করে বললো দুগ্গু মা...
18/06/2025

আমি দুগ্গা..... বাবার সব থেকে আদরের মেয়ে, কিন্তু বাবা আমার সাথে এটা কি করলো !! I am shocked. কাল আদর করে বললো দুগ্গু মা খুব গরম পড়ছে তোমার খুব কষ্ট হচ্ছে চলো স্নান করিয়ে দিই। আমিও সাদা মনে কাদা নেই ভেবে নাচতে নাচতে স্নান করতে গেলাম। ও মা.... স্নান করবার পর দেখি একটা কাকু এসে হাজির, bag থেকে কি সব যন্ত্রপাতি বার করে রাখছে। আমি ভাবলাম অন্য কিছুর জন্য বোধহয় কাকু টা এসেছে। তখনও ভাবিনি আমার এত বড় সর্বনাশটা বাবা আর ওই কাকু মিলে করবে বলে ঠিক করেছে।
আমার এত সাধের চুল গুলো সব কেটে ফেলল....
তিল তিল করে বড় করা আমার চুল গুলো 😭😭 আমারই চোখের সামনে মাটিতে গড়াগড়ি যাচ্ছিল দেখে আমার চোখের জল আটকে রাখতে পারছিলাম না।
আমি আমার বাবা কে ত্যাজ্য করবো, তোমাদের কারুর যদি কোনো ভালো lawyer জানা থাকে আমাকে বলোতো.....

10/06/2025

গোলুর দুষ্টুমি।
গোলু কোন্নগরে থাকে, DRCI তে কিছুদিনের জন্য বেড়াতে এসেছে। এখানে এসে গোলু আমাকে ছাড়া কিছুই ভাবতে পারছে না। খাওয়া, ঘুম, দুষ্টুমি সবই আমার সাথে।

06/06/2025

Lemmi এবং Rex.....
DRCI swimming club এর happy member....
নিয়ম করে দুজনই আসে নিজেদের fit and strong রাখতে।
Swimming আমাদের বাচ্চাদের জন্য খুব উপকারী, muscle strong হয়, bone joint strong হয়, overall body exercise হয়।

আজ আমার জন্মদিন। ৩১শে মে ২০২৩ ভোর রাতে আমার জন্ম। দাদু আমার নাম দিয়েছিল নিমকি। এমনিতে আমি খুব শান্তশিষ্ট ছেলে। সারাদিন ...
31/05/2025

আজ আমার জন্মদিন। ৩১শে মে ২০২৩ ভোর রাতে আমার জন্ম।
দাদু আমার নাম দিয়েছিল নিমকি। এমনিতে আমি খুব শান্তশিষ্ট ছেলে।
সারাদিন অনেক কাজ করি, যেমন খাই, ঘুমাই, জানলা দিয়ে বাইরে তাকিয়ে প্রকৃতি দেখি, আর দাদুকে ম্যাসাজ করে দিই।
দাদু বলেছে আমার জন্য কুমোরটুলি থেকে বউ নিয়ে আসবে।
আপাতত দাদুর ঘাড়ে বসে খাই, তবে ইচ্ছে আছে নিজের পায়ে দাঁড়ানোর।
কি করা যায় তোমরা বলোতো, যাতে করে আমি আমার বউ ছেলেপুলে নিয়ে শান্তিতে সংসার করতে পারি !!

06/05/2025

Bow(golden retriever) & Belly(corgi) new guest of DRCI.

Last January ২০২৫ এ DRCI & PAWSOME LIFE একসাথে একটা picnic এর আয়োজন করেছিল। সেখানেই DRCI announce করেছিল যে ২০২৫-২৬ fin...
05/05/2025

Last January ২০২৫ এ DRCI & PAWSOME LIFE একসাথে একটা picnic এর আয়োজন করেছিল। সেখানেই DRCI announce করেছিল যে ২০২৫-২৬ financial year এর calender প্রকাশ করবে। সেই কথা মতো picnic এ যে বাচ্চারা এসেছিলো তাদের full family এবং যারা আসতে পারেনি তাদের single ছবি দিয়ে এই calender তৈরি করা হয়েছে।

প্রথমে মাত্র ৪৫টি calender এর order দেওয়া হয়েছিল, কিন্তু ক্রমবর্ধমান চাহিদায় সেটা ৭৫টা করতে হয়।

সবাইকে ধন্যবাদ DRCI কে এত ভালবাসা দেওয়ার জন্য।

Calender টি design করে দিয়েছেন DRCI এর একজন খুব কাছের মানুষ কৌশিক চ্যাটার্জী
❤️❤️

এই post a দেওয়া হলো DRCI এর আরো এক কাছের মানুষের calender পাওয়ার পর তার অনুভূতি ❤️❤️

04/05/2025

২৩শে এপ্রিলের পর টফির আর কোনো খবর আপনাদের দেওয়া হয়নি। আসলে DRCI তে আরো বাচ্চাদের নিয়ে একটু ব্যস্ত হয়ে পরেছিলাম।
টফির বাবা অনেক ভিডিও পাঠিয়েছেন তার মধ্যে একটি ভিডিও আপনাদের সাথে share করলাম। টফি বাবা মার সাথে লোকাল ডগ পার্কে বেড়াচ্ছে।

জানি অনেক দেরি করে ভিডিও post করি, চেষ্টা করবো বাচ্চাদের নতুন নতুন আরো vdo post করার।
সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।

23/04/2025

ইংল্যান্ডের স্থানীয় সময় অনুযায়ী আজ সকাল সাড়ে আটটায় টফির প্লেন ল্যান্ড করে হিথরো বিমানবন্দরে। বিমানবন্দরের কার্গো ডিপার্টমেন্টের পেট সেকশনে বাইরে থেকে যাওয়া পেটদের জন্য নির্দিষ্ট জায়গায় টফিকে প্রায় সাড়ে তিন থেকে চার ঘণ্টা নজরে রাখা হয় তার শারীরিক কোন অসুবিধা হচ্ছে কিনা জানার জন্য এবং তারপর টফির বাবা এবং মায়ের হাতে বিমানবন্দর কর্তৃপক্ষ টফিকে তুলে দেয়।
এখন টফি নিজের বাড়ির পথে। নতুন জায়গা, নতুন দেশ, নতুন পরিবেশে টফি নিজেকে এবার আস্তে আস্তে মানিয়ে নেবে, DRCI-এর কথা, DRCI-এর বন্ধুদের কথা DUGGA, CRYSTAL, MINU, ALICE এদের কথা টফির খুব মনে পড়বে, সাথে নতুন দেশে নতুন পরিবেশে টফির অনেক নতুন বন্ধু হবে, টফি সেখানে আস্তে আস্তে আরো বড় হয়ে উঠবে।
ওর ভবিষ্যৎ আরও সুন্দর হোক আমরা এটা সব সময় ভগবানের কাছে প্রার্থনা করব। টফির বাবা-মা টফিকে পেয়ে খুব খুশি, এই ভিডিও যেগুলো উনারা পাঠিয়েছেন দেখে আমরাও খুব নিশ্চিন্ত।

অবশেষে টফি রওনা দিল লন্ডনের উদ্দেশ্যে। আজ রাত ২:৫০ এর প্লেন ধরে প্রথমে যাবে দুবাই সেখান থেকে লন্ডন। আপনারা যে ছবিগুলো দে...
22/04/2025

অবশেষে টফি রওনা দিল লন্ডনের উদ্দেশ্যে। আজ রাত ২:৫০ এর প্লেন ধরে প্রথমে যাবে দুবাই সেখান থেকে লন্ডন।
আপনারা যে ছবিগুলো দেখতে পাচ্ছেন সেগুলো দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে টফি অপেক্ষা করছে কখন তাকে প্লেনে তোলা হবে।
কলকাতা থেকে উনিশে এপ্রিল টফি বেরিয়েছিল দিল্লির উদ্দেশ্যে ২১ তারিখ ভোরবেলা টফি পৌঁছায় দিল্লিতে। সেখানে একটা পেট বোর্ডিং এ দেড়দিন থেকে তারপর অবশেষে আজ প্লেনে উঠলো।
সাবধানে যাস টফি তোর পৌছানোর খবর যতক্ষণ না পাচ্ছি, শান্তি পাচ্ছিনা।
বাবা মায়ের সঙ্গে দেখা হলে জড়িয়ে ধরে আদর করিস।
পৌঁছানোর পর তোর ছবি ভিডিও অবশ্যই পাঠাস আমরা একটু নিশ্চিন্ত হব।
Happy journey sona maa ❤️❤️

Address

107, Tarafdar Para Road, Chroktola, Dakshin Jagaddal, Rajpur Sonarpur
Kolkata
700151

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dog Resort and Care Institute -DRCI-Creche posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share