Fakir Fashion LTD.

Fakir Fashion LTD. A Composite Knit Garment Industry crafting
"Sustainable Clothes for a Sustainable Future" History of FFL
Founded by Mr. Fakir Kamruzzaman Nahid and Mr.

Fakir Badruzzaman and led by his determined and progressive sons, Mr. Fakir Wahiduzzaman Riyead, their business acumen is the grooming result of generations of entrepreneurship. Fakir Fashion Limited (FFL) opened its door to the apparel manufacturing business in 2009 as an independent vertically integrated knit garment industry which broke off from other Fakir Group businesses that are already in

existence. Since its inception, FFL has gone from strength to strength in becoming a leading apparel manufacturer in Bangladesh. With over 50+ tons of knitting, 55+ tons of dyeing and 200+ sewing lines, FFL has positioned itself at the forefront by utilizing innovation in the apparel manufacturing sector. Today it is adding value to the country’s economy by bringing millions of dollars in business from foreign markets and acting as a flag bearer for the “Made in Bangladesh” brand. CSR and Environmental Initiatives
FFL is committed in its truest form in terms of giving back to the community in the sincerest of ways that actually helps the society. Our Corporate Social Responsibilities (CSR) initiatives are deeply rooted and guided by the principle of doing CSR only to contribute to the society without the element of showmanship. Hence, not only are we working with other leading social enterprises such as Sajida Foundation, WaterAid, Centre for Rehabilitation of the Paralysed etc., we also play an active role in building or rebuilding community schools, colleges, religious institutions and places of worship. These initiatives within our surrounding areas are a testament to our sincere commitment to building the nation and giving back to the society. There’s more! We haven’t stopped in just rebuilding structures, our production processes are embedded and rigged with sustainable energy and production methodologies such as we utilize the process of rainwater harvesting with a catch mass of 1Lakh sq.ft., and we generate solar energy of 462.44 Kilowatt Peak (kWp) etc. Additionally, we have a fully functioning Effluent Treatment Plant that ensures our community eco-system is well balanced and saved from industrial hazard. Furthermore, we have EGB boiler, hot water recycling and other initiatives that are forwarded towards achieving reduction of carbon emissions. FFL Vision
To become a customer centric, sustainable & unique leader in the global apparel manufacturing industry

FFL Mission
Create a Positive impact on people & community
Ensure end-to-end sustainable product with total solution through renewable resources
Establish technology and information driven value chain

FFL Core Values
Commitment: Bringing our ‘A-Game’ every time
Respect & Trust: Ensuring trustworthy partnership
Integrity & Ethics: Making ‘honesty’ a second nature
Transparency: Fostering a culture of openness

Fakir Fashion is very proud to announce Ms. Shila (Quality Inspector) has been awarded the "Pathways to Promise" a fully...
14/08/2025

Fakir Fashion is very proud to announce Ms. Shila (Quality Inspector) has been awarded the "Pathways to Promise" a fully funded scholarship offered by the generous program at Asian University for Women, Chittagong (AUW).

A big thanks to our esteemed client Inditex for extending their support in providing full salary for the entire duration of Ms. Shila's education journey at AUW.

FFL Steering Committee congratulated Ms Shila for her remarkable achievement beating tough competition to win a place at this scholarship program.

Her achievement demonstrates where there's a will there's a definitely a way.

ফকির ফ্যাশন লিমিটেডের কোয়ালিটি ইন্সপেক্টর মিস শীলা অর্জন করেছেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, চট্টগ্রাম (AUW)-এর এক মর্যাদাপূর্ণ ও সম্পূর্ণ অর্থায়িত স্কলারশিপ “Pathways to Promise”। এটি ফকির ফ্যাশনের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত।

তার শিক্ষাজীবনের পুরো সময়ের জন্য পূর্ণ বেতন প্রদানে অসাধারণ সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত গ্রাহক Inditex-কে।

কঠিন প্রতিযোগিতায় সবার চেয়ে এগিয়ে থেকে এই সাফল্য অর্জনের জন্য এফএফএল স্টিয়ারিং কমিটি মিস শীলাকে অভিনন্দন জানিয়েছে।

তার এই অর্জন প্রমাণ করে, মনে উদ্যম থাকলে সফলতার পথ অবশ্যই তৈরি হয়।

Today's youth are the key to tomorrow’s growth, enriching industries and the economy with their talent, innovative energ...
12/08/2025

Today's youth are the key to tomorrow’s growth, enriching industries and the economy with their talent, innovative energy, and intelligent use of technology.

This year’s theme, “Local Youth Actions for the SDGs and Beyond,” highlights the power of young people to create meaningful change in their communities while contributing to the Sustainable Development Goals. We look forward to the digital revolution that will drive the next chapter of growth and success, led by the young catalysts who will take us there.

Fakir Fashion wishes everyone a Happy International Youth Day.

যুবসমাজই দেশের ভবিষ্যৎ। তরুণদের হাতেই রয়েছে ভবিষ্যৎ পৃথিবীর চাবিকাঠি, যা হতে পারে সম্ভাবনা, আকাঙ্খিত ইতিবাচক পরিবর্তন ও সাফল্যে পরিপূর্ণ।

এ বছরের প্রতিপাদ্য “স্থানীয় যুব কার্যক্রম: টেকসই উন্নয়ন ও তার পরবর্তী ধাপ” তরুণদের সেই শক্তিকে তুলে ধরে, যা তাদেরকে নিজেদের সম্প্রদায়ে অর্থবহ পরিবর্তন আনতে এবং স্থিতিশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখতে সক্ষম করে। নিজেদের উদ্ভাবনী শক্তি ও উদ্যমকে কাজে লাগিয়ে, মেধা ও প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই তরুণরা পৃথিবীকে আরো সবুজ, আরো বাসযোগ্য করে গড়ে তুলতে পারে।

ফকির ফ্যাশন লিমিটেডের পক্ষ থেকে জানাই আন্তর্জাতিক যুব দিবসের শুভেচ্ছা।

Breastfeeding plays a vital role in safeguarding newborns' health, ensuring proper nutrition, and supporting future grow...
01/08/2025

Breastfeeding plays a vital role in safeguarding newborns' health, ensuring proper nutrition, and supporting future growth. At Fakir Fashion ltd, we are committed to creating a supportive, breastfeeding-friendly workplace with accessible healthcare facilities for new mothers.

We believe there is no substitute for a mother’s milk. Breastfeeding is not merely a choice but a responsibility, a mother’s right and a child’s need for a healthier tomorrow.

We stand by our female employees and promise to protect this essential right, offering an environment that encourages and enables them to care for their children with dignity, comfort, and confidence.

নবজাতক ও শিশুদের পুষ্টির জন্য এবং সুস্বাস্থ্য বজায় রাখার মাধ্যমে পরিপূর্ণ বৃদ্ধি নিশ্চিত করতে, মায়ের দুধ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ফকির ফ্যাশন সর্বদা এর প্রাঙ্গনে, শিশুকে স্তন্যদানের উপযুক্ত ও অনুকূল পরিবেশ নিশ্চিত করার জন্য কাজ করছে এবং নতুন মায়েদের জন্য একটি সহায়ক কর্মক্ষেত্র প্রদান করতে সচেষ্ট থেকেছে।

আমরা জানি, মায়ের দুধের কোনো বিকল্প নেই এবং এর যথাযথ প্রাপ্তি একটি শিশুর মৌলিক অধিকার। আমরা আমাদের নারী শ্রমিক ও কর্মচারীদের এই অপরিহার্য অধিকার সংরক্ষণ করার ক্ষেত্রে বদ্ধপরিকর।

Fakir Fashion Limited sincerely strives to maintain a fraternal and friendly atmosphere throughout its workplace, where ...
29/07/2025

Fakir Fashion Limited sincerely strives to maintain a fraternal and friendly atmosphere throughout its workplace, where all officers and employees, like true friends, walk side by side and move forward together on the path of long-term development.

We also take pride in nurturing relationships of loyalty, trust, and mutual support with our esteemed buyers, always upholding a spirit of friendship. Because we believe that only through unity, collaboration, and genuine connection can greater success be achieved.

In the same spirit, through our environmentally friendly sustainable initiatives, we have built a deep bond with nature, a green friendship rooted in care and responsibility.

Fakir Fashion warmly wishes you a Happy International Friendship Day.

ফকির ফ্যাশন লিমিটেড আন্তরিকভাবে চেষ্টা করে, যেনো এর কর্মক্ষেত্র জুড়ে সর্বদা বজায় থাকে এক ভ্রাতৃত্বপূর্ণ এবং বন্ধুসুলভ পরিবেশ, যেখানে কর্মকর্তা ও কর্মচারীগণের সকলেই, বন্ধুর মত পাশাপাশি পথ চলে, ক্রমশ এগিয়ে চলেছে দীর্ঘমেয়াদী উন্নয়নের পথে। আমাদের সম্মানিত ক্রেতাগণের সাথেও আমরা সর্বদা বজায় রাখার চেষ্টা করি আনুগত্য, বিশ্বাস, নির্ভরতা এবং বন্ধুত্বের এক সুসম্পর্ক।

কারণ আমরা বিশ্বাস করি, কেবলমাত্র একাত্মতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে, একত্রে কাজ করার মাধ্যমেই, বৃহত্তর সাফল্য অর্জন করা সম্ভব। একইভাবে, পরিবেশবান্ধব সকল পদক্ষেপ গ্রহণের মাধ্যমে, প্রকৃতির সাথেও আমরা গড়ে তুলেছি সবুজে ঘেরা এক নিবিড় বন্ধুত্ব।

ফকির ফ্যাশনের পক্ষ থেকে জানাই আন্তর্জাতিক বন্ধু দিবসের আন্তরিক শুভেচ্ছা।

Fakir Fashion Ltd maintains a mindful approach to sustainability, preserving vital resources such as water, air, soil, a...
28/07/2025

Fakir Fashion Ltd maintains a mindful approach to sustainability, preserving vital resources such as water, air, soil, and sunlight through thoughtful measures.

Our commitment to Reduce, Reuse, Recycle, and Restore guides every operation, ensuring purposeful resource use. With a 4.5 MWp solar power plant, 8000 m³ ETP capacity, and 19,600 m³ rainwater harvesting system, FFL actively balances efficiency with sustainability.

We aim not only to minimise environmental impact but also to nurture an ecosystem where economic prosperity and ecological harmony thrive. Let’s strive to reduce pollution by responsibly conserving nature, creating a world that is not only livable but also sustainable, a commitment we proudly renew this Nature Conservation Day.

উৎপাদনের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করার পাশাপাশি ফ্যাশন লিমিটেড নিশ্চিত করে যেন এর প্রভাব পৃথিবী ও সকলের জন্যই ইতিবাচক হয়ে থাকে। এরই অংশ হিসেবে 4R (Reduce, Reuse, Recycle, Restore) পদ্ধতির সম্পূর্ণ বাস্তবায়ন, কার্বন-ডাই-অক্সাইডের নির্গমন হ্রাস করার পরিকল্পনা ও তা চর্চা করা, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করার মতো বিভিন্ন উদ্যোগ ফকির ফ্যাশন লিমিটেড গ্রহণ করেছ। এছাড়াও গ্রিন হাউজ গ্যাসের নির্গমন কমিয়ে আনা,পানির ব্যবহার হ্রাস করাও আমাদের অগ্রাধিকার।

এরই ধারাবাহিকতায় ফকির ফ্যাশন লিমিটেডে নবায়নযোগ্য শক্তি উৎপাদনের জন্য ৪.৫ মেগাওয়াট সৌর প্যানেলের সাথে ৮০০০ m³ পানি বিশুদ্ধ করতে পারার ক্ষমতা সম্পন্ন একটি ইটিপি প্ল্যান্ট স্থাপন করা হয়েছে এবং বছরে ১৯,৬০০ কিউবিক মিটার পানি সংরক্ষিত হয় যা পরবর্তীতে উৎপাদন কাজে ব্যবহার করা হয়।

আমাদের সম্মিলিত প্রচেষ্টাই পারে পরিবেশ সংরক্ষণের মাধ্যমে বিশ্বব্যাপী সুস্বাস্থ্য, সমৃদ্ধি এবং স্থিতিশীল উন্নয়ন নিশ্চিত করতে। আসুন, একটি বাসযোগ্য ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে, প্রকৃতির যথাযথ রক্ষণাবেক্ষণে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই।

Fakir Fashion Limited mourns the tragic loss at Milestone School and College. Our deepest condolences to the families af...
21/07/2025

Fakir Fashion Limited mourns the tragic loss at Milestone School and College. Our deepest condolences to the families affected.
May the injured find strength and healing.
May the souls of those we lost find eternal peace.

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় আমরা শোকাহত।
ফকির ফ্যাশন লিমিটেড আহত সকল ব্যক্তির দ্রুত সুস্থতা ও নিহতদের আত্মার চিরশান্তি কামনা করছে। শোকতপ্ত পরিবারের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।

20/07/2025

The soft launch of ZERO, Fakir Technologies Ltd.’s pioneering Battery Energy Storage System (BESS), marked a significant step toward a smarter and more sustainable energy future. The event was joined by key leadership from Fakir Fashion Ltd. and Fakir Technologies Ltd., underscoring the shared commitment to climate-conscious innovation.

Present at the ceremony were Fakir Kamruzzaman Nahid, Managing Director of Fakir Fashion Ltd. and Fakir Technologies Ltd.; Fakir Badruzzaman, Chairman of Fakir Fashion Ltd.; Fakir Wahiduzzaman Riyead, Managing Director of Fakir Elegant Fashion Ltd. and Deputy Managing Director of Fakir Technologies Ltd. and Fakir Fashion Ltd.; Sultan Mahbubul Haque, Director of HR, Administration, Compliance and Sustainability; and Shahed Kamal, Chief Executive Officer of Fakir Technologies Ltd.

In his remarks, Fakir Kamruzzaman Nahid highlighted the company’s responsibility to reduce environmental impact. Having already integrated solar panels into its infrastructure, Fakir Fashion Ltd. is actively working to cut carbon emissions. The launch of BESS represents a bold next step with wide-reaching potential. Implementation of this revolutionary technology advancement by Fakir Technologies Limited is set to change the sustainability landscape of the Bangladeshi large industries, enabling them to intelligently store and use solar and grid energy, reducing the dependence on traditional fossil fuel alternatives.

এক আনন্দঘন পরিবেশে ফকির টেকনোলজিস লিমিটেডের অনন্য উদ্ভাবন- Battery Energy Storage System (BESS), ZERO-র সফট লঞ্চিং সেরেমনি উদযাপিত হয় ফকির ফ্যাশন লিমিটেড প্রাঙ্গণন। ফকির ফ্যাশন লিমিটেড এবং ফকির টেকনোলজিস লিমিটেডের নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত থেকে একটি আধুনিক, পরিবেশবান্ধব এবং টেকসই জ্বালানিনির্ভর ভবিষ্যতের পথে আমাদের এগিয়ে চলাকে অনুপ্রাণিত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফকির ফ্যাশন লিমিটেড ও ফকির টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফকির কামরুজ্জামান নাহিদ, ফকির ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান জনাব ফকির বদরুজ্জামান, ফকির এলিগেন্ট ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব ফকির ওয়াহিদুজ্জামান রিয়াদ ( সহ-ব্যবস্থাপনা পরিচালক- ফকির ফ্যাশন লিমিটেড ও ফকির টেকনোলজিস লিমিটেড), এইচআর, অ্যাডমিনিস্ট্রেশন, কমপ্লায়েন্স ও সাস্টেইনেবিলিটি বিভাগের ডিরেক্টর জনাব সুলতান মাহবুবুল হক, এবং ফকির টেকনোলজিস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব শাহেদ কামাল।

স্বাগত বক্তব্যে ফকির কামরুজ্জামান নাহিদ বলেন, পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়া নিশ্চিত করার ক্ষেত্রে ফকির ফ্যাশন বরাবরই দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। ইতোমধ্যেই কারখানাগুলোর ছাদে সৌর প্যানেল বসিয়ে কার্বন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। ZERO হল সেই ধারাবাহিকতায় নেওয়া একটি বৃহৎ পরিসরের পদক্ষেপ, যার মাধ্যমে আরও কার্যকরভাবে কার্বন নিঃসরণ হ্রাস করা সম্ভব।

ফকির টেকনোলজিস লিমিটেডের এই বৈপ্লবিক প্রযুক্তির বাস্তবায়ন বাংলাদেশের বৃহৎ শিল্প খাতের টেকসই উন্নয়নের ধারা পাল্টে দিতে যাচ্ছে। এটি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সৌর এবং জাতীয় গ্রিড থেকে সংগৃহীত বিদ্যুৎ স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ ও ব্যবহার করতে সক্ষম করবে, ফলে প্রচলিত জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস পাবে।

Overpopulation presents a significant challenge for our nation. However, this vast human resource can become a valuable ...
11/07/2025

Overpopulation presents a significant challenge for our nation. However, this vast human resource can become a valuable asset if we invest in education, development, and fostering responsible citizenship.

The RMG industry is pivotal in transforming a large segment of our population into efficient, skilled, and self-reliant professionals, driving sustainable livelihoods and economic growth.

By nurturing capable individuals and executing strategic initiatives, we can sculpt the grand architecture of progress. Our collective resilience, enabled by these efforts, will allow us to overcome national hurdles. To effectively address overpopulation, we must remain aware of our roles and commit to enhancing our skilled workforce.

অতিরিক্ত জনসংখ্যা দেশের মানুষের জীবনযাত্রার মানে নেতিবাচক প্রভাব তৈরি করার অন্যতম কারণ হতে পারে। কিন্তু এই জনশক্তিই হতে পারে দেশের সম্পদ, যদি তারা হয় সুশিক্ষিত, দক্ষ এবং সুনাগরিক।

দেশের তৈরী পোশাক শিল্পখাত তাই, এই বিপুল জনসংখ্যাকে জনশক্তিতে রুপান্তর করার একটি অনন্য ভূমিকা পালন করছে, যার মাধ্যমে এই জনশক্তি দক্ষতা ও আত্মনির্ভরতা লাভ করছে ও স্থিতিশীল উন্নয়নের পথে এগিয়ে চলছে।

জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার পাশাপাশি প্রয়োজন সুষ্ঠু পরিকল্পনা। জনসংখ্যার অতিবৃদ্ধি রোধে, আসুন নিজ অবস্থান থেকে সচেতন হই এবং দক্ষ জনবল বাড়াতে আত্মনিয়োগ করি।

ফকির ফ্যাশন লিমিটেডের প্রাঙ্গণে কর্মীদের জরুরি প্রয়োজনে আর্থিক সহায়তা প্রদানের জন্য কার্যক্রম অনুষ্ঠিত হয়।প্রতিষ্ঠানে...
07/07/2025

ফকির ফ্যাশন লিমিটেডের প্রাঙ্গণে কর্মীদের জরুরি প্রয়োজনে আর্থিক সহায়তা প্রদানের জন্য কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের কল্যাণ তহবিল থেকে মোট ২,৫১,০০০ টাকা ৩৩ জন প্রাপককে প্রদান করা হয়েছে।
বিভিন্ন জরুরি পরিস্থিতি, যেমন ক্যান্সার, হার্টের সমস্যা, টিউমার, চোখের অপারেশনসহ নানা চিকিৎসাজনিত প্রয়োজনে এবং সন্তানদের বিয়েসংক্রান্ত দায়িত্ব পালনের মতো পারিবারিক প্রয়োজনে এ সহায়তা প্রদান করা হয়।

ফকির ফ্যাশন লিমিটেড কর্মীদের দুঃসময়ে পাশে থাকতে পেরে গর্বিত এবং অসুস্থ কর্মীদের দ্রুত সুস্থতা ও মঙ্গল কামনা করে।

A Financial Aid Giving Ceremony was held at the premises of Fakir Fashion Limited to support workers facing various emergency situations.

A total of BDT 2,51,000 was distributed among 33 recipients from the FFL Welfare Fund. The assistance was extended to address a range of urgent personal needs, including treatment for cancer, heart conditions, tumor, eye surgery, and other medical emergencies. In some cases, aid was also provided to support the marriage of recipients' children and other critical family obligations.

FFL remains committed to standing by its workers during times of need and hardship. We wish all recipients strength, healing, and well-being.

We were honored to welcome Mr. Kaido Kubri, the CXO (Chief Experience Officer) of Reverse Resources, a globally recogniz...
07/07/2025

We were honored to welcome Mr. Kaido Kubri, the CXO (Chief Experience Officer) of Reverse Resources, a globally recognized circular economy platform, to Fakir Fashion Limited for a factory visit. During his visit, he toured our cutting section and segregated waste storage facility, observing first-hand our textile waste management practices.

Reverse Resources is pioneering change in the RMG industry by transforming cutting waste into traceable, high-quality recycled yarns, a mission that strongly resonates with our values. We were also recently recognized as one of their key contributors of traceable textile waste in Bangladesh. We’re proud to be part of a solution that turns challenges into circular opportunities.

We sincerely thank Reverse Resources for their recognition and partnership. Together, we share a common vision of sustainability and look forward to working in synergy to drive the fashion industry towards a cleaner, circular, and more responsible future.

ফকির ফ্যাশন লিমিটেড অত্যন্ত আনন্দের সাথে পরিবেশবান্ধব ফ্যাশন খাতে বিশ্বপর্যায়ে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান Reverse Resources এর চিফ এক্সপেরিয়েন্স অফিসার, জনাব কাইদো কুব্রিকে স্বাগত জানিয়েছে।

ফ্যাক্টরি প্রদর্শনকালে তিনি আমাদের কাটিং সেকশন ও বর্জ্য সংরক্ষণ স্টোরেজ ঘুরে দেখেন, সেখানে তিনি প্রত্যক্ষ করেন কীভাবে আমরা দায়িত্বশীল উপায়ে টেক্সটাইল বর্জ্য ব্যবস্থাপনা করি।

আরএমজি শিল্পে পরিবর্তনের পথপ্রদর্শক হিসেবে Reverse Resources কাজ করে যাচ্ছে যথাযথ শনাক্তকরণের মাধ্যমে কাটিং বর্জ্যকে ও উচ্চমানের পুনর্ব্যবহারযোগ্য সুতোয় রূপান্তর করার লক্ষ্যে, যা ফকির ফ্যাশন লিমিটেডের পরিবেশবান্ধব মূল্যবোধের সঙ্গে গভীরভাবে সামঞ্জস্যপূর্ণ। এই উদ্যোগের অংশ হতে পেরে আমরা আনন্দিত, যেখানে বিভিন্ন প্রতিকূলতাই রূপ নিচ্ছে টেকসই ও পুনর্ব্যবহারযোগ্য সম্ভাবনায়। বাংলাদেশের অন্যতম টেক্সটাইল বর্জ্য সরবরাহকারী হিসেবে সম্প্রতি আমরা Reverse Resources- এর স্বীকৃতি পেয়েছি।

এই পারস্পরিক সহযোগিতা ও স্বীকৃতির জন্য আমরা Reverse Resources-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এভাবেই সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে চাই আরও পরিচ্ছন্ন, দায়িত্বশীল ও স্থিতিশীল ফ্যাশনের ভবিষ্যতের দিকে।

# Reverse_Resources

Every year, over 380 million tons of plastic are produced. Half of all plastic produced is single-use, meaning it’s thro...
03/07/2025

Every year, over 380 million tons of plastic are produced. Half of all plastic produced is single-use, meaning it’s thrown away after just one use. Only 9% of all plastic gets recycled. The rest ends up littering our communities, filling landfills, and polluting the oceans.

It’s time to encourage people to replace single-use plastic bags with sustainable alternatives, such as jute or cotton bags. Fakir Fashion Limited has also started using paper bags for regular usage, which are made from recycled materials. At FFL, we pledge to reduce single-use plastics and protect our precious Earth for future generations.

Let's all do our part to achieve a plastic-free world by promoting reusable alternatives and making the Earth healthier, cleaner, greener, and better.

প্রতি বছর ৩৮০ মিলিয়ন টন প্লাস্টিক উৎপাদিত হয়। উৎপাদিত প্লাস্টিকের অর্ধেকই, শুধুমাত্র একবার ব্যবহারের পরে ফেলে দেওয়া হয়। সমস্ত প্লাস্টিকের মাত্র ৯ শতাংশ পুনর্ব্যবহৃত হয়। বাকি অংশ আমাদের পারিপার্শ্বিক পরিবেশ এবং সমুদ্র দূষিত করে।

দীর্ঘমেয়াদী ও স্থিতিশীল বিকল্পের উদ্ভাবন ও ব্যবহার করে, একক-ব্যবহার্য প্লাস্টিক ব্যাগ প্রতিস্থাপন করা এখন সময়ের দাবী। যেমন- পাট বা সুতির ব্যাগের ব্যবহার। ফকির ফ্যাশন লিমিটেডও নিত্য ব্যবহার্য হিসেবে, কাগজের ব্যাগ ব্যবহার শুরু করেছে যা পুনর্ব্যবহৃত উপকরণ থেকে তৈরি। একবার ব্যবহারের পর অব্যবহার্য হয় এমন প্লাস্টিক পণ্যের ব্যবহার কমিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই পৃথিবীকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য রাখার প্রক্রিয়ায় আমরা নিরন্তরভাবে কাজ করে চলেছি।

আসুন একটি প্লাস্টিক-মুক্ত পৃথিবী গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে দৃঢ়সংকল্প হই এবং একটি সুন্দর, বাসযোগ্য এবং সবুজ পৃথিবী গড়ে তুলি।

FFL stands beside the Daily Ten School children! As part of our CSR and community outreach efforts, Fakir Fashion Limite...
02/07/2025

FFL stands beside the Daily Ten School children!
As part of our CSR and community outreach efforts, Fakir Fashion Limited has extended support to Daily Ten School, a school that educates underprivileged children for just ten taka, providing them not only education but also nutritional support for an entire month.

We’re proud to announce that FFL has taken the full responsibility of 250 children from this school, sponsoring their education from kindergarten up to class 8. This means these children can now focus on learning without the worry of food or financial burdens.

Our Honorable Managing Director visited the school, spoke with the students and teachers, handed over the check, and spent time learning about the lives and challenges of the kids who come from some of the most struggling communities. The creators of the “Daily Ten School” Have another great initiative called “The Good Deeds” hotel, where anyone can eat a free meal for any one good deed they have done.

We wish Daily Ten School all the best in their amazing journey. Their efforts are changing lives every day, and we are proud to be a part of it.

সামাজিক দায়বদ্ধতা ও জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে, ফকির ফ্যাশন লিমিটেড এবার পাশে দাঁড়িয়েছে “ডেইলি টেন স্কুল”-এর, যেখানে মাত্র ১০ টাকায় সুবিধাবঞ্চিত শিশুদের এক মাসের জন্য শিক্ষা ও পুষ্টিসেবা প্রদান করা হয়।

আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, ফকির ফ্যাশন লিমিটেড এই স্কুলের ২৫০ জন শিক্ষার্থীর কিন্ডারগার্টেন থেকে শুরু করে ৮ম শ্রেণি পর্যন্ত শিক্ষার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে। এর ফলে এই শিশুরা এখন আর খাদ্য বা টাকার দুশ্চিন্তা ছাড়াই পড়াশোনায় সম্পূর্ণ মনোযোগ দিতে পারবে।

ফকির ফ্যাশনের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক স্বশরীরে স্কুলটি পরিদর্শন করে শিক্ষার্থী ও শিক্ষকগণের সঙ্গে কথা বলেন, আর্থিক সহায়তা হস্তান্তর করেন এবং শিশুদের জীবনের গল্প শুনে তাদের সংগ্রামের সাথে একাত্বতা পোষণ করেন।

এছাড়াও, “ডেইলি টেন স্কুল”-এর উদ্যোক্তাগণ আরও একটি মানবিক উদ্যোগ পরিচালনা করছেন, যার নাম “ভালো কাজের হোটেল”, যেখানে একটি ভালো কাজের বিনিময়ে যে কেউ পেতে পারে একবেলা খাবার- বিনামূল্যে!

আমরা "ডেইলি টেন স্কুল"-এর এই অসাধারণ উদ্যোগের উত্তরোত্তর সাফল্য কামনা করি। প্রতিদিনই তারা বদলে দিচ্ছেন অসংখ্য শিশুর জীবন, এবং ফকির ফ্যাশন লিমিটেড এই পরিবর্তনের অংশ হতে পেরে অত্যন্ত গর্বিত।

Address

Narayanganj

Opening Hours

Monday 08:00 - 19:00
Tuesday 08:00 - 19:00
Wednesday 08:00 - 19:00
Thursday 08:00 - 19:00
Saturday 08:00 - 19:00
Sunday 08:00 - 19:00

Alerts

Be the first to know and let us send you an email when Fakir Fashion LTD. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fakir Fashion LTD.:

Share