Care For Paws

Care For Paws Care For Paws is an animal welfare organization and veterinary clinic

আমাদের সবার প্রিয় D Rabita Arefin  আপু আর নেই।       ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আল্লাহ আপু কে জান্নাত বাসী ...
10/09/2024

আমাদের সবার প্রিয় D Rabita Arefin আপু আর নেই।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ আপু কে জান্নাত বাসী করুক।
আগামীকাল বাদ আসর কলাবাগান মাঠে আপুর জানাজা হবে।

Urgent adoptionGender - male (All)Age: 2.5months(almost)Food habit: boiled fish, chicken, cat foodLocation: Jigatola, Dh...
04/03/2024

Urgent adoption
Gender - male (All)
Age: 2.5months(almost)
Food habit: boiled fish, chicken, cat food

Location: Jigatola, Dhanmondi, ঢাকা ( ঢাকার আশেপাশে হলে পৌছে দেয়া যাবে।

কন্ডিশন : বাসা অবশ্যই ক্যাটপ্রুফ থাকা লাগবে, বাসায় সবার পারমিশন লাগবে। ২দিনের জন্য নিয়ে ফিরিয়ে দিবেন এমন মানসিকতা হলে না নেয়াই ভালো।

বিড়ালগুলো কে কেউ নিলে আমরা নিজ খরচে ফ্লু + র‍্যাবিস ভ্যাকসিন দিয়ে দিবো, প্রয়োজনে নিউটার করে দেয়া হবে বড় হলে।

08/01/2024

একজন মহিলা কে মারতে মারতে টেনে নিয়ে যাচ্ছে একজন সুপুরুষ ।

দুঃখের বিষয় হলো মানুষ সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে কিন্তু কেউ এগিয়ে যাচ্ছে না ।

কিন্তু গলি পাহারা দেওয়া কুকুর গুলো ঠিক ই এগিয়ে গিয়েছিল।ওরা একবার চিন্তা করেনি যে বড় ধরণের আঘাত পেলে কে বাঁচাবে ওদের।

ঐখানে তাকিয়ে থাকা মানুষ গুলো হয়তো ভেবেছে কি দরকার অন্যের ঝামেলার মধ্যে পড়ার।

এটাই বাস্তবতা আমরা মানুষ আমাদের অন্তর মরে গেলেও ঐ মানুষের হাতে মার খাওয়া কুকুর গুলোর অন্তর মরেনি।

ওরা মানুষের বিপদে বাঁচাতে এগিয়ে আসলেও ওদের বিপদের সময় আমরা বেশিরভাগ মানুষ পাশ কাটিয়ে এড়িয়ে যাই।

এটা নতুন না এর আগেও অনেক চোর -ছিনতাইকারীদের ধাওয়া দিয়েছে এই কুকুর গুলো।

বি:দ্র: পুলিশ সিসি ক্যামেরা থেকে ভিডিও নেওয়ার জন্য এসেছিল তাই ভিডিও টা আমাদের চোখে পড়েছে।আর অনেক খোঁজাখুঁজির পর ও কাউকে পাওয়া যায়নি ।

আপনার বিড়াল কে ফ্লু ভ্যাকসিন ছাড়াই মৃত্যুর মুখে ঠেলে  দিচ্ছেন না তো?শীতের সময় বিড়ালদের সবচেয়ে বেশি ফ্লু আক্রমণ করে।আর বি...
28/11/2023

আপনার বিড়াল কে ফ্লু ভ্যাকসিন ছাড়াই মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন না তো?
শীতের সময় বিড়ালদের সবচেয়ে বেশি ফ্লু আক্রমণ করে।
আর বিড়ালের ফ্লু চিকিৎসা খরচ অনেক ব্যয়বহুল,
এরপরেও বেশির ভাগ বাঁচানো সম্ভব হয় না।
Prevention is better than cure.
এখন বিড়ালের ভ্যাকসিন আপনার হাতের মুঠোয়।
আগামীকাল আমাদের ক্লিনিকে ফ্লু ভ্যাকসিনে ছাড় দেওয়া হচ্ছে।
তাই বিড়ালেদের কথা চিন্তা করে আমরা ভ্যাকসিনে ছাড় দিচ্ছি।
ফ্লু ভ্যাকসিন Biofel মাত্র ৯৯৯ টাকা।

বিড়ালের সুস্থতার জন্য অবশ্যই ফ্লু ভ্যাকসিনের জন্য বুকিং দিন।
এপয়েনমেন্ট নিতে কল করুন এই নাম্বারে : 01635817270, 01635817272

বি:দ্র: ভ্যাকসিনের ছাড় শুধু আগামীকাল (বুধবার) জন্যই থাকবে।

ক্লিনিকের ঠিকানা: ৬৮/৩সি, জিগাতলা পোস্ট অফিস রোড (স্বপ্ন সুপার শপের গলিতে)
Google Map:
https://maps.app.goo.gl/HW51Dp6YtNKaZvaAA

26/11/2023

বাচ্চা দুটো কে adoption দেওয়া হবে।এভাবে রাস্তায় থাকলে যেকোন সময় এক্সিডেন্ট হতে পারে।
কেউ কি আছেন বাচ্চা দুটোর জন্য একটি অমূল্য বন্ধুত্ব সৃষ্টি করে ওদের জীবনে নতুন আলো আনার সৌভাগ্য অর্জন করতে।
নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে একটা আনন্দময় ঘর পেতে সাহায্য করুন।
আমরা ওদের সব ধরণের ভ্যাকসিন দিয়ে দিব।
কেউ নিতে চাইলে আমরা বাসায় পৌঁছে দিয়ে আসবো।

বাচ্চাগুলোকে  এডপশনে দেয়া হবে।জেন্ডার : ২জন মেয়ে,  ১জন ছেলে।ফুড হ্যাবিট : মাছ, চিকেন, ক্যাটফুড পটি ট্রেইনড। বয়স: ৩ মাসসব...
11/09/2023

বাচ্চাগুলোকে এডপশনে দেয়া হবে।
জেন্ডার : ২জন মেয়ে, ১জন ছেলে।
ফুড হ্যাবিট : মাছ, চিকেন, ক্যাটফুড
পটি ট্রেইনড।
বয়স: ৩ মাস

সবগুলো বিড়ালকেই ফ্লু এবং র‍্যাবিস ভ্যাকসিন দেয়া আছে।

কেউ নিতে ইচ্ছুক হলে ইনবক্সে যোগাযোগ করুন। বড় হলে আমরা নিজ খরচে স্পে করিয়ে দিবো।

শর্ত: বাসা সম্পুর্ন ক্যাটপ্রুফ থাকতে হবে এবং বাসায় সবার পারমিশন থাকতে হবে।
লোকেশন : ধানমন্ডি, জিগাতলা। আশেপাশের লোকেশন হলে দিয়ে আসা যাবে।

 বাচ্চা ৩টিকে এডপশনে দেয়া হবে।ওদের বয়স সবার ২ মাসের মতো। সবাইকে ভ্যাকসিন করিয়ে দেয়া হবে। ফুড হ্যাবিট: মাছ-মাংস-ক্যাটফুডজ...
08/07/2023



বাচ্চা ৩টিকে এডপশনে দেয়া হবে।

ওদের বয়স সবার ২ মাসের মতো। সবাইকে ভ্যাকসিন করিয়ে দেয়া হবে।

ফুড হ্যাবিট: মাছ-মাংস-ক্যাটফুড
জেন্ডার: ২জন ফিমেইল, ১জন মেল
লোকেশন : জিগাতলা, ধানমন্ডি

ঢাকার যেকোনো স্থানে দিয়ে আসা সম্ভব। আগ্রহীগনকে ইনবক্সে যোগাযোগ করার অনুরোধ রইলো।

04/07/2023

আলহামদুলিল্লাহ আমরা ভাবিনি অসুস্থ বিড়াল টাকে বাঁচানো যাবে।মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে ও এখন অনেক ভালো আছে।

ভ্যাকসিন আর স্পে করার পর adoption এর পোস্ট দেওয়া হবে।জানি adoption না হওয়ার সম্ভাবনা বেশি।

হয়তো বাধ্য হয়ে আগের প্লেস এই ছেড়ে দিতে হবে।তারপরেও চেষ্টা করা হবে ও যেন ভালো একটা বাসা পায়।

প্রথম দিন থেকে ওর অবস্থার পরিবর্তনের ভিডিও দেওয়া হলো।

Thank you our Vet ,Saimon Mahmud and liton for the tremendous support .

Address

Malancha

Website

Alerts

Be the first to know and let us send you an email when Care For Paws posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Care For Paws:

Share

Our Story

❝CARE FOR PAWS❞ is a non-profit Animal Welfare Organization in Bangladesh working for the betterment of helpless stray animals. We rehabilitate animals that have been neglected, abused and injured on the street. With the help of volunteers and Vets, our organization coordinates and intervenes directly to rescue animals from harmful situations. CARE FOR PAWS is the first Animal Welfare Organization Registered under Ministry of Social Welfare-Government of the People's Republic of Bangladesh Registration no : DHA-09431

★Mission★ Our mission is to make powerful relations between human and animals visible to start a process of love and empathy towards vulnerable and less fortunate animals on street and establish nurturing relation between human and animals.

★Vision★ A society in which human & non-human animals will be able to live together in a harmonious way and help each other . The members in our organization are animal lovers , who deeply care and empathize for animals .They believe that taking care for animals reflects upon a modern , civilized society in which values like love , empathy and respect towards another life are given importance.