নৈশ প্রহরী

নৈশ প্রহরী আসসালামু আলাইকুম,

নৈশ প্রহরী পেইজে আপনাকে স্বাগতম।

এই পেজের মাধ্যমে বেয়ারিশ কুকুর ও বিড়াল দেখাশুনা করা হয় ।

বিস্তারিত জানতে আমাদের পেজে মেসেজ করুন।

If you are upset, who loves a helpless animal will feel better even if you have a little bit
যদি মন খারাপ হয় তাহলে অসহায় জীবজন্তুকে ভালোবাসেন তাহলে আপনার অল্প হলে ও মনটা ভালো লাগবে

02/05/2025
সবাই চায় শহর সুন্দর চকচকে তকতকে হোক..কিন্তু এর সাথে অনেক প্রাণীর ক্ষুধারও সম্পর্ক আছে !   এমন কি কাকের সে কা কা এখন খুব ...
30/04/2025

সবাই চায় শহর সুন্দর চকচকে তকতকে হোক..

কিন্তু এর সাথে অনেক প্রাণীর ক্ষুধারও সম্পর্ক আছে ! এমন কি কাকের সে কা কা এখন খুব কম শোনা যায়।

এমনভাবে প্যাকেট করে উচ্ছিষ্ট খাবার ফেলা হয় যাতে শহর চকচকে তকতকে থাকে! কিন্তু একটু সময় করে উচ্ছিষ্ট খাবারটা যদি মুখগুলোর সামনে দিয়ে দিতেন তাহলে খেয়ে কৃতজ্ঞতার সাথে আপনার দিকে চেয়ে থাকতো ওরা ।ক্ষুধার যন্ত্রণায় এতোটা ব্যাকুল হতে হতোনা !

ক্ষুদা তো সবার লাগে,আপনার আমার ক্ষুদা লাগলে আমরা কিনে খাবো,ওরা তো ইনকাম ও করে না আর কিনে ও খেতে পারে না।আর না পারে মুখে কথা বলতে।আল্লাহর দোহাই ওদের প্রতি মানবিক হোন।

নিশ্চয়ই আল্লাহ এই কাজের উত্তম প্রতিদান আপনাদের দিবেন।ইনশাআল্লাহ।
# প্রচারে:- নৈশ প্রহরী
ছবিটি সংগ্রহীত।

22/04/2025

প্রাণি ও মানবকল্যাণের স্বার্থে বেওয়ারিশ প্রাণিগুলোর যত্ন নেওয়া আমাদের সকলের দায়িত্ব। আমরা সবাই চেষ্টা করি।
কোন হুজুর কিনবা ইমাম সাহেব, বা আলেম সাহেব এ কথা গুলো বলে না
#নৈশ প্রহরী

কুকুর হয়ে  জন্মনেয়া সহজ নয়,দুটো খাবারের জন্য অনেক কিছু করতে হয়,কেউ বোঝে না তাদের চোখের ভাষা,তাকিয়ে থাকে মানুষের মুখের...
21/04/2025

কুকুর হয়ে জন্মনেয়া সহজ নয়,
দুটো খাবারের জন্য অনেক কিছু করতে হয়,
কেউ বোঝে না তাদের চোখের ভাষা,
তাকিয়ে থাকে মানুষের মুখের দিকে,
মুখে শুধু ভাসে খাবারের আশা,
এই বুঝি কেউ খাবার দেবে,এই আশায় তাকিয়ে থাকে,
যেই না গিয়েছে মানুষের একটু কাছে ,মানুষ কে আপন ভেবে?
ওমনি পেয়েছে মার,ঢিল, আর দুর দুর করে তাড়িয়ে দেওয়া,
কেউ বোঝে তাদের কষ্ট ,ভীষণ কষ্ট রে ভাই কুকুর হওয়া
অচ্ছুৎ, অশুচি উপমা পেয়েছে তারা,
কিন্তু কখনও কেউ করেনি তাদের উপকার স্বীকার,
ছায়াতে হোক কিংবা বাড়িতে কিংবা রাস্তায়
একটু বিশ্রাম নেওয়া ও দায় তাদের,
ঝড় ,জল ,বৃষ্টি , রোদ,ঠান্ডা সারা জীবন একই রুটিন
চলো খাবার খুঁজি ,পানি খুঁজি আর খুঁজি একটু আশ্রয়,
হ্যাঁ আমি কুকুর ভাগ্যিস মানুষ নয়,
এত দুঃখের মাঝেও তাই আপন করতে পারি ,ভালবাসতে পারি নিস্বার্থ ভাবে।।
# প্রচারে -ঃ নৈশ প্রহরী

খুলনা  সহ বাংলাদেশের সমস্ত জেলার  মানুষদের অনুরোধ জানাই আপনাদের বাসা / বাড়ির সামনে রাস্তার সাইডে যেকোনো প্লাস্টিকের পাত্...
15/04/2025

খুলনা সহ বাংলাদেশের সমস্ত জেলার মানুষদের অনুরোধ জানাই

আপনাদের বাসা / বাড়ির সামনে রাস্তার সাইডে যেকোনো প্লাস্টিকের পাত্র, মাটির পাত্র, দই এর পাত্রতে এলাকার কুকুর ও বিড়ালদের জন্য পানি ভর্তি করে রাখুন যাতে ওরা পানি খেয়ে বেঁচে থাকতে পারে 🙏🙏

সামনে গ্রীষ্ম কাল আসছে ক্ষুধার্ত অবলা প্রাণী গুলো রাস্তায় এদিকে সেদিকে পানির জন্য খোঁজা খুঁজি করতে থাকবে। পানির পিপাসায় কাঁতরাতে থাকবে। আমরা মানুষ রা পানির দরকার হলে কত ই না পানি ব্যবহার করি পানির কল থেকে। কিন্তু রাস্তায় জন্ম নেয়া ক্ষুধার্ত প্রাণী গুলো পানির পিপাসা পেলে মুখ দিয়ে বলতে পারে না। কারণ ওদের ভাষা অনেকেই বুঝে না।

ওরা বাধ্য হয়ে ড্রেনের দূষিত পানির, কাঁদার ঘোলা পানি খেয়ে রোগ জীবাণু তে আক্রান্ত হয়।

কুকুরকে পানি পান করিয়ে ক্ষমা লাভ : পথিমধ্যে পিপাসার্ত কুকুরকে পানি পান করিয়ে আল্লাহর ক্ষমা লাভ করার বিষয়টি হাদিসে বর্ণিত হয়েছে।
নবী (সা.) বলেন, ‘একদিন এক ব্যক্তি রাস্তায় চলার পথে অত্যন্ত তৃষ্ণার্ত হলো। তারপর একটি কুয়া দেখতে পেয়ে তাতে সে নেমে পড়ল এবং পানি পান করল। ওপরে উঠে এসে সে দেখতে পেল, একটা কুকুর হাঁপাচ্ছে আর পিপাসার দরুন ভিজে মাটি চেটে খাচ্ছে। লোকটি (মনে মনে) বলল, এই কুকুরটির তেমনই পিপাসা পেয়েছে যেমনটি আমার পেয়েছিল।

তারপর সে কুয়ার মধ্যে নামল এবং নিজের মোজা পানিভর্তি করে এনে কুকুরটিকে পান করাল। আল্লাহ তার এই কাজ কবুল করেন এবং তাকে ক্ষমা করে দেন। সাহাবিরা বলল, হে আল্লাহর রাসুল! পশুদের ব্যাপারেও কি আমাদের জন্য পুণ্য রয়েছে? রাসুল (সা.) বললেন, প্রত্যেক দয়ার্দ্র হৃদয়ের অধিকারীর জন্যই পুরস্কার রয়েছে।’ (বুখারি, হাদিস : ৬০০৯)

# অনুরোধে :- নৈশ প্রহরী

15/04/2025

একটু খাবার পেলে খুব খুশিতে ডগমগ হয়ে গেছে

12/04/2025

দুটো খাবার জন্য এরা এদিক ওদিক ছুটে বেড়ায় |দুটো খাবার দেয়া তো দূরে থাক মানুষ এদের একদম দেখতে পারে না |এদের নিয়ে মানুষের অনেক প্রবলেম |কিন্তু মানুষকে নিয়ে এদের কোন প্রবলেম নেই।কিছু কিছু মানুষ তার সন্তানকে শিক্ষা দেয় কুকুর আছে যেওনা কামড়ে দেবে |কিন্তু এই শিক্ষাটা কি দেয় যে মানুষের উপরে বিশ্বাস নেই যে কোন মুহূর্তে মানুষটা শয়তানের রূপ ধরতে পারে | কুকুরে কামড়ালে ভ্যাকসিন নিলে বিপদ কেটে যাবে। কিন্তু মানুষে কামড়ালে সে বিষ কি যাওয়ার |সারাটা জীবন গায়ে দাগ লেগে যাবে |এমনকি জীবন পর্যন্ত সংশয় হয়ে উঠবে |সমাজে মুখ দেখানো যাবে না |তাই যারা শিশুদের মনে কুকুর বিদ্বেষী মনোভাব সৃষ্টি করছেন তাদের জোড়হাত করে বলছি মানুষের রূপটা ও তাদের শিখিয়ে দিন ভবিষ্যতে যাবে কোন বড় বিপদের সম্মুখীন না হয়।😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
# প্রচারে:- নৈশ প্রহরী

কুকুর রেগে গিয়ে বা হিংস্র আচরণ করলে অনেক সময় তাকে "বিসসস্থ" বলা হয় — অর্থাৎ, সে কামড়াতে পারে বা আক্রমণ করতে পারে এমন অবস...
12/04/2025

কুকুর রেগে গিয়ে বা হিংস্র আচরণ করলে অনেক সময় তাকে "বিসসস্থ" বলা হয় — অর্থাৎ, সে কামড়াতে পারে বা আক্রমণ করতে পারে এমন অবস্থায় আছে। কুকুর হঠাৎ বিসসস্থ বা আগ্রাসী হয়ে ওঠার কিছু কারণ নিচে দেওয়া হলো:

🐶 কুকুর বিসসস্থ হওয়ার সাধারণ কারণগুলো:
ভয় বা আতঙ্ক (Fear or Anxiety):
কুকুর যদি কোনো কিছুতে ভয় পায় (অচেনা মানুষ, শব্দ, পরিবেশ), তখন সে আত্মরক্ষার জন্য বিসসস্থ আচরণ করতে পারে।

ব্যথা বা অসুস্থতা:
কুকুর যদি কোথাও ব্যথা পায় বা শরীর খারাপ থাকে, তখন তাকে ছুঁলেই রেগে যেতে পারে।

অঞ্চল বা মালিক রক্ষা (Territorial Behavior):
কুকুর তার এলাকা বা মালিককে রক্ষা করতে চাইলে আগ্রাসী হতে পারে, বিশেষ করে অপরিচিত কেউ কাছে এলে।

প্রশিক্ষণের অভাব:
কুকুর যদি ঠিকভাবে প্রশিক্ষিত না হয়, তাহলে সে ছোট ছোট উসকানিতেও বিসসস্থ আচরণ করতে পারে।

হিট বা প্রজননের সময়:
মাদি কুকুর হিটে থাকলে বা প্রজননের সময় পুরুষ কুকুরদের মধ্যে প্রতিযোগিতা দেখা যায়—এ সময় হিংস্র আচরণ করে।

Rabies বা জলাতঙ্ক রোগ:
যদি কুকুর জলাতঙ্কে (Rabies) আক্রান্ত হয়, তখন সে খুব বিপজ্জনক হয়ে ওঠে। হঠাৎ কামড়ানো, পানি খেতে না চাওয়া, অতিরিক্ত লালা ঝরানো ইত্যাদি লক্ষণ দেখা যায়।

অতীতে খারাপ অভিজ্ঞতা:
কেউ যদি কুকুরটিকে আগে আঘাত করে থাকে, তাহলে সে মানুষের প্রতি ভয় বা আক্রোশ পোষণ করতে পারে।

🧘‍♂️ কুকুরকে শান্ত রাখতে করণীয়:
তাকে ভালোভাবে প্রশিক্ষণ দিন।

তার শারীরিক ও মানসিক স্বাস্থ্য খেয়াল রাখুন।

অপরিচিত মানুষ এলে সাবধান থাকুন, হঠাৎ সামনে আনবেন না।

শরীরের কোনো অস্বাভাবিকতা দেখলে
ভেটেরিনারিয়ান-এর কাছে নিন।

# নৈশ প্রহরী

Address

63/1 OUTter By Pass
Khulna
9100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

01712842957

Alerts

Be the first to know and let us send you an email when নৈশ প্রহরী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share