Dr. Md. Nazmul Hossain

Dr. Md. Nazmul Hossain আলহামদুলিল্লাহ। আল্লাহর শোকর গোজারকারী প্রিয় বান্দা হতে চাই। সুস্থ সবল ও মেধাবী জাতি গঠনে নিবেদিতপ্রাণ একজন ক্ষুদ্র সম্প্রসারণ ও উন্নয়ন কর্মী।

07/08/2025

পথে প্রান্তরে...

05/08/2025

ক্ষুরারোগ (Foot-and-Mouth Disease - FMD) একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা গরু, মহিষ, ছাগল, ভেড়া এবং শুকরের মতো খুরযুক্ত প্রাণীদের আক্রান্ত করে। বাংলাদেশে এটি একটি গুরুত্বপূর্ণ প্রাণিস্বাস্থ্য সমস্যা।

---

✅ ক্ষুরারোগ নিয়ন্ত্রণের প্রধান উপায়সমূহ

১. নিয়মিত টিকাদান (Vaccination)

আক্রান্ত এলাকার সব গবাদিপশুকে নির্ধারিত সময় অনুযায়ী টিকা দেওয়া।

সাধারণত বছরে ২ বার (প্রতি ৬ মাসে) টিকা দিতে হয়।

স্থানীয়ভাবে বিদ্যমান ভাইরাসের সিরোটাইপ অনুযায়ী টিকা নির্বাচন করা জরুরি।

২. আক্রান্ত পশু বিচ্ছিন্নকরণ (Isolation)

আক্রান্ত পশুকে অবিলম্বে সুস্থ পশুদের থেকে আলাদা করতে হবে।

কমপক্ষে ২ সপ্তাহ আলাদা রাখতে হবে।

৩. জৈব নিরাপত্তা ব্যবস্থা (Biosecurity Measures)

খামারে প্রবেশের আগে জীবাণুনাশক দিয়ে হাত, পা ও সরঞ্জাম ধুয়ে নিতে হবে।

বাইরের লোক, গাড়ি ও পশুদের খামারে প্রবেশ নিয়ন্ত্রণ করতে হবে।

৪. পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা

খামার, গোয়ালঘর, পানির পাত্র এবং খাওয়ার জায়গা নিয়মিত জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা।

সংক্রমণ ছড়ানো প্রতিরোধে আক্রান্ত পশুর লালা, বর্জ্য ও মলমূত্র সঠিকভাবে নিষ্পত্তি করা।

৫. আক্রান্ত পশুর সঠিক চিকিৎসা ও পরিচর্যা

যদিও ক্ষুরারোগের নির্দিষ্ট ওষুধ নেই, তবে উপসর্গ উপশমে নিচের পদক্ষেপ নেওয়া যায়:

মুখ ও পায়ের ঘা পরিষ্কার করা

এন্টিসেপ্টিক প্রয়োগ

ব্যথানাশক ওষুধ দেওয়া

ভিটামিন ও সাপোর্টিভ থেরাপি

৬. খামারের বাইরে থেকে নতুন পশু আনার সময় কোয়ারেন্টাইন (Quarantine)

নতুন পশুকে অন্তত ১৪ দিন আলাদা রেখে পর্যবেক্ষণ করা।

৭. সরকারি নিয়ন্ত্রণ কর্মসূচি অনুসরণ

পশুপালন অধিদপ্তরের (DLS) নির্দেশনা অনুযায়ী ভ্যাকসিন কর্মসূচিতে অংশগ্রহণ করা।

স্থানীয় পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া।

28/07/2025

ফজর: ভোর ৪:৪০টা, যোহর: দুপুর ১:৩০টা, আসর: বিকাল ৫:০০টা, মাগরিব: সন্ধ্যা ৭:০০টা, এশা: রাত ৮:৪৫টা

28/07/2025

খেলাধুলা শরীর চর্চা সুস্থ জীবনের জন্য অপরিহার্য। অসুস্থ না হলে কেউ বোঝে না।

28/07/2025

আসরের নামাজ শেষে ব্যায়ামের অংশ হিসেবে হাঁটা শুরু করলাম। কিন্তু পথিমধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হলো। বেশিদূর এগোতে পারলাম না।

28/07/2025

১.স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ২.অটোফেজি (না খাওয়ার অভ্যাস) ৩. ঘুমের অভ্যাস ৪.দৈনন্দিন ব্যায়ামের অভ্যাস ৫.মানসিক প্রশান্তির চর্চা

28/07/2025

এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছি এবং সফলতা কামনা করছি।

28/07/2025

আলহামদুলিল্লাহ। যোহরের নামাজ জামাতের সাথে আদায় করলাম।

28/07/2025

Treatment of a calf suffering from brisket edema with high fever.

অফিস টাইম শুরু হয়েছে সকাল ৯ টায়, চলবে বিকেল ৫ টা পর্যন্ত ইনশাআল্লাহ।
28/07/2025

অফিস টাইম শুরু হয়েছে সকাল ৯ টায়, চলবে বিকেল ৫ টা পর্যন্ত ইনশাআল্লাহ।

28/07/2025

আলহামদুলিল্লাহ। ফজরের নামাজ শেষে অর্থসহ কুরআন তেলাওয়াত করলাম।
(সূরা: ১৬. নাহল, আয়াত: ৩৫-৪০)

Address

Natore

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Nazmul Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr. Md. Nazmul Hossain:

Share

Category