SMALL BIRD

SMALL BIRD Small Bird Lovers❤️❤️❤️ We started the journey with the goal of making your buying experience more flexible and smooth.

Also, we care about our customers’ query so we can go ahead and make the most of your materials.

02/07/2025
22/06/2025

“পাখিদের মতো যদি আমরাও সীমাহীন হতে পারতাম!”

20/06/2025

মন খারাপ তাদের

20/06/2025

পছন্দের একটা পাখি

আমার পছন্দের একটা পেয়ার।এক কথায় আমার জান বললেই চলে।আমার জানটার জন্য সবাই দোয়া করবেন।❣️❣️❣️জান লাভ ইউ❣️❣️❣️
05/05/2022

আমার পছন্দের একটা পেয়ার।এক কথায় আমার জান বললেই চলে।আমার জানটার জন্য সবাই দোয়া করবেন।

❣️❣️❣️জান লাভ ইউ❣️❣️❣️

যারা কবুতরের ডিম পাড়ার জন্য ই-সেল,ই-ক্যাপ, জিঙ্ক ও এডি৩ই যত ধরনের উত্তেজক ও শরীর গরম করার উপাদান দিতে দিতে ক্লান্ত তবুও ...
29/04/2022

যারা কবুতরের ডিম পাড়ার জন্য ই-সেল,ই-ক্যাপ, জিঙ্ক ও এডি৩ই যত ধরনের উত্তেজক ও শরীর গরম করার উপাদান দিতে দিতে ক্লান্ত তবুও কবুতর কে সঠিক ভাবে ব্রীড করাতে পারছেন আপনার অসুস্থ কবুতরকে অসুখ হবার পর আবার আগের ফর্মে আনতে পারছেন না আপনার রেসার বা হাই-ফ্লায়ার কবুতর কে ভাল ফলাফল করাতে পারছেন না তাহলে এই সুযোগে একবার পরীক্ষা করুন

(Recovery Caps) রিকভারি ক্যাপসুল

Oropharma(Versele-Laga) সু প্রসিদ্ধ রিকভারি ক্যাপসুল (Recovery Caps) যা আদর্শ নানা ধরনের খাদ্য সম্পূরক উপাদানে ভরপুর। আর পিল গুলো যে কোনও কবুতরের জন্য অপরিহার্য।
এতে রয়েছে উচ্চ মানের প্রোটিন, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন, ট্রেস উপাদান এবং খনিজ পদার্থ । যা রোগ পুনরুদ্ধারের জন্য ছাড়াও প্রবায়টিক্স এবং হজম শক্তি বাড়ানোর এনজাইম রয়েছে। প্রোবায়োটিক্স এবং পাচক এনজাইম সংমিশ্রণে সুনির্দিষ্টভাবে অন্ত্রের ব্যাক্টেরিয়া এবং ক্লান্তিপ্রাপ্ত কবুতরের হজমশক্তির পদ্ধতি সঠিকভাবে পুনর্বিন্যাস করে, যা শক্তি পুনরুদ্ধারের জন্য অপরিহার্য।

ফেন্সি,রেসার ও হাই ফ্লায়ার কবুতরের জন্য সম্পূরক খাদ্য হিসাবে কাজ করে। পিল সরাসরি ঠোটে ধরে খাওয়াতে হয়ঃ

1। ভাল হজম এবং দ্রুত পুনরুদ্ধার নিশ্চিত করে।
2। প্রজননকে সহায়তা অর্থাৎ ব্রীডিং ক্ষমতা বাড়ায়।
3। ইমিউন সিস্টেম কে ঠিক রাখে।
4। পেশীশক্তি পুনরুদ্ধার ও গঠনে সাহায্য করে।
5। অন্ত্র কার্যকারিতা নিয়ন্ত্রণ করে।
6। শরীরের শক্তির পুনরুত্পাদন।
7। অসুস্থতা এবং চিকিৎসার পর শরীর পুনরুদ্ধার।
8। অন্ত্রের ভাল ব্যাকটেরিয়ার পুনরুজ্জীবিত করে।
9। রেস বা উড়ার পর শরীরের ক্লান্তি নিরাময় প্রক্রিয়া অনুকূল এবং দ্রুত পুনরুদ্ধার নিশ্চিত করে।
10। স্বাস্থ্যগত সমস্যা দূর করে স্বাস্থ্য ঠিক রাখে।

ব্যাবহারবিধিঃ

1। প্রজনন সময়কালে সপ্তাহে ১ দিন ১ টি করে ক্যাপসুল।
2। দুর্বল এবং রোগ পুনরুদ্ধারের পর কবুতর জন্য ১ টি করে ৩-৪ দিন।
3। ব্রীডিং সমস্যা কবুতর সপ্তাহে ২-৩ দিন ১-২ দিন পর পর ১ টা করে।
4। মল্টিং এর সময় ২-৩ দিন পর পর একটা করে।
5। ক্যাপসুল একটু পানিতে ভিজিয়ে ঠোঁট ধরে
খাওয়াবেন ও প্রচুর পানি খাওয়া নিশ্চিত করবেন।

VITA LIFE  এখন বাংলাদেশে।➡️এই মিশ্রণটি কবুতর ও  সমস্ত পাখির 🐦 বাচ্চাদের জন্য এবং অসুস্থ বড় পাখি ও কবুতরের জন্য। ➡️এটি স...
29/04/2022

VITA LIFE এখন বাংলাদেশে।

➡️এই মিশ্রণটি কবুতর ও সমস্ত পাখির 🐦 বাচ্চাদের জন্য এবং অসুস্থ বড় পাখি ও কবুতরের জন্য।

➡️এটি সব ধরনের পাখির বাচ্চা যেমন- লাভ বার্ড- বাজিগার- ম্যাকাও- ময়না- টিয়া -সব ধরনের পাখির বাচ্চাদের ভিটামিন ও বর্ধনশীল খাবার।

➡️এটি বাচ্চার দ্রুত ওজন বৃদ্ধি নিশ্চিত করে।

➡️এটি বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সহায়ক।

➡️পাখির জন্য সম্পূর্ণ এবং ভারসাম্য যুক্ত খাবার।

➡️এটি মিনারেল ও প্রোটিন সমৃদ্ধ খাবার।

➡️ওমেগা-থ্রি অন্তর্ভুক্ত।

➡️একটি উচ্চ ক্যালরিযুক্ত মিক্সচার খাবার।

➡️এটি কবুতর ও পাখি 🐦 বাচ্চাকে দ্রুত বর্ধনশীল করতে সাহায্য করে।

➡️এটি কবুতরের ও পাখির বাচ্চাকে সমস্ত ধরনের ভিটামিনের অভাব পূরণ করে।

➡️বাচ্চাগুলোকে সুস্থ রাখতে সহায়ক।

➡️একটি খাওয়ানো সহজলভ্য এবং সুবিধাজনক।

💥এটি এয়ারপ্রুফ প্যাকেট ও বেলজিয়াম ফর্মুলা তৈরি করা তাই এর গুণগত মান এবং আর্দ্রতা সঠিক থাকে।

Hiprachok Aminoপ্রাইয়শই দেখা যায় কবুতরগুলো ২য় ডিম দেয়ার পর থেকে একটানা ১৮ দিন ডিমে তা দেয়ার পরও দেখা যাচ্ছে একটি বাচ্চা ...
29/04/2022

Hiprachok Amino

প্রাইয়শই দেখা যায় কবুতরগুলো ২য় ডিম দেয়ার পর থেকে একটানা ১৮ দিন ডিমে তা দেয়ার পরও দেখা যাচ্ছে একটি বাচ্চা ফুটে বের হতে পারে এবং বাকি আরেকটা বাচ্চা ডিমের ভিতরেই মারা যাচ্ছে। কিংবা দুটি বাচ্চাই ডিমের ভিতর মারা যাচ্ছে। এর প্রতিকার হিসাবে হিপরাচক এমিনো প্রয়োগ করা যেতে পারে। এর মুল উপাদান হচ্ছে প্রয়োজনীয় সব ধরনের এমিনো এসিড সাথে অন্যান্য প্রয়োজনীয় ভিটামিনও আছে। এটা মুলত একটি মাল্টি ভিটামিন। মেডিসিনটির অরিজিন ‍স্পেইন। কম্পানী নেইম - HIPRA
প্রয়োগবিধি- ১ এমএল ১ লিটার পানিতে মাসে তিন/চার দিন এক বেলা। (ঔষধ তৈরীর ৬/৭ ঘন্টা পর ঔষধ ফেলে দিয়ে স্বাভাবিক পরিস্কার পানি দেবেন )

কবুতর টাল রোগের চিকিৎসার নিয়ম।নিউরোবিয়ান  ফোর্ট টেবলেট সকালে একটা সন্ধ্যায়  একটা করে খাওয়াবেন।আর কবুতরটিকে 3/4 ঘন্টা রোদ...
29/04/2022

কবুতর টাল রোগের চিকিৎসার নিয়ম।

নিউরোবিয়ান ফোর্ট টেবলেট সকালে একটা সন্ধ্যায় একটা করে খাওয়াবেন।
আর কবুতরটিকে 3/4 ঘন্টা রোদে দিবেন।
ইনশাআল্লাহ কবুতর সুস্ত হয়ে যাবে।
ঔষুধটা চলা কালিন কবুতর পায়খান হলুদ হবে।
তাতে করে পায়খানার জন‍্য কোন ঔষধ দেবেন না।

আমি কোন ডাক্তার না তবে আমি 5 টি টাল কবুতর সুস্ত করেছি এই ঔযুধ ব‍্যাবহার করে।
আমার Experience share করলাম।
যদি কারা উপকারে আসে।

এই ঔযুধটি ইন্ডিয়াতে তৈরি হয়। তবে বাংলাদেশে কিছু online ব‍্যাবসায়ী এই ঔষুধটি সেল দিয়ে থাকেন।

ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন।
আর আমার কবুতরের জন‍্য সবাই দোয়া করবেন।
সবাই শেয়ার করে দিবেন।
যাতে করে কবুতর প্রেমিকদের উপকার হয়।
ধন‍্যবাদ।

13/04/2022
হে আল্লাহ আমাদেরকে রমজান ও প্রিয়জনকে উত্তম অবস্থায় পৌঁছে দেন।
02/04/2022

হে আল্লাহ আমাদেরকে রমজান ও প্রিয়জনকে উত্তম অবস্থায় পৌঁছে দেন।

চিনুন জানুন তারপর ই কিনুন।।।বাংলাদেশের কিছু বড় ভাইয়েরা  আছে যারা স্প্যানিশ পোটার পালে, তাদের কাছে অন্যজনের কবুতর সব ক্রস...
29/03/2022

চিনুন জানুন তারপর ই কিনুন।।।

বাংলাদেশের কিছু বড় ভাইয়েরা আছে যারা স্প্যানিশ পোটার পালে, তাদের কাছে অন্যজনের কবুতর সব ক্রস কবুতর হয়ে যায়। আর তাদের গুলো সব ভালো মানের কবুতর হয়ে যায়।

Address

Mymensingh

Telephone

+8801717934701

Website

Alerts

Be the first to know and let us send you an email when SMALL BIRD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SMALL BIRD:

Share

Category