Savar Pet Care

Savar Pet Care We offer high-quality pet supplies, grooming, boarding, and veterinary care coordination.
(1)

সুন্দরী,  She is a fighter, a survivor❤️🤍.সুন্দরীর আম্মা চেয়েছিলো একবার বেবি নিয়ে তাকে স্পে করিয়ে দিবে৷ কিন্তু বিধি বাম,...
15/07/2025

সুন্দরী, She is a fighter, a survivor❤️🤍.

সুন্দরীর আম্মা চেয়েছিলো একবার বেবি নিয়ে তাকে স্পে করিয়ে দিবে৷ কিন্তু বিধি বাম, ডেলিভারির সময় সে ডিস্টোকিয়া ফেইস করে।

ব্লাড আন্ড ওয়াটার স্যাক বের হবার পর প্রায় ৮ ঘন্টা পর আমাদের ক্লিনিকে প্রথম বাচ্চা ডেলিভারি করে তাও বাচ্চার মাথা আটকে থাকে এবং সেটা ম্যানুয়ালি বের করা হয়।

এরপর মেডিসিন ইঞ্জেক্ট করে ২য় এবং তৃতীয় বাচ্চা সেইম ভাবেই মাথা আটকে থাকে এবং টেনে বের করা হয়। চতুর্থ বাচ্চা বের হবার সময় আর সেটা পসিবল হয়না এবং সেটার কারন রিতীমত চমকে ওঠার মত🤕, চতুর্থ বাচ্চার ২টা মাথা বা সাইক্লোপস হেড।

ইমার্জেন্সি সার্জারীর সিদ্ধান্ত নেয়া হয় এবং ২.৫ ঘন্টার সার্জারী শেষে সফলভাবে সাইক্লোপস হেড বের করা সম্ভব হয়।

সার্জারীর ১৩ তম দিনে সুন্দরী এসেছে ন্সেলাই কাটার জন্য। ও এখন সম্পুর্ন সুস্থ। সুন্দরী এবং তার পরিবারের সুস্থতার জন্য সবাই দোয়া করবেন🤍❤️

এখানে সুন্দরীর এই সমস্যা হবার পেছনে মেজর যে ৩ টা কারন আছে সেগুলা হলো

✪ সুন্দরী জেনেটিক্যালি ডোয়ার্ফ, যার জন্য ওর পেলভিক ওয়াল সরু(এসব বাচ্চাদের বেবি না নেয়াটাই ভালো)
✪ সুন্দরী পারশিয়ান মেল ক্যাটের সাথে মেটিং করে যেটা ছিলো বেশ বড় ব্রিডের।
✪ চতুর্থ বাচ্চার সাইক্লোপস হেড যেটা সম্পুর্ন কঞ্জেনিট্যাল(এখানে কারো কোনো হাত নেই)

স্পেশাল থ্যংক্স টু সার্জন Dr-Md Sazzadul Kabir
afrina Jannat Simanta Sarker and Kobra🤍

Dr-Md Sazzadul Kabir
DVM, MS (PSTU), CT on Surgery.
Chief Consultant and Cosmetic Surgeon.
Savar Pet Care, Savar, Dhaka.
For Appointment: +8801894530323


স্পেইং অফ মিনু।জাস্ট ৮ দিনে মিনুর সার্জারি যায়গা ১০০% শুকিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। She is a Stray cat rescued by Nusrat...
13/07/2025

স্পেইং অফ মিনু।
জাস্ট ৮ দিনে মিনুর সার্জারি যায়গা ১০০% শুকিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ।
She is a Stray cat rescued by Nusrat Zerin apu🤍. She is so gentle, adorable, so much affectionate & m friendly to human and up for adoption.

সার্জন : Dr-Md Sazzadul Kabir
Dr-Md Sazzadul Kabir
DVM, MS (PSTU), CT on Surgery.
Chief Consultant and Cosmetic Surgeon.
Savar Pet Care, Savar, Dhaka.
For Appointment: +8801894530323


বৈরি আবহাওয়ায় যথাসম্ভব সদয় হই ওদের প্রতি 🙏© Khulna Vet Care
09/07/2025

বৈরি আবহাওয়ায় যথাসম্ভব সদয় হই ওদের প্রতি 🙏
© Khulna Vet Care

🌟🐾 Savar Pet Care -এ স্পেশাল অফার! 🐾🌟 🎉 Cat Litter এ দারুণ ছাড়! 🎉শুধু আপনার প্রিয় বিড়ালের জন্য সকল ক্যাট লিটার —আগামী ১ ...
28/06/2025

🌟🐾 Savar Pet Care -এ স্পেশাল অফার! 🐾🌟


🎉 Cat Litter এ দারুণ ছাড়! 🎉
শুধু আপনার প্রিয় বিড়ালের জন্য সকল ক্যাট লিটার —
আগামী ১ মাস জুড়ে থাকছে বিশেষ মূল্যছাড়!


🛒 এখনই চলে আসুন — স্টকে থাকা অবস্থায় নিয়ে নিন!

📞 যোগাযোগ: 01894530323


🐱 সতেজ, স্বাস্থ্যকর ও গন্ধমুক্ত বিড়ালের জীবন নিশ্চিতে আমরাই আছি পাশে।

12/06/2025

জ্যাক এবং রোজ, দুই ভাই বোন।
কিছুদিন পুর্বে রোজ প্যানলিউকোপেনিয়া থেকে সার্ভাইব করেছে।
এখন আবার জ্যাক জন্ডিসে আক্রান্ত এবং রোজ প্রচন্ড রক্তস্বল্পতায় ভুগছে যার মেজর কারন হিসেবে আমরা ধারনা করছি ফ্লি এবং প্যারাসাইটিক ইনফেস্টেশন।

আসুন জেনে নেই জন্ডিস হলে কি কি লক্ষন প্রকাশ পেতে পারে

১। চোখের সাদা অংশ, মাড়ি ও কানের ভেতরের অংশ হলদেটে হওয়া (মেজর লক্ষন)
২। অলসতা বা দুর্বলতা
৩৷ খাওয়া বন্ধ করে দেওয়া বা খাওয়ার আগ্রহ কমে যাওয়া এবং বমি।
৪। গাড় হলুদ রংয়ের পেশাব হওয়া
৬। ওজন কমে যাওয়া, পেট ফেপে যাওয়া।

এমন কোনো লক্ষন প্রকাশ পেলে দেরি না করে ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিবেন দ্রুত। সময়মত চিকিৎসা না পেলে জন্ডিস প্রাংঘাতী হতে পারে।🤕

Dr-Md Sazzadul Kabir
DVM, MS (PSTU), CT on Surgery.
Chief Consultant and Cosmetic Surgeon.
Savar Pet Care, Savar, Dhaka.
For Appointment: +8801894530323


11/06/2025

We are open from today❤️💖

আমাদের যাদের বাসায় পোষা পাখি(লাভবার্ড, ময়না, টিয়া) আছে যারা উড়তে পারে তাদের একটু বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। সিলিং ফ...
27/05/2025

আমাদের যাদের বাসায় পোষা পাখি(লাভবার্ড, ময়না, টিয়া) আছে যারা উড়তে পারে তাদের একটু বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত।

সিলিং ফ্যানে বাড়ি লেগে পাখা ভেংগে যাওয়া, কেটে যাওয়া, পা কেটে যাওয়া কিংবা ভেংগে যাওয়া কমন সমস্যা হয়ে গিয়েছে আজকাল।

বিশেষ করে ছোটো বাচ্চাগুলা যারা মাত্র উড়তে শিখেছে, অল্পতেই পা ভেংগে বা মচকে যেতে পারে।

গতকাল মিঠু এসেছিলো ভাংগা পা নিয়ে।
আমাদের ভেট যত্ন করে বাচ্চাটার পায়ে ব্যান্ডেজ/প্লাস্টার করে দিয়েছেন। আশা করছি সে দ্রুত সুস্থ হয়ে আবার দুষ্টুমি করবে, উড়ে বেড়াবে ডানা মেলে।
সবার দোয়া করবেন মিঠুর জন্য।

25/05/2025

ক্যাটট্রিনার প্যানলিউকোপেনিয়া ট্রিটমেন্ট এর আজ পঞ্চম দিন। আলহামদুলিল্লাহ সে সুস্থ এখন। সবাই দোয়া করবেন ক্যাট্রিনার জন্য।

প্যানলিউকোপেনিয়া বা ফ্লু যে শুধু শীতকালেই হয় প্লিজ এই ধারনা থেকে বেরিয়ে আসুন। যে কোনো স্ট্রেস এনভাইরনমেন্ট এ প্যানলিউকোপেনিয়া (সবাই যেটাকে ফ্লু বলে) এটাক হতে পারে।

যে কোনো সিজনে বাচ্চার বয়স ১.৫-২ মাস হলেই কম্বাইন্ড (ফ্লু) ভ্যাক্সিনেশন করে নিন। বাচ্চাকে সুরক্ষিত রাখুন।

Dr-Md Sazzadul Kabir
DVM, MS (PSTU), CT on Surgery.
Chief Consultant and Cosmetic Surgeon.
Savar Pet Care, Savar, Dhaka.
For Appointment: +8801894530323

মাছ তো কম বেশি সব বিড়াল ই খেয়ে থাকে। অনেকে ভুল ধারনা পোষন করেন যে বিড়াল মাছের কাঁটা খেতে খুব পছন্দ করে তাই কাটা সহ দি...
23/05/2025

মাছ তো কম বেশি সব বিড়াল ই খেয়ে থাকে। অনেকে ভুল ধারনা পোষন করেন যে বিড়াল মাছের কাঁটা খেতে খুব পছন্দ করে তাই কাটা সহ দিয়ে দেন।

মাছের কাটা বিড়ালের জন্যে খুব ই ক্ষতিকর। তারথেকেও বেশি ক্ষতিকর কাটা ফোটার পর আমরা বিড়ালের অভিভাবকরা যা করি। ভাত খাওয়ানো, লেবু খাওয়ানো, হোমিপ্যাথিক খাওয়ানো।

বিড়ালের গলায় কাটা বিধেছে বুঝলে একটু পানি বা চিকেন দিয়ে দেখতে পারেন। ছোট কাটা এতে নেমে যায়, কিন্তু বড় কাটা হলে নিজেদের কিছুই করা উচিত না এতে হিতে বিপরীত হতে পারে, যেটা সাধারণ ভাবে ভেট বের করতে পারবে সেটা বের করতে তখন সার্জারি করার প্রয়োজন হতে পারে। তাই এক্ষেত্রে সতর্ক হোন। এবং অন্যকে সতর্ক করুন।

আজকে এই বাচ্চাটা এসেছিলো ভুলবশত মাছের সাথে দেয়া কাটা গলায় বিধে। প্রথমে Esophagotomy এর সিদ্ধান্ত নিলেও পরে ম্যানুয়ালি মাইল্ড এনেস্থেশিয়া দিয়ে বের করা সম্ভব হয়।
সার্জারি সম্পর্ন করেন
ভেট Dr-Md Sazzadul Kabir
DVM, MS (PSTU), CT on Surgery.
Chief Consultant and Cosmetic Surgeon.
Savar Pet Care, Savar, Dhaka.
For Appointment: +8801894530323


শ্যাডো😸 না সান্ডা🦎?
19/05/2025

শ্যাডো😸 না সান্ডা🦎?

11/05/2025

আমাদের ক্লিনিকের নিজস্ব বিলাই মিনু😬।।
আজ তার পঞ্চম কম্বাইন্ড ভ্যাক্সিনেশন কমপ্লিট হলো।।

Address

Savar

Opening Hours

Monday 08:30 - 23:00
Tuesday 08:30 - 23:00
Wednesday 08:30 - 23:00
Thursday 08:30 - 22:30
Friday 08:30 - 23:00
Saturday 08:30 - 23:00
Sunday 08:30 - 22:00

Telephone

+8801894530323

Website

Alerts

Be the first to know and let us send you an email when Savar Pet Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Savar Pet Care:

Share