কোটালীপাড়া দেশি মুরগির ফার্ম

কোটালীপাড়া দেশি মুরগির ফার্ম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কোটালীপাড়া দেশি মুরগির ফার্ম, Urban Farm, Kotalipara, Gopalgonj, Rajnagar.

এই পেইজে-
১। দেশি মুরগির পালন পদ্ধতি
২। দেশি মুরগির খাবার ও পরিচর্যা
৩। দেশি মুরগির রোগবালাই, টিকা ও চিকিৎসা
৪। দেশি মুরগি ক্রয়-বিক্রয় সম্পর্কে জানতে পারবেন।

04/02/2025

আমাদের নতুন মেহমান #হাঁসের_বাচ্চা

24/01/2025

মুরগিদের কুচে বসিয়েছি।

07/01/2025

সারাদিন পর মুরগিগুলো ছেড়ে দিলাম

30/12/2024

কোটালীপাড়া একটি পাখির দোকান। যেখানে সুলভ মূল্যে পাখি পাওয়া যায়। স্থান : কোটালীপাড়া পৌর কিচেন মার্কেট। #পাখি #বাজিগর

এই মোরগগুলো হাত বদল করা হবে। স্থান: কোটালীপাড়া পৌরসভার সামনে
24/12/2024

এই মোরগগুলো হাত বদল করা হবে।
স্থান: কোটালীপাড়া পৌরসভার সামনে

24/12/2024

সকালে মুরগিগুলো ছেড়ে দিয়ে ডিম সংগ্রহ করলাম

22/11/2024

প্রিয় মুরগিটা অসুস্থ। সারাদিন না খেয়ে থাকায় রাতে এসে খাবার খাওয়ালাম।
#দেশিমুরগি

19/11/2024

মুরগি ডিম পাড়তে বসছে

08/11/2024

#গেছো_বিড়ালের_খোঁজে

01/11/2024

দেশি মুরগির রোগ ও চিকিৎসা:-
দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশী হলেও বেশ কিছু রোগ দেশি মুরগিতে দেখা যায়। সাধারনত এই রোগ গুলি কমন কিছু উপোসর্গ এর মাধ্যমে প্রকাশ পায়। যেমন, মুরগির ঝিমিয়ে থাকা, সাদা পাতলা পায়খানা করা, মাথার ঝুটি শুকিয়ে যাওয়া, দূর্বল বা নিস্তেজ হয়ে পরা ইত্যাদি লক্ষন দেখা যায়।

নিচে দেশি মুরগির বেশ কিছু রোগ ও এর চিকিৎসা নিয়ে আলোচনা করা হলো।

রানিক্ষেত রোগ:-
রানিক্ষেত একটি ভাইরাস জনিত মারাত্মক সংক্রামক রোগ। যা মূলত, ‘নিউক্যাসল ডিজিজ ভাইরাস‘ (এনডিভি) দ্বারা সংক্রমিত হয়। এটি প্রাথমিকভাবে তীব্র শ্বাসযন্ত্রের রোগ হিসাবে দেখা দেয়। তবে ঝিমানো, দুর্বলতা বা স্নায়বিক প্রকাশ এবং ডায়রিয়ার মত লক্ষনসমূহ দেখা যেতে পারে।

রানীক্ষেত রোগে শতভাগ প্রর্যন্ত মারা যেতে পারে। দেশি মুরগির যে কোন বয়সেই এই রোগ হতে পারে। তবে ভ্যাকসিন এর মাধ্যমে এই রোগের প্রতিরোধ করা যায়।

চিকিৎসাঃ রানীক্ষেত ভ্যাকসিন প্রয়োগ করতে হবে।
গামবোরো রোগ:-
গামবোরো একটি ভাইরাস জনিত রোগ। এটি মুরগির লসিকা গ্রন্থি বারসাকে আক্রান্ত করে। একে ‘ইনফেকসাস বারসাল ডিজিজ’ বলা হয়। গামবোরো হলে মুরগির রোগ প্রতিরোধ ব্যবস্থা আক্রান্ত হয়। এ রোগে মৃত্যুর হার প্রায় ৩০%। সাধারণত ১০-৫০ দিন বয়স পর্যন্ত এই রোগের আক্রান্ত হওয়ার সম্ভবনা বেশী থাকে।

চিকিৎসাঃ ভাইরাসজনিত রোগ বিধায় এর জন্য ভ্যাকসিন বা টিকা প্রয়োগ করতে হবে। ভাইরাসজনিত রোগের জন্য দেশি মুরগির ভ্যাকসিন সিডিউল মেনে চলতে হবে।
ফাউল পক্স:-
ফাউল পক্স ভাইরাসজনিত একটি সংক্রামক রোগ। দেশি মুরগির যে কোন বয়সেই ফাউল পক্স হতে পারে কিন্তু বাচ্চা মুরগিতে আক্রান্ত হলে বেশি মারা যায়। সাধারণত শরীরের পালক বিহীন জায়গায় সাধারণত শক্ত গোটা উঠে এবং চোখ দিয়ে পানি পড়ে। এই রোগে মুরগির শরীরে তীব্র জ্বর থাকে।

চিকিৎসাঃ যথাসময়ে ফাউল-পক্স এর টিকা প্রদান করতে হবে।

রক্ত আমাশয় বা ককসিডিওসিস:-
এটি একটি প্রোটোজোয়া জনিত রোগ। ২ মাস পর্যন্ত এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভবনা বেশী। সারা বছরই এ রোগটি দেখা গেলেও তবে বর্ষাকালে এর প্রার্দুভাব বেশি দেখা যায়। রক্ত আমাশয় হলে দেশি মুরগির ওজন সঠিক মাত্রায় আসে না। যা খামারিকে ব্যাপক লসের মুখে ফেলে দেয়।

চিকিৎসাঃ টল্টাজুরিল বা এমপ্রোলিয়াম জাতীয় ওষুধ দিয়ে এই রোগ নিয়ন্ত্রন সম্ভব।

কৃমির সংক্রামন:-
দেশি মুরগিতেও কৃমির আক্রমন ঘটে। কৃমি হলে খাদ্যে অরুচী আসে এবং খাদ্য গ্রহন কমিয়ে দেয়। ফলে মুরগির ওজন কাংক্ষিত মাত্রায় আসে না। কৃমি হলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।

চিকিৎসাঃ দেশি মুরগিকে অবশ্যই নিয়মিতভাবে কৃমির ওষুধ দিতে হবে।

ফাউল কলেরা:-
ফাউল কলেরা মুরগির একটি ব্যাকটেরিয়াজনিত পানিবাহিত রোগ। এই রোগে মৃত্যুর হার প্রায় ৩০-৫০% পর্যন্ত হতে পারে। ফাউল কলেরা (Pasteurella matocida) নামক ব্যাক্টেরিয়ার কারনে হয়ে থাকে।

অতিরিক্ত গরম পড়লে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভবনা বেশী হয়। এছাড়া পরিবেশে আদ্রতা বেশি থাকলে এই রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
চিকিৎসাঃ যেহেতু ব্যাক্টেরিয়াজনিত রোগ তাই যে কোন একটি ভালো এন্টিবায়োটিক দিতে হবে। তবে কলেরা রোগের সরকারি ভ্যাকসিন বা টিকা রয়েছে।

01/11/2024

কোটালীপাড়ায় দেশি মুরগির বড় কোনো খামার আছে কি?

Address

Kotalipara, Gopalgonj
Rajnagar
8110

Alerts

Be the first to know and let us send you an email when কোটালীপাড়া দেশি মুরগির ফার্ম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কোটালীপাড়া দেশি মুরগির ফার্ম:

Share

Category