PetN Perks

PetN Perks The Ultimate Supplystore For Your Pets. Contact : 01601663169 Whatsapp & Hotline

✨ক্যাট টিপস!জানেন কি? বিড়ালরা সাধারণত উঁচু জায়গা ভালোবাসে! 🪴🐈‍⬛বাড়িতে ক্যাট ট্রি বা তাক বসান যেন আপনার বিড়ালটি উঠে বসতে ...
06/07/2025

✨ক্যাট টিপস!
জানেন কি? বিড়ালরা সাধারণত উঁচু জায়গা ভালোবাসে! 🪴🐈‍⬛
বাড়িতে ক্যাট ট্রি বা তাক বসান যেন আপনার বিড়ালটি উঠে বসতে পারে — এতে ওরা নিরাপদ বোধ করে এবং মন ভালো থাকে! 💚 🎊

৫ মাসের বাচ্চা বিড়ালটিকে রড দিয়ে নির্মম ভাবে পেটালো Grameenphone কর্পোরেট দম্পতি ও তাদের গৃহকর্মী!আজকের দিনটি ইলমার জীবন...
13/05/2025

৫ মাসের বাচ্চা বিড়ালটিকে রড দিয়ে নির্মম ভাবে পেটালো Grameenphone কর্পোরেট দম্পতি ও তাদের গৃহকর্মী!

আজকের দিনটি ইলমার জীবনের সবচেয়ে ভয়ানক ও কষ্টদায়ক একটি দিন হয়ে থাকবে। রাজধানীর অভিজাত এলাকা বসুন্ধরা রেসিডেনসিয়াল এরিয়াতে ঘটে যাওয়া এক নির্মম ঘটনার শিকার হয়েছে তার ৫ মাস বয়সী আদরের বিড়ালটি। একটি ছোট্ট, নিরীহ প্রাণী—যাকে ইলমা রাস্তায় আহত অবস্থায় উদ্ধার করেছিলেন, যাকে স্নেহে বড় করে তুলছিলেন, আজ তাকে প্রায় মেরে ফেলা হলো।

ঘটনা ঘটেছে দুপুর ২:৩০টার দিকে। ইলমার ছোট ভাই স্কুল থেকে ফিরে একটি বিড়ালের করুণ কান্নার শব্দ শুনে তাকে জানায়। আতঙ্কিত ইলমা ছুটে যান উপরের তলায়। গিয়ে দেখেন প্রতিবেশী কাজী হাসান মাহমুদ (ডেপুটি ডিরেক্টর, গ্রামীণফোন) এবং তার স্ত্রী ফারহানা খানম (অরিস্টো ফার্মার উচ্চপদস্থ কর্মকর্তা) -এর বাসার দরজা খোলা, এবং তাদের গৃহকর্মী মজিদা একটি সাদা বিড়ালকে ধাতব রড দিয়ে নির্মমভাবে পেটাচ্ছে।

ইলমা ছুটে গিয়ে বিড়ালটিকে রক্ষা করেন, এবং তখনই বুঝতে পারেন—এই নির্যাতনের শিকার বিড়ালটি তারই আদরের শিশু বিড়াল, মাত্র ৫ মাস বয়সী। ও কাঁপছিল, কাঁদছিল, চলতে পারছিল না, আর নাক দিয়ে রক্ত ঝরছিল। মাত্র কয়েক মিনিটেই এত নির্মম অত্যাচার?

এই প্রথম নয়!
প্রায় ৬ মাস আগে, একই পরিবার ইলমার আরেকটি বিড়ালকে ৮ তলা থেকে নিচে ফেলে দিয়েছিল। সেই বিড়ালটি ৯ মাস চিকিৎসার পরও শেষ পর্যন্ত মারা যায়। সেই ঘটনার পরেও ইলমা চুপ ছিলেন। কিন্তু এবার, আর নয়।

ধর্ম আর দয়ালুতা শুধুই মুখের কথা?
এই পরিবারটি নিজেদের সবসময় খুব ধর্মপ্রাণ, সদয়, ভদ্র বলে দাবি করে। অথচ প্রিয় নবী মুহাম্মদ (সঃ) নিজে বিড়ালকে ভালোবাসতেন, যত্ন নিতেন। তাহলে, কিভাবে ধর্মের কথা বলে এরা একটি অসহায় প্রাণীকে এভাবে নির্যাতন করে?

প্রমাণ ও স্বীকারোক্তি:
ইলমার হাতে রয়েছে ভিডিও ফুটেজ, সিসিটিভি ক্লিপস, ছবি এবং গৃহকর্মী মজিদার নিজের মুখে দেওয়া স্বীকারোক্তি—সে ভবনের নিরাপত্তা প্রহরীদের সামনে বলেছে যে, “ফারহানা ম্যাডামই তাকে বিড়ালটিকে মারতে বলেছে।”

বিচার চাইলে হুমকি!
ইলমা যখন প্রতিবাদ করতে যান, শান্তভাবে কথা বলতে চান, তখন ওই দম্পতি উত্তেজিত হয়ে গালিগালাজ করতে শুরু করে, মামলা করার হুমকি দেয় এবং ইলমাকে শারীরিকভাবে আঘাত করার চেষ্টা করে।
এই কি সভ্যতা? এই কি শিক্ষিত সমাজ?

এই ঘটনা মানবতার বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, নৈতিকতার বিরুদ্ধে। এই অপরাধের বিচার চাই—আইনগত ব্যবস্থা চাই।

বিড়ালটি এখন চিকিৎসাধীন, মৃত্যুর সাথে লড়ছে। আর ইলমা লড়ছেন—ন্যায়বিচারের জন্য, প্রাণীদের অধিকার রক্ষার জন্য।

Its time to see , If Grameenphone actually cares about animals or its all just for show.

Kazi Hasan Mahamood (Deputy Director of Grameenphone) and his family are Animel killers

if you truly care about animals . you should rise your voice against the cruelty.

নরম ছোঁয়ায় , প্রাকৃতিক যত্নে বেঙ্গল পেট অয়েল, আপনার বিড়াল ও কুকুরের ত্বকের সেরা বন্ধু।💠সেরা সব কালেকশন এখন পেট এন পা...
29/04/2025

নরম ছোঁয়ায় , প্রাকৃতিক যত্নে বেঙ্গল পেট অয়েল, আপনার বিড়াল ও কুকুরের ত্বকের সেরা বন্ধু।💠
সেরা সব কালেকশন এখন পেট এন পার্কস এ😉




গ্রীষ্মকাল মানে রোদ, দীর্ঘ দিন এবং হিটস্ট্রোকের ঝুকি! এই ঝুকি কমাতে কিছু টিপস এবং সাজেশন যা আপনার জানা জরুরি। গরমের দিনে...
24/04/2025

গ্রীষ্মকাল মানে রোদ, দীর্ঘ দিন এবং হিটস্ট্রোকের ঝুকি!
এই ঝুকি কমাতে কিছু টিপস এবং সাজেশন যা আপনার জানা জরুরি।

গরমের দিনে আপনার বিড়ালকে ঠান্ডা, সতেজ এবং সুস্থ রাখার কিছু কার্যকর পরামর্শ নিচে দেওয়া হলো:

১. পানি পান নিশ্চিত করুন
বিড়ালরা অনেক সময় পানি খেতে চায় না। তাই:

ঘরের বিভিন্ন জায়গায় ঠান্ডা, পরিষ্কার পানি দিন।

চলমান পানির জন্য ওয়াটার ফাউন্টেন ব্যবহার করতে পারেন।

ওয়েট ফুড তাদের ডায়েটে যুক্ত করুন যাতে হাইড্রেশন বাড়ে।

২. গ্রীষ্মকালের জন্য ডায়েটে পরিবর্তন আনুন
এই সময়ে বিড়ালের খাওয়ার রুচি কমে যেতে পারে:

প্রোটিনসমৃদ্ধ ও কম চর্বিযুক্ত খাবার দিন।

ওয়েট ফুড যোগ করুন পানির ঘাটতি পূরণে।

একবারে বেশি খাবার না দিয়ে অল্প অল্প করে বারবার দিন।

ত্বক ও লোমের যত্নে ওমেগা-৩ সাপ্লিমেন্ট দিতে পারেন।

টিপস: ওয়েট ফুড বেশি সময় বাইরে রাখবেন না — দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।

৩. ঠান্ডা ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করুন
সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে বাইরে বের হওয়া এড়িয়ে চলুন।

ঘরে ফ্যান বা এয়ার কন্ডিশনার চালু রাখুন।

ঠান্ডা ম্যাট বা ঠান্ডা পানির বোতল তোয়ালে জড়িয়ে দিন শোবার জন্য।

৪. নিয়মিত গ্রুমিং করুন
অতিরিক্ত লোম সরাতে ব্রাশ করুন।

লম্বা লোমের বিড়ালের লোম সামান্য ছেঁটে দিন (সম্পূর্ণ শেভ না করার পরামর্শ)।

গিঁট পড়া লোম গরম আটকাতে পারে — খেয়াল রাখুন।

৫. পোকামাকড় থেকে সুরক্ষা
গ্রীষ্মে ফ্লি ও টিকের আক্রমণ বেশি হয়।

ভেটেরিনারির পরামর্শ অনুযায়ী প্রতিরোধমূলক ওষুধ ব্যবহার করুন।

বাইরে গেলে ত্বক পরীক্ষা করে নিন।

৬. হিটস্ট্রোকের লক্ষণ চিনে নিন
যদি আপনার বিড়াল:

অতিরিক্ত হাঁপায়

খুবই অলস হয়ে পড়ে

লালা ঝরায় বা বমি করে

মাড়ি বা জিভ লাল হয়ে যায়

তা হলে সঙ্গে সঙ্গে ঠান্ডা জায়গায় নিয়ে যান এবং দ্রুত ভেটেরিনারির সাথে যোগাযোগ করুন।

৭. স্বাস্থ্য পরীক্ষা ও নিয়মিত যত্ন
গ্রীষ্মের শুরুতে একবার স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিন।

ভ্যাকসিন এবং ওষুধ নিয়মিত দিন।

লিটার বক্স পরিষ্কার রাখুন, যাতে ব্যাকটেরিয়া না জন্মায়।

৮. নিরাপদ বাইরের সময়
যদি বিড়াল বাইরে যেতে চায়:

সকাল বা সন্ধ্যায় বাইরে যেতে দিন।

ছায়াযুক্ত জায়গা ও পানি যেন পাওয়া যায় নিশ্চিত করুন।

হালকা রঙের বিড়ালের কানে ক্যাট-সেফ সানস্ক্রিন ব্যবহার করুন।

৯. বিড়ালকে গাড়ির মধ্যে রেখে যাবেন না
গাড়ির ভিতরে তাপমাত্রা খুব দ্রুত বেড়ে যায় — এমনকি জানালা খোলা থাকলেও। কয়েক মিনিটেই এটা মারাত্মক হয়ে উঠতে পারে। তাই বিড়ালকে কখনো গাড়িতে একা রেখে যাবেন না।

শেষ কথা: সুস্থ বিড়াল মানেই সুখী বিড়াল
সঠিক যত্নে গ্রীষ্মকাল বিড়ালের জন্যও মজাদার হতে পারে। পানি, পুষ্টিকর খাবার এবং সুরক্ষার দিকে খেয়াল রাখলেই আপনার প্রিয় পোষা প্রাণীটি নিরাপদ ও আনন্দে থাকবে। PetN Perks সব সময় আপনার পাশে, আপনার পোষা প্রাণীর জন্য সেরা পণ্য এবং পরামর্শ নিয়ে।




সবচেয়ে ভয় লেগেছিলো তখনই, যখন দেখতে পেলাম বাইরে থেকে সাদা বিড়ালটা লরাকে ডাকতে ডাকতে গ্রিলের ভেতর দিয়ে পা ঢুকিয়ে দেয়। ঘুমি...
23/04/2025

সবচেয়ে ভয় লেগেছিলো তখনই, যখন দেখতে পেলাম বাইরে থেকে সাদা বিড়ালটা লরাকে ডাকতে ডাকতে গ্রিলের ভেতর দিয়ে পা ঢুকিয়ে দেয়। ঘুমিয়ে ছিলাম—হঠাৎ খচ খচ আওয়াজে ঘুম ভাঙে। ভেবেছিলাম লরা হয়তো স্ক্র্যাচ বোর্ডে আঁচড় কাটছে।

রুমের জানালা সবসময় খোলা থাকে, কিন্তু গ্রিলের উপর মজবুত নেট থাকায় কোনো বিড়াল বের হতে পারে না। চোখ খুলে দেখি, গতকালের সেই মুখে দাগওয়ালা সাদা বিড়ালটা অর্ধেক শরীর জানালার ভেতরে, নেটের ফাঁকে ঢুকিয়ে ফেলেছে একটা থাবা—আর লরার দিকে ইঙ্গিত করছে।

আমি তাড়াতাড়ি গিয়ে ওটাকে টেনে বের করার চেষ্টা করি, কিন্তু তখনই ওর নখে আমার হাতে আট-দশটা আঁচড় পড়ে, রক্তে হাতটা ভিজে যায়। বিড়ালটা কিছু একটা ফিসফিস করে বলে, কিন্তু শব্দটা স্পষ্ট নয়। মনে হল, ও বলল, “সে আমাদের নয়... তাকে ফেরত দাও...”

লরার দিকে তাকিয়ে দেখি, ও থেমে গেছে, একদম নিস্তব্ধ। ওর চোখে একটা ফাঁকা চাহনি, যেন কিছু মনে করার চেষ্টা করছে। পর মুহূর্তে ও হঠাৎ ফোঁস করে ওঠে—যেভাবে কখনো দেখিনি ওকে।

রাত যত গভীর হচ্ছিল, লরা যেন তত বেশি অচেনা হয়ে যাচ্ছিল। খাওয়া-দাওয়া বন্ধ, গোঙানির মতো অদ্ভুত আওয়াজ, এবং ঘরের কোণায় বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা।

পরদিন সকালে দরজার নিচে একটা পুরনো কাগজ পেলাম। ছেঁড়া, ছোপ ছোপ দাগ, আর তাতে লেখা:

“লরা আসল নয়।
ও ছিল আমাদের দলের।
তুমি চুরি করেছো ওকে।”

আমি ফ্ল্যাশব্যাকে চিন্তা করি—সেই রাতে রাস্তা থেকে লরাকে নিয়ে এসেছিলাম, ছোট্ট খুপরি মতো দোকানের পাশ থেকে। ওর শরীরটা তখন কাঁপছিল, আর পিছনে দাঁড়িয়ে ছিল এক সাদা বিড়াল। আমি ভয় পেয়েই দৌড়ে পালিয়ে এসেছিলাম, আর লরাকে নিয়ে এসেছিলাম বাসায়।

তখন আমি বুঝলাম, আমি হয়তো একটা চুক্তি ভেঙে ফেলেছি।
ওরা লরাকে ফেরত চাইছে। কিন্তু এখন ও আমার—আমার ঘরের, আমার সময়ের অংশ।

আর আজ রাতে জানালার বাইরে ছয়টা সাদা বিড়াল দাঁড়িয়ে ছিল। সবাই একসাথে তাকিয়ে আছে। মুখে কেমন এক দুঃখ আর রাগ মিশ্রিত অভিব্যক্তি।

আর লরা? সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই চুলকাচ্ছে—কিন্তু আয়নায় তার প্রতিবিম্বটা হঠাৎ পলক ফেলে না।

তাহলে বলো, তুমি হলে কী করতে? সত্যি যদি একদিন বুঝতে পারো, তোমার প্রিয় পোষা প্রাণীটি কোনোদিনই ‘তোমার’ ছিল না—তুমি কী করবে?
পালাবে? নাকি ওর পাশে দাঁড়িয়ে অপেক্ষা করবে, শেষ ডাকের?




হেই হুম্যান, তোমার লোমশ বন্ধুর জন্য কি একটা টয় কিনতে ইচ্ছা করছে না? অথবা ট্রিট?তাহলে আর দেরি কেন! PetN Perks-এ চলে এসো, ...
16/04/2025

হেই হুম্যান, তোমার লোমশ বন্ধুর জন্য কি একটা টয় কিনতে ইচ্ছা করছে না? অথবা ট্রিট?
তাহলে আর দেরি কেন! PetN Perks-এ চলে এসো, এখানে আছে দারুন দারুন খেলনা, সুস্বাদু ট্রিটস আর হাসিখুশি পেটসের এক রাজ্য জিনিসপত্র!

তোমার পেট বাবুর ছবি কমেন্টে শেয়ার করো—কিউট সব ছবিগুলোর মধ্যে থেকে একটি বন্ধু পেয়ে যাবে দারুন কিছু সারপ্রাইজ গিফট !

#লোমশবন্ধু

নব আলোর সুরে বাজুক বসুন্ধরার বীণা,নববর্ষে জাগুক প্রাণ, মুছে যাক সব দুঃখ-জীর্নতাপ্রেমে ও শান্তিতে ভরে উঠুক বিশ্বভুবন,মানব...
14/04/2025

নব আলোর সুরে বাজুক বসুন্ধরার বীণা,
নববর্ষে জাগুক প্রাণ, মুছে যাক সব দুঃখ-জীর্নতা
প্রেমে ও শান্তিতে ভরে উঠুক বিশ্বভুবন,
মানবতা হোক শ্রেষ্ঠ ধর্ম — এ হোক নব দিনের জয়গান।

#শুভনববর্ষ


🎉দেশের সেরা দামে  সেরা ক্যাটফুড ব্র‍্যান্ড নিন PetN Perks  থেকে আর সেভিং করুন প্রত্যেক পার্চেস এ ✨✨✨
13/04/2025

🎉দেশের সেরা দামে সেরা ক্যাটফুড ব্র‍্যান্ড নিন PetN Perks থেকে আর সেভিং করুন প্রত্যেক পার্চেস এ ✨✨✨


যার নাম ফিলিস্তিন হবেনা কেনো তুমি স্বাধীন, ফিলিস্তিন ফিলিস্তিন দেখবো আমরা নতুন দিন।
07/04/2025

যার নাম ফিলিস্তিন হবেনা কেনো তুমি স্বাধীন,
ফিলিস্তিন ফিলিস্তিন দেখবো আমরা নতুন দিন।




বিড়ালটি হারিয়েছে ঝুমঝুমপুর, বর্ডারগার্ড পাবলিক স্কুল এলাকায়।কেউ খোজ পেয়ে থাকলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হলো।
06/04/2025

বিড়ালটি হারিয়েছে ঝুমঝুমপুর, বর্ডারগার্ড পাবলিক স্কুল এলাকায়।কেউ খোজ পেয়ে থাকলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হলো।

Wishing Eid Mubarak to everyone from PetN Perks✨🌙
31/03/2025

Wishing Eid Mubarak to everyone from
PetN Perks
✨🌙


Ramadan Kareem ✨PetN Perks wishing you Ramadan Mubarak. Some conceptual imaginary photos of cat, kittens and cat couples...
15/03/2025

Ramadan Kareem ✨
PetN Perks wishing you Ramadan Mubarak.
Some conceptual imaginary photos of cat, kittens and cat couples having Iftar. 💖



Address

Police Line Talikhola
Jessore

Alerts

Be the first to know and let us send you an email when PetN Perks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PetN Perks:

Share