11/07/2025
ইদানিং খুলনার বিভিন্ন এলাকায় কুকুর বিড়ালের প্রতি অত্যাচার এবং অন্যায় ভাবে হত্যা করতে দেখা যাচ্ছে। সিটি কর্পোরেশন হয়তো নির্বাচিত সরকার না থাকায় ভ্যাকসিনের পদক্ষেপ নিতে পারতেছে না। তাই বলে তো আপনারা কুকুর মেরে ফেলবেন এটা তো কোনো কথা না। খুলনায় বিভিন্ন বেসরকারি সংস্থাগুলো ভ্যাকসিনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে ডোনেশনের টাকায়। তারপরও আপনাদের এত চুলকানি কিসের বুঝিনা। সরকারি আইনের কথা না হয় বাদ দিলাম পশুপাখি প্রেমীদের টার্গেটে পইরেন না কপালে শনি ঘটতে সময় লাগবে না। তার থেকে বড় কথা পশু পাখির অভিশাপ নিয়েন না জীবন ধ্বংস হয়ে যাবে।
এক হাদিসে রাসুলুল্লাহ (সা.) অন্যায়ভাবে প্রাণী হত্যাকারীর শাস্তির কথা বর্ণনা করতে গিয়ে বলেছেন, ‘যে ব্যক্তি চড়ুই বা তার চাইতে ছোট কোনো প্রাণীকে অযথা হত্যা করে, তাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সে সম্পর্কে জিজ্ঞাসা করবেন।