Oreo and Dot

Oreo and Dot Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Oreo and Dot, Pet service, Bally, Howrah.

আমি তোমাদের প্রিয় ওরিও, বয়স মাত্র ২ বছর । দুষ্টুমি তে আমি সেরা। আমার পরিবারে আছে মা , পাপা আর আমার প্রিয় দিদিয়া ❤️

তোমরা আমাকে ফলো দিয়ে পাশে থেকো , আমিও তোমাদের ভালোবাসা দেবো। তারপর আমাদের খুব খেলা হবে ❤️❤️

26/04/2025

দিদি দের আদর পেয়ে আনন্দে ঊর্ধগগণে চার হাত পা তুলে নেত্ত্য করতে করতে ক্লান্ত হয়ে কাল ঘুমিয়ে পড়েছিলুম। এসব রোজ রোজ হলে মহা আনন্দ হয় জীবনে 😀

11/04/2025

কাল আমাদের ওরিয় সোনার জন্মদিন ছিল ।
দেখতে দেখতে গুটি গুটি করে দুটো বছর । মন প্রাণ ভালো করা ওই মায়াবী চোখের ভালোবাসার কোনো তুলনা নেই ।
তুই খুব খুব ভালো থাকিস আর সুস্থ থাকিস ।

ভালোবাসান্তে তোর মাম্মাম পাপা দিদিয়া আর তোর এত্ত বড় পুরো পরিবার ❤️

08/02/2025

রোজ দুপুরে এই এক রুটিন, এক বিন্দু আমাকে বসতে দেখলেই উটের মত গলা বাড়িয়ে চলে আসবে ...

28/01/2025

তোমরা কেউ অষ্ট বক্র দেখেছো ?
না দেখে থাকলে দেখে যাও , আমার বাড়িতে একটা অষ্ট বক্র মুনি র দেখা পাওয়া গেছে

16/01/2025

আমার সমস্ত সর্বনাশের কারণ 😭
যখন ই আমি কাজ করতে বসি তার খাওয়া , পটি , হিসু, খেলা সব তখন ই পায় আবার কিছু বললে মাথা ঝাকু নাকু করে রাগ দেখায় নয়তো মুখ ঝুলিয়ে বসে থাকে ।
আমার হয়েছে যতো জ্বালা এই মেয়ে নিয়ে 🤭




15/01/2025

ওদের ভালোবাসার কোনো তুলনা নেই ,
যতো দেখি অবাক হয়ে যাই।
এভাবেই আমাদের সাথে থাকিস সোনা । Love you so much

04/01/2025

পুতু বন্ধুর পেট ফা🐶টিয়ে দেওয়ার পর এক গভীর অপারেশন চললো।
শান্তার দেওয়া পুতু ই তার চাই । লুকিয়ে ফেললে ই কুই কুঁই করে সারা বাড়ি খোঁজা। অগত্যা অ** স্ত্র প্রচার ছাড়া আর কোনো ি রাস্তা নেই ।

25/12/2024

সান্তা আজ লেটুস হয়ে গেছে , আমি আর দিদিয়া কাল থেকে শান্তার জন্য wait করছিলাম , বেটু অবশ্য বলছিল সান্তা আসবে বুড়ো হয়েছে অনেক টা দুর থেকে আসছে তাই দেরি হচ্ছে । আমরা যখন আশা ছেড়ে ই দিয়েছিলাম , তখন হঠাৎ কলিং বেল টা বেজে উঠলো। আমি তো পরি কি মরি ছুট লাগালাম। দরজা খুলতেই লাল সান্তা গিফট টিফট নিয়ে দাড়িয়ে আছে , উফফ কি আনন্দ আমি তো বেশ কয়েকবার টিঙ্গা টিঙা করে নেচে নিলাম । সান্তা বললো, পার্ক স্ট্রিট এ হেভি জ্যাম এ নাকি ফেঁসে গেছিলো। পার্ক স্ট্রিট এ কী পার্ক আছে গাইস? আমায় তাহলে কেউ নিয়ে যায় না কেনো ? আর পার্ক এ জ্যাম ই বা কিভাবে হয় ? এইসব ভাবতে ভাবতে সান্তা ভুসস্ করে ভ্যানিশ হয়ে গেলো । কী আর করবে বুড়োকে আবার অনেক দূর যেতে ও হবে। আজ আমি ওই গিফট নিয়ে ই থাকবো । দিদিয়া টাও গিফট পেয়েছে , বেটা ও পেলো । আমার অবশ্য তাতে বেশি মাথা ব্যথা নেই । আমি আমার টা নিয়ে হেভি খুশি । বাকি ভিডিও নিয়ে পরে আসছি । আপাতত মাঙ্কো ভাত খাওয়ার সময় হয়ে গেছে। এখনি না গেলে দিদিয়া আবার আমার মাঙ্কো ভাত টা খেয়ে ফেলবে




মাম মাম পাপা র কাছে হঠাৎ করে এই ম্যাও টা এসে ওদের বিছানায় শুয়ে আদর খাচ্ছিলো। ওরা অফিস এর পিকনিকেগেছিলো , আমায় এবার নি...
24/12/2024

মাম মাম পাপা র কাছে হঠাৎ করে এই ম্যাও টা এসে ওদের বিছানায় শুয়ে আদর খাচ্ছিলো। ওরা অফিস এর পিকনিকেগেছিলো , আমায় এবার নিয়ে যায় নি। ওখানে নাকি 🐶 allowed নয়, তাহলে বিড়াল কীকরে এলো আমার তো এই ছবি দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে।
আমার মাম মাম পাপার কাছে আমি আর দিদিয়া ই থাকবো এই সাদা ম্যাও টা কেনো আসবে । রাগ এ আমি পাগলে গেছি বন্ধুরা , এর প্রতিশোধ আমি নেবই বলে রাখলাম ।

ইতি
ওরিও 🐕

20/12/2024

আমি নেহাত ই গোবেচারা বলে এই মাম মাম টা আমার সাথে যা পারে করে ।
যদিও দেখতে ভালো ই লাগছে আমি আয়নায় নিজেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিয়েছি । একটা লাল পেন্টু পরাতে যাচ্ছিল প্রবল প্রতিবাদ করেছি বন্ধুরা । আমার ওমন সুন্দর লেজু আমি ঢাকতে দেবো না।
ওটা আমার গব্ব ঐটা তে হাত দেওয়া যাবে না বাপু সাফ কথা বলে রেখেছি।

তোমাদের ক্রিসমাস এর সাজুগুজু রেডি ?
আমার তো রাতের ঘুম উড়ে গেছে কী গিফটি পাবো ভেবে ভেবে




I've received 200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
18/12/2024

I've received 200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

Good Night bondhura    🐶
14/12/2024

Good Night bondhura


🐶

Address

Bally
Howrah
711227

Alerts

Be the first to know and let us send you an email when Oreo and Dot posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Oreo and Dot:

Share