Majed & Pet's

Majed & Pet's Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Majed & Pet's, Pet Supplies, Sylhet.

আসসালামু আলাইকুম ।।
মাজেদ এন্ড পেট'স পেজে আপনাদেরকে স্বাগতম।।
কিভাবে পাখি লালন-পালন করবেন তা সম্পর্কে ধারণা দেওয়া হয়। আর এই পেজ থেকেও পাখি কিনতে পারবেন। ইনশাআল্লাহ!
পাখির সকল ধরনের সমাধানের জন্যে গ্রুপে জয়েন হতে পারেন→ Bird's Lover's � ( Sylhet city )

 #অনেক দিন ধরে বাজেরিগার পাখি পালন করছেন কিন্তু সফল হতে পারেন নাই, তাহলে আপনি কি করবেন?১.নিজের সেটাপ চেঞ্জ করুন, মানে কো...
29/06/2025

#অনেক দিন ধরে বাজেরিগার পাখি পালন করছেন কিন্তু সফল হতে পারেন নাই,

তাহলে আপনি কি করবেন?

১.নিজের সেটাপ চেঞ্জ করুন, মানে কোন বাজেরিগার ব্রীডারের কোন ফার্ম ভিজিট করুন আর আপনার ভুল গুলি ঠিক করুন।

২.খাঁচা সঠিকভাবে ঝুলাতে হবে খাচা অবশ্যই মেঝেতে না,আপনার আই লেভেলে সমান রাখুন ( মেঝে থেকে ৩ফিট উপরে সেটাপ করেন।)

৩.হাড়ী ঝুলানো সঠিক হতে হবে। যেমন পাখির লাঠি ও হাড়ীর মুখ সমান্তরালে থাকবে যাতে পাখি সহজে ঢুকতে পারে হাড়ীতে।পাখি যেন হাড়ির উপরে না বসতে পারে।কারন পাখি বেশীর ভাগ সময় ব্রীডিং বাদ দিয়ে হাড়িতে বসে থাকবে।

৪.পাখির বসার লাঠি শক্ত করে বেধে দিন।একটি ব্রীডিং কেইজে ১ টাই লাঠি থাকতে হবে।

৫.এক জোড়া পাখি থাকলে আরো ২-৪/জোড়া বাজেরিগার যুক্ত করুন আপনার এভিয়ারিতে।এতে পাখি তার পরিবেশ পায়।কারন বাজেরিগার ১০০% সামাজিক পাখি।

৬.হাড়ী শুধুই ব্রীডিং এর সময় দিন।

৭.পাখির কেইজ মানুষের চলাচল থেকে একটু আলাদা রাখুন তবে একবার বাচ্চা দেয়া শুরু করলে পরে চৌকির নিচে বাজেরিগার ডিম দেই।

৮.মিনারেল ব্লক,ভিটা ব্লক ও সাগরের ফেনা সব সময় কেইজে দিয়ে রাখুন।

#উপরের সব কিছু করেছি কিন্তু রেজাল্ট জিরো!

তাহলে আপনি কি করবেন?

- এডাল্ট সব বাজেরিগার ছেলে-মেয়ে আলাদা কেইজে রাখুন ১ মাস।এই ১ মাস আপনি কি করবেন?

#যেকোন একটি ক্রিমি নাশক পাখিকে খেতে দিন।

# সপ্তাহে ২-৩ দিন এগফুড খেতে দিন,মাঝে মাঝে শাকসবজি দিন।

# অবশ্যই সজনে পাতা ১ দিনপর পর।

#এক মাস শেষ হলে সব ছেলেমেয়ে এক খাচায় রাখেন আর দূর থেকে দেখুন কার সাথে কার জোড়া হয়, সেই অনুযায়ী আলাদা কেইজে রাখুন। ১-৫ দিন ভাল মানের মাল্টি ভিটামিন দিন।এরপর হাড়ি দিন।এরপর ৫ দিন ক্যালসিয়াম দিন।এই নিয়মটা শুধুই নতুনদের জন্য।পরে সে নিজেই অনেক কিছু শিক্ষে যাবে।

( ভাল লাগলে বা উপকার হলে কমেন্ট,তাহলেই নতুন লেখা পাবেন ইনশাআল্লাহ।)

🕊️দুটি মেইল বাজিগার — রঙে এবং প্রাণে পরিপূর্ণ।যারা মান, যত্ন ও রুচিকে গুরুত্ব দেন — তাদের জন্য আমার সংগ্রহে আছে:🔸 মেইল ১...
26/06/2025

🕊️দুটি মেইল বাজিগার — রঙে এবং প্রাণে পরিপূর্ণ।

যারা মান, যত্ন ও রুচিকে গুরুত্ব দেন — তাদের জন্য আমার সংগ্রহে আছে:
🔸 মেইল ১: বয়স প্রায় ১ বছর +
🔸 মেইল ২: বয়স প্রায় ১ বছর ±

✨ সুস্থ
✨ চঞ্চল
✨ উজ্জ্বল রঙে পরিপূর্ণ
✨ যত্নে ও নিরিবিলিতে প্রতিপালিত

এরা শুধু পাখি নয় — আপনার নীরব সঙ্গী, সৌন্দর্যের ছোঁয়া।
প্রেম, যত্ন ও ভালোবাসায় গড়ে ওঠা একেকটি প্রাণ।

📩 আগ্রহীরা ইনবক্সে মেসেজ দিন।
🔒 সীমিত — শ্রদ্ধাশীল সংগ্রাহকদের জন্যই উন্মুক্ত।

Assalamualaikum ‎ تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُم Eid  Mubarak 🌙“আল্লাহর নিকট পৌঁছে না মাংস বা রক্ত, বরং পৌঁছে তাকওয়া।...
06/06/2025

Assalamualaikum
‎ تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُم
Eid Mubarak 🌙

“আল্লাহর নিকট পৌঁছে না মাংস বা রক্ত, বরং পৌঁছে তাকওয়া।”(সূরা হজ্ব – ২২:৩৭)
তাই কুরবানি হোক বিনয়, সহানুভূতি আর ঈমানের নিদর্শন।

Art : Atick Arts
Poster design : Maj's Zync

♦️ টেম সাইজের বেবি পাখি ♦️ ১০০% সুস্থ ♦️বিস্তারিত জানতে হলে ইনবক্স করুন
01/06/2025

♦️ টেম সাইজের বেবি পাখি
♦️ ১০০% সুস্থ
♦️বিস্তারিত জানতে হলে ইনবক্স করুন

♦️নিউ এডাল্ট বাজিগার পাখি ♦️কালার & সাইজ ১০০%♦️বিস্তারিত জানতে হলে ইনবক্স করুন
28/05/2025

♦️নিউ এডাল্ট বাজিগার পাখি
♦️কালার & সাইজ ১০০%
♦️বিস্তারিত জানতে হলে ইনবক্স করুন

♦️নিউ এডাল্ট বাজিগার পাখি ♦️কালার & সাইজ ১০০%♦️ বিস্তারিত জানতে হলে ইনবক্স করুন
21/05/2025

♦️নিউ এডাল্ট বাজিগার পাখি
♦️কালার & সাইজ ১০০%
♦️ বিস্তারিত জানতে হলে ইনবক্স করুন

জী! আপনি একটি দেশী ময়না,শালিক ও টিয়া পালন করেন, সারা দেশী পাখিকে হুমকির মুখে ঠেলে দিচ্ছেন! কিভাবে???* ধরেন আপনি একটি টিয়...
20/05/2025

জী! আপনি একটি দেশী ময়না,শালিক ও টিয়া পালন করেন, সারা দেশী পাখিকে হুমকির মুখে ঠেলে দিচ্ছেন! কিভাবে???

* ধরেন আপনি একটি টিয়া,ময়না বা শালিক পালন করছেন,তাকে কথা শিক্ষালেন।কিছু খেলাও শিক্ষালেন। আপনার বাসায় মেহমান আসলো আর সে আপনার পাখিকে দেখে তার ক্র*য় করা বা পালন করার ইচ্ছে হইল।এইভাবে গড়ে আপনার বাসায় বছরে মেহমান আসে ৮০-১০০ জন তার মধ্যে ৫০ জনের টিয়া ও ময়না পালনের ইচ্ছে প্রকাশ করল।আর আপনার এলাকায় আপনাকে দেখে ১০০ জন টিয়া ও ময়না পালনে ইচ্ছা প্রকাশ করল।তাহলে বছরে গড়ে ১৫০টি টিয়া বা ময়না আপনি মৃ*ত্যুর দিকে ঠেলে দিচ্ছেন।

আমাদের জনসংখ্যা ১৮ কোটি তার মধ্যে আপনার মত শ*য়তান বা ভিলেন আছে ৩ লাখ। তাহলে হিসাব করে দেখেন কত টিয়া,ময়না,শালিক প্রতি বছর আপনার জন্য বন্ধি বা মা*রা যাচ্ছে।

ভাই,অনেক দিন ধরে টিয়া পাখিটা পালি এখন কি ছেড়ে দিবো?
মনে করেন আপনার শরীরের একটা যায়গা ক্যান্সার হয়েছে মানে আংগুলে, ডাক্তার বলল আপনার আংগুল কেটে ফেললে আর ছড়াবে না জীবানু।তাহলে কি করবেন? আংগুল কে*টে ফেলে জীবন বাচাঁবেন।

দেশী পাখি না, বিদেশী পোষা পাখি বাজেরিগার, লাভ বার্ড, ককাটেল এবং অন্যান্য বিদেশি পাখি পালন করেন আর দেহ ও মন ভাল রাখুন।

- Majed & Pet's

03/05/2025

আজকালকার ব্যস্ত জীবনে আমরা নিজের অজান্তেই শিশুদের হাতে তুলে দিচ্ছি মোবাইল ফোন, যেটি তাদের কল্পনার ডানাকে সীমাবদ্ধ করে দিচ্ছে।
কিন্তু যদি সেই হাতে তুলে দিই একটি ছোট পাখির খাঁচা—যেখানে আছে প্রাণ, সজীবতা আর নির্ভরতা—তবে সেই শিশুটি শিখবে ভালোবাসা, দায়িত্ববোধ আর প্রকৃতির প্রতি গভীর মমত্ববোধ।

পাখি পালন কেবল একটি শখ নয়; এটি হতে পারে মনের প্রশান্তি খোঁজার একটি পরিপূর্ণ মাধ্যম।
ছোটদের হৃদয়ে গড়ে উঠুক সহানুভূতির জায়গা, প্রাণীর প্রতি ভালোবাসা—যা মোবাইল কখনোই দিতে পারে না।

একটি পাখির যত্ন নিতে শেখা মানেই জীবনের প্রতি যত্নবান হয়ে ওঠা।
আসুন, শিশুদের হাতে মোবাইলের বদলে তুলে দিই প্রকৃতির এক টুকরো নিঃশব্দ বন্ধুত্ব—একটি পাখির খাঁচা।

ডানার স্পর্শে গড়া ভালোবাসার এই যাত্রায় সঙ্গী হোন—ফলো করুন Majed & Pet's

আলহামদুলিল্লাহ! Majed & Pet's -এ শুরু হলো এক নতুন যাত্রা। এই প্রথমবারের মতো আমাদের ব্রিডিং সেটআপে যুক্ত হলো প্রিমিয়াম ক...
30/04/2025

আলহামদুলিল্লাহ! Majed & Pet's -এ শুরু হলো এক নতুন যাত্রা। এই প্রথমবারের মতো আমাদের ব্রিডিং সেটআপে যুক্ত হলো প্রিমিয়াম কোয়ালিটির লাভ বার্ডস, যা সংগ্রহ করা হয়েছে দেশের অন্যতম বিশ্বস্ত ও মানসম্মত প্ল্যাটফর্ম Signature Aviary থেকে।

বিশ্বাস, ভালোবাসা আর যত্নের বন্ধনে গড়ে উঠুক আমাদের পাখিদের নতুন এক পরিবার। আমরা চেষ্টা করছি একটি আদর্শ ও স্বাস্থ্যসম্মত ব্রিডিং পরিবেশ নিশ্চিত করতে, যেন পাখিগুলোর বেড়ে ওঠা হয় সুরক্ষিত ও স্বাভাবিকভাবে।

আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। শীঘ্রই আরও আপডেট ও নতুন বেবি লাভ বার্ডস নিয়ে আসছি ইনশাআল্লাহ।

Majed & Pet's — Where Passion Meets Feathers

ডানার স্পর্শে গড়া ভালোবাসার এই যাত্রায় সঙ্গী হোন—ফলো করুন Majed & Pet's

রানিং এক জোড়া পাইড জাতের বাজরিগার বি/ক্রি হবে | বিস্তারিত জানতে হলে মেসেজ করুন ।
27/04/2025

রানিং এক জোড়া পাইড জাতের বাজরিগার বি/ক্রি হবে |

বিস্তারিত জানতে হলে মেসেজ করুন ।

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Majed & Pet's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category