21/05/2025
যখন সম্মান করি
এটাকে দুর্বলতা ভাবে,
যখন ভুল ধরিয়ে
রাগ করে কথা বলি,
সেই অর্থের অহংকার ,
সম্মান অর্জন করতে হয়
কিন্তু অর্থ দিয়ে নয়,
কথা দিয়ে কথা না রাখা
তা মুনাফিকের লক্ষণ,
কাউকে ঠকিয়ে সাময়িক
আনন্দ পাওয়া যায়,
কিন্তু ফলাফল ভয়াবহ,
কাউকে বাঁশ দিতে দেখে
আনন্দের কিছু নেই,
নিজের ডিফেন্স ঠিক করুন,
সারাদিন বকবক না করে
নিজের ভুল খোঁজেন।