Animal pick up point BD

Animal pick up point BD As Salamu Alaikum Thank you very much for getting involved with Animal Pick Up Point

অফার  📢অফার 📢অফার📢অক্টোবর , নভেম্বর , ডিসেম্বর। এই ৩ মাছ জুড়ে থাকবে আপনাদের জন্য বিশাল অফার। প্রতি শুক্রবার থাকবে শুধু ...
19/10/2024

অফার 📢অফার 📢অফার📢
অক্টোবর , নভেম্বর , ডিসেম্বর। এই ৩ মাছ জুড়ে থাকবে আপনাদের জন্য বিশাল অফার।
প্রতি শুক্রবার থাকবে শুধু ঢাকার মধ্যে কিছু এলাকায়
যেমন : শনির আখড়া, জুরাইন , ওয়ারী, পুরান ঢাকা। এই কিছু এলাকা এর আশেপাশের আমরা আপনাদের প্রিয় পোষা পানি টিকে ট্রান্সপোর্ট করে থাকবো আপনাদের মতবিনিময়ের‌ মাধ্যমে আমাদের ট্রান্সপোর্ট কস্ট ।
তো দেরি না করেই আগামী শুক্রবার আপনার প্রিয় পোশাক প্রাণীটিকে এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সপোর্ট করাতে আমাদের কাছে চলে আসুন। এই পরিস্থিতিতে আমরাই সুপারফাস্ট ডেলিভারি দিয়ে থাকি আশা করি আপনারা সন্তুষ্ট হবেন আপনার প্রিয় পোষা পানি টিকে আমাদের ধারা এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সপোর্ট করাতে ধন্যবাদ সবাইকে।

এই পরিস্থিতিতেও সুপার ফাস্ট ডেলিভারি নিয়ে আমরা আছি Animal pick up point BD আপনার প্রাণীর পাশে। সুপার ফাস্ট ডেলিভারি পেত...
27/07/2024

এই পরিস্থিতিতেও সুপার ফাস্ট ডেলিভারি নিয়ে আমরা আছি Animal pick up point BD আপনার প্রাণীর পাশে। সুপার ফাস্ট ডেলিভারি পেতে ইনবক্সে এ যোগাযোগ করুন বা হোয়াটসঅ্যাপে নক করুন কখনোই ।

উৎসব , আনন্দ , মজা সবই হোক। শুধু  একটু মাথায় রাখতে হবে আমাদের আনন্দ যাতে আরেকটা জীবন নষ্ট না করে।
31/12/2023

উৎসব , আনন্দ , মজা সবই হোক। শুধু একটু মাথায় রাখতে হবে আমাদের আনন্দ যাতে আরেকটা জীবন নষ্ট না করে।

19/12/2023

How cute!🤎
যারা বিড়াল পছন্দ করে তাদের মন বিড়ালের মতো নিষ্পাপ।🌸🥀

Animal pick up point BD service 🇧🇩📍আসসালামু আলাইকুমআমাদের প্রিয় Animal pick up point BD এর সদস্যরা। আজকে কথা বলবো Animal...
17/12/2023

Animal pick up point BD service 🇧🇩📍

আসসালামু আলাইকুম

আমাদের প্রিয় Animal pick up point BD এর সদস্যরা। আজকে কথা বলবো Animal pick up point এর সার্ভিস নিয়ে। Pick up point BD এই পেজ টি খোলার কারন হলো আপনাদের চিন্তা মুক্ত রাখার জন্য প্রতারণা শিকার যেন না হন আপনার প্রিয় পোষা প্রাণীটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানোর লক্ষ্য হলো আমাদের আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি। আপনাদের ভালোবাসা ও সহযোগীতায় Animal pick up point BD এক দিন ঢাকা ভিতর বেস্ট পেট ট্রান্সপোর্ট হিসেবে গণ্য হবে। আশা করি ভালোবাসা দিয়ে যাবেন এবং আমরাও আপনাদের আমাদের বেস্ট সার্ভিস দিয়ে যাবো।

■ আমরা কী করি?

১. মূলত এই পেজটির নাম এনিমেল পিকাপ পয়েন্ট হলেও আমরা বেশিরভাগ বিড়াল ও পাখি নিয়ে কাজ করে থাকি।

২. আমরা আপনার বিড়াল কে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌছে দিতে কাজ করি।

৩. আমরা আপনার বিড়ালটি কে এডপশন করাতে সহায়তা করি।

৪. যখন কেহ আমাদের বিড়াল এডপশনের জন্য দেয়, তখন সেই বিড়ালটি আমরা আপনার কাছে এডপশনে দেই।

■ আমরা কোন কোন এরিয়ায় কাজ করি?

আমরা ঢাকা সহ আশে পাশের কিছু এরিয়ায় এখন কাজ করিছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ এরিয়া আরো বাড়ানো হবে।

■ আমাদের থেকে সার্ভিস নিতে হলে কী কী তথ্য দিতে হবে? ★ ট্রান্সপোর্ট করাতে হলে পিকআপ এর একযেক্ট লোকেশন এবং

ডিলেভারির একযেক্ট লোকেশন দিতে হবে।

যেমনঃ হাউজ নং-০১, রোড নং/নাম, জায়গার নাম।

★বিড়াল এডপশনে দিতে চাইলে, বিড়ালের ছবি, বিড়ালের সকল তথ্য, বয়স, খাদ্যাভাস, পটি সিস্টেম, আপনার লোকেশন দিতে হবে। ★বিড়াল নিতে চাইলে আপনার তথ্য, বয়স, লোকেশন বলতে হবে। (তারপর প্রয়োজন মতো আমরা যা জানার এবং দরকার তা জিগেস করবো)।

★ফস্টার সার্ভিস নিতে চাইলে আপনার লোকেশন বলতে হবে।

আমাদের কথাঃ-

আমরা আপনাদের সবচাইতে কম চার্জে বেস্ট সার্ভিস দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং তা প্রতিনিয়ত করে যাবো। মনে রাখবেন পেট ট্রান্সপোর্টার রা মোট ৩ টি লোকেশন ঘুরে তার পর একটি ডিলেভারি সম্পন্য করে। আর এটা একটা প্রাণ, কোনো পন্য নয়। তাই পন্যের ডিলেভারি চার্জ এর সাথে পেট ডিলেভারি চার্জ কখনোই মিলবে না। আশা করি আমার কথা আপনি বুঝতে পারেছেন।

আমরা অনেক দ্রুত সার্ভিস দেয়ার চেষ্টা করি, কিন্তু ঢাকার রাস্তার জ্যাম এর কারণে কিছু কিছু সময় দেরি হয়ে যায় সে জন্য আমরা আন্তরিক ভাবে দূঃখিত।

৩. আমরা বিড়ালের সূরক্ষা ১০০% নিশ্চিত করার চেষ্টা করি, আমরা

Animal pick up point BD Service -

কখনোই চাই না আপনার বিড়ালের কিছু হোক।

হায়াত আল্লাহর হাতে বিড়ালের যেহেতু প্রাণ আছে সেহেতু মৃত্যু ও আছে। তাই যাত্রাপথে আল্লাহ না করুক বিড়াল মারা গেলে তার জন্য কোনো ক্রমেই আমরা দ্বায় বদ্ধ নই। অনলাইন প্লাটফর্মে কাজ করতে হলে অবশ্যই ভালো রিভিউ নিয়ে কাজ করতে হয়। আমরা কখনোই চাই না আমাদের উপর কেহ খারাপ রিভিউ দিক। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে কাজ করার চেষ্টা করি।

মানুষ জার্নি করলে হাপিয়ে যায়, কখনো কখনো অসুস্থ ও হয়ে যায়, এটা ও তো প্রাণী। সে ও হাপাতে পারে, হালকা অসুস্থতা বোধ করতে পারে। তাই ডিলেভারির পর বিড়ালকে টাইম দিন, রিলেক্স হতে দিন, তাকে স্যালাইন পানি দিন, চিকেন স্টু দিন।

পেইজে মেসেজ দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন, উদগ্রীব হবেন না। আমাদের ও ব্যাক্তিগত জীবন আছে। কাজ থাকতেই পারে। এডমিন বা মডারেটরা আসলে সাথে সাথেই আপনাকে রিপ্লাই দিবে।

ডিলেভারি ম্যান ও মানুষ। আপনার আমার মতো রক্তে মাংসে গড়া মানুষ। তাদের ও কষ্ট আছে, ক্লান্তি আছে। তারাও ভুল করতেই পারে। তাই বলে তাদের সাথে যা তা আচরণ করবেন না। তাদের রাস্তায় দাড় করিয়ে রাখবেন না। তাদের নানা কটু কথা শোনাবেন না। তাদের বুঝতে শিখুন। তারা না থাকলে তাদের পরিবর্তে আপনার এই কষ্ট টা করা লাগতো। টাকা দিচ্ছেন বলে তাদের কিনে নিচ্ছেন না, মনে রাখবেন।

ভালো থাকবেন, ভালো রাখবেন।

ভালোবাসা জাগ্রত হোক প্রতিটি বোবা প্রাণীর প্রতি

Animal pick up point BD 🇧🇩📍

The best or first transport team in Dhaka city.🙋🏻

Adresse

Democratic Republic Of The

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Animal pick up point BD publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Animal pick up point BD:

Partager