
06/06/2025
ঈদ মুবারক 💐💐
Its a Animal Shelter & Rescue Center. Its a non-profit organization. Sick, Injured, Aged & abandoned
Muhammadpur
Be the first to know and let us send you an email when Kalua's Homes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Send a message to Kalua's Homes:
কালুয়াস হোমস- আদি দ্য গুরুর ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশে গড়ে ওঠা বিড়াল ও কুকুরের আশ্রয় কেন্দ্র। সাধারণত এখানে রাস্তায় পড়ে থাকা আহত ও অসুস্থ বিড়ালদের তুলে আনা হয়। তাদের প্রয়োজনীয় চিকিৎসা করা হয়। পরবর্তীতে আশ্রয়ের স্থান না পাওয়া গেলে শেল্টারের নিজস্ব খরচে পঙ্গু, প্রতিবন্ধী, বয়ষ্ক ও অসুস্থ বিড়ালদের এখানে স্থায়ীভাবে রাখার ব্যবস্থা করা হয়। তাদের দেখাশোনা ও রক্ষণাবেক্ষণের সকল কাজ করা হয়।
কালুয়াস হোমস-এর দুটি শাখা রয়েছে। ঢাকা ও চিটাগঙ। ঢাকার শেল্টার-এ এই মুহূর্তে ৩৩ টা বিড়াল কে দেখাশোনা করা হচ্ছে। যার বেশিরভাগই বয়ষ্ক। তাছাড়া কুকুরের কামড়ে আক্রান্ত এবং আঘাতপ্রাপ্ত বিড়ালও আছে। ১৭টি প্যারালাইসড বিড়াল এই শেল্টার থেকে চিকিৎসা এবং ফিজিওথেরাপি পেয়ে এখন হাটতে পারছে। চিটাগং-এর শাখায় ৫ টি কুকুর আছে। যার মধ্যে দুইজন হাটতে পারেনা এবং একজন অন্ধ। আর বিড়াল আছে ৪১ টা।
প্রতিনিয়ত এই দুই শেল্টার-এ এইসব অবুঝ বোবা প্রাণীদের সকলপ প্রয়োজন মিটিয়ে তাদেরকে স্বাভাবিক জীবন দেয়ার আপ্রান চেষ্টা চলছে।
এছাড়া রাস্তার কুকুরদের ভ্যাক্সিন, স্প্রে ও নিউটার খাওয়ানো হয়।