উম্মুন হুরাইরাহ্

উম্মুন হুরাইরাহ্ বিড়াল নিয়ে কত কিছু যে করি.... Love to active always

প্রেগনেন্ট ফিমেলটা সে*লপোস্ট দিয়েছিলাম। সাড়া পাইনি। আলহামদুলিল্লাহ। আজ চারটা বেবি দিয়েছে। একেবারে নিচের ওনি আসামি।। NFA
26/07/2025

প্রেগনেন্ট ফিমেলটা সে*লপোস্ট দিয়েছিলাম। সাড়া পাইনি। আলহামদুলিল্লাহ। আজ চারটা বেবি দিয়েছে। একেবারে নিচের ওনি আসামি।।
NFA

বেশ কিছু বিড়াল সে*ল, করবো। লোকেশান -নাঙ্গলকোট, কুমিল্লা।
23/07/2025

বেশ কিছু বিড়াল সে*ল, করবো। লোকেশান -নাঙ্গলকোট, কুমিল্লা।

আমরা শোকাহত......
22/07/2025

আমরা শোকাহত......

19/07/2025

COMMENT YOUR FAVORITE CAT BREED ..
.
.
.

উই আর লুকিং ফর শত্রুজ্।।।।( ফাংগাল ) মামা অস্ত্র আর কোনটা ফেলে গেলাম কি??
15/07/2025

উই আর লুকিং ফর শত্রুজ্।।।।( ফাংগাল )
মামা অস্ত্র আর কোনটা ফেলে গেলাম কি??

 Traditional Peraian Male with blue eyes 14 months age.....
14/07/2025


Traditional Peraian Male with blue eyes
14 months age.....

সেলার /বায়ার দ্বন্দ্ব :::১/ বায়ার এর মেসেজের রিপ্লাই সাথে সাথে দেয়ার পরও দেখা যায়, বায়ার রিপ্লাইটি আনসিন ফেলে রাখলেন। ২/...
14/07/2025

সেলার /বায়ার দ্বন্দ্ব :::
১/ বায়ার এর মেসেজের রিপ্লাই সাথে সাথে দেয়ার পরও দেখা যায়, বায়ার রিপ্লাইটি আনসিন ফেলে রাখলেন।
২/ ১০ দিক থেকে ছবি দেয়ার পরও বায়ার একটা ভিডিও চাইতেই পারেন, সমস্যা হয় তখন, এতো কিছু চাওয়ার পর বায়ার যখন বলেন সরি, আমি ভাবছি এডোপশান পোস্ট,- ঠিক তখন।
৩/ সেলার দা*ম চাইলো বিশ টা*কা, বায়ার ১ টা,*কা বলার অধিকার রাখেন, সমস্যা হয় তখন যখন বায়ার এই বি*শ টা*কা শুনে বলেন সামান্য কিছু কম রাখেন তখন। সেলার যদি জানতে চান সামান্য কম কতো দিবেন , তো বায়ার হয়তো দুই টা*কা দিব বলেন, তখন।
৪/একশ বায়ার এর মধ্যে একজন রিয়েল বায়ার হয়তো আছে বা নেই। বাকিরা হুদাই নানান কেচাল /পেচাঁল করে, পরে ভেবে জানাবো বলে উধাও হয়ে গিয়ে সেলার এর সময় কিল করেন।
৫/সেলার যদি বাজেট জানতে চান তো, বায়ার অনেক সময় অপমানিত বোধ করেন।। বাজেট কোন বিষয় নয় পছন্দের কাছে, এমন কথা বলে আবার ছবি /ভিডিও দেখতে দেখতে ঘুম আসলে তারপর বলেন আচ্ছা পরে কথা বলবো, বলে সম্ভবত ঘুমিয়ে যান!!!
৬/তারপরও সেলার রা সারারাত চেষ্টা করেন, সেল এর আশায়।। ওদের মুখে খাবার দেয়ার প্রচেষ্টায়।। ছবিটি আমারই। আমি সেলার।।। এটা এডোপশান দিব কিনা জানতে চাওয়াটাও একজন দয়াবান এর জন্য স্বাভাবিক ঘটনা।। এটা আমার ১ম বিড়াল। Nfa
ছবিটি দেখে মনে হয়, এসব শুনে আমার তুচো খুবই চিন্তিত। আর আমি হতাশ।।।

 Bengal kitten Male/Female
13/07/2025


Bengal kitten
Male/Female

Exotic High quality male এর সাথে মেটিং করা প্রেগনেন্ট ফিমেল নিতে পারবেন ।। বেবির কোয়ালিটি কেমন আসে,  তার ছবিও দিলাম।।
10/07/2025

Exotic High quality male এর সাথে মেটিং করা প্রেগনেন্ট ফিমেল নিতে পারবেন ।। বেবির কোয়ালিটি কেমন আসে, তার ছবিও দিলাম।।

জানা অজানা নানা প্রশ্ন :::১/ পারসিয়ান ফিমেল বিড়াল এর সাথে এক্জোটিক মেল এর মেটিং করালে বাচ্চা কি এক্জোটিক আসবে? কোয়ালিটি ...
09/07/2025

জানা অজানা নানা প্রশ্ন :::

১/ পারসিয়ান ফিমেল বিড়াল এর সাথে এক্জোটিক মেল এর মেটিং করালে বাচ্চা কি এক্জোটিক আসবে? কোয়ালিটি কেমন আসবে??
উত্তর : জি না। দেখতে প্রায় এক্জোটিক আসতে পারে , সেটা এক্জোটিক বল্লে ঠিক ভূল বলা হবে না কিন্তু পিওর এক্জোটিক বল্লে মিথ্যা বলা হবে।। যেমন এক নং ছবি টা দেখুন।।
২/ মেটিংয়ের ফলে কয়টা বাচ্চা আসবে ??
উত্তর : এটা বলা যায় না, ১ টা আসতে পারে, ২/৩/৪ টাও আসতে পারে। আবার নাও আসতে পারে। কনসিভ করলো না এমন আর কি। আবার ৭ টাও আসতে পারে। যেমন ২ নং ছবি। আমার নিজের ঘরে এসেছে।
৩/বাচ্চা কি বাবার কালার পাবে না মার কালার পাবে?উত্তর :এটা বলা যায় না, সাধারণত বাবার কালার পায়,মার কালার ও পায়, আবার কারো কালার না পেয়ে ব্লাড লাইনের কালার ও পায়। তিন নং ছবিটা বাবার, চার নং ছবিটা মার, পাঁচ নং ছবিটা ওনাদের বাবুর!!
৪/আপনার বিড়ালের মেটিংয়ের চার্জ এতো কেন?? আপনি মনে হয় এ লাইনে নতুন!!!! জি আমি এ লাইনে নতুন।। এজন্য আমি শুধু ভিডিও করে দেখাবার জন্য, একবার মেটিং করিয়ে, মেল কে আলগা করে রাখি না, আর আমার এটা Unique Blue Cattery এর মেল। যাদের কিটেন এর দামই শুরু হয় 150k দিয়ে।। না জানলে জেনে নিবেন।।ইন্ডিয়া তে ওনার চেয়ে দামী বিড়াল কারো কাছে নেই, কেউ সেল করে না। ওনি সারা পৃথিবীতে বিড়াল সেল করেন।।।।

Address

Nangalkot

Telephone

+8801730792111

Website

Alerts

Be the first to know and let us send you an email when উম্মুন হুরাইরাহ্ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to উম্মুন হুরাইরাহ্:

Share

Category