Red Head Aviary

Red Head Aviary save bird

লাভবার্ডের মাসিক কোর্স               1. Synboitic Avian2. D Nutrical3. Soluvite Dযাদের কম পাখি তাদের জন্ন্যে লুজ বিক্রয় ...
07/10/2025

লাভবার্ডের মাসিক কোর্স
1. Synboitic Avian
2. D Nutrical
3. Soluvite D

যাদের কম পাখি তাদের জন্ন্যে লুজ বিক্রয় করা হয়
❇️❇️ 01725526438
Red Head Aviary
Product of Vetafarm

আসসালামু আলাইকুমদয়া করে সবাই সাজেশন দিয়ে আমাকে একটু হেল্প করবেন। আপনার কাছে কোন লোগোটি বেশি সুন্দর লাগে?অথবা কোথাও কোন...
21/09/2025

আসসালামু আলাইকুম
দয়া করে সবাই সাজেশন দিয়ে আমাকে একটু হেল্প করবেন।
আপনার কাছে কোন লোগোটি বেশি সুন্দর লাগে?

অথবা কোথাও কোন পরিবর্তন করা লাগলে একটু সাজেশন দিবেন।

Number 1 or 2 or 3 💕💕

প্রচন্ড গরম কিংবা শীতে পাখিকে অসুস্থ হতে তেমন দেখা যায়না। কিন্তু এই হুটহাট ঝড়বৃষ্টির মৌসুমে অনেকের পাখিই অসুস্থ হয়।এর কা...
16/09/2025

প্রচন্ড গরম কিংবা শীতে পাখিকে অসুস্থ হতে তেমন দেখা যায়না। কিন্তু এই হুটহাট ঝড়বৃষ্টির মৌসুমে অনেকের পাখিই অসুস্থ হয়।

এর কারন, হটাত গরম এবং হটাত বৃষ্টি বা ঠান্ডা।

পর্যায়ক্রমে গরম বেড়ে যাওয়া, কিংবা শীত বেড়ে যাওয়াটা পাখি সহজেই শরীরের সাথে এডজাস্ট করতে পারে। কিন্তু হুটহাট তাপমাত্রা কমা, বা বাড়া টা পাখি সহ্য করতে পারেনা।

এইরকম অবস্থায় আপনার প্রথম করনীয় রুমের তাপমাত্রা কত, সেটা বুঝে ব্যবস্থা নেয়া।

গরম বাড়লে আমরা পাখিকে গোসল করাই, ভিটামিন সি, স্যালাইন, এলোভেরা দিয়ে ঠান্ডা রাখার চেষ্টা করি।

আর বৃষ্টি হলে অনেক খুশি হই। আর আমি অনেক ভয় পাই।
কারন, এই সময় হটাত তাপমাত্রা কমে যায়, ফার্মে গ্যাস বেড়ে যায়, ব্যাকটেরিয়া বা ফাংগাস গ্রো করে। যা পাখিকে দ্রুত অসুস্থ করার জন্য যথেষ্ট।।

এই সময়ে প্রথম কাজ হিসেবে আমি ট্রে ক্লিন করে জীবাণুনাশক স্প্রে করি।

সবচেয়ে জরুরি হিসেবে পাখিকে সেদিনই অথবা পরের দিন এসিভি (apple cyder vinegar) দেই।

এটা পাখির রোগপ্রতিরোধক্ষমতা বাড়ায়,
ফাংগাল ইনফেকশন থেকে বাচায়।
শরীরকে কিছুটা গরম করতেও সাহায্য করে।

কারো ইমার্জেন্সি ACV লাগলে যোগাযোগ করতে পারেন।

☎️01725526438
Red Head Aviary ゚viralfbreelsfypシ゚viral

11/09/2025

I got over 500 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

উজ্জ্বল ভাই তার পাখির প্রতি ভালোবাসা ছিল  আগে থেকেই কোন এক সময় তার থেকে বাজিগার পাখি নিতামসে love bird পালন শুরু করতেছে...
09/09/2025

উজ্জ্বল ভাই তার পাখির প্রতি ভালোবাসা ছিল আগে থেকেই
কোন এক সময় তার থেকে বাজিগার পাখি নিতাম
সে love bird পালন শুরু করতেছে এভাবেই কনভার্ট হয় বাজিগার থেকে লাভ বার্ডে
জন্য দোয়া ও শুভকামনা রইল ❤️❤️❤️❤️
゚viralfbreelsfypシ゚viral #

🔴  #ক্যাংকার 🟢   12% 🔴বিশ্বখ্যাত Vetafarm কোম্পানি এর Ronivet (Ronidazol) যা ছোট/বড় সকল পাখির  #ক্যাংকার, জিয়ারডিয়া, ট্র...
02/09/2025

🔴 #ক্যাংকার 🟢 12% 🔴

বিশ্বখ্যাত Vetafarm কোম্পানি এর Ronivet (Ronidazol) যা ছোট/বড় সকল পাখির #ক্যাংকার, জিয়ারডিয়া, ট্রাইকোমোনাসিস, প্রোটোজোয়াল রোগের ১০০% কার্যকর এবং নিরাপদ।

🟥 যেভাবে-বুঝবেন পাখির ক্যাংকার হয়েছে:-

☑️ কোন কারন ছাড়াই হাড়ি বা বক্সে বাচ্চা মারা যাওয়া।
☑️ বাচ্চা মারা যাওয়ার পর শরিরে কালো কালো দাগ বা লালচে দাগ দেখতে পাওয়া।
☑️ বড় পাখির খাওয়া কমে গিয়ে ওজন হালকা হয়ে মারা যাওয়া
☑️ মুখের বা গলার ভেতরে ঘা হবে, পাখি খাচ্ছে বলে মনে হবে, তবে খেতে পারবেনা, পেট খালি থাকবে।
☑️ বাবা মায়ের ক্যাংকার থাকলে তা বুজা যায়না পরবর্তিতে বাচ্চা ফুটার পর কিছুদিন পর থেকে বাচ্চা মরতে থাকে, অনেক সময় একটা একটা করে হাড়ি বা বক্সের সব বাচ্চা মারা যায় কিন্তু কোন কারন খুজে পাওয়া যায় না।

🔴ব্রিডের আগে রনিভেট এর ৭ দিনের কোর্স করিয়ে নিলে ভাল ফলাফল পাওয়া যাবে।

⭕ব্যবহারবিধি:-
☑️১ লিটার পানির মধ্যে 0.70 গ্রাম করে ৭ দিন দিতে হবে পাখিকে।

নোট:- রনিভেট ব্যাবহার করার সময় কোনো ভাবেই নরমাল পানি, পানি জাতীয় অন্য খাবার, সফ্টফুড, শাকসবজি ইত্যাদি পাখিকে দেওয়া যাবে না।❌❌

এই সময়ে শুধুমাত্র ধান, সিডমিক্স ও রনিভেট মিশানো পানি থাকবে।✅✅
Red Head Aviary
mobile 📲:01725526438

এটা হচ্ছে কামাল ভাই অন্তত ভালো একজন মানুষ তার সাথে পরিচয় প্রায় সাত আট বছরের । তার মেয়ের আব্বু হুমাইরা ঠিকমত কথাও বলতে...
31/08/2025

এটা হচ্ছে কামাল ভাই অন্তত ভালো একজন মানুষ তার সাথে পরিচয় প্রায় সাত আট বছরের । তার মেয়ের আব্বু হুমাইরা ঠিকমত কথাও বলতে পারেনা বয়স maybe দেড় থেকে দুই বছর হবে কিন্তু তার পাখির প্রতি যত ভালোবাসা একটা মায়া দেখে জাস্ট আমি অবাক
জন্য দোয়া ও শুভকামনা রইল 💕
゚viralfbreelsfypシ゚viral

Big shout out to my newest top fans! 💎 Sk Mijan, Ahona Adhora, Ismayel Aviary , SK Mijan, Shobuj Ahmed, Mahadi Khan, Tas...
28/08/2025

Big shout out to my newest top fans! 💎 Sk Mijan, Ahona Adhora, Ismayel Aviary , SK Mijan, Shobuj Ahmed, Mahadi Khan, Tasdidur Tamim, Moni Khan, Eko Setiawan, MD Tanvir, Ayman Bin Kazi

Drop a comment to welcome them to our community,

✅ Synbiotic Avian  (Vetrafram Probiotic) 👉 খুচরা সর্বনিম্ন ১০ গ্ৰাম✅D Nutrical  ( Vetafarm Calcium) 👉 খুচরা সর্বনিম্ন ২০...
25/08/2025

✅ Synbiotic Avian (Vetrafram
Probiotic)
👉 খুচরা সর্বনিম্ন ১০ গ্ৰাম

✅D Nutrical ( Vetafarm Calcium)
👉 খুচরা সর্বনিম্ন ২০ গ্ৰাম ।

✅ Soluvite D ( Vetafarm Multivitamin)
👉 খুচরা সর্বনিম্ন ২০ গ্ৰাম

✅Breeding Aid (Vetafarm Egg fertility)
👉 খুচরা সর্বনিম্ন ২০ মিলি‌।

✅ Multivet. Vetafram (To be used during bird molting.)
👉 খুচরা সর্বনিম্ন ২০ মিলি‌।

✅SCATT (Vetafarm Mites Treatment)
👉 খুচরা সর্বনিম্ন ১০ মিলি)

✅ Ronivet 12% ( Vetafarm)
👉খুচরা সর্বনিম্ন ৫ গ্ৰাম ।

✅Pocket Scale (0.01-300 gm )measurement

✅Digital temperature Machine

💥Long time expired date .👌

সারাদেশে ক্যাশ অন ডেলিভারি।

☎️প্রয়োজনে ইনবক্স অথবা কল করুন 01725526438 এই নাম্বারে। ধন্যবাদ 🙂😍
Red Head Aviary

♦️  Synbiotic Avian এর উপকারিতা ..... 🔹 বাচ্চা মারা যাওয়ার হার কমায়। 🔹 ব্যাকটেরিয়া থেকে পাখি ও বাচ্চা কে সুরক্ষা প্রদান ...
22/08/2025

♦️ Synbiotic Avian এর উপকারিতা .....

🔹 বাচ্চা মারা যাওয়ার হার কমায়।
🔹 ব্যাকটেরিয়া থেকে পাখি ও বাচ্চা কে সুরক্ষা প্রদান করে
🔹 পাখির দেহে Probiotic হিসেবে কাজ করে।
🔹 পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
🔹 হজমশক্তি বৃদ্ধি করে।
🔹 পাকস্থলীকে শক্তিশালী করে।
🔹 Intestine এর কার্যকারিতা বৃদ্ধি করে।


💧 Synbiotic Avian (১ গ্রাম + ১ লিটার পানি )। একটানা ৭ দিন চলবে ।

✅ সর্বনিম্ন ১০ গ্রাম

🚒 সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করা হয়।

✅ ২৫ ডিগ্রী তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন।

📞📞01725526438
Red Head Aviary

সৌন্দর্য যেখানে রঙে মিশে যায়—ক্রিমিনো                                                                 মাশাল্লাহ 💕      ...
21/08/2025

সৌন্দর্য যেখানে রঙে মিশে যায়—ক্রিমিনো
মাশাল্লাহ
💕
゚viralfbreelsfypシ゚viral

Address

Fulbaria

Telephone

+8801725526438

Website

Alerts

Be the first to know and let us send you an email when Red Head Aviary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Red Head Aviary:

Share

Category