
10/05/2025
হিটস্ট্রোক 💥
মুরগীর হিটস্ট্রোক প্রতিরোধ কিভাবে করবেন?
১) দুপুর ১২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত প্রতি ২ ঘন্টা পর পর খাবার পানি পরিবর্তন করে দিবেন।
২) দুপুর ১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খাবার সম্পূর্ণ বন্ধ রাখবেন।
৩) শেডের চালার উপর পাটের বস্তা / গাছের পাতা দিয়ে রাখবেন এবং ১ ঘন্টা পর পর চালা পানিতে ভিজিয়ে দেবেন।
৪) ১ ঘন্টা পর পর ঘরের ভেতর ঠান্ডা পানি স্প্রে করে দিবেন।
৫) শেডের আশেপাশে পানি ছিটিয়ে দিবেন।
৬) দুপুরের দিকে মুরগিকে খাবার স্যালাইন অথবা গুড়ের পানি খাওয়াতে পারেন।
৭) অসুস্থ মুরগীকে পানিতে ভিজিয়ে দেবেন।
#হিটস্ট্রোক
#তাপদাহ
#ব্রয়লার