
01/06/2022
====== কারো পাখি হারানোগিয়ে থাকলে এই পোস্ট ======
আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন। কয়েকদিন আগে হঠাৎ করে আমার বাসায় এই টিয়া পাখি টা চলে আসে। তারপর পাখি ডাকে সাড়া দিতে আমার হাতে চলে আসে। আমি বুঝতে পারি এটা হচ্ছে কার টাইম পাখি। পাখিটা এখন আমার কাছেই আছে। আমি চাই পাখিটার প্রকৃত মালিকের হাতেই পাখিটা তুলে দিতে। এই পাখিটার মালিক যদি এই গ্রুপে থেকে থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করে পাখিটাকে নিয়ে যাবেন।
পাখিটা যে আপনার তার কয়েকটা প্রমাণ দিতে হবে।
১। পাখিটা একটা শব্দ বলে ডাকে বলতে হবে ঐ পাখিটা কি শব্দে ডাকে
২। পাখিটা কোথায় হারানো গিয়েছে তার প্রমাণ দিতে হবে