Pushee Meow পুষি মেউ

Pushee Meow পুষি মেউ Pushee,Tanha,Tohfa,Turfa,Zulfa,
Joha,Toha,Hiba,Juhi,Kulfi😻
(3)

ছোট্ট এক ক্যাটফুডের দোকান। দরজার সামনে রাখা থলেতে মুখ গুঁজে ব্যস্ত এক ছোট্ট বাদামী–ডোরাকাটা বিল্লু। মজা করে খাচ্ছে খাবার...
15/08/2025

ছোট্ট এক ক্যাটফুডের দোকান। দরজার সামনে রাখা থলেতে মুখ গুঁজে ব্যস্ত এক ছোট্ট বাদামী–ডোরাকাটা বিল্লু। মজা করে খাচ্ছে খাবার, যেন দুনিয়ায় আর কোনো চিন্তা নেই।

Pushee Meow পুষি মেউ

দোকানদার চুপচাপ তাকিয়ে আছে, কিন্তু কোনো বাধা দিচ্ছে না। বরং চোখে-মুখে সেই মায়াবী ইঙ্গিত— “যত খুশি খা, পেট ভরে খা।”

খাওয়া শেষে বিল্লুটি ধীরে ধীরে গা টানল, লেজ উঁচু করে অলস ভঙ্গিতে বেরিয়ে গেল। মুখে যেন তৃপ্তির হাসি— “আহা! জীবনটা বেশ।”

এটা কোনো এক দিনের গল্প নয়। সেই দেশে এ দৃশ্য নিত্যদিনের মতো স্বাভাবিক। সেখানে কেউ বিড়ালদের তাড়ায় না, আঘাত করে না। বরং সবাই নিজের মতো করে যত্ন নেয়, খাবার দেয়, আশ্রয় দেয়।

বলুন তো, দেশটার নাম কী? 🐱

Pushee Meow পুষি মেউ

তোহফা & জুলফা"দুই ভাই পাশাপাশি ঘুমের দেশে 🐾💤"Tohfa & Zulfa"Two brothers side by side in the land of dreams 🐾💤"
14/08/2025

তোহফা & জুলফা
"দুই ভাই পাশাপাশি ঘুমের দেশে 🐾💤"

Tohfa & Zulfa
"Two brothers side by side in the land of dreams 🐾💤"

তোহফা : ওরেহ বাবাহ!! কি বড় সাইজের ইঁদুরগুলো! 🐀🙀😳
14/08/2025

তোহফা : ওরেহ বাবাহ!! কি বড় সাইজের ইঁদুরগুলো! 🐀🙀😳

তোমরা যখন এই পৃথিবীতে এলে, যেন আকাশে নতুন চারটি তারা জ্বলে উঠেছিল। 🌟তোমাদের হাসি, ছোট্ট হাতের নরম স্পর্শ, আর নিষ্পাপ চোখ...
13/08/2025

তোমরা যখন এই পৃথিবীতে এলে, যেন আকাশে নতুন চারটি তারা জ্বলে উঠেছিল। 🌟
তোমাদের হাসি, ছোট্ট হাতের নরম স্পর্শ, আর নিষ্পাপ চোখের মায়া—সবকিছুই আজও হৃদয়ের গভীরে বেঁচে আছে। 💖

তোমরা যদি থাকতে, আজ তোমাদের ছোট্ট জীবনের তিনটি বছর পূর্ণ হতো। 🕊️🤍
কিন্তু জীবন থেমে গেলেও ভালোবাসা থেমে যায়নি।
তোমাদের স্মৃতি আজও আমাদের প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি প্রার্থনায়, প্রতিটি অশ্রুবিন্দুতে বেঁচে আছে। 🌸🪽

আল্লাহ তোমাদের জান্নাতের সবচেয়ে সুন্দর বাগানে রাখুন, যেখানে নেই কোনো দুঃখ, নেই কোনো বিদায়… 🤍"

Pushee Meow পুষি মেউ

আজকে আধাঘন্টা ধরে পুষি মেউকে সারা বাড়ি ঘুরে খুঁজে না পেয়ে টেনশনে মাথা খারাপ হওয়ার অবস্থা। অবশেষে যখন ওকে পেলাম, ও যেন এ...
12/08/2025

আজকে আধাঘন্টা ধরে পুষি মেউকে সারা বাড়ি ঘুরে খুঁজে না পেয়ে টেনশনে মাথা খারাপ হওয়ার অবস্থা। অবশেষে যখন ওকে পেলাম, ও যেন একদম বিরক্ত মুখে বলল — “আরে হুম্যান, কি ব্যাপার? আমার ঘুমের শান্তি নষ্ট করছো কেন? 😾💤”

📸 দক্ষিণ কোরিয়ার বিখ্যাত “স্যাড ফেস ক্যাট” – Aukwool 🐱💖দেখতে যেন সবসময় মন খারাপ! 😿 তাই সবাই ওকে ডাকে Sad Face Cat নামে। ...
12/08/2025

📸 দক্ষিণ কোরিয়ার বিখ্যাত “স্যাড ফেস ক্যাট” – Aukwool 🐱💖

দেখতে যেন সবসময় মন খারাপ! 😿 তাই সবাই ওকে ডাকে Sad Face Cat নামে। কিন্তু অবাক করা ব্যাপার হলো, ছোটবেলায় Aukwool ছিল একদম উল্টো—দুষ্টু, চঞ্চল আর একেবারে প্লে-ফুল! 😼🐾

Pushee Meow পুষি মেউ

তাহলে প্রশ্ন আসে—ওর এমন চেহারা কেন?
ভেট চেকআপে জানা গেল, চোখ, কর্নিয়া, চোখের পাতার ভেতরের অংশ—সব একদম ঠিকঠাক! 🌟 শুধু কপালের মাংসপেশি একটু দুর্বল হওয়ায় মাঝে মাঝে চোখের পাতায় ptosis হয়, যার ফলে চোখ সবসময় একটু নামানো লাগে। মানুষের যেমন চোখের পাতা তোলার সার্জারি হয়, তেমন কিছু ওর ক্ষেত্রেও করা সম্ভব—কিন্তু ওনার বললেন,

💬 “Aukwool-এর ইউনিক চার্ম কেউ ছিনিয়ে নিতে পারবে না!”

আসলে, সারা পৃথিবী থেকে মানুষ ওর মালিকের সাথে যোগাযোগ করে, শুধু ওর ইউনিক মুখের জন্য ভিডিও বা ছবি তুলতে চায়! 📷✨

হয়তো Aukwool-এর মুখে সবসময় স্যাড লুক, কিন্তু ওর জীবন কিন্তু একদম হ্যাপি হ্যাপি! 💛🐾

Pushee Meow পুষি মেউ

"তোহফা : কিরে তুই চিমকেন নাকি? 🐔🤔দেখতে তো অনেক সুন্দর 😻✨বাহ্, ঘ্রাণটাও দারুণ 🤤তোকে রোস্ট করলে তো অনেক মজা হবে  🔥🍗😋"
11/08/2025

"তোহফা : কিরে তুই চিমকেন নাকি? 🐔🤔
দেখতে তো অনেক সুন্দর 😻✨
বাহ্, ঘ্রাণটাও দারুণ 🤤
তোকে রোস্ট করলে তো অনেক মজা হবে 🔥🍗😋"

জুলফা : এইইই্ হুম্যাননন্,, চিমকেনগুলো রোস্ট করে দাওও 😋😼
11/08/2025

জুলফা : এইইই্ হুম্যাননন্,, চিমকেনগুলো রোস্ট করে দাওও 😋😼

😺 আহা! গতকালই যে ছিল আন্তর্জাতিক বিড়াল দিবস! 🎉আর আমি ব্যস্ত ছিলাম আমারই লোমশ বসদের (মানে আমার বিড়ালদের 🐾) সেবা করতে!তাই...
09/08/2025

😺 আহা! গতকালই যে ছিল আন্তর্জাতিক বিড়াল দিবস! 🎉

আর আমি ব্যস্ত ছিলাম আমারই লোমশ বসদের (মানে আমার বিড়ালদের 🐾) সেবা করতে!
তাই আজ একদিন দেরিতে হলেও শুভেচ্ছা জানাচ্ছি—
সব আদুরে, দুষ্টু, রাজকীয়, ঘুমকাতুরে, খাবার-খোর আর খুনসুটি-মাস্টারদের জন্য—
শুভ আন্তর্জাতিক বিড়াল দিবস! 💖🐱

📷 কমেন্টে তোমার প্রিয় বিড়ালের ছবি দাও, দেখি কারটা সবচেয়ে বেশি কিউট! 🐾✨

🐱 পৃথিবীর বিড়ালদের গল্প 🐾বিশ্বজুড়ে বিড়ালের সংখ্যা আনুমানিক ৬০০ মিলিয়ন থেকে ১ বিলিয়ন! এর মধ্যে প্রায় ৩৭০ মিলিয়ন আমাদের...
09/08/2025

🐱 পৃথিবীর বিড়ালদের গল্প 🐾

বিশ্বজুড়ে বিড়ালের সংখ্যা আনুমানিক ৬০০ মিলিয়ন থেকে ১ বিলিয়ন! এর মধ্যে প্রায় ৩৭০ মিলিয়ন আমাদের ঘরের আদরের পোষা সদস্য, আর বাকি সবাই শহর ও গ্রামের রাস্তাঘাটে, গলিতে বা প্রকৃতির মাঝে স্বাধীনভাবে বেঁচে থাকে—যাদের আমরা চিনি স্ট্রে বা ফেরাল ক্যাট হিসেবে।

🌏 এশিয়া-তেই রয়েছে সবচেয়ে বেশি বিড়াল—প্রায় ৪০০ মিলিয়ন। আর শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই আছে প্রায় ৮৮ মিলিয়ন গৃহপালিত বিড়াল, যারা পরিবারের অংশ হয়ে ভালোবাসা পাচ্ছে প্রতিদিন।

🐾 অবিশ্বাস্য অভিযোজন ক্ষমতার জন্য বিড়াল এখন বসবাস করছে পৃথিবীর সব মহাদেশে—অ্যান্টার্কটিকা ছাড়া!

এই বিশাল সংখ্যাটা আমাদের মনে করিয়ে দেয়—
✔ দায়িত্বশীল পোষা প্রাণীর যত্ন নেওয়া
✔ স্পে ও নিউটারিং-এর মাধ্যমে জন্মনিয়ন্ত্রণ
✔ এবং কমিউনিটি-ভিত্তিক উদ্যোগে স্ট্রে ও ফেরাল বিড়ালদের সহায়তা

কারণ ভালোবাসা দিলে, প্রতিটি পা-ওয়ালা প্রাণই পৃথিবীকে আরও সুন্দর করে তোলে। ❤️🐾

Address

Puran Bogra

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pushee Meow পুষি মেউ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share