12/08/2023
Cleanliness is key to keep your Birds Healthy
এমন বৃষ্টি ভেজা আবহাওয়ায় আমাদের আদরের পাখির যত্নে কি কি করা যেতে পারে ❓
এখন যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে তাই মাটির পাত্রে, সীডমিক্সে, ব্রীডিং বক্সে, খাচার ট্রে তে খুব সহজেই হতে পারে ফাঙ্গাস।
১.আপনারা যারা পাখিকে মাটির পাত্রে খাবার খেতে দেন এ বিষয়টি লক্ষ্য রাখবেন। ভালো করে সাবান পানিতে ধুয়ে চুলার আগুনে শুকিয়ে নিতে পারেন (যেহেতু এখন রোদ কম)। উত্তপ্ত মাটির পাত্র বেশ অনেকক্ষণ গরম থাকে তাই পুরোপুরি ঠান্ডা করে তারপর পাখিকে সেই পাত্রে খেতে দিবেন।
২. খাবার পানি প্রতিদিন নিয়মিত পরিবর্তন করে দিতে হবে।
৩. খাচার ট্রে পরিষ্কার করে কোন ডিজইনফেক্ট দিয়ে স্প্রে করে দিতে পারেন।
৪. কাঠের ব্রীডিং বক্সে ফাঙ্গাস পড়তে পারে। সে ক্ষেত্রে বক্সটিকে ডিজইনফেক্ট দিয়ে স্প্রে করে মুছে পুরোপুরি শুকিয়ে নিতে হবে।
৫. সীডমিক্স কড়া রোদে ভালোভাবে শুকানোর চেষ্টা করতে হবে। একান্তই তা সম্ভব না হলে চুলায় অল্প তাপে সীডমিক্স কিছুক্ষণ রেখে নেড়েচেড়ে ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিতে পারেন।
৬. এ সময়ে পাখির জন্য তৈরি সফ্টফুড ও এগফুড এক থেকে দুই ঘন্টার বেশি রাখা যাবে না।
৭. এমন প্রতিকূল আবহাওয়ায় আপনার পাখিকে অ্যাপেল সাইডার ভিনেগার(ACV) দিতে পারেন (10ml/littre water).
আপনি আপনার পাখিকে সুস্থ রাখার জন্য কি কি করেন❓ আর কি কি করা যেতে পারে❓ আপনার একটি মতামত অন্যদের পাখি সুস্থ রাখতে আরও সাহায্য করবে। তাই আপনার মূল্যবান মতামত দিতে ভুলবেন না। 😊