
23/05/2025
ভেটেরিনারি প্রিমিয়ার লীগ ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত। উক্ত খেলায় DVM-19 ব্যাচকে হারিয়ে চাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন DVM-20 ব্যাচ।
উক্ত ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. মোইজুর রহমান স্যার ও আরও উপস্থিত ছিলেন ভেটেরিনারি ছাত্র সমিতির কোষাধ্যক্ষ প্রফেসর ড. লাভলি নাহার ম্যাম। খেলা শেষে চাম্পিয়ান এবং রানার্সআপ দলকে মেডেল, ট্রফি ও নগদ অর্থ প্রদান করা হয়।