Vet & Pet Care of Tangail

Vet & Pet Care of Tangail Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vet & Pet Care of Tangail, Veterinarian, কুমুদিনী কলেজ গেইট সংলগ্ন, বিশ্বাস বেতকা রোড, (সুফিয়া ছাত্রী নিবাসের গলি), Tangail.

 #পোষাপ্রাণীর_প্রতি_ভালোবাসা_কেমন_হওয়া_উচিতঃ১. সহানুভূতিশীলঃপ্রাণীর কষ্ট, ভয়, ব্যথা বা প্রয়োজন অনুভব করতে পারা।কখন প্রাণ...
02/08/2025

#পোষাপ্রাণীর_প্রতি_ভালোবাসা_কেমন_হওয়া_উচিতঃ

১. সহানুভূতিশীলঃ
প্রাণীর কষ্ট, ভয়, ব্যথা বা প্রয়োজন অনুভব করতে পারা।
কখন প্রাণী অসুস্থ, কষ্টে বা মন খারাপ—তা বোঝার চেষ্টা করা।

২. দায়িত্বশীলঃ
প্রতিদিন সময়মতো খাবার, পানি ও প্রয়োজন অনুসারে চিকিৎসা দেওয়া।
নিয়মিত টিকা, ডিওয়ার্মিং করানো ও পরিচ্ছন্নতা বজায় রাখা।
কোনো উৎসাহে বা আবেগে নিয়ে ফেলে না দেওয়া অর্থাৎ চূড়ান্ত যত্নবান হওয়া।

৩. সহনশীল ও ধৈর্যশীলঃ
প্রাণী ভুল করতেই পারে—ঘর নোংরা করা, চুল ফেলা, কামড়ানো বা আঁচড় দেওয়া।
এমন অবস্থায় শাস্তি না দিয়ে ধৈর্যের সাথে আচরণ করা, কারণ প্রাণী ভাষা বোঝে না, অনুভব করে।

৪. আদর ও সঙ্গ দেওয়াঃ
প্রাণীর মানসিক সুস্থতার জন্য সময় দেওয়া, খেলা করা, কথা বলা—এইসবই ভালোবাসার অঙ্গ।
একা ফেলে না রাখা, বরং পরিবারের সদস্য হিসেবে গণ্য করা।

৫. অহিংসা ও সুরক্ষাঃ
প্রাণীকে কখনোই আঘাত না করা—তারা আত্মরক্ষার জন্য প্রতিক্রিয়া দেয়, প্রতিশোধের জন্য নয়।

© ডাঃ মোঃ খালিদ হাসান
Vet & Pet Care of Tangail

 #পোষাপ্রাণীর_সাথে_শিশুদের_সম্পর্ক_গড়ে_উঠার_উপকারিতা-🐾 ১. ভালবাসা ও সহানুভূতি শেখাপোষাপ্রাণীর প্রতি যত্ন নিতে গিয়ে শিশু ...
01/08/2025

#পোষাপ্রাণীর_সাথে_শিশুদের_সম্পর্ক_গড়ে_উঠার_উপকারিতা-

🐾 ১. ভালবাসা ও সহানুভূতি শেখা
পোষাপ্রাণীর প্রতি যত্ন নিতে গিয়ে শিশু সহানুভূতি ও দায়িত্বশীলতা শিখে।তারা বুঝতে শেখে, প্রাণীরও অনুভূতি আছে, যা ভবিষ্যতে অন্য মানুষের প্রতিও সহানুভূতিশীল করে তোলে।

👪 ২. পারিবারিক বন্ধন মজবুত হয়
পোষাপ্রাণী পরিবারের সদস্যের মতো হয়, তাই সবাই মিলে তার যত্ন নেওয়ার মধ্য দিয়ে পারিবারিক বন্ধন আরও দৃঢ় হয়।

😊 ৩. আনন্দ ও মানসিক সাপোর্ট
পোষাপ্রাণীর সঙ্গে খেলা শিশুর স্ট্রেস ও দুশ্চিন্তা কমায়।
বিশেষ করে যেসব শিশু একাকীত্ব বা ডিপ্রেশনে ভোগে, তাদের জন্য পোষাপ্রাণী একজন “বন্ধু” হিসেবে কাজ করে

🧠 ৪. সামাজিক দক্ষতা উন্নয়ন
পোষাপ্রাণীর সাথে কথা বলা, খেলা করা শিশুদের ভাষা ও সামাজিক দক্ষতা বাড়াতে সাহায্য করে। তারা ধৈর্য, সহনশীলতা ও বন্ধুত্ব শেখে।

©ডাঃ মোঃ খালিদ হাসান
Vet & Pet Care of Tangail

পোষাপ্রাণীর প্রতি নিষ্ঠুরতা বন্ধ করি, নিজে সচেতন হই এবং অপরকে সচেতন করি।Photo Cerdit: Birds and Pet Animal Clinic-BPACVe...
31/07/2025

পোষাপ্রাণীর প্রতি নিষ্ঠুরতা বন্ধ করি, নিজে সচেতন হই এবং অপরকে সচেতন করি।

Photo Cerdit: Birds and Pet Animal Clinic-BPAC

Vet & Pet Care of Tangail

প্রথমত,  #প্যারাসিটামল খাওয়ানো (যা বিষ বিড়ালের জন্য)দ্বিতীয়ত, ভুল চিকিৎসা (উল্টাপাল্টা চোখের ড্রপ ব্যবহার)অতঃপর নিয়ে আসে...
30/07/2025

প্রথমত, #প্যারাসিটামল খাওয়ানো (যা বিষ বিড়ালের জন্য)
দ্বিতীয়ত, ভুল চিকিৎসা (উল্টাপাল্টা চোখের ড্রপ ব্যবহার)

অতঃপর নিয়ে আসেন আমাদের ভেট ক্লিনিক এ, ৭ দিনের সেবায় সে #বিষক্রিয়া থেকেও মুক্ত এবং নষ্ট হতে যাওয়া চোখটাও নরমাল হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ।

▶️⏭️যেকোনো সেবা পেতে,
☎️☎️যোগাযোগঃ
ডাঃ মোঃ খালিদ হাসান
✅ DVM (BSMRAU), MS in Surgery (BSMRAU)
▶️ Clinical Training (BVPGI)
🌳 BVC Reg No ⏭️ 8150
🏠 Owner,Consultant & Surgeon Vet & Pet Care of Tangail
🏠➡️ Google Location ▶️👇

https://maps.app.goo.gl/nGiNnFAe5Vt7eRVs7

For Appointment :
01798-470516

ছোট্ট বাচ্চাটি   সমস্যায় ভুগতেছিলো দীর্ঘদিন ধরে, সার্জারী এর মাধ্যমে সমাধান করা হয়েছে। ৩-৪ দিনে সে সুস্থ এখন, আলহামদুলিল...
28/07/2025

ছোট্ট বাচ্চাটি সমস্যায় ভুগতেছিলো দীর্ঘদিন ধরে, সার্জারী এর মাধ্যমে সমাধান করা হয়েছে। ৩-৪ দিনে সে সুস্থ এখন, আলহামদুলিল্লাহ।

আপনিও আপনার বিড়াল,কুকুর, পাখির যেকোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন।

▶️⏭️যেকোনো সেবা পেতে,
☎️☎️যোগাযোগঃ
ডাঃ মোঃ খালিদ হাসান
✅ DVM (BSMRAU), MS in Surgery (BSMRAU)
▶️ Clinical Training (BVPGI)
🌳 BVC Reg No ⏭️ 8150
🏠 Owner,Consultant & Surgeon Vet & Pet Care of Tangail
🏠➡️ Google Location ▶️👇

https://maps.app.goo.gl/nGiNnFAe5Vt7eRVs7

For Appointment :
01798-470516

 #ভ্যাক্সিনেশন আপনিও আপনার পোষ্যের নিয়মিত টিকা প্রদান করুন এবং সুস্থ রাখুন।▶️⏭️যেকোনো সেবা পেতে,☎️☎️যোগাযোগঃডাঃ মোঃ খালি...
27/07/2025

#ভ্যাক্সিনেশন
আপনিও আপনার পোষ্যের নিয়মিত টিকা প্রদান করুন এবং সুস্থ রাখুন।

▶️⏭️যেকোনো সেবা পেতে,
☎️☎️যোগাযোগঃ
ডাঃ মোঃ খালিদ হাসান
✅ DVM (BSMRAU), MS in Surgery (BSMRAU)
▶️ Clinical Training (BVPGI)
🌳 BVC Reg No ⏭️ 8150
🏠 Owner,Consultant & Surgeon Vet & Pet Care of Tangail
🏠➡️ Google Location ▶️👇

https://maps.app.goo.gl/nGiNnFAe5Vt7eRVs7

For Appointment :
01798-470516

মাইলস্টোন কলেজ ট্র্যাজেডির জন্য Vet & Pet Care of Tangail গভীরভাবে শোকাহত। সেই সাথে স্বজন ও সন্তানহারা বাবা-মাকে আল্লাহ ...
21/07/2025

মাইলস্টোন কলেজ ট্র্যাজেডির জন্য Vet & Pet Care of Tangail গভীরভাবে শোকাহত। সেই সাথে স্বজন ও সন্তানহারা বাবা-মাকে আল্লাহ তাআলা শোক সহ্য করার শক্তি দান করুন।

আমরা সবাই মানবিক হই,
তাহলেই মানবতা বেঁচে থাকবে।

বেশি বেশি দোয়া করি আহত এবং অসুস্থ বাচ্চাগুলোর জন্য।

গতকাল রাতে খেয়েছে, আজ সকালে আর দুপুরে খায়নি,তাপমাত্রা নরমাল,বমি নাই, পাতলা পায়খানা নাই।  টেস্ট করে  #ফ্লু_পজেটিভ আসছে। য...
09/07/2025

গতকাল রাতে খেয়েছে, আজ সকালে আর দুপুরে খায়নি,তাপমাত্রা নরমাল,বমি নাই, পাতলা পায়খানা নাই।
টেস্ট করে #ফ্লু_পজেটিভ আসছে।

যারা বিড়ালের ছোটখাটো সমস্যা নিয়েও #ভেট ডক্টর দেখান না বা ডক্টরের শরণাপন্ন হন না। শুধু #অনলাইনে ঔষধ লিখে দিতে বলেন বা সমাধান চান, তাদের এখনই নতুন করে ভাবার সময় হয়ে এসেছে যদি নিজের বিড়ালকে সুস্থ রাখতে চান।

ভাইরাসের #ভ্যারিয়েন্ট পরিবর্তন হয়েছে, সময়মত চিকিৎসা না নিলে বাঁচানো অসম্ভব বিষয় ডক্টরের জন্য।

ধন্যবাদ সবাইকে

08/07/2025

বাচ্চাটি এসেছিলো #ইউরিন_ইনফেকশন নিয়ে চেম্বারে, এটি খুবই মারাত্মক একটি রোগ, সময়মত #চিকিৎসা না গ্রহণ করলে মৃত্যু পর্যন্ত হতে পারে।

UTI-এর প্রধান লক্ষণসমূহ:
★ বারবার প্রস্রাব করার চেষ্টা করা

★ অল্প অল্প প্রস্রাব হওয়া বা একেবারে না হওয়া

★ প্রস্রাব করার সময় কষ্ট পাওয়া বা কাঁদার মতো আওয়াজ করা

★ প্রস্রাবে রক্ত থাকা

★ বাথরুমের বাইরে প্রস্রাব করে ফেলা (যেমন বিছানায় বা মেঝেতে)

★ গোপনাঙ্গ বেশি চাটতে থাকা

★ খাওয়া কমে যাওয়া বা দুর্বল হয়ে যাওয়া

যেকোনো সেবা পেতেঃ
01798-470516

বাচ্চাটি এসেছিলো মির্জাপুর থেকে, লোমে জট বাধা অবস্থায়, অনেক খারাপ অবস্থা নিয়ে এসেছিলো।বিড়ালের লোমে জট বেঁধে যাওয়া (matti...
07/07/2025

বাচ্চাটি এসেছিলো মির্জাপুর থেকে, লোমে জট বাধা অবস্থায়, অনেক খারাপ অবস্থা নিয়ে এসেছিলো।

বিড়ালের লোমে জট বেঁধে যাওয়া (matting) অনেক সাধারণ একটি সমস্যা, বিশেষ করে যদি বিড়ালের লোম লম্বা হয় বা নিয়মিত আঁচড়ানো না হয়। এতে বিড়াল অস্বস্তি বোধ করে এবং ত্বকে সংক্রমণও হতে পারে।

জট বাধার কারণঃ

★ লম্বা লোম – পার্সিয়ান বা হিমালয়ান জাতের বিড়ালদের লোম বেশি জট বেঁধে যায়।

★ অল্প বা অনিয়মিত ব্রাশ করা – নিয়মিত ব্রাশ না করলে মৃত লোম ও ধুলাবালি জট তৈরি করে।

★ আর্দ্রতা বা গরমে ঘাম – ঘেমে গেলে বা পানি লেগে শুকিয়ে না গেলে লোমে জট পড়ে।

★ অসুস্থতা বা বার্ধক্যজনিত কারণে আত্ম-পরিচর্যায় অসুবিধা – বিড়াল নিজের লোম ঠিকমতো পরিষ্কার করতে না পারলে জট জমে।

★ শরীরে অতিরিক্ত ফ্লি বা উকুন থাকা এবং ফাংগাল ইনফেকশন থেকেও হতে পারে।

যেকোনো সেবা পেতে,
যোগাযোগঃ 01798-470516
ডাঃ মোঃ খালিদ হাসান
Vet & Pet Care of Tangail

Address

কুমুদিনী কলেজ গেইট সংলগ্ন, বিশ্বাস বেতকা রোড, (সুফিয়া ছাত্রী নিবাসের গলি)
Tangail
1971

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vet & Pet Care of Tangail posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category