26/09/2025
বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার; Wellness Center, Gazipur ফ্রি র্যাবিস ভেক্সিনেশন ক্যাম্পেইন করতে যাচ্ছে । প্রাণীদের ফ্রি জলাতঙ্ক টিকা দিবে।
২৮ সেপ্টেম্বর: সকাল ১০ টা থেকে রাত ৮ টা। সপ্তাহব্যাপী চলবে এই ফ্রি Campaign.
শর্ত: আপনাদের অবশ্যই উল্লেখিত সময়ের মধ্যে উপস্থিত থাকতে হবে।
আমাদের ফেসবুকে অথবা উল্লেখিত নাম্বারে হুয়াটস ম্যাসেজে আপনি কতগুলো প্রানিকে টিকা দিতে চাচ্ছেন উল্লেখ করে ম্যাসেজ দিবেন।
ভ্যাক্সিন দেওয়ার পূর্বে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। যেমনঃ প্রাণীটিকে অবশ্যই সুস্থ হতে হবে, ৩ মাসের বেশি বয়স হতে হবে, প্রেগন্যান্ট বিড়ালকে ভ্যাক্সিন দেওয়া যাবে না। এই ক্যাম্পেইনের উদ্দেশ্য হচ্ছে প্রানির প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা ও জনসচেতনতা বৃদ্ধি, কারন জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ যা মানুষেরও হতে পারে।এই রোগের লক্ষন প্রকাশ পেলে মৃত্যু অনিবার্য, টিকাই একমাত্র সমাধান। আসুন সচেতন হই প্রিয় প্রাণীকে সুরক্ষিত রাখতে নিয়মিত জলাতঙ্ক টিকা দেই।
যেকোন প্রয়োজনে কল করুনঃ 01863356469