25/06/2024
কবুতরের টাল হয়ে গেলে এই ঔষধ দিতে পারেন
Rx: 1.Tablet. Neurocare
1/6 1+0+1
2.Tablet. Opsovit Z
1/3 1+0+1
3.Tablet. Nutrum Bone
1/6 1+0+1
4. Restor Silver
1/3 1+0+1
ঔষধ খাওয়ানোর পর বমি করলে 5 নাম্বার ঔষধ খাওয়াবেন
5. Domilul 10 MG Tablet
1/2 1+0+1
একটানা 25-30 দিন।
কবুতরের Neck Paralysis চিকিৎসা ঔষধের মাত্রা প্রয়োজনে সামান্য কম-বেশি করে খাওয়াতে পারবেন।
এ ধরনের রোগের চিকিৎসায় কিছু কবুতর বমি করে কিছু কবুতর বমি করে না এটা স্বাভাবিক বিষয়।
নিজে নিজে খাবার খেলে দ্রুত রিকভারি হবে,, হ্যান্ড ফিডে কিছুটা সময় লাগবে।
উল্লেখ্যঃ
Neck Paralysis কবুতরের টয়লেটের সমস্যা থাকলে প্রথমে টয়লেটের চিকিৎসা করে সুস্থ করতে হবে। তারপর
Neck Paralysis রোগের চিকিৎসা করবেন।
ঔষধ খাওয়ানোর পর পানি খাইয়ে দিবেন