20/07/2025
The soft launch of ZERO, Fakir Technologies Ltd.’s pioneering Battery Energy Storage System (BESS), marked a significant step toward a smarter and more sustainable energy future. The event was joined by key leadership from Fakir Fashion Ltd. and Fakir Technologies Ltd., underscoring the shared commitment to climate-conscious innovation.
Present at the ceremony were Fakir Kamruzzaman Nahid, Managing Director of Fakir Fashion Ltd. and Fakir Technologies Ltd.; Fakir Badruzzaman, Chairman of Fakir Fashion Ltd.; Fakir Wahiduzzaman Riyead, Managing Director of Fakir Elegant Fashion Ltd. and Deputy Managing Director of Fakir Technologies Ltd. and Fakir Fashion Ltd.; Sultan Mahbubul Haque, Director of HR, Administration, Compliance and Sustainability; and Shahed Kamal, Chief Executive Officer of Fakir Technologies Ltd.
In his remarks, Fakir Kamruzzaman Nahid highlighted the company’s responsibility to reduce environmental impact. Having already integrated solar panels into its infrastructure, Fakir Fashion Ltd. is actively working to cut carbon emissions. The launch of BESS represents a bold next step with wide-reaching potential. Implementation of this revolutionary technology advancement by Fakir Technologies Limited is set to change the sustainability landscape of the Bangladeshi large industries, enabling them to intelligently store and use solar and grid energy, reducing the dependence on traditional fossil fuel alternatives.
এক আনন্দঘন পরিবেশে ফকির টেকনোলজিস লিমিটেডের অনন্য উদ্ভাবন- Battery Energy Storage System (BESS), ZERO-র সফট লঞ্চিং সেরেমনি উদযাপিত হয় ফকির ফ্যাশন লিমিটেড প্রাঙ্গণন। ফকির ফ্যাশন লিমিটেড এবং ফকির টেকনোলজিস লিমিটেডের নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত থেকে একটি আধুনিক, পরিবেশবান্ধব এবং টেকসই জ্বালানিনির্ভর ভবিষ্যতের পথে আমাদের এগিয়ে চলাকে অনুপ্রাণিত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফকির ফ্যাশন লিমিটেড ও ফকির টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফকির কামরুজ্জামান নাহিদ, ফকির ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান জনাব ফকির বদরুজ্জামান, ফকির এলিগেন্ট ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব ফকির ওয়াহিদুজ্জামান রিয়াদ ( সহ-ব্যবস্থাপনা পরিচালক- ফকির ফ্যাশন লিমিটেড ও ফকির টেকনোলজিস লিমিটেড), এইচআর, অ্যাডমিনিস্ট্রেশন, কমপ্লায়েন্স ও সাস্টেইনেবিলিটি বিভাগের ডিরেক্টর জনাব সুলতান মাহবুবুল হক, এবং ফকির টেকনোলজিস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব শাহেদ কামাল।
স্বাগত বক্তব্যে ফকির কামরুজ্জামান নাহিদ বলেন, পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়া নিশ্চিত করার ক্ষেত্রে ফকির ফ্যাশন বরাবরই দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। ইতোমধ্যেই কারখানাগুলোর ছাদে সৌর প্যানেল বসিয়ে কার্বন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। ZERO হল সেই ধারাবাহিকতায় নেওয়া একটি বৃহৎ পরিসরের পদক্ষেপ, যার মাধ্যমে আরও কার্যকরভাবে কার্বন নিঃসরণ হ্রাস করা সম্ভব।
ফকির টেকনোলজিস লিমিটেডের এই বৈপ্লবিক প্রযুক্তির বাস্তবায়ন বাংলাদেশের বৃহৎ শিল্প খাতের টেকসই উন্নয়নের ধারা পাল্টে দিতে যাচ্ছে। এটি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সৌর এবং জাতীয় গ্রিড থেকে সংগৃহীত বিদ্যুৎ স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ ও ব্যবহার করতে সক্ষম করবে, ফলে প্রচলিত জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস পাবে।