16/03/2023
ভাই,,
একটা ভালো কবুতরের ভিতর নিঃসন্দেহে ভালো ব্লাড থাকে। কারণ ভিতরে থাকা ব্লাডটার জোরেই কবুতরের বৈশিষ্ট্য ও কোয়ালিটি ফুঁটে উঠে। তাই কবুতর সংগ্রহ করার সময় অদৃশ্য ব্লাডের পিছে পাগল হওয়ার আগে আপনাকে অবশ্যই একটা ভালো কবুতরের বৈশিষ্ট্যসমূহ ও কোয়ালিটি জানতে হবে এবং যাচাই করতে হবে। বর্তমান বাজারে বিভিন্ন রকম কবুতরের বিশাল সমাহার। কিন্তু একটু খেয়াল করে দেখবেন একটা বৃহৎ সংখ্যক অনভিজ্ঞ ব্রিডার কবুতর না বুঝেই ব্রিডিং করিয়ে কবুতরের ব্লাডের ১৪ গুষ্টি উদ্ধার করে দিচ্ছে। আর কবুতরের ভিতর যদি খারাপ ব্লাড ঢুকে যায় তাহলে কবুতরের বৈশিষ্ট্য এবং কোয়ালিটিতে ১০০% প্রভাব পড়ে। এখানে একমাত্র বৈশিষ্ট্য ও কোয়ালিটি যাচাই করেই বুঝতে পারবেন যে ঐ কবুতরের ব্রিডিং ঠিক ছিলো কি না?
তাছাড়া আমি বহু প্রমাণ পেয়েছি যে মানুষ ব্লাড ব্লাড করে ছুটে অনেক ঠকেছেন। তাই মুখের পাম শুনে গলে পড়লেন তো ফেসে গেলেন। কিন্তু আপনি যদি কবুতরের কোয়ালিটি যাচাই করতে পারেন এবং ভালো ফ্লায়ার/ব্রিডার কবুতরের বৈশিষ্ট্য বুঝে নিতে পারেন তবে কখনোই আপনাকে ঠকতে হবে না ইনশাআল্লাহ।
আর মেহেরবানী করে কেউ মনে করবেন না যে আমি ব্লাডে বিশ্বাসী না, আমি ব্লাডে(মূল জাতে) বিশ্বাস করি কিন্তু সকল ব্রিডারের ব্লাড লাইনে বিশ্বাস করি না। কারণ সকল ব্রিডার ব্লাডকে সঠিক লাইনে চালাতে পারে না। ব্লাড সঠিক লাইনে চালিয়ে ব্লাড লাইন তৈরী করা অনেক কঠিন বিষয়। আমি নিজেও তা পারি না। আর আমি কবুতর সংগ্রহ করার সময় ব্লাড লাইন নিয়ে কখনো কোনো কথা বলিও না।কারণ অতো বড় ঘিলু আমার নেই, কিন্তু আমি বৈশিষ্ট্য ও কোয়ালিটি যাচাই করে কবুতর সংগ্রহ করে কখনো ঠকিনি।
#উদাহারণঃ কয়েকমাস আগে দৌলতপুর আনিস্ কাকার খাঁচা থেকে মাত্র ৩০০ টাকা দিয়ে মাদি কিনে এনে মাত্র ২ টা বাচ্চা করিয়েই সেট ভেঙে দিয়েছিলাম এবং বলেছিলাম উড়বে ইনশাআল্লাহ। সেই বাচ্চা ৩ পাখে আমি সকাল-বিকাল উড়িয়ে নামিয়েছি। তারপর একদিন তো সন্ধ্যায়ও নামতে পারেনি ঐ ৩ পাখের বাচ্চা। কই আমি তো ঐ কবুতরের ব্লাড লাইন সম্পর্কে ১ টা বিন্দুও জানতাম না শুধু জানতাম ওটা কালশিরা জাতের একটা কবুতর। তাহলে আমি কিভাবে তার বাচ্চা সারাদিন উড়ালাম??
মাথা খাটান, এখনো সময় আছে আন্দাজে কবুতর সংগ্রহ না করে বুঝে বুঝে সংগ্রহ করুন।
ভুলত্রুটি ক্ষমা করবেন, ধন্যবাদ।