পশ্চিমবঙ্গ প্রাণীসম্পদ বিকাশ কর্মী ইউনিয়ন

  • Home
  • India
  • KOLKATA
  • পশ্চিমবঙ্গ প্রাণীসম্পদ বিকাশ কর্মী ইউনিয়ন

পশ্চিমবঙ্গ প্রাণীসম্পদ বিকাশ কর্মী ইউনিয়ন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from পশ্চিমবঙ্গ প্রাণীসম্পদ বিকাশ কর্মী ইউনিয়ন, Veterinarian, KOLKATA.

আজকে 21/01/2025 উত্তর চব্বিশ পরগনা জেলার উদ্যোগে আয়োজিত ব্রুসেললসিস ক্যাম্প সবরুপনগরে।
21/01/2025

আজকে 21/01/2025 উত্তর চব্বিশ পরগনা জেলার উদ্যোগে আয়োজিত ব্রুসেললসিস ক্যাম্প সবরুপনগরে।

20/01/2025
আগামী  মঙ্গলবার অর্থ্যাৎ 21/01/25 তারিখে সকাল ১১ঘটিকায় *রিজিওনাল রিসার্চ ইনস্টিটিউট , ভারত সরকারের অধীনস্থ স্বয়ংশাসিত ...
19/01/2025

আগামী মঙ্গলবার অর্থ্যাৎ 21/01/25 তারিখে সকাল ১১ঘটিকায় *রিজিওনাল রিসার্চ ইনস্টিটিউট , ভারত সরকারের অধীনস্থ স্বয়ংশাসিত সংস্থার উদ্যোগে ব্রুসেলা রিসার্চ প্রজেক্ট এর সহযোগিতায় পশ্চিমবঙ্গ প্রাণীসম্পদ বিকাশ কর্মী ইউনিয়ন* সকলকে বিনামূল্যে ব্রুসলোসিস পরীক্ষা এবং চিকিৎসা যাবতীয় ওষুধ ।

বিঃদ্রঃ -উওর 24 পরগনা জেলার সমস্ত কর্মীদের কাছে সংগঠনের পক্ষ থেকে অনুরোধ আপনারা দলে দলে যোগদান করে কর্মসূচিকে সাফল্য মন্ডিত করে তুলুন।

স্থান - *সরুপনগর ব্লক, উওর 24 পরগনা*

ব্রুসেলোসিস (Brucellosis) একটি সংক্রামক রোগ, যা ব্রুসেলা (Brucella) নামে একটি ব্যাকটেরিয়ার কারণে হয়। এটি প্রধানত প্রাণীদের মধ্যে দেখা যায়, বিশেষ করে গরু, ছাগল, ভেড়া, শুকর এবং কুকুরের মধ্যে। তবে, এটি মানুষেও সংক্রমিত হতে পারে, সাধারণত আক্রান্ত প্রাণীর সঙ্গে সরাসরি সংস্পর্শের মাধ্যমে বা তাদের থেকে প্রাপ্ত দুধ, পনির, বা মাংস খাওয়ার ফলে।

ব্রুসেলোসিসের লক্ষণ

মানুষের মধ্যে ব্রুসেলোসিসের সাধারণ লক্ষণগুলো হলো:

জ্বর (সাধারণত পুনরাবৃত্তিমূলক বা ঢেউয়ের মতো জ্বর)

দুর্বলতা বা অবসন্নতা

পেশি ও জয়েন্টে ব্যথা

মাথাব্যথা

ঘাম হওয়া (বিশেষ করে রাতের বেলা)

ক্ষুধামন্দা এবং ওজন কমে যাওয়া

সংক্রমণের কারণ

মানুষে ব্রুসেলোসিস সংক্রমণের কারণগুলো:

1. কাঁচা বা অপরিশোধিত দুধ বা দুগ্ধজাত পণ্য খাওয়া।

2. আক্রান্ত প্রাণীর মাংস বা রক্তের সংস্পর্শে আসা।

3. প্রাণীর সঙ্গে ঘনিষ্ঠ কাজ করা (যেমন: কৃষিকাজ, পশুপালন, বা পশুচিকিৎসা)।

প্রতিরোধ

কাঁচা দুধ পান না করা এবং সঠিকভাবে পাস্তুরাইজড দুধ ব্যবহার করা।

আক্রান্ত প্রাণী থেকে দূরে থাকা।

সুরক্ষামূলক পোশাক পরা, বিশেষত পশুর সঙ্গে কাজ করার সময়।

পরিষ্কার-পরিচ্ছন্নতা মেনে চলা।

চিকিৎসা

ব্রুসেলোসিস একটি গুরুতর রোগ এবং এর জন্য সঠিক চিকিৎসার প্রয়োজন। চিকিৎসকের পরামর্শ ছাড়া এ রোগের চিকিৎসা শুরু করা উচিত নয়।

আপনি যদি এই রোগ সম্পর্কে আরও জানতে চান বা নিজের লক্ষণ সম্পর্কে সন্দেহ করেন, তাহলে দ্রুত ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন।

যোগাযোগ -রুস্তম আলী দফাদার
+919614773912

পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ বিকাশ কর্মী ইউনিয়ন

01/01/2025

প্রচার পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ বিকাশ কর্মী ইউনিয়নের পক্ষ থেকেও।

পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ বিকাশ কর্মী ইউনিয়নের কর্মীরা মাত্র পাঁচ হাজার টাকা ইনসেনটিভ এর জন্য অক্লান্ত পরিশ্রম করতে পারে।...
30/12/2024

পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ বিকাশ কর্মী ইউনিয়নের কর্মীরা মাত্র পাঁচ হাজার টাকা ইনসেনটিভ এর জন্য অক্লান্ত পরিশ্রম করতে পারে। গবাদি পশুর শরীরে এফ এম ডি ভ্যাকসিন প্রয়োগ করছেন একজন প্রাণীমিত্রা।

নেই কোনো ইন্সুরেন্স নেই কোনো নিশ্চয়তা তবু পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ বিকাশ কর্মী ইউনিয়নের কর্মীরা ভয় পায় না ।
26/12/2024

নেই কোনো ইন্সুরেন্স নেই কোনো নিশ্চয়তা তবু পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ বিকাশ কর্মী ইউনিয়নের কর্মীরা ভয় পায় না ।

পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ বিকাশ কর্মী ইউনিয়ন এর কর্মীরা পশুসুমারীর কাজ করে চলেছেন সারা রাজ্য জুড়ে।
23/12/2024

পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ বিকাশ কর্মী ইউনিয়ন এর কর্মীরা পশুসুমারীর কাজ করে চলেছেন সারা রাজ্য জুড়ে।

Address

Kolkata
700011

Website

Alerts

Be the first to know and let us send you an email when পশ্চিমবঙ্গ প্রাণীসম্পদ বিকাশ কর্মী ইউনিয়ন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category