Five s aviary

  • Home
  • Five s aviary

Five s aviary Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Five s aviary, Pet Supplies, হড়গ্রাম আমবাগান আহলে হাদিস মসজিদের গলি, .
(2)

ককাটেল, লাভবার্ড, বাজরিগার... এই তিনটা মিউটেশন আছে।
যেকোনো সময় ভিজিট করতে পারবেন। দেখতে আসলে কিনতে হবে এরকম কোন বাধ্যবাধকতা নেই। লোকেশনঃরাজশাহী
কোর্ট সবজি বাজার,ওয়ালটন শোরুমের এবং হাসান জুয়েলার্সের পাশের গলি।এখানে এসে ফোন দিলেই হবে।

আলহামদুলিল্লাহ।  চলে গেলো নতুন ঠিকানায়, রাজশাহীর প্রেমতুলি এলাকায়।
10/07/2025

আলহামদুলিল্লাহ। চলে গেলো নতুন ঠিকানায়, রাজশাহীর প্রেমতুলি এলাকায়।

আলহামদুলিল্লাহ ..... সোল্ড আউট  🦜🦜🦜
07/07/2025

আলহামদুলিল্লাহ ..... সোল্ড আউট 🦜🦜🦜

বাজরিগার পাখি, 3.5 মাস বয়সের 3 পিচ2.5 মাস বয়সের 10 পিচ1 মাস বয়সের 12 পিচসব গুলো এক সাথে নিতে হবে, আলাদা মেল ফিমেল দেওয়া...
28/06/2025

বাজরিগার পাখি,

3.5 মাস বয়সের 3 পিচ
2.5 মাস বয়সের 10 পিচ
1 মাস বয়সের 12 পিচ

সব গুলো এক সাথে নিতে হবে, আলাদা মেল ফিমেল দেওয়া যাবে না। ( সবগুলো একসাথে মিলে 130 টা*কা পিচ) একদাম ।

পছন্দ করে 2/4/6 পিস নিলে ২০০ টা*কা পিস পড়বে।

অযথা উল্টাপাল্টা দাম না বলার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন।

অবশ্যই বাজার থেকে কম মূল্যে কোয়ালিটি সম্পন্ন এবং একটিভ পাখি পাবেন। সাথে পাখি বিষয়ের যেকোনো ধরনের হেল্প বা সাজেশন পাবেন।

22/06/2025

আলহামদুলিল্লাহ , কত্ত কিউট! আগের ভিডিও ।বেবিগুলো আজ অনেক বড় হয়ে গেছে। 💝🦅🦜

#মাশাআল্লাহ
#সুবহানআল্লাহ
#আলহামদুলিল্লাহ
#আল্লাহুআকবার





#বাজরিগার

20/06/2025

পাখি - পাখি তে মারামারি করে এই অবস্থা । প্রায় এগুলোর সম্মুখীন হতে হয়। কলোনিতে এ প্রবলেম গুলো প্রায় সব সময়ের ঘটনা।

15/06/2025

পাখি পালার যন্ত্রণা পার্ট - ৫
পাখি অসুস্থ হওয়ার পরে ,এত যত্ন করার পরেও যখন সেটা থাকে না বা চলে যায় , তখন বোঝা যায় কষ্টটা কি !!! 😥😥😥
#মাশাআল্লাহ
#আলহামদুলিল্লাহ
#আল্লাহুআকবার


30/05/2025

পাখি পালার যন্ত্রণা পার্ট- ৪

পাখি অসুস্থ হলে ওষুধের পাশাপাশি তার খাবারের খেয়াল রাখা লাগে 💝 । তারা অনেক সময় খায় না 💔 তখন বড় পাখিকে হ্যান্ড ফিড করানো❣️ কত যে কষ্ট .....তা যে এই সমস্যা ফেস করেনি , সে কখনোই বুঝবে না.... 😥
#মাশাআল্লাহ
#সুবহানাল্লাহ
#আলহামদুলিল্লাহ
#আল্লাহুআকবার



26/05/2025

পাখি পালার যন্ত্রণা পার্ট- ৩

পাখি অসুস্থ হলে পাখিকে তো মে*ডিসিন দেওয়াই লাগে। তখন একটা পাখির জন্য ৪00/৫০০ টা*কা আবার কখনো কখনো ১০০০/১৫০০ টা*কার ও ঔ*ষধ কিনা লাগে 😓😓😓.
#আলহামদুলিল্লাহ



24/05/2025

পাখি পালার যন্ত্রণা পার্ট-২

পাখি সুস্থ থাকুক আর অসুস্থ থাকুক, তাদের ড্রপিং সব সময় ফলোআপে রাখা লাগে।

আমার পাখিটার অসুস্থ হওয়ার পরে তার ড্রপিং এরকম ছিল ( যেটা প্রাথমিক দেখাতে নরমাল মনে হলেও খুব ইমারজেন্সি কেস)

সবাইকে আল্লাহ তা-আলা সুস্থ রাখুন ভালো রাখুন এবং সবার ভালোবাসার জিনিসকে আল্লাহ সুস্থ রাখুন সেই দোয়া করি। 🧡🧡🧡..
#আলহামদুলিল্লাহ




23/05/2025

পাখি পালার যন্ত্রণা পাট-১

সবাই মনে করে .....
পাখি কিনলাম,
নিয়ে আসলাম ...
খাইতে দিলাম
পাখির ডিম পেরে দিল....
বাচ্চা তুলে ফেলল.....
বিক্রি করে দিলাম
💔💔💔 বাহ টাকা -ই- টাকা.....

( আগের দিন রাত পর্যন্ত সব ঠিকঠাক ছিল। পাখি সুস্থ ছিল, গত দেড় বছর ধরে ছিল পাখিটা আমার কাছে। গত শীতে সারা শীত তাকে ইনকিউবেটর এর মধ্যে রাখা হয়েছিল তার অসুস্থতার কারণে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি হঠাৎ এই অবস্থা ।)

বলুন তো কি করতেন আপনি ?

আমিও তাই করেছি... ....

Address

হড়গ্রাম আমবাগান আহলে হাদিস মসজিদের গলি

6201

Alerts

Be the first to know and let us send you an email when Five s aviary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Five s aviary:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Pet Store/pet Service?

Share