আহমেদ এগ্রোভেট -Ahmed Agrovet

আহমেদ এগ্রোভেট -Ahmed Agrovet পশু-পাখি ও মৎস্য খামারের জন্য খাদ্য, ঔষধ, উপকরণ এবং পরামর্শ প্রাপ্তির নির্ভরযোগ্য প্রতিষ্ঠাণ

নিয়মিত গ্রাহক /খামারিদের প্রযুক্তিগত ও কারিগরী সহায়তা প্রাদান এ বদ্ধপরিকর

https://www.facebook.com/share/p/1GcoT3PuDw/
18/06/2025

https://www.facebook.com/share/p/1GcoT3PuDw/

🛑 গরুকে তাম্রচূড়া (Blumea lacera) খাওয়ানো হতে পারে মৃত্যুর কারণ! 🐄💀

📢 খামারিদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা

সাম্প্রতিক সময়ে আমাদের এলাকায় বেশ কিছু গরুর
হঠাৎ মৃত্যু হয়েছে। তদন্ত করে দেখা গেছে—এই মৃত্যুর অন্যতম কারণ হচ্ছে মাঠে জন্মানো একধরনের আগাছা "তাম্রচূড়া" বা "কুকুরমুতা" গাছ খাওয়া।

🔬 বিজ্ঞানসম্মত তথ্য অনুযায়ী
👉 Blumea lacera গাছ খেলে গরুর শরীরে বিষক্রিয়া সৃষ্টি হয়।
👉 বাংলাদেশের এক গবেষণায় দেখা গেছে, এই গাছ খেয়ে বহু গরু
ডায়রিয়া, দুর্বলতা, খিঁচুনি, এমনকি মৃত্যু পর্যন্ত হয়েছে।
👉 বিশেষ করে বর্ষা ও শীতের মাঝামাঝি সময়ে এই গাছ বেশি জন্মে, ফলে খরায় ঘাসের অভাবে গরু এই গাছ খেয়ে ফেলে।

⚠️ লক্ষণ:

* পাতলা বা রক্তমিশ্রিত পায়খানা
* খাবার না খাওয়া
* দুর্বল হয়ে যাওয়া, পড়ে যাওয়া
* গা কাপা বা খিঁচুনি
✅ করণীয়:

✔️ মাঠে Blumea lacera থাকলে গরু চড়ানো বন্ধ করুন
✔️ শুকনো মৌসুমে ঘাসের সংকট থাকলে বিকল্প ঘাস বা শুকনা খড় দিন
✔️ আক্রান্ত গরুকে দ্রুত ভেটেরিনারি চিকিৎসকের কাছে নিন
✔️ স্যালাইন, মিনারেল ও হালকা পচনরোধক ওষুধ প্রয়োগে উপকার পেতে পারেন

🧠 জেনে রাখুন:তাম্রচূড়া দেখতে আকর্ষণীয়, গন্ধযুক্ত, তুলার মতো ফুল হয়—কিন্তু এটি গরুর জন্য মারাত্মক বিষ হতে পারে!

📸 নিচে গাছটির একটি ছবি দেওয়া হলো যেন সহজে চিনতে পারেন (ছবি যুক্ত করুন)

📢 খামারিদের মধ্যে পোস্টটি শেয়ার করুন – জীবন বাঁচাতে পারে একটি পোস্ট! 🙏

বাংলা (বাংলাদেশ): তাম্রচূড়া, কুকুরমুতা, শিয়ালমুতা বাগঝাড়, বাঘঝারি।
পশ্চিমবঙ্গঃ কুকুরমুতা, কুকুরশুঁড়া, ঝাঁটপাতা।

#গরুর_বিষক্রিয়া #তাম্রচূড়া_সতর্কতা #খামার_সচেতনতা #পশুপালন #খামারস্কুল

ডা: মুনিরুজ্জামান
পরিচালক
প্রফেসর ইমদাদুল হক প্রাণী সেবা কেন্দ্র ও ভেটেরিনারি ডায়াগনোস্টিক সেন্টার

নিচে একটি গবেষণা পত্রের লিংক দেওয়া হলো: পড়ে দেখার অনুরোধ রইল।

মুরগির লেয়ার লেয়ার -১ খাবার কোয়েল পাখিকে খাওয়ালে ভুট্টার আকার বড় হওয়ার কারণে পাখির খাবার খেতে সমস্যা হয় এবং  খাদ্যের অপচ...
06/06/2025

মুরগির লেয়ার লেয়ার -১ খাবার কোয়েল পাখিকে খাওয়ালে ভুট্টার আকার বড় হওয়ার কারণে পাখির খাবার খেতে সমস্যা হয় এবং খাদ্যের অপচয় হয়। তাই কোয়েল পাখিকে নারিশ কোয়েল লেয়ার ফিড খাওয়ান, খাদ্যের অপচয় রোধ করুন। কাঙ্খিত ডিমের উৎপাদন নিশ্চিত করুণ। নারিশের গরু,মুরগী ও মাছের খাদ্য নিতে যোগাযোগ করুন।
আহমেদ এগ্রোভেট
নারিকেল হাটা মসজিদ মার্কেট।
মেইন রোড, দালাল বাজার, লক্ষ্মীপুর।
মোবাইল ০১৭১৫১১৭৬০৮।

22/05/2025
আমাদের সকল ক্রেতা ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।
30/03/2025

আমাদের সকল ক্রেতা ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
ঈদ মোবারক।

ভালো তরমুজ চেনার উপায়।
08/03/2025

ভালো তরমুজ চেনার উপায়।

🐄 গরুর জন্য ব্রয়লার ফিড কেন ক্ষতিকর? 🐓গরু ও মুরগির খাদ্য এবং হজম প্রক্রিয়া ভিন্ন হওয়ার কারণে ব্রয়লার ফিড গরুর জন্য মার...
26/02/2025

🐄 গরুর জন্য ব্রয়লার ফিড কেন ক্ষতিকর? 🐓

গরু ও মুরগির খাদ্য এবং হজম প্রক্রিয়া ভিন্ন হওয়ার কারণে ব্রয়লার ফিড গরুর জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। নিচে কারণগুলো দেওয়া হলো:

1️⃣ প্রোটিন ও এনার্জির পার্থক্য: মুরগির খাবারে উচ্চ প্রোটিন ও এনার্জি থাকে। যা মুরগির জন্য প্রযোজ্য হলেও গরুর জন্য ক্ষতিকারক।

গরুকে ব্রয়লার ফিড খাওয়ালে গরুর শরীরে প্রচুর পরিমানে মেটাবলিক হিট তৈরী হয়, যা গরুর শরীরে প্রচুর তাপ ও অতিরিক্ত চর্বি সৃষ্টি করে, এতে গরুর হিটস্ট্রোক ও হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি বাড়ে।

এছাড়াও এতে গরুর দেহকোষে অপ্রয়োজনীয় পানি উৎপন্ন হয় যা মাংসের গুণগতমান নষ্ট করে।

2️⃣ হজম প্রক্রিয়ার বৈচিত্র্য: মুরগির পেট এক চেম্বার বিশিষ্ট। আর গরুর পেট চার চেম্বার বিশিষ্ট।
মুরগির খাদ্যে স্টার্চ বা দানাদার উপাদান বেশি থাকে যা মুরগির জন্য সহজে হজমযোগ্য হলেও গরুর জন্য নয়। গরুর পেটে সহজে হজমযোগ্য হচ্ছে ফাইবার জাতীয় খাদ্য।

তাই ব্রয়লার ফিডে থাকা স্টার্চ গরুর পেটে হজম না হয়ে অতিরিক্ত এসিড তৈরী করে।
এজন্যই গরুর গ্যাস, বদহজম, ব্লট এবং পেট ফাঁপার মতো নানান সমস্যা দেখা যায়।

মুরগির খাবার গরুর জন্য নয়!

নিরাপদভাবে গরু মোটাতাজাকরণে ও ভালো মাংস উৎপাদনের জন্য আপনার গরুকে গরুর জন্য উপযুক্ত ও পুষ্টিকর খাদ্য সরবরাহ করুন এবং সকলকে এ বিষয়ে সতর্ক করুন।

বিশ্ব খাদ্য দিবস ২০২৪ইং।
16/10/2024

বিশ্ব খাদ্য দিবস ২০২৪ইং।

ডিমে পুষ্টি,  ডিমে শক্তি, ডিমে আছে রোগ মুক্তি। বিশ্ব ডিম দিবসের শুভেচ্ছা।
11/10/2024

ডিমে পুষ্টি, ডিমে শক্তি,
ডিমে আছে রোগ মুক্তি।

বিশ্ব ডিম দিবসের শুভেচ্ছা।

" মানুষ  ও ধরিত্রীর বন্ধন,বন্যপ্রাণী সংরক্ষণে ডিজিটাল উদ্ভাবন"।।
04/10/2024

" মানুষ ও ধরিত্রীর বন্ধন,
বন্যপ্রাণী সংরক্ষণে ডিজিটাল উদ্ভাবন"।।

নারিশের ফিড এখন নতুন মোড়কে।
25/08/2024

নারিশের ফিড এখন নতুন মোড়কে।

গরুর ওজন বের করার সঠিক পদ্ধতি।
14/01/2024

গরুর ওজন বের করার সঠিক পদ্ধতি।

দেখতে দেখতে তিন বছর পার করে ৪র্থ বছরে পদার্পণ করলো আহামেদ এগ্রোভেট। যাদের ভালোবাসা এবং সহযোগিতায় আমরা এতটুকু আসতে পেরেছি...
12/12/2023

দেখতে দেখতে তিন বছর পার করে ৪র্থ বছরে পদার্পণ করলো আহামেদ এগ্রোভেট। যাদের ভালোবাসা এবং সহযোগিতায় আমরা এতটুকু আসতে পেরেছি তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আগামীতেও আমাদের পাশে থাকবেন এই কামনাই করি। সকলকে আমাদেরও পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। আল্লাহ আমাদের চলার পথকে সহজ করুন।

Address

Lakshmipur

Opening Hours

Monday 08:00 - 20:00
Tuesday 08:00 - 20:00
Wednesday 08:00 - 20:00
Thursday 08:00 - 20:00
Friday 08:00 - 20:00
Saturday 08:00 - 14:00
Sunday 08:00 - 20:00

Telephone

+8801917605767

Website

Alerts

Be the first to know and let us send you an email when আহমেদ এগ্রোভেট -Ahmed Agrovet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আহমেদ এগ্রোভেট -Ahmed Agrovet:

Share