Golden Wings

Golden Wings Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Golden Wings, Pet service, Jatrabari.

My baby's ❤️‍🔥
05/07/2025

My baby's ❤️‍🔥

🤎
21/05/2024

🤎

15/05/2024

ইট কংক্রিটের শহরে যারা বাস করে তারাই উপলব্ধি করতে পারে গ্রামের উদার প্রকৃতিতে কতটা শান্তি বিরাজ করে।
সবুজ ফসলের মাঠে দক্ষিণা বাতাস ঢেউ খেলে যায়, যার বুক চিড়ে বয়ে চলে প্রবাহমান নদী। তটের ধারে সাদা কাশফুলের সারি আর আকাশ জুড়ে হাজারো পাখির কলরব।বার বার হারাতে ইচ্ছে করে সেই মুগ্ধতায়।

এই শহরে তা পাওয়ার উপায় কোথায়? তাই চেয়েছিলাম অন্তত পাখির গান শুনে যেন ঘুম ভাঙ্গে। এই কারণে ২ জোরা পাখি কিনে নিয়ে আসছিলাম ।আলহামদুলিল্লাহ এখন আমার বারান্দা পুরটাই তাদের দখলে।

বাজরিগর পরিচিত একটি পোষা পাখি। আমেরিকায় লিট্টল প্যারাকিট নামে পরিচিত। এছাড়াও এই পাখি বাজী বা শেল প্যারাকিট, ক্যানারী প...
08/05/2024

বাজরিগর পরিচিত একটি পোষা পাখি। আমেরিকায় লিট্টল প্যারাকিট নামে পরিচিত। এছাড়াও এই পাখি বাজী বা শেল প্যারাকিট, ক্যানারী প্যারট, জেব্রা প্যারট, কমন পেট প্যারাকিট, আন্ডুলেটেড প্যারাকিট বাজরীগার এবং বদরী নামেও পরিচিত। বাজরিগার পাখি প্রধানত অস্ট্রেলিয়ার পূর্ব ও দক্ষিণ-পশ্চিম উপকূল অঞ্চলসহ সমগ্র বনাঞ্চলে দেখা যায়। এছাড়াও তাস্মেমিয়া এবং এর প্রতিবেশী কয়েকটি দেশেও এর বিস্তার আছে। সাধারনত বন্য বাজেরীগার লম্বায় প্রায় ৬.৫ – ৭ ইঞ্চি এবং খাঁচায় প্রায় ৭ – ৮ ইঞ্চি। এদের ওজন সাধারণত বন্য বাজরিগার ২৫ – ৩৫ গ্রাম এবং খাঁচায় ৩৫ – ৪০ গ্রাম পর্যন্ত হয়। পূর্ণবয়স্ক পুরুষ বাজরিগারের নাকের ছিদ্রের চারপাশে নীল রংয়ের ঝিল্লি থাকে। এই ঝিল্লি কপাল ও ঠোঁটের মাঝে নাকের ছিদ্রসহ বিস্তৃত।পূর্ণবয়স্ক স্ত্রী বাজরিগারের নাকের ছিদ্রের চারপাশে বাদামি রংয়ের ঝিল্লি দিয়ে ঘেরা থাকে। এই ঝিল্লি কপাল ও ঠোঁটের মাঝে নাকের ছিদ্রসহ বিস্তৃত। সাধারণত ৮-৯ মাস বয়সে এরা প্রাপ্তবয়স্ক হয়। এরা এক সাথে ৮-১৩ টি ডিম পাড়ে। এই পাখি ডিম দেয়ার সময়ে এদের নির্জন জায়গায় রাখতে হবে। ডিম থেকে বাচ্চা ফুটতে ১৮দিন সময় লাগে। ছোট প্রজাতির এই পাখিটি এর বুদ্ধিমত্তার জন্য জনপ্রিয়। শ্রবণ ক্ষমতা অনেক ভাল। খুব সহজে বড় শব্দ বা বাক্য মনে রাখতে পারে। মালিকের থেকে কোন শব্দ শোনা মাত্র এরা মনে রাখতে পারে এবং বার বার তা বলতে থাকে। এদের গড় আয়ু ৪-৫ বছর এবং খাঁচায় ১০-১২ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে।

Address

Jatrabari

Telephone

+8801912833459

Website

Alerts

Be the first to know and let us send you an email when Golden Wings posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category