
02/08/2025
#পোষাপ্রাণীর_প্রতি_ভালোবাসা_কেমন_হওয়া_উচিতঃ
১. সহানুভূতিশীলঃ
প্রাণীর কষ্ট, ভয়, ব্যথা বা প্রয়োজন অনুভব করতে পারা।
কখন প্রাণী অসুস্থ, কষ্টে বা মন খারাপ—তা বোঝার চেষ্টা করা।
২. দায়িত্বশীলঃ
প্রতিদিন সময়মতো খাবার, পানি ও প্রয়োজন অনুসারে চিকিৎসা দেওয়া।
নিয়মিত টিকা, ডিওয়ার্মিং করানো ও পরিচ্ছন্নতা বজায় রাখা।
কোনো উৎসাহে বা আবেগে নিয়ে ফেলে না দেওয়া অর্থাৎ চূড়ান্ত যত্নবান হওয়া।
৩. সহনশীল ও ধৈর্যশীলঃ
প্রাণী ভুল করতেই পারে—ঘর নোংরা করা, চুল ফেলা, কামড়ানো বা আঁচড় দেওয়া।
এমন অবস্থায় শাস্তি না দিয়ে ধৈর্যের সাথে আচরণ করা, কারণ প্রাণী ভাষা বোঝে না, অনুভব করে।
৪. আদর ও সঙ্গ দেওয়াঃ
প্রাণীর মানসিক সুস্থতার জন্য সময় দেওয়া, খেলা করা, কথা বলা—এইসবই ভালোবাসার অঙ্গ।
একা ফেলে না রাখা, বরং পরিবারের সদস্য হিসেবে গণ্য করা।
৫. অহিংসা ও সুরক্ষাঃ
প্রাণীকে কখনোই আঘাত না করা—তারা আত্মরক্ষার জন্য প্রতিক্রিয়া দেয়, প্রতিশোধের জন্য নয়।
© ডাঃ মোঃ খালিদ হাসান
Vet & Pet Care of Tangail