Spouse Vet & Pet Health, Saidpur, Niphamari

Spouse Vet & Pet Health, Saidpur, Niphamari Confident to serve the animals.

♦♦সিজারিয়ান অপারেশন♦♦ সিজার অপারেশন করে " রুসার" ৪ টি মৃত ও ১ টি জীবিত বাচ্চা বের করা হয়।  আলহামদুলিল্লাহ!!!মা ও বিড়ালের...
22/08/2025

♦♦সিজারিয়ান অপারেশন♦♦

সিজার অপারেশন করে " রুসার" ৪ টি মৃত ও ১ টি জীবিত বাচ্চা বের করা হয়।

আলহামদুলিল্লাহ!!!
মা ও বিড়ালের বাচ্চাটি ভালো আছে।❤️❤️

💠💠আপনার পোষা প্রানীটির যেকোন প্র‍য়োজনে যোগাযোগ করুন :

🐾 Spouse Vet & Pet Health Service এ🐾

📞 অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন:
01568226478, 01794851715,

🔹
🔹
🔹
🔹
🔹

"পান্ডা" র নিউটার সম্পন্ন হলো✂️✂️✂️।🐾 কোন বয়সে নিউটার করা ভালো?♦সাধারণত ৫–৬ মাস বয়সে নিউটার করার পরামর্শ দেওয়া হয়।♦তবে ৮...
21/08/2025

"পান্ডা" র নিউটার সম্পন্ন হলো✂️✂️✂️।

🐾 কোন বয়সে নিউটার করা ভালো?

♦সাধারণত ৫–৬ মাস বয়সে নিউটার করার পরামর্শ দেওয়া হয়।

♦তবে ৮ সপ্তাহ বয়স থেকে (যদি বিড়াল সুস্থ থাকে) নিউটার করা সম্ভব।

♦দেরি করলে (১ বছরের পর) হরমোনের প্রভাবে অনেক খারাপ অভ্যাস তৈরি হয়ে যায়।

🐾 নিউটার করার সুবিধা♥♥♥

1. আচরণগত সুবিধা

♦প্রস্রাব ছিটিয়ে এলাকা চিহ্নিত করা কমে যায়।

♦ঝগড়া করা ও চিৎকার (yowling) কম হয়।

♦পালিয়ে বেড়ানোর প্রবণতা কমে।

2. স্বাস্থ্যগত সুবিধা

♦টেস্টিকুলার ক্যান্সারের ঝুঁকি থাকে না।

♦প্রোস্টেট ও হরমোনজনিত অনেক রোগ কমে যায়।

♦আঘাত ও সংক্রমণের ঝুঁকি কমে (কারণ অন্য বিড়ালের সাথে মারামারি কম হয়)।

👉 সার্জারি সাধারণত নিরাপদ এবং একবার করালে স্থায়ীভাবে প্রভাব থাকে।
💠💠আপনার পোষা প্রানীটির যেকোন প্র‍য়োজনে যোগাযোগ করুন :

🐾 Spouse Vet & Pet Health Service এ🐾

📞 অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন:
01568226478, 01794851715,

🔹
🔹
🔹
🔹
🔹

এই বিড়াল  দুটিকে কুকুর কামড় দিয়ে খুবই খারাপ অবস্থা করেছিলো 🥺🥺🔘 আপনার আদরের প্রানীটির দিকে খেয়াল রাখুন।💠আপনার পোষা প্রানী...
20/08/2025

এই বিড়াল দুটিকে কুকুর কামড় দিয়ে খুবই খারাপ অবস্থা করেছিলো 🥺🥺

🔘 আপনার আদরের প্রানীটির দিকে খেয়াল রাখুন।

💠আপনার পোষা প্রানীটির যেকোন প্র‍য়োজনে যোগাযোগ করুন :

🐾 Spouse Vet & Pet Health Service এ🐾

📞 অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন:
01568226478, 01794851715,

🔹
🔹
🔹
🔹
🔹

" কুকি"র স্পেইং সম্পন্ন করা হলো❤️💠কেন স্পেইং করানো উচিতঃ১.অপ্রত্যাশিত বাচ্চা প্রতিরোধে-একেকবার বিড়াল ৩–৬টা বাচ্চা দেয়, ব...
17/08/2025

" কুকি"র স্পেইং সম্পন্ন করা হলো❤️

💠কেন স্পেইং করানো উচিতঃ

১.অপ্রত্যাশিত বাচ্চা প্রতিরোধে-
একেকবার বিড়াল ৩–৬টা বাচ্চা দেয়, বছরে একাধিকবার গর্ভবতী হতে পারে। এতে অযাচিত বাচ্চা বেড়ে যায়।

২.কিছু গুরুতর রোগ থেকে সুরক্ষা-
★জরায়ুর ইনফেকশন (Pyometra) প্রতিরোধ হয়। এটা প্রাণঘাতী হতে পারে।

★স্তনের টিউমার (Breast Cancer) হওয়ার ঝুঁকি অনেক কমে যায়, বিশেষ করে প্রথম হিট আসার আগেই স্পেইং করলে।
★জরায়ু ও ডিম্বাশয়ের টিউমার প্রতিরোধ হয়।

৩.হরমোনজনিত ঝামেলা কমে-

★হিট (ঋতুস্রাবের মতো অবস্থা) এ বিড়াল অস্থির হয়, সারারাত মিউ মিউ করে, পালিয়ে যেতে চায়—এসব কমে যায়।

★ঘরে প্রস্রাব ছিটানো বা জোরে ডাকাডাকি করার প্রবণতা কম হয়।

৪.মানসিক শান্তি ও আচরণগত উন্নতি-

হরমোনজনিত স্ট্রেস না থাকায় বিড়াল শান্ত ও খুশি থাকে।

💠বিড়ালের স্পেই করার সঠিক বয়স

সাধারণত ৪–৬ মাস বয়সে (প্রথম হিট আসার আগেই) স্পেই করলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়।

তবে বড় বিড়ালকেও (যেকোনো বয়সে) স্পেই করা যায়, শুধু তখন হয়তো ঝুঁকি কিছুটা বেশি হতে পারে।

💠💠স্পেই করার আগে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে

🔹স্বাস্থ্য পরীক্ষা: ভেটেরিনারিয়ান বিড়ালের ওজন, তাপমাত্রা, হার্ট ও লিভার/কিডনি ঠিক আছে কিনা তা দেখে নেবে।

🔹ভ্যাকসিন: ভ্যাকসিন দেওয়া থাকলে ইনফেকশনের ঝুঁকি কমে।

🔹খালি পেট: অপারেশনের আগের রাত থেকে খাবার–পানি না দেওয়া হয় (ভেটের নির্দেশ মতো)।

🔹কৃমিনাশক: কৃমি মুক্ত থাকা ভালো।

💠💠অপারেশনের পর যত্ন

বিশ্রাম: অন্তত ৭–১০ দিন ঝাঁপাঝাঁপি করতে না দেওয়া।

সেলাই/কাটা জায়গা: পরিষ্কার রাখা, চেটে না ফেলতে কন/কলার (E-collar) ব্যবহার করতে হবে।

ওষুধ: ভেট যে অ্যান্টিবায়োটিক বা পেইন কিলার দেবে, নিয়ম মেনে খাওয়াতে হবে।

খাবার: অপারেশনের ৬–৮ ঘণ্টা পর হালকা খাবার দেওয়া যায়।

🔘🔘পর্যবেক্ষণ: কাটা জায়গা লাল হয়ে ফুলে গেলে, পুঁজ বের হলে বা জ্বর হলে সাথে সাথে ভেটের কাছে নিয়ে যেতে হবে।

💠💠✴️আপনার পোষা প্রানীটির যেকোন প্র‍য়োজনে যোগাযোগ করুন :

🐾 Spouse Vet & Pet Health Service এ🐾

📞 অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন:
01568226478, 01794851715,

🔹
🔹
🔹
🔹
🔹

🔷🔷বল্টু, মালাইকা ও মুন্নু এসেছিলো পেটের সমস্যা নিয়ে। তাদেরকে কাচা মাংস খাওয়ানো হয়েছিলো।💠বিড়ালকে কাঁচা মাংস খাওয়ালে কিছু ...
15/08/2025

🔷🔷বল্টু, মালাইকা ও মুন্নু এসেছিলো পেটের সমস্যা নিয়ে। তাদেরকে কাচা মাংস খাওয়ানো হয়েছিলো।

💠বিড়ালকে কাঁচা মাংস খাওয়ালে কিছু ঝুঁকি থাকে, কারণ কাঁচা খাবারে জীবাণু, প্যারাসাইট বা ক্ষতিকর উপাদান থাকতে পারে। মূল সমস্যাগুলো হলো—

১. ব্যাকটেরিয়া সংক্রমণ

★সালমোনেলা, ই. কোলাই, লিস্টেরিয়া এর মতো ব্যাকটেরিয়া থাকতে পারে।

এগুলো বিড়ালের ডায়রিয়া, বমি, জ্বর, দুর্বলতা সৃষ্টি করতে পারে। বিড়াল অসুস্থ হলে মানুষকেও (বিশেষ করে শিশু, বয়স্ক, গর্ভবতী) সংক্রমিত করতে পারে।

২. প্যারাসাইট (কৃমি) সংক্রমণ

★কাঁচা মাংসে টক্সোপ্লাজমা গন্ডি, ট্রিচিনেলা, টেপওয়ার্ম ইত্যাদি প্যারাসাইট থাকতে পারে।

এগুলো বিড়ালের হজমে সমস্যা, ওজন কমে যাওয়া, রক্তাল্পতা ইত্যাদি ঘটাতে পারে।

৩. পুষ্টিগত ভারসাম্যের অভাব

শুধু কাঁচা মাংস দিলে বিড়াল পর্যাপ্ত ভিটামিন, মিনারেল, টাউরিন, ক্যালসিয়াম পাবে না।

দীর্ঘমেয়াদে হাড় দুর্বলতা, হৃদযন্ত্রের সমস্যা, দৃষ্টি নষ্ট হতে পারে।

৪. দাঁতের ও মুখগহ্বরের ঝুঁকি

কাঁচা মাংসে থাকা হাড় ভেঙে দাঁত ভেঙে যাওয়া বা গলায় আটকে শ্বাসরোধ হতে পারে।

৫. হজমের সমস্যা

কাঁচা মাংস বিড়ালের জন্য হজমে কঠিন হতে পারে, ফলে পেট ব্যথা, গ্যাস, পাতলা পায়খানা হতে পারে।

📌 বিকল্প নিরাপদ উপায়:

মাংস ভালভাবে সিদ্ধ বা হালকা সেদ্ধ করে দিন।

ব্যালান্সড কমার্শিয়াল ক্যাট ফুড ব্যবহার করুন যাতে সব প্রয়োজনীয় পুষ্টি থাকে।

✴️আপনার পোষা প্রানীটির যেকোন প্র‍য়োজনে যোগাযোগ করুন :

🐾 Spouse Vet & Pet Health Service এ🐾

📞 অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন:
01568226478, 01794851715,

🔹
🔹
🔹
🔹
🔹

🔷🔷মিকাসা ও অ্যালির র‍্যাবিস এবং ফ্লু ভ্যাক্সিনেশন💉💉 সম্পন্ন।আপনার পোষা প্রানীটির যেকোন প্র‍য়োজনে যোগাযোগ করুন :🐾 Spouse ...
12/08/2025

🔷🔷মিকাসা ও অ্যালির র‍্যাবিস এবং ফ্লু ভ্যাক্সিনেশন💉💉 সম্পন্ন।
আপনার পোষা প্রানীটির যেকোন প্র‍য়োজনে যোগাযোগ করুন :

🐾 Spouse Vet & Pet Health Service এ🐾

📞 অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন:
01568226478, 01794851715,

🔹
🔹
🔹
🔹
🔹

🐈মিলোর ভ্যাক্সিনেশন সম্পন্ন💉💉 ( র‍্যাবিস ও ফ্লু বুস্টারসহ)❤️❤️🐶🐱 আপনার পোষা প্রাণীর কি র‍্যাবিস ভ্যাকসিন নেওয়া আছে? ❌ যদ...
09/08/2025

🐈মিলোর ভ্যাক্সিনেশন সম্পন্ন💉💉 ( র‍্যাবিস ও ফ্লু বুস্টারসহ)❤️❤️
🐶🐱 আপনার পোষা প্রাণীর কি র‍্যাবিস ভ্যাকসিন নেওয়া আছে?

❌ যদি না নিয়ে থাকেন, তবে আপনি ও আপনার পরিবার জলাতঙ্ক রোগে আক্রান্ত হবার ঝুঁকিতে আছেন।
🦠 এছাড়াও, বিভিন্ন ভাইরাল ফ্লু ও সংক্রমণ আপনার পোষা প্রাণীর জন্য প্রাণঘাতী হতে পারে।

✅ সমাধান? নিয়মিত ভ্যাক্সিনেশন করুন! 🏥💉

🐾 Spouse Vet & Pet Health Service-এ কুকুর ও বিড়ালের সব ধরনের ভ্যাক্সিন সবসময় এভেইলেবল! 🐾

📞 অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন:
01568226478, 01794851715,

🔹
🔹
🔹
🔹
🔹

05/08/2025

সিম্বা এসেছিলো মুখে ঘা আর ঠাণ্ডার সমস্যা নিয়ে🥺🥺
★আপনার পোষা প্রানীটির যেকোন প্র‍য়োজনে যোগাযোগ করুন :

🐾 Spouse Vet & Pet Health Service এ🐾

📞 অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন:
01568226478, 01794851715,

🔹
🔹
🔹
🔹
🔹

Address

Panchmatha Mor
Saidpur
5310

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801568226478

Alerts

Be the first to know and let us send you an email when Spouse Vet & Pet Health, Saidpur, Niphamari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Spouse Vet & Pet Health, Saidpur, Niphamari:

Share

Category