MH Flying Pigeon Loft ツ

MH Flying Pigeon Loft ツ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MH Flying Pigeon Loft ツ, Pet breeder, Kurigram, Rangpur.

25/06/2024

কবুতরের টাল হয়ে গেলে এই ঔষধ দিতে পারেন

Rx: 1.Tablet. Neurocare
1/6 1+0+1
2.Tablet. Opsovit Z
1/3 1+0+1
3.Tablet. Nutrum Bone
1/6 1+0+1
4. Restor Silver
1/3 1+0+1

ঔষধ খাওয়ানোর পর বমি করলে 5 নাম্বার ঔষধ খাওয়াবেন
5. Domilul 10 MG Tablet
1/2 1+0+1

একটানা 25-30 দিন।

কবুতরের Neck Paralysis চিকিৎসা ঔষধের মাত্রা প্রয়োজনে সামান্য কম-বেশি করে খাওয়াতে পারবেন।
এ ধরনের রোগের চিকিৎসায় কিছু কবুতর বমি করে কিছু কবুতর বমি করে না এটা স্বাভাবিক বিষয়।
নিজে নিজে খাবার খেলে দ্রুত রিকভারি হবে,, হ্যান্ড ফিডে কিছুটা সময় লাগবে।

উল্লেখ্যঃ
Neck Paralysis কবুতরের টয়লেটের সমস্যা থাকলে প্রথমে টয়লেটের চিকিৎসা করে সুস্থ করতে হবে। তারপর
Neck Paralysis রোগের চিকিৎসা করবেন।
ঔষধ খাওয়ানোর পর পানি খাইয়ে দিবেন

25/06/2024
27/09/2022

শিক্ষনীয় গল্পঃ

একদিন গাধা বাঘকে বলল — "ঘাসের রং নীল। "

বাঘ উত্তর দিল — "না, ঘাসের রং সবুজ। "

কিছুক্ষনের মধ্যেই দু'জনের আলোচনা তুমুল তর্কে পরিণত হলে, তারা জঙ্গলের রাজা সিংহের কাছে বিচারের জন্য উপস্থিত হল।

রাজদরবারে সিংহের কাছে পৌঁছানোর আগেই গাধা ডাক ছাড়তে শুরু করে দিল — " মহারাজ, আপনিই বলুন ঘাসের রং নীল কি না?"

সিংহ উত্তর দিল -- " হ্যাঁ, ঘাসের রং নীল।"

গাধা তাড়াতাড়ি সিংহের কাছে পৌঁছালো এবং বলতে থাকল —" বাঘ আমার কথা মানছে না, তর্ক করছে এবং আমাকে বিরক্ত করছে। ওকে শাস্তি দিন।"

সিংহ তখন ঘোষণা করল --" বাঘকে ৫ বছরের জন্য মৌন থাকার শাস্তি দেওয়া হল।"

গাধা খুশিতে লাফাতে লাগল এবং বলতে বলতে চলে গেল — " ঘাসের রং নীল, ঘাসের রং নীল।"

বাঘ শাস্তি মেনে নিল, কিন্তু সিংহকে জিজ্ঞাসা করল —" মহারাজ, আপনি আমায় শাস্তি দিলেন কেন যখন ঘাসের রং সত্যিই সবুজ।"

সিংহ বলল —" ঠিক, ঘাসের রং সবুজ।"

বাঘ জিজ্ঞাসা করল —" তাহলে আপনি আমায় শাস্তি দিলেন কেন?"

সিংহ উত্তর দিল —" তোমাকে শাস্তি দেওয়ার সাথে ঘাসের রং সবুজ না নীল, সেই প্রশ্নের কোনো সম্পর্ক নেই। তোমাকে শাস্তি দিয়েছি কারণ তোমার মত সাহসী, বুদ্ধিমান প্রাণী একটা গাধার সাথে তর্ক করে সময় নষ্ট করেছো এবং এইরকম একটা বাজে কারণে আমার কাছে এসে আমার সময় নষ্ট করেছো।"

শিক্ষাঃ মুর্খের সাথে কখনো তর্কে যেওনা।

27/09/2022

উত্থান ও পতন এই দুই নিয়েই জীবন। জীবনের অনেক চাওয়াই অপরিপূর্ণ রয়ে গেছে, অনেকটা সময় পার করে এখন মনে হচ্ছে আমি পিছিয়ে পড়ছি। হতাশা ঘিরে ধরছে ধীরে ধীরে। হয়ত ভাল কিছু হবে ভবিষ্যতে। হতাশার গ্লানি ঝেড়ে ফেলে হয়ত আবার আমি হাসব, উড়াব বিজয় কেতন।

27/09/2022

#বাচ্চা কবুতরকে উড়ানোর সঠিক নিয়ম আমরা অনেকে ঠিখ মতো জানি না!!
#তাই বাচ্চা হারাই ফেলি আমরা 😌

#বাচ্চা কবুতরকে উরানোর ১ঘন্টা আগে পানি খাওয়াতে হবে ৫এম এল ১০ এম এল করে।তার পর ঠিখ সকাল ৯ঃ৩০টা ১০ টাই করে কবুতরের বাচ্চা উরাইতে হবে কারণ এই টাইমে রোদের তাপ অনেক থাকে তাই কবুতরের বাচ্চা গরমের তারা তারি নেমে জাই বাসাই ছলে আসে এতে কবুতর হারাই ও কম। বাসা ছিনে ও তারা তারি ❤️ এমন করে ১দিন পর পর উরাবেন & টাইম টা কমাই দিবেন প্রথম দিন ১০ টাই উরাইলে এর পরে ৯ঃ৩০ উরাবেন এর পর আবার ৯ টাই উরাবেন এমন করে টাইম টা কমাই দিবেন

#এক বেলা খাওয়ার দিবেন ঠিখ ১ঃ৩০ থেকে ২ঃ৩০ মধ্যে দিলে ভালো হয় ❤️

#কবুতর

24/09/2022

কবুতর উড়ানোর জন্য এর বাহ্যিক বৈশিষ্ট্যের চেয়ে ব্লাডলাইন বেশি গুরুত্বপূর্ণ।কবুতরের
চোখ পাক দুম পাঞ্জা হাড্ডি ভালো কি না তা চিনার কিছু উপায় রয়েছে যা ইদানীং প্রায় সকল হাইফ্লায়ার এর মাঝে বিদ্দমান। অনেক ভালো বাহ্যিক বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও বেশির ভাগ হাইফ্লায়ার উরে না বা এদের বাচ্চাও উরে না।কারন এদের পূর্বপুরুষ গণ উরার ছিল না। অনেক সময় দেখা যায় খারাপ বাহ্যিক বৈশিষ্ট্যের কিছু কবুতরও অনেক দীর্ঘ সময় উরে / বাচ্চাও উরায় আসলে যা তাদের ব্লাডলাইনের খেলা।শুধু মাত্র হাইফ্লায়ার জাতের হলেই হবে না,অবশ্যই হতে হবে হাইফ্লায়ার ব্লাডলাইনের।
খাটি ব্লাডের কবুতর নিজে এবং তার বংশধর উড়িয়ে দেখাবেই যদি তার পেয়ারিং সঠিক হয়। তাই কবুতর সংগ্রহ করার আগে অবশ্যই এর ব্লাডলাইন সম্পর্কে ধারনা নিবেন পাশাপাশি বাহ্যিক বৈশিষ্ট্য গুলো থাকলে ভালো, না থাকলে পেয়ারিং করে ঠিক করতে পারবেন। সৎ চরিএবানদের সাথে সম্পর্ক করবেন ইনশাআল্লাহ ভালো কবুতর সংগ্রহ করতে পারবেন। ইম্পরটেড কবুতর শুনেই কিনবেন না ব্লাডলাইনের বিষয়টা মাথায় রাখবেন কারণ বেশিরভাগ ব্রিডার ব্লাডলাইন না জেনেই বাহির থাকে কবুতর আনে যার ফলস্রুতি দেখা যায় কবুতর গুলি নিজে উরে না বাচ্চাও উরায় না। পরিশেষে একটা কথাই সবাই ভালো থাকবেন অন্যকে ভালো থাকতে দিবেন।

(উস্তাদ নাসির ইকবাল)
পাকিস্তান

#কবুতর

Before pairing
24/09/2022

Before pairing

24/09/2022

Pigeon Flying Tips
বাজরা/ধান:- কবুতর কে আকশে ভাসিয়ে রাকতে সাহাজ্য করে।

সরিশা :- কবুতর এর টেম্পার বাড়াতে সাহায্য করে।

বাদাম:- কবুতর এর শরীর এ ক্যালসিয়াম এবং শক্তি বৃদ্ধি করে,এবং কবুতর বেশি সময় ডানা মারতে পারে।

ছোলা:- কবুতর এর শরিল এর শক্তি বাড়ায়।

Sunflower 🌻:-???

22/09/2022
17/09/2022

'হালাল খেয়ে শেষ কাতারে নামাজ পড়লেও আল্লাহ কবুল করবেন, আর হারাম খেয়ে প্রথম কাতারে নামাজ পড়লেও কবুল হবে না। ''

সুফিয়ান সাওরী (رحمه الله)
- আল-মুজালাসা (৫/১২৭)

  #কবুতর
16/09/2022


#কবুতর

14/09/2022

যারা নিচু মনের মানুষ তারা মানুষের দোষ নিয়ে কথা বলে। 🥀❤️

Address

Kurigram
Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when MH Flying Pigeon Loft ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category