09/10/2025
একটি সতর্কতামূলক পোস্ট:-
সমসাময়িক সময় লক্ষণীয় অনেকেই তাদের প্রোফাইলে বিভিন্ন এডিট করা নেট পিক পোস্ট করে থাকেন যেগুলা দেখতে অনেক আকর্ষণীয় ও টপ ক্লাসের হয়ে থাকে।
অনেক নতুন বা সাধাসিধা কবুতর পালক আইডিয়া রাখেন না যে এগুলা নেট পিক বা এডিট করা পিক।
ফলে অনেকেই ওই কবুতর অথবা তার বাচ্চা সংগ্রহ করার জন্য আগ্রহ করে থাকেন।
এদিকে কিছু অসাধু লোক ওই কবুতর তার ঘরে আছে বা জাত ঘরে আছে বলে বাচ্চা বিক্রি করেছেন এ সম্পর্কে আমি সত্যতাও পেয়েছি।
এবং আপনারা এটাও জেনে রাখুন এমন এখন হর হামেশাই হচ্ছে, মোরগ দেখায় ডাল খাওয়ায় দিচ্ছে।
সাধারণ কবুতর পালকেরা যাতে প্রতারিত না হয় সেজন্য আমার পোস্টটি করা।
অবশ্যই আপনার প্রোফাইলে আপনার যেটা খুশি আপনি সেটা পোস্ট করতে পারেন। তবে যারা নেট পিঠ পোস্ট করেন হর হামেশা তারা যদি এটা উল্লেখ করে দেন তাহলে অনেকের ই বোঝার জন্য সুবিধা হয়। আর যারা নেটপিক ব্যবহার করে প্রতারণা করেছেন বা করছেন তাদেরকে এগুলো না করার জন্য অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদ সবাইকে।