29/06/2025
#অনেক দিন ধরে বাজেরিগার পাখি পালন করছেন কিন্তু সফল হতে পারেন নাই,
তাহলে আপনি কি করবেন?
১.নিজের সেটাপ চেঞ্জ করুন, মানে কোন বাজেরিগার ব্রীডারের কোন ফার্ম ভিজিট করুন আর আপনার ভুল গুলি ঠিক করুন।
২.খাঁচা সঠিকভাবে ঝুলাতে হবে খাচা অবশ্যই মেঝেতে না,আপনার আই লেভেলে সমান রাখুন ( মেঝে থেকে ৩ফিট উপরে সেটাপ করেন।)
৩.হাড়ী ঝুলানো সঠিক হতে হবে। যেমন পাখির লাঠি ও হাড়ীর মুখ সমান্তরালে থাকবে যাতে পাখি সহজে ঢুকতে পারে হাড়ীতে।পাখি যেন হাড়ির উপরে না বসতে পারে।কারন পাখি বেশীর ভাগ সময় ব্রীডিং বাদ দিয়ে হাড়িতে বসে থাকবে।
৪.পাখির বসার লাঠি শক্ত করে বেধে দিন।একটি ব্রীডিং কেইজে ১ টাই লাঠি থাকতে হবে।
৫.এক জোড়া পাখি থাকলে আরো ২-৪/জোড়া বাজেরিগার যুক্ত করুন আপনার এভিয়ারিতে।এতে পাখি তার পরিবেশ পায়।কারন বাজেরিগার ১০০% সামাজিক পাখি।
৬.হাড়ী শুধুই ব্রীডিং এর সময় দিন।
৭.পাখির কেইজ মানুষের চলাচল থেকে একটু আলাদা রাখুন তবে একবার বাচ্চা দেয়া শুরু করলে পরে চৌকির নিচে বাজেরিগার ডিম দেই।
৮.মিনারেল ব্লক,ভিটা ব্লক ও সাগরের ফেনা সব সময় কেইজে দিয়ে রাখুন।
#উপরের সব কিছু করেছি কিন্তু রেজাল্ট জিরো!
তাহলে আপনি কি করবেন?
- এডাল্ট সব বাজেরিগার ছেলে-মেয়ে আলাদা কেইজে রাখুন ১ মাস।এই ১ মাস আপনি কি করবেন?
#যেকোন একটি ক্রিমি নাশক পাখিকে খেতে দিন।
# সপ্তাহে ২-৩ দিন এগফুড খেতে দিন,মাঝে মাঝে শাকসবজি দিন।
# অবশ্যই সজনে পাতা ১ দিনপর পর।
#এক মাস শেষ হলে সব ছেলেমেয়ে এক খাচায় রাখেন আর দূর থেকে দেখুন কার সাথে কার জোড়া হয়, সেই অনুযায়ী আলাদা কেইজে রাখুন। ১-৫ দিন ভাল মানের মাল্টি ভিটামিন দিন।এরপর হাড়ি দিন।এরপর ৫ দিন ক্যালসিয়াম দিন।এই নিয়মটা শুধুই নতুনদের জন্য।পরে সে নিজেই অনেক কিছু শিক্ষে যাবে।
( ভাল লাগলে বা উপকার হলে কমেন্ট,তাহলেই নতুন লেখা পাবেন ইনশাআল্লাহ।)