জল বাগিচা

জল বাগিচা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জল বাগিচা, Aquatic Pet Store, Khulna.

06/08/2025

দেড় ফিট সাইজের এই একুরিয়ামটি ফুল সেটআপ সহ খুবই রিজনেবল দামে বিক্রয় করা হবে। যারা ঘরের কোণে একটু সবুজ ছোঁয়া ও জীবিত মাছ ও গাছে এক টুকরো শৈল্পিক একুরিয়াম রাখতে চান, তাদের জন্য এটি নিঃসন্দেহে মানানসই একটি অপশন হতে পারে । অফারটি শুধুমাত্র খুলনা সদর এরিয়ায় অবস্থানরত আগ্রহীদের জন্য প্রযোজ্য। প্রাইস এবং অন্যান্য বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করুন। 🌷

পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজকেই শেষ হচ্ছে  খুলনা সার্কিট হাউজের  বৃক্ষ মেলা।এই বিশেষ দিনে, অতিরিক্ত কোনো মূল্য ছাড়া...
03/08/2025

পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজকেই শেষ হচ্ছে খুলনা সার্কিট হাউজের বৃক্ষ মেলা।
এই বিশেষ দিনে, অতিরিক্ত কোনো মূল্য ছাড়াই বৃক্ষ মেলায় আমাদের সব প্রোডাক্ট পেয়ে যাবেন বিশেষ মূল্য ছাড়ে। মেলা শেষ হলেও আমাদের রেগুলার অনলাইন বিক্রয় কার্যক্রম আগের মতোই চালু থাকবে। আপনাদের প্রয়োজনীয় প্লান্ট পেতে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন । 🌷

02/08/2025

আলহামদুলিল্লাহ!
বৃক্ষ মেলাকে কেন্দ্র করে আমরা অনেকগুলো প্লান্টেড অ্যাকুরিয়াম সেটআপ করেছি। তার মধ্যে এই অ্যাকুরিয়ামটি ছিল আমার সবচেয়ে প্রিয় — আর এটিও সোল্ড আউট হয়ে গেল।
মেলার পুরো কার্যক্রম চলবে ৪ আগস্ট, বিকেল ৫টা পর্যন্ত। এখনো আমাদের স্টলে কিছু আকর্ষণীয় অ্যাকুরিয়াম রয়েছে, যেগুলো আমরা খুবই রিজনেবল প্রাইজে সেল করে দিচ্ছি।
যারা এখনো আসেননি, তাদের বলবো—দেরি না করে চলে আসুন আমাদের স্টলে। প্রিয় অ্যাকুরিয়ামটি হয়তো আপনার জন্যই অপেক্ষা করছে । 🌷

বৃক্ষ মেলার সব ব্যস্ততার মাঝেও আমাদের প্রতিদিনের কুরিয়ারে প্রোডাক্ট পাঠানোর কার্যক্রম নিয়মিতভাবে চলমান রয়েছে। আপনাদের...
01/08/2025

বৃক্ষ মেলার সব ব্যস্ততার মাঝেও আমাদের প্রতিদিনের কুরিয়ারে প্রোডাক্ট পাঠানোর কার্যক্রম নিয়মিতভাবে চলমান রয়েছে। আপনাদের প্রয়োজনীয় অ্যাকোয়াটিক প্লান্ট'স অর্ডার করতে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন। আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পণ্য পৌঁছে দিচ্ছি দেশের সমগ্র স্থানে। 🌸

31/07/2025

#আগামীকাল_শুক্রবার_আমাদের_গ্রীনহাট_জলবাগিচার_স্টলে_থাকছে_সকল_দর্শনার্থীদেরজন্য_বিশেষ_উপহার।
আমাদের স্টলে আসলেই উপহার হিসেবে পেয়ে যাবেন থাইল্যান্ডের বিখ্যাত মিষ্টি পান গাছের কাটিং ,যা সাচি পান নামেও পরিচিত। এই উপহার আয়োজন শুধুমাত্র আগামীকাল শুক্রবারের জন্যই। তাই দেরি না করে আপনার প্রিয়জনদের সঙ্গে নিয়ে চলে আসুন খুলনা সার্কিট হাউজে আয়োজিত বৃক্ষ মেলায় জলবাগিচার স্টলে স্টলে। ❤️

বৃক্ষ মেলার সব ব্যস্ততার মাঝেও আমাদের প্রতিদিনের কুরিয়ারে প্রোডাক্ট পাঠানোর কার্যক্রম নিয়মিতভাবে চলমান রয়েছে। আপনাদের...
30/07/2025

বৃক্ষ মেলার সব ব্যস্ততার মাঝেও আমাদের প্রতিদিনের কুরিয়ারে প্রোডাক্ট পাঠানোর কার্যক্রম নিয়মিতভাবে চলমান রয়েছে। আপনাদের প্রয়োজনীয় অ্যাকোয়াটিক প্লান্ট'স অর্ডার করতে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন। আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পণ্য পৌঁছে দিচ্ছি দেশের সমগ্র স্থানে।

Pretty little baby. 🌸
30/07/2025

Pretty little baby. 🌸

29/07/2025

অনেকেই আমাদের স্টলের কাঁকড়ার সেটআপটি দেখে আগ্রহ নিয়ে কাঁকড়াগুলো খুঁজতে থাকেন, কিন্তু মেলার ভিড় ও কোলাহলের মধ্যে সহজে এদের দেখা মেলে না। আমার সাথেও প্রতিনিয়ত এমনটাই ঘটে।
যখন স্টলের পরিবেশ একেবারে নিস্তব্ধ হয়ে যায়, তখনই তারা ধীরে ধীরে বের হয়। এদের ক্যামেরাবন্দি করা সত্যিই খুব কঠিন। দীর্ঘ প্রতীক্ষার পর আজ একটু সুযোগ পেয়েছি ভিডিও করার।
সংখ্যায় তারা অনেক হলেও বাসা থেকে খুব কমই বের হয়। কেবলমাত্র ক্ষুধা লাগলে এবং চারপাশ একেবারে শান্ত হলে এদের দেখা মেলে। 🥰

খুলনা সার্কিট হাউজে অনুষ্ঠিত বৃক্ষ মেলা ২৭ জুলাই পর্যন্ত চলার কথা থাকলেও বন বিভাগ ও নার্সারি মালিক সমিতির সম্মিলিত উদ্যো...
28/07/2025

খুলনা সার্কিট হাউজে অনুষ্ঠিত বৃক্ষ মেলা ২৭ জুলাই পর্যন্ত চলার কথা থাকলেও বন বিভাগ ও নার্সারি মালিক সমিতির সম্মিলিত উদ্যোগে মেলার সময়সীমা আরও সাত দিন বৃদ্ধি করা হয়েছে। মেলা চলবে আগামী ৩ আগস্ট পর্যন্ত । চমৎকার লুকের এই প্লান্টেড একুরিয়াম গুলো পেয়ে যাবেন বৃক্ষ মেলায় াগিচার স্টলে । আমাদের স্টলে রয়েছে অসংখ্য জলজ গাছের সমাহার। এছাড়াও বিভিন্ন প্রকার ইনডোর প্লান্ট সহ বিভিন্ন প্রজাতির ফুল ও ফলের গাছ ।
প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত আমাদের স্টল খোলা থাকবে ।
আপনারা সকলে আমন্ত্রিত।

মেলা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে, অথবা অনলাইনে একোয়াটিক প্লান্ট'স অর্ডার করতে আমাদের পেজে ভিজিট করুন
:https://www.facebook.com/share/19qAK8sZA2/

খুলনা সার্কিট হাউজে আয়োজিত বৃক্ষ মেলায়  াগিচার স্টলে রেডি প্লান্টেড অ্যাকুরিয়ামের পাশাপাশি আলাদাভাবে শুধুমাত্র প্লান্...
28/07/2025

খুলনা সার্কিট হাউজে আয়োজিত বৃক্ষ মেলায় াগিচার স্টলে রেডি প্লান্টেড অ্যাকুরিয়ামের পাশাপাশি আলাদাভাবে শুধুমাত্র প্লান্ট'স কেনার সুযোগও রয়েছে। আপনার শখের অ্যাকুরিয়ামটি সাজাতে আমাদের স্টল থেকে আপনার পছন্দের জলজ গাছ সংগ্রহ করতে পারেন।
গত ২৭ জুলাই মেলা শেষ হওয়ার কথা থাকলেও, নার্সারি মালিক সমিতি ও বন বিভাগের যৌথ উদ্যোগে মেলার সময়সীমা ৩ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।
আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি—মেলায় এসে #জলবাগিচার’ স্টল থেকে আপনার পছন্দের জলজ গাছ সংগ্রহ করুন এবং আপনার অ্যাকুরিয়ামকে আরও প্রাণবন্ত করে তুলুন ।

19/07/2025

বৃক্ষ মেলার ব্যস্ততার মধ্যেও প্রতিদিন আমাদের কুরিয়ারের মাধ্যমে গাছ পাঠানোর কার্যক্রম অব্যাহত আছে। এই ব্যস্ত সময়ে অনেকেই বারবার মেসেজ করছেন, কিন্তু আমরা সঠিক সময়ে উত্তর দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত।
আপনাদের যদি কোনো অ্যাকোয়াটিক প্ল্যান্টের প্রয়োজন থাকে, তাহলে ইনবক্সে জানাতে পারেন। ইনশাআল্লাহ, প্রয়োজনীয় গাছগুলো যথাসময়ে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে।
এছাড়াও, সরাসরি গাছ দেখে নিতে চাইলে খুলনা সার্কিট হাউজে আয়োজিত বৃক্ষ মেলায় আমাদের "জলবাগিচা" স্টলে চলে আসতে পারেন। এখান থেকেই আপনি আপনার পছন্দের গাছটি বেছে নিতে পারবেন ।

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when জল বাগিচা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share