19/08/2025
সস্তার করুন অবস্থা -
তাই সাবধান!!! সাবধান!!! সাবধান!!!
সস্তায় অপারেশন করাতে গিয়ে আদরের পোষা প্রাণীটিকে এমন মৃত্যুর ঝুঁকিতে ফেলবেন না।
স্পে অপারেশনের মত একটি মেজর সার্জারির ক্ষেত্রে হাইজেনিক ম্যানেজমেন্ট, জীবাণুমুক্ত অপারেশন থিয়েটার ও দক্ষ সার্জন অত্যাবশক। তানাহলে সস্তায় অপারেশন করাতে গিয়ে ছবিতে প্রদর্শিত বিড়ালটির মত এমন ইনফেকশন হয়ে সেলাই ফেটে নাড়ীভুঁড়ি ও কলিজা বেরিয়ে আসবে।
বন্ধাত্বকরন (স্পে) অপারেশন এর মত একটি মেজর সার্জারী তে সস্তা খুজতে গিয়ে বিড়াল টি শুধু বারোটা নয় তেরো টা বাজিয়ে, ইনফেকশন হয়ে সেলাই ফেটে, নাড়ীভুঁড়ি ও কলিজা বের হওয়ার পর মৃত্যু পথযাত্রী বানিয়ে নিয়ে এসেছিল আমাদের ক্লিনিকে।
আমাদের ক্লিনিকের চিফ কনসালটেন্ট, পোষা প্রাণী বিশেষজ্ঞ, রংপুর চিড়িয়াখানার দক্ষ প্রাণী চিকিৎসক ডাঃ এইচ এম শাহাদৎ শাহিন স্যার তাঁর দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে বিড়ালটিকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সবাই ওর জন্য দোয়া করবেন।
প্রিয় পেট প্যারেন্টস-
আসসালামু আলাইকুম।
★★★আপনি কি আপনার আদরের পোষা বাবুটার অনাকাঙ্ক্ষিত প্রজনন রোধে স্পে/নিউটার (বন্ধাত্বকরণ) অপারেশন করাতে চাচ্ছেন?
★★★আপনি কি একজন অভিজ্ঞ পেট সার্জন খুঁজছেন?
★★★আপনি কি একটি জীবনু মুক্ত ও অত্যাধুনিক অপারেশন থিয়েটার খুঁজছেন?
তাহলে চলে আসুন আমাদের ক্লিনিক ভেট কেয়ার, গ্রান্ড হোটেল মোড়, সালেক মার্কেট, রংপুরে -
আমাদের ক্লিনিকে রয়েছে-
★★★দীর্ঘ দুই যুগেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন পেট সার্জন ডাঃ এইচ এম শাহাদৎ শাহিন স্যার, যিনি রংপুর চিড়িয়াখানার স্বনামধন্য প্রাণি চিকিৎসক ও সার্জন।
স্যার তাঁর কর্মজীবনে অসংখ্য পোষা প্রাণীর বন্ধাত্বকরন(স্পে/নিউটার) অপারেশন ঝুঁকিমুক্ত ও নিখুঁতভাবে করেছেন।
এছাড়াও অর্থোপেডিক সার্জারি ও সফ্ট টিস্যু সার্জারি সহ জটিল জটিল অপারেশন করে থাকেন।
★★★আমাদের রয়েছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার -
যেখানে জীবাণুমুক্ত পরিবেশে অপারেশন করা হয়। তাই অপারেশন পরবর্তী ইনফেকশন হওয়ার ঝুঁকি নেই।
★★★আমাদের ক্লিনিকে রয়েছে অটোক্লেভ মেশিন, প্যাশেন্ট মনিটর, অক্সিজেন সিলিন্ডার, নেবুলাইজার মেশিন। এছাড়াও রয়েছে লাইভ সেভিং ইনস্ট্রামেন্ট ও ড্রাগ, যা যে কোনো জরুরী প্রয়োজনে ব্যবহার করা হয়।
★★★আমাদের ক্লিনিকে ক্যাট ফ্লু পেশেন্ট সম্পূর্ণ আলাদা পরিবেশে আলাদা রুমে চিকিৎসা প্রদান করা হয়। তাই ছোঁয়াছে কোনো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি নেই।
এছাড়াও রয়েছে ভ্যাকসিনেশন, জেনারেল রোগী ও জেনারেল সার্জারির জন্য আলাদা আলাদা রুম।
প্রিয় পেট প্যারেন্টস
আপনার আমার অপারেশনের জন্য সিঙ্গাপুর, থাইলেন্ড, ইন্ডিয়াসহ দেশের স্কয়ার, এভারকেয়া, পপুলার এর মত দেশ বিদেশের সব আধুনিক নামকরা হাসপাতালে অপারেশন করিয়ে থাকি কিন্তু আদরের পোষা প্রাণীটির জন্য করছি কি ?
অপারেশন একটি সেন্সিটিভ ও ঝুঁকিপূর্ণ বিষয় - একটি সাকসেসফুল অপারেশনের জন্য জীবনুমুক্ত অপারেশন থিয়েটার, লাইভ সেভিং ইন্সট্রুমেন্ট, লাইভ শেভিং ড্রাগ ও দক্ষ এসিস্ট্যান্ট প্রয়োজন। যা কখনোই বাসায় অপারেশনের ক্ষেত্রে মেইনটেইন করা সম্ভব নয়।
তাই আর কোন অপারেশন বাসায় কিংবা অস্বাস্থ্যকর পরিবেশে না হোক, সেটাই হবে আপনার প্রিয় পোষা প্রাণীটির জন্য মঙ্গলজনক।
অভিজ্ঞ ও দক্ষ সার্জনের হাতে সুন্দর ও জীবানুমুক্ত মনোরম পরিবেশে, লাইভ সেভিং ইনস্টুমেন্ট ও লাইভ সেভিং ড্রাগ সমৃদ্ধ অত্যাধুনিক অপরেশন থিয়েটারে আপনার আদরের পোষা প্রাণীটি অপারেশনের জন্য যোগাযোগ করুন-
ভেট কেয়ার
গ্রান্ড হোটেল মোর
(বি এন পি অফিসের গলির মুখে, নর্থ বেঙ্গল ফার্মাসি সংলগ্ন)
সালেক মার্কেট, রংপুর।
মোবাইল -
01321-108081
01321-108082
#বিড়াল_এর_খাবার #পেট_এর_খাবার #বোনাচিবো_পেট_ফুড