05/04/2025
তাপমাত্রা বেড়ে গেলে পাখি হিট স্ট্রোক করে মা*রা যায় অসাবধানতার কারনে।তাই উচিত সাবধানতা অবলম্বন করা।
পাখি গরম হলে কি করব?
আপনার পাখিটিকে ঠান্ডা পরিবেশে নিয়ে যান : পাখিটিকে সরাসরি সূর্যালোক এবং জলপ্রপাত থেকে দূরে একটি ঠান্ডা ঘরে বা ছায়াযুক্ত জায়গায় নিয়ে যান। ঠান্ডা জল সরবরাহ করুন: আপনার পাখির জন্য সর্বদা তাজা, ঠান্ডা জল রাখুন। আপনি খাঁচায় একটি অগভীর পাত্রে জল রাখতে পারেন যাতে পাখিটি ঠান্ডা হয়ে যায় এবং গোসল করতে পারে।
অনেকের এই সময় শেষ ব্রীড থাকে, ব্রীড পুরোপুরি শেষ না হওয়ার আগেই গরম চলে আসে। এই সময় বক্সে বাচ্চা থাকলে বাচ্চাকে বক্স খুলে মালসায় নামিয়ে দেন, পাখিকে এইভাবে অভ্যস্ত না করানো থাকলে বাড়তি নজর দিন। আর কারো পাখি ডিমে থাকলে আমি বলবো ডিমগুলো ফেলে দিতে বা ফস্টারিং করে ম্যক্সিমাম পাখিকে রেস্টে নিয়ে আসা, কারন গাছ বেচে থাকলে ফল দুই দিন আগে পরে পাবোই ইনশাআল্লাহ।
✅কারো পাখি রেস্টে থাকলে আলহামদুলিল্লাহ, ভুলেও বক্স দেয়া যাবে না তাপমাত্রা সহনীয় মাত্রায় না আশাঅব্দি।
✅সীডমিক্সে তৈল বিজের পরিমান কমিয়ে দিন, তৈল বীজ যেমন সানফ্লাওয়ার, ক্যানারী, হেম্পসীড
✅পাখিকে প্রতিদিন গোসলের জন্য পানি দিন, যদি গোসলে অভস্ত্য না থাকে তাহলে স্প্রে করুন। তবে একেবারে কাক ভিজা করে ফেলবেন না।
✅খাবারে তালিকায় প্রতিদিন অল্প পরিমান শাক দেয়ার চেষ্টা করুন।
✅অতিরিক্ত গরম পড়লে পানির সাথে ভিটামিন সি মিক্স করে খেতে দিন এতে পাখির শরীর কিছুটা ঠান্ডা থাকবে।
✅কেউ টিনের রুমে পাখি পাললে, দুপুরের দিকে টিনের চালে এবং দেয়ালে পানি ছিটিয়ে দিবেন এতে তাপমাত্রা কিছুটা কমে আসবে। রুমে পাখি পাললেও সেক্ষেত্রে রুমের চারপাশের দেয়ালে পানি স্প্রে করুন।
✅পাখির প্রতি যত্নশীল হোন, বাড়তি নজর দিন। এইসময় পাখি হুট করে অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন।