Vet Care Rangpur

Vet Care Rangpur We provide you the best Veterinary clinical service, Pharmacy, Pathology lab, Pet food, toys & acces

প্রিয় পেট প্যারেন্টসআসসালামু আলাইকুম। আপনার অজান্তেই আপনার আদরের পোষা প্রাণীটি  কিডনি জনিত সমস্যা কিংবা লিভারের সমস্যায় ...
21/08/2025

প্রিয় পেট প্যারেন্টস
আসসালামু আলাইকুম।

আপনার অজান্তেই আপনার আদরের পোষা প্রাণীটি কিডনি জনিত সমস্যা কিংবা লিভারের সমস্যায় ভুগছে না তো?

বিড়াল ও কুকুর মাংসাশী প্রাণী, তাই মাছ ও মাংস খায়। এছাড়াও বিড়াল ও কুকুর পানি কম খায়। মাছ ও মাংস খাওয়ার কারণে কিডনি ও মুত্রনালীতে পাথর তৈরি হয় এবং লিভারের সমস্যায় ভুগে । এর ফলে ধিকে ধিকে মৃত্যুর দিকে ধাবিত হয়। তাই প্যাথোলোজিক্যাল/ল্যাবোরেটরি টেস্টের মাধ্যমে লিভার ও কিডনি পরিক্ষা করা প্রয়োজন।

ভেট কেয়ার গ্রান্ড হোটেল মোর রংপুরে রয়েছে প্যাথলোজিক্যাল / ল্যাবোরেটরী সুবিধা। টেস্টের মাধ্যমে জানতে পারবেন আপনার আদরের পোষা বিড়ালটির লিভার ও কিডনির কি অবস্থা।

ছবিতে প্রদর্শিত বিড়ালটির কিডনি ও মুত্রনালীতে পাথর জমে মুত্রনালী বন্ধ হয়ে যায়। প্রস্রাব করতে পারেনা ফলে মুত্রথলিতে প্রস্রাব জমে মুত্রথলি ফুলে যায়। খাওয়া দাওয়া বন্ধ করে দেয়।

এমন জটিল পরিস্থিতিতে আমাদের পেট শপ ও ক্লিনিকের চিফ কনসালটেন্ট ডাঃ এইচ এম শাহাদৎ শাহিন স্যার মুত্রনালীর পাথর অপসারণ করে টম ক্যাথেটারের মাধ্যমে সব প্রস্রাব বের করে দিলেন।

আলহামদুলিল্লাহ
বিড়াল টি এখন ঝুঁকি মুক্ত।

পোষা প্রাণীর চিকিৎসা ও অপারেশন সহ যে কোনো সমস্যায় যোগাযোগ করুন -
ভেট কেয়ার
গ্রান্ড হোটেল মোর
বি এন পি অফিসের গলির মুখে
নর্থ বেঙ্গল ফার্মাসি সংলগ্ন
সালেক মার্কেট, রংপুর।

20/08/2025

Available
For Order, Please Call
01321-108081 or inbox us.

সস্তার করুন  অবস্থা -তাই সাবধান!!! সাবধান!!! সাবধান!!!সস্তায় অপারেশন করাতে গিয়ে আদরের পোষা প্রাণীটিকে এমন মৃত্যুর ঝুঁকিত...
19/08/2025

সস্তার করুন অবস্থা -

তাই সাবধান!!! সাবধান!!! সাবধান!!!

সস্তায় অপারেশন করাতে গিয়ে আদরের পোষা প্রাণীটিকে এমন মৃত্যুর ঝুঁকিতে ফেলবেন না।

স্পে অপারেশনের মত একটি মেজর সার্জারির ক্ষেত্রে হাইজেনিক ম্যানেজমেন্ট, জীবাণুমুক্ত অপারেশন থিয়েটার ও দক্ষ সার্জন অত্যাবশক। তানাহলে সস্তায় অপারেশন করাতে গিয়ে ছবিতে প্রদর্শিত বিড়ালটির মত এমন ইনফেকশন হয়ে সেলাই ফেটে নাড়ীভুঁড়ি ও কলিজা বেরিয়ে আসবে।

বন্ধাত্বকরন (স্পে) অপারেশন এর মত একটি মেজর সার্জারী তে সস্তা খুজতে গিয়ে বিড়াল টি শুধু বারোটা নয় তেরো টা বাজিয়ে, ইনফেকশন হয়ে সেলাই ফেটে, নাড়ীভুঁড়ি ও কলিজা বের হওয়ার পর মৃত্যু পথযাত্রী বানিয়ে নিয়ে এসেছিল আমাদের ক্লিনিকে।

আমাদের ক্লিনিকের চিফ কনসালটেন্ট, পোষা প্রাণী বিশেষজ্ঞ, রংপুর চিড়িয়াখানার দক্ষ প্রাণী চিকিৎসক ডাঃ এইচ এম শাহাদৎ শাহিন স্যার তাঁর দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে বিড়ালটিকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সবাই ওর জন্য দোয়া করবেন।

প্রিয় পেট প্যারেন্টস-
আসসালামু আলাইকুম।

★★★আপনি কি আপনার আদরের পোষা বাবুটার অনাকাঙ্ক্ষিত প্রজনন রোধে স্পে/নিউটার (বন্ধাত্বকরণ) অপারেশন করাতে চাচ্ছেন?

★★★আপনি কি একজন অভিজ্ঞ পেট সার্জন খুঁজছেন?

★★★আপনি কি একটি জীবনু মুক্ত ও অত্যাধুনিক অপারেশন থিয়েটার খুঁজছেন?

তাহলে চলে আসুন আমাদের ক্লিনিক ভেট কেয়ার, গ্রান্ড হোটেল মোড়, সালেক মার্কেট, রংপুরে -

আমাদের ক্লিনিকে রয়েছে-
★★★দীর্ঘ দুই যুগেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন পেট সার্জন ডাঃ এইচ এম শাহাদৎ শাহিন স্যার, যিনি রংপুর চিড়িয়াখানার স্বনামধন্য প্রাণি চিকিৎসক ও সার্জন।
স্যার তাঁর কর্মজীবনে অসংখ্য পোষা প্রাণীর বন্ধাত্বকরন(স্পে/নিউটার) অপারেশন ঝুঁকিমুক্ত ও নিখুঁতভাবে করেছেন।
এছাড়াও অর্থোপেডিক সার্জারি ও সফ্ট টিস্যু সার্জারি সহ জটিল জটিল অপারেশন করে থাকেন।

★★★আমাদের রয়েছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার -
যেখানে জীবাণুমুক্ত পরিবেশে অপারেশন করা হয়। তাই অপারেশন পরবর্তী ইনফেকশন হওয়ার ঝুঁকি নেই।

★★★আমাদের ক্লিনিকে রয়েছে অটোক্লেভ মেশিন, প্যাশেন্ট মনিটর, অক্সিজেন সিলিন্ডার, নেবুলাইজার মেশিন। এছাড়াও রয়েছে লাইভ সেভিং ইনস্ট্রামেন্ট ও ড্রাগ, যা যে কোনো জরুরী প্রয়োজনে ব্যবহার করা হয়।

★★★আমাদের ক্লিনিকে ক্যাট ফ্লু পেশেন্ট সম্পূর্ণ আলাদা পরিবেশে আলাদা রুমে চিকিৎসা প্রদান করা হয়। তাই ছোঁয়াছে কোনো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি নেই।

এছাড়াও রয়েছে ভ্যাকসিনেশন, জেনারেল রোগী ও জেনারেল সার্জারির জন্য আলাদা আলাদা রুম।

প্রিয় পেট প্যারেন্টস

আপনার আমার অপারেশনের জন্য সিঙ্গাপুর, থাইলেন্ড, ইন্ডিয়াসহ দেশের স্কয়ার, এভারকেয়া, পপুলার এর মত দেশ বিদেশের সব আধুনিক নামকরা হাসপাতালে অপারেশন করিয়ে থাকি কিন্তু আদরের পোষা প্রাণীটির জন্য করছি কি ?

অপারেশন একটি সেন্সিটিভ ও ঝুঁকিপূর্ণ বিষয় - একটি সাকসেসফুল অপারেশনের জন্য জীবনুমুক্ত অপারেশন থিয়েটার, লাইভ সেভিং ইন্সট্রুমেন্ট, লাইভ শেভিং ড্রাগ ও দক্ষ এসিস্ট্যান্ট প্রয়োজন। যা কখনোই বাসায় অপারেশনের ক্ষেত্রে মেইনটেইন করা সম্ভব নয়।

তাই আর কোন অপারেশন বাসায় কিংবা অস্বাস্থ্যকর পরিবেশে না হোক, সেটাই হবে আপনার প্রিয় পোষা প্রাণীটির জন্য মঙ্গলজনক।

অভিজ্ঞ ও দক্ষ সার্জনের হাতে সুন্দর ও জীবানুমুক্ত মনোরম পরিবেশে, লাইভ সেভিং ইনস্টুমেন্ট ও লাইভ সেভিং ড্রাগ সমৃদ্ধ অত্যাধুনিক অপরেশন থিয়েটারে আপনার আদরের পোষা প্রাণীটি অপারেশনের জন্য যোগাযোগ করুন-

ভেট কেয়ার
গ্রান্ড হোটেল মোর
(বি এন পি অফিসের গলির মুখে, নর্থ বেঙ্গল ফার্মাসি সংলগ্ন)
সালেক মার্কেট, রংপুর।
মোবাইল -
01321-108081
01321-108082

#বিড়াল_এর_খাবার #পেট_এর_খাবার #বোনাচিবো_পেট_ফুড

17/08/2025

প্রিয় পেট প্যারেন্টস-
আসসালামু আলাইকুম।

গ্রীস্মের পরেই আসছে শীতকাল।
আর শীতকালেই প্রাণঘাতী ভাইরাস জনিত রোগ, ক্যাট ফ্লু ও ডগ পার্ভো ভাইরাসের প্রাদুর্ভাব অনেকাংশে বেড়ে যায়।

প্রাণঘাতী ভাইরাসনিত রোগ ক্যাট ফ্লু ও ডগ পার্ভো থেকে মুক্তির একমাত্র উপায় ভ্যাকসিন করানো। তাই আদরের পোষা প্রাণীটিকে এখনো যারা ভ্যাকসিন করিয়ে নেন নি, দ্রুত ভ্যাকসিন করিয়ো নিন।

শীতে ডগ পার্ভো ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে টাইগার, মেট্রো ও জেমি এসেছিল ডগ পার্ভো ভ্যাকসিন করাতে।

আমাদের পেট শপ ও ক্লিনিকের চিফ কনসালটেন্ট পোষা প্রাণী বিশেষজ্ঞ রংপুর চিড়িয়াখানার দক্ষ প্রাণী চিকিৎসক ডাঃ এইচ এম শাহাদৎ শাহিন স্যার হেল্থ চেক আপ করে সুস্থতা নিশ্চিত পূর্বক ভ্যাকসিন করিয়ে দিলেন।

করোনা ভাইরাস পুরো পৃথিবীতে থমকে দিয়েছিল। কিন্তু আজ আমরা করোনা ভাইরাস থেকে মুক্ত। এটি সম্ভব হয়েছে শুধুমাত্র বাধ্যতামূলকভাবে সবাই করোনা ভাইরাসের তিনটি করে টিকা নেওয়ার কারণে। সরকারিভাবে সবাইকে তিনটি করে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিতে বাধ্য করা হয়েছে বলেই- আজ আমরা করোনা ভাইরাস থেকে মুক্ত।

তেমনি আমরা যদি প্রথম বছর আমাদের পোষা প্রাণীগুলোকে তিনটি করে ক্যাট ফ্লুর ভ্যাকসিন এবং পরবর্তী বছর গুলোতে দুটি করে ক্যাট ফ্লুর ভ্যাকসিন প্রদান করি। তবেই আমাদের আদরের পোষা বাবু গুলো ক্যাট ফ্লু থেকে মুক্ত থাকবে- ইনশাআল্লাহ।

ক্যাট ফ্লু ও ফিলাইন প্যান লিউকোপেনিয়া একসময় শুধু শীতকালীন রোগ হিসেবে ধরে নেয়া হলেও এখন কিন্তু সারা বছরই হচ্ছে। এমনকি এই ভাইরাসের ভিরুলেন্সি(ক্ষতিকর প্রভাব /শক্তি) বিগত বছরের চেয়ে অনেক বেশি। তাই তো এ বছর ক্যাট ফ্লু ও ফিলাইন প্যান লিউকোপেনিয়ার সংক্রমন অনেক বেশি এবং মৃত্যু হারও অনেক বেশি। ছোট ছানা থেকে বয়স্ক বিড়াল কোনোটাই বাদ যাচ্ছে না ক্যাট ফ্লু ও ফিলাইন প্যান লিউকোপেনিয়া ভাইরাসের কড়াল থাবা থেকে।

প্রিয় পেট প্যারেন্টস-

ভ্যাকসিন কোন পণ্য নয় তাই যেন তেন উপায়ে সংরক্ষণ করা যায় না। ভ্যাকসিনের গুণগতমান নির্ভর করে অথেন্টিক সোর্স ও কুলচেইন মেইনটেইনের উপর। তাইতো আমরা অথেন্টিক সোর্স থেকে ভ্যাকসিন সংগ্রহ করে সার্বক্ষণিক কুলচেইন মেইনটেইন করে থাকি। আমাদের সংগ্রহে পর্যাপ্ত ক্যাট ফ্লু ভ্যাকসিন মজুদ আছে।

আমাদের পেট শপ ও ক্লিনিকের কনসালটেন্ট পোষা প্রাণী বিশেষজ্ঞ, পোষা প্রাণীর চিকিৎসা ও অপারেশনে দীর্ঘ দিনের অভিজ্ঞতা সম্পন্ন রংপুর চিড়িয়াখানার দক্ষ প্রাণী চিকিৎসক ও সার্জন ডাঃ এইচ এম শাহাদৎ শাহিন স্যার হেল্থ চেক আপ করে সুস্থতা নিশ্চিত পূর্বক ভ্যাকসিন প্রয়োগ করে থাকেন।

প্রিয় পোষা প্রাণীটির সুস্থতার জন্য ভ্যাকসিন এর বিকল্প নেই।

তাই এখনো যারা আদরের পোষা বাবুটাকে ভ্যাকসিন করিয়ে নেন নি। তাঁরা আদরের পোষা বাবুটাকে মরণঘাতী ভাইরাস জনিত রোগ থেকে সুরক্ষা দিতে দ্রুত ভ্যাকসিন করিয়ে নিন।

আমাদের ঠিকানা -
ভেট কেয়ার
গ্রান্ড হোটেল মোর
(বি এন পি অফিসের গলির মুখে)
সালেক মার্কেট, রংপুর।
মোবাইল -
01321108081
01321108082

#বিড়াল_এর_খাবার #পেট_এর_খাবার #বোনাচিবো_পেট_ফুড

17/08/2025

ভেট কেয়ার
গ্রান্ড হোটেল মোর
সালেক মার্কেট রংপুরে -
মানুষ ব্যতিত সকল প্রাণির চিকিৎসা সেবা পাওয়া যায়।

যোগাযোগ করুন 01321-108081

অনাকাংখিত প্রজনন রোধের একমাত্র সফল মাধ্যম হচ্ছে বন্ধাত্বকরন  অপারেশন। তাই অনাকাঙ্ক্ষিত প্রজনন রোধে কোকো আমাদের ক্লিনিকে ...
15/08/2025

অনাকাংখিত প্রজনন রোধের একমাত্র সফল মাধ্যম হচ্ছে বন্ধাত্বকরন অপারেশন। তাই অনাকাঙ্ক্ষিত প্রজনন রোধে কোকো আমাদের ক্লিনিকে এসেছিল বন্ধাত্বকরন(স্পে) অপারেশন করাতে আর সিম্বা এসেছিল নিউটার অপারেশন করাতে।

আমাদের ক্লিনিকের চিফ কনসালটেন্ট, পোষা প্রাণী বিশেষজ্ঞ, রংপুর চিড়িয়াখানার দক্ষ প্রাণী চিকিৎসক ডাঃ এইচ এম শাহাদৎ শাহিন স্যার তাঁর দক্ষ হাতে, ঝুকি মুক্তভাবে, রক্তপাতহীন বন্ধাত্বকরন অপারেশন দুটি করিয়ে দিলেন।

প্রিয় পেট প্যারেন্টস-
আসসালামু আলাইকুম।

★★★আপনি কি আপনার আদরের পোষা বাবুটার অনাকাঙ্ক্ষিত প্রজনন রোধে স্পে/নিউটার (বন্ধাত্বকরণ) অপারেশন করাতে চাচ্ছেন?

★★★আপনি কি একজন অভিজ্ঞ পেট সার্জন খুঁজছেন?

★★★আপনি কি একটি জীবনু মুক্ত ও অত্যাধুনিক অপারেশন থিয়েটার খুঁজছেন?

তাহলে চলে আসুন আমাদের ক্লিনিক ভেট কেয়ার, গ্রান্ড হোটেল মোড়, সালেক মার্কেট, রংপুরে -

আমাদের ক্লিনিকে রয়েছে-
★★★দীর্ঘ দুই যুগেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন পেট সার্জন ডাঃ এইচ এম শাহাদৎ শাহিন স্যার, যিনি রংপুর চিড়িয়াখানার স্বনামধন্য প্রাণি চিকিৎসক ও সার্জন। স্যার তাঁর কর্মজীবনে অসংখ্য পোষা প্রাণীর বন্ধাত্বকরন(স্পে/নিউটার) অপারেশন ঝুঁকিমুক্ত ও নিখুঁতভাবে করেছেন।
এছাড়াও অর্থোপেডিক সার্জারি ও সফ্ট টিস্যু সার্জারি সহ জটিল জটিল অপারেশন করে থাকেন।

★★★আমাদের রয়েছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার -
যেখানে জীবাণুমুক্ত পরিবেশে অপারেশন করা হয়।

★★★আমাদের ক্লিনিকে রয়েছে অটোক্লেভ মেশিন, প্যাশেন্ট মনিটর, অক্সিজেন সিলিন্ডার, নেবুলাইজার মেশিন। এছাড়াও রয়েছে লাইভ সেভিং ইনস্ট্রামেন্ট ও ড্রাগ, যা যে কোনো জরুরী প্রয়োজনে ব্যবহার করা হয়।

★★★আমাদের ক্লিনিকে ক্যাট ফ্লু পেশেন্ট সম্পূর্ণ আলাদা পরিবেশে আলাদা রুমে চিকিৎসা প্রদান করা হয়।
এছাড়াও রয়েছে ভ্যাকসিনেশন, জেনারেল রোগী ও জেনারেল সার্জারির জন্য আলাদা আলাদা রুম। তাই ছোঁয়াছে কোনো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি নেই।

প্রিয় পেট প্যারেন্টস

আপনার আমার অপারেশনের জন্য সিঙ্গাপুর, থাইলেন্ড, ইন্ডিয়াসহ দেশের স্কয়ার, এভারকেয়া, পপুলার এর মত দেশ বিদেশের সব আধুনিক নামকরা হাসপাতালে অপারেশন করিয়ে থাকি কিন্তু আদরের পোষা প্রাণীটির জন্য করছি কি ?

অপারেশন একটি সেন্সিটিভ ও ঝুঁকিপূর্ণ বিষয় - একটি সাকসেসফুল অপারেশনের জন্য জীবনুমুক্ত অপারেশন থিয়েটার, লাইভ সেভিং ইন্সট্রুমেন্ট, লাইভ শেভিং ড্রাগ ও দক্ষ এসিস্ট্যান্ট প্রয়োজন। যা কখনোই বাসায় অপারেশনের ক্ষেত্রে মেইনটেইন করা সম্ভব নয়।

তাই আর কোন অপারেশন বাসায় অস্বাস্থ্যকর পরিবেশে না হোক, সেটাই হবে আপনার প্রিয় পোষা প্রাণীটির জন্য মঙ্গলজনক।

অভিজ্ঞ ও দক্ষ সার্জনের হাতে সুন্দর ও জীবানুমুক্ত মনোরম পরিবেশে, লাইভ সেভিং ইনস্টুমেন্ট ও লাইভ সেভিং ড্রাগ সমৃদ্ধ অত্যাধুনিক অপরেশন থিয়েটারে আপনার আদরের পোষা প্রাণীটি অপারেশনের জন্য যোগাযোগ করুন-

ভেট কেয়ার
গ্রান্ড হোটেল মোর
(বি এন পি অফিসের গলির মুখে, নর্থ বেঙ্গল ফার্মাসি সংলগ্ন)
সালেক মার্কেট, রংপুর।
মোবাইল -
01321-108081
01321-108082

#বিড়াল_এর_খাবার #পেট_এর_খাবার #বোনাচিবো_পেট_ফুড

Address

Vet Care Rangpur, ভেট পেট এন্ড পোল্ট্রি কেয়ার রংপুর , Salek Market
Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when Vet Care Rangpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vet Care Rangpur:

Share