
15/07/2025
সুন্দরী, She is a fighter, a survivor❤️🤍.
সুন্দরীর আম্মা চেয়েছিলো একবার বেবি নিয়ে তাকে স্পে করিয়ে দিবে৷ কিন্তু বিধি বাম, ডেলিভারির সময় সে ডিস্টোকিয়া ফেইস করে।
ব্লাড আন্ড ওয়াটার স্যাক বের হবার পর প্রায় ৮ ঘন্টা পর আমাদের ক্লিনিকে প্রথম বাচ্চা ডেলিভারি করে তাও বাচ্চার মাথা আটকে থাকে এবং সেটা ম্যানুয়ালি বের করা হয়।
এরপর মেডিসিন ইঞ্জেক্ট করে ২য় এবং তৃতীয় বাচ্চা সেইম ভাবেই মাথা আটকে থাকে এবং টেনে বের করা হয়। চতুর্থ বাচ্চা বের হবার সময় আর সেটা পসিবল হয়না এবং সেটার কারন রিতীমত চমকে ওঠার মত🤕, চতুর্থ বাচ্চার ২টা মাথা বা সাইক্লোপস হেড।
ইমার্জেন্সি সার্জারীর সিদ্ধান্ত নেয়া হয় এবং ২.৫ ঘন্টার সার্জারী শেষে সফলভাবে সাইক্লোপস হেড বের করা সম্ভব হয়।
সার্জারীর ১৩ তম দিনে সুন্দরী এসেছে ন্সেলাই কাটার জন্য। ও এখন সম্পুর্ন সুস্থ। সুন্দরী এবং তার পরিবারের সুস্থতার জন্য সবাই দোয়া করবেন🤍❤️
এখানে সুন্দরীর এই সমস্যা হবার পেছনে মেজর যে ৩ টা কারন আছে সেগুলা হলো
✪ সুন্দরী জেনেটিক্যালি ডোয়ার্ফ, যার জন্য ওর পেলভিক ওয়াল সরু(এসব বাচ্চাদের বেবি না নেয়াটাই ভালো)
✪ সুন্দরী পারশিয়ান মেল ক্যাটের সাথে মেটিং করে যেটা ছিলো বেশ বড় ব্রিডের।
✪ চতুর্থ বাচ্চার সাইক্লোপস হেড যেটা সম্পুর্ন কঞ্জেনিট্যাল(এখানে কারো কোনো হাত নেই)
স্পেশাল থ্যংক্স টু সার্জন Dr-Md Sazzadul Kabir
afrina Jannat Simanta Sarker and Kobra🤍
Dr-Md Sazzadul Kabir
DVM, MS (PSTU), CT on Surgery.
Chief Consultant and Cosmetic Surgeon.
Savar Pet Care, Savar, Dhaka.
For Appointment: +8801894530323