Sylhet Pet Care - SPC

Sylhet Pet Care - SPC Sylhet Pet Care - SPC
Prantik-15, East Subidbazar (Fazil chist) Sylhet. Call 01776214373 Sylhet Pet Care - SPC

 নামঃ হ্যাংক।বয়সঃ ৭মাস (মিক্স ব্রীড)২৪ জুন সন্ধ্যা ৭টার পর থেকে খুজে পাওয়া যাচ্ছেনা। শাহপরান নিপোবন আবাসিক এলাকা থেকে হা...
01/07/2025


নামঃ হ্যাংক।
বয়সঃ ৭মাস (মিক্স ব্রীড)
২৪ জুন সন্ধ্যা ৭টার পর থেকে খুজে পাওয়া যাচ্ছেনা। শাহপরান নিপোবন আবাসিক এলাকা থেকে হারিয়েছে।
ওর গলায় গ্রীন বেল্ট ছিলো।
কন্টাক্ট নাম্বারঃ +880 1610-634955
কেউ খুজে পেলে কাইন্ডলি জানাবেন।

30/06/2025

কুকুরের আক্রমণে নাড়িভুড়ি বের হয়ে যাওয়া ৪৮৫ গ্রাম ওজনের বাচ্চাটা এখনো বেঁচে আছে।
আলহামদুলিল্লাহ।
অউনার বললেন, উনি অল্প দুধ খেতে দিয়েছিলেন, সে সেটা খেয়েছেও।
আশা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা ওকে পরিপূর্ণ রূপে সুস্থ করে তুলবেন, ইন শা আল্লাহ।

কুকুরের আক্রমণে মারাত্মকভাবে আহত।মেডিকেলীয় দৃষ্টিকোণ থেকে বাঁচার সম্ভাবনা খুবই কম।মাত্র ৪৮৫ গ্রাম ওজনের বিড়ালটার সার্জার...
29/06/2025

কুকুরের আক্রমণে মারাত্মকভাবে আহত।
মেডিকেলীয় দৃষ্টিকোণ থেকে বাঁচার সম্ভাবনা খুবই কম।
মাত্র ৪৮৫ গ্রাম ওজনের বিড়ালটার সার্জারি করে দেয়া হয়েছে।
আল্লাহর ইচ্ছা হলে বেঁচে যেতেও পারে।
আমরা শুধু চেষ্টা করতে পারি মাত্র।

এই বিড়াল গুলো যিনি আমাদের ক্লিনিকে রেখে গিয়েছিলেন উনি আবার বিড়ালগুলো ফেরত নিতে চাচ্ছেন। বিড়ালগুলো কেউ আমাদের ক্লিনিক থেক...
28/06/2025

এই বিড়াল গুলো যিনি আমাদের ক্লিনিকে রেখে গিয়েছিলেন উনি আবার বিড়ালগুলো ফেরত নিতে চাচ্ছেন। বিড়ালগুলো কেউ আমাদের ক্লিনিক থেকে নিয়ে গেছেন এডপশন হিসেবে।
মোবাইল: +880 1780-907609

রেজিস্টার্ড ভেট ছাড়া কখনোই Dystocia কেইস হ্যান্ডেল করাতে যাবেন না। অবশ্যই অবশ্যই রেজিস্টার্ড ভেটের সাথে কন্টাক্ট করবেন। ...
25/06/2025

রেজিস্টার্ড ভেট ছাড়া কখনোই Dystocia কেইস হ্যান্ডেল করাতে যাবেন না। অবশ্যই অবশ্যই রেজিস্টার্ড ভেটের সাথে কন্টাক্ট করবেন। অন্য কেউ হ্যান্ডেল করতে চাইলে শিওর হয়ে নিবেন, আসলেই ভেট কিনা।
একটা প্যাশেন্টের ৩ দিন ধরি ডেলিভারি পেইন।
একটা বাচ্চার লেজ বের হয়ে ছিলো।
জোর করে টানাটানি করতে গিয়ে ভেতরে বাচ্চাটার মাথা থেকে যায়, বাকি শরীর বেরিয়ে এসেছিলো।
আজকে অউনার আমাদের কাছে নিয়ে আসলে আমরা ইমার্জেন্সী সি-সেকশন করি।
ইউটেরাসে আরো ২টা মৃত বাচ্চা ছিলো।
এরপর আমরা আলাদা হয়ে যাওয়া মাথাটাও বের করি।
এখন মায়ের অবস্থা আশংকাজনক।
আল্লাহ ভরসা।

🚨 হারানো বিজ্ঞপ্তিআমার প্রিয় পোষা বিড়াল সিমি হারিয়ে গেছে।তার গায়ের রঙ সম্পূর্ণ ধবধবে সাদা। লেজটি কমলা ও কালো রঙের মিশ...
24/06/2025

🚨 হারানো বিজ্ঞপ্তি

আমার প্রিয় পোষা বিড়াল সিমি হারিয়ে গেছে।

তার গায়ের রঙ সম্পূর্ণ ধবধবে সাদা। লেজটি কমলা ও কালো রঙের মিশ্রণে, আর কপালের ডান পাশে হালকা কমলা রঙের দাগ রয়েছে। গলায় সাদা পুঁতির মালা এবং গাঢ় পিঙ্ক রঙের ঝুনঝুনি পরানো ছিল। চোখের রঙ একদিকে হলুদ ও অন্যদিকে কালো।

আজ সন্ধ্যায় ইলেকট্রিক সাপ্লাই রোড (শাইনি স্টেপস স্কুল) এর সামনে একটি সড়ক দুর্ঘটনার পর সিমি নিখোঁজ হয়ে যায়। স্কুলের বিপরীত পাশের দোকান ও বাসা-বাড়িতে খুব সম্ভবত গিয়ে ভয়ে লুকিয়ে গেছে।

যদি কেউ দেখে থাকেন বা খোঁজ পান, দয়া করে দ্রুত যোগাযোগ করুন +880 1719-274816
কমেন্ট এ ভিডিও

Urolithiasis case. প্রস্রাব করার জন্য প্রচন্ড ফোর্স করার পরেও প্রস্রাব হতো না।অউনার পটি হচ্ছেনা ভেবে নিয়ে এসেছিলেন। আমরা...
24/06/2025

Urolithiasis case.
প্রস্রাব করার জন্য প্রচন্ড ফোর্স করার পরেও প্রস্রাব হতো না।
অউনার পটি হচ্ছেনা ভেবে নিয়ে এসেছিলেন। আমরা চেক করে দেখি Urolithiasis.
সিস্টোসেন্টেসিস করে ১০০মি.লি.রও বেশি প্রস্রাব বের করতে হয়েছে, সাথে রক্তও আছে। যেটাকে বলে Hematuria.
অবশেষে আমরা ওকে ক্যাথেটার লাগিয়ে দিয়েছি।
আল্লাহ ভরসা।
আল্লাহ বাচ্চাটাকে সুস্থ করে দিন।
আমীন।

Update:  মালিক পাওয়া গেছেআসসালামু আলাইকুম!কোনো এক ভাই সাগরদিঘির পার রোডে বাইকে ঝুড়িতে করে নিয়ে যাওয়ার সময় বিড়ালটি র...
24/06/2025

Update: মালিক পাওয়া গেছে
আসসালামু আলাইকুম!
কোনো এক ভাই সাগরদিঘির পার রোডে বাইকে ঝুড়িতে করে নিয়ে যাওয়ার সময় বিড়ালটি রাস্তায় পড়ে যায়!
সাথে সাথে ওই ভাইকে ডাক দিলেও উনি শুনেননি!

পরবর্তীতে আমি Sylhet Pet Care - SPC -তে নিয়ে যাই, ধারণা করেছিলাম উনি বাইকে করে ওদিকেই যাচ্ছিলেন! পেটকেয়ারে কাউকে না পেয়ে বাসায় চলে আসছি!

মালিক এইগ্রুপে থাকলে উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন!
যোগাযোগ: ০১৯৯৩৬৭৯০৭৩

  কাট্টুর জন‍্য খুব জরুরি একটি ভালো পরিবার প্রয়োজন। কাট্টু কিন্তু  #ক‍্যাটফ্রেন্ডলি ডগ্গো বাবু। 🟡ছেলে কুকুর। 🟡বয়স- ২ মাস...
24/06/2025


কাট্টুর জন‍্য খুব জরুরি একটি ভালো পরিবার প্রয়োজন। কাট্টু কিন্তু #ক‍্যাটফ্রেন্ডলি ডগ্গো বাবু।
🟡ছেলে কুকুর। 🟡বয়স- ২ মাসের বেশি ।
🟡সবকিছুই খায়, 🟡রেবিস + পার্ভো ভ‍্যাকসিন দেয়া✅। (প্রয়োজন পরলে পরবর্তীতে #নিউটার করিয়ে দেয়া হবে। )
🚨লোকেশন সিলেট শহর।🚨
🔷🔹🔹ইউনিক বৈশিষ্ট‍্য-লেজনেই🔹🔷🔷
📞- 01758575799 নাম্বারটিতে যোগাযোগ করার অনুরোধ রইলো।
ওকে একজন নিবেন বলে ফাইনাল করেও উনার ব‍্যাক্তিগত সমস‍্যার জন‍্য নিতে পারেননি। এদিকে #কাট্টুকে যেখানে রাখা হয়েছে সেখানেও আর রাখা যাচ্ছেনা। অনেক রিকোয়েস্ট করে রাখানো হয়েছে। যদি কাউকে না পাও‍য়া যায়, ওকে পুনরায় #রাস্তায়_ছেড়ে দিতে হবে।
♦️তাই প্লিজ পোস্টটি শেয়া করবেন। ওকে এডপশনে নিতে না পারলেও চাইলেই কিন্তু আমরা পোস্টটা শেয়ার করতে পারি।
-
-
-
-দয়া করে এডপশনে নিতে তাড়াহুড়ো করাবেন না। আমরা অনেক কিছু প্রশ্ন করবো। তাই ধৈর্য‍্য সহকারে নক দিবেন

23/06/2025

Spray
....

Address

Prantik 15, East Subidbazar (Fazil Chist)
Sylhet
3100

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 16:00 - 20:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801776214373

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet Pet Care - SPC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sylhet Pet Care - SPC:

Share

Category