
15/08/2025
ছোট্ট এক ক্যাটফুডের দোকান। দরজার সামনে রাখা থলেতে মুখ গুঁজে ব্যস্ত এক ছোট্ট বাদামী–ডোরাকাটা বিল্লু। মজা করে খাচ্ছে খাবার, যেন দুনিয়ায় আর কোনো চিন্তা নেই।
Pushee Meow পুষি মেউ
দোকানদার চুপচাপ তাকিয়ে আছে, কিন্তু কোনো বাধা দিচ্ছে না। বরং চোখে-মুখে সেই মায়াবী ইঙ্গিত— “যত খুশি খা, পেট ভরে খা।”
খাওয়া শেষে বিল্লুটি ধীরে ধীরে গা টানল, লেজ উঁচু করে অলস ভঙ্গিতে বেরিয়ে গেল। মুখে যেন তৃপ্তির হাসি— “আহা! জীবনটা বেশ।”
এটা কোনো এক দিনের গল্প নয়। সেই দেশে এ দৃশ্য নিত্যদিনের মতো স্বাভাবিক। সেখানে কেউ বিড়ালদের তাড়ায় না, আঘাত করে না। বরং সবাই নিজের মতো করে যত্ন নেয়, খাবার দেয়, আশ্রয় দেয়।
বলুন তো, দেশটার নাম কী? 🐱
Pushee Meow পুষি মেউ