31/07/2025
Care tips for pet birds. 🦜
পোষা পাখির যত্নে করণীয়!🦜
পাখি সাধারণত বন্ধুসুলভ, সামাজিক ছোট্ট প্রাণী। আমাদের মধ্যে অনেকেই পোষা প্রাণী হিসেবে নানান জাতের পাখি পালন করে থাকে। এই ছোট্ট, সুন্দর প্রাণগুলোর যত্নে যাতে কোনো কমতি না থাকে সে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করবো আজ।
বাকি পোষ্যের মতো পাখিরও প্রয়োজন বিশেষ যত্ন! এই যত্ন বা পরিচর্যা নিশ্চিত করতে পারবেন কয়েকটি বিষয়ে খেয়াল রাখার মাধ্যমে। যেমনঃ
✅ বাসস্থান: পাখির খাঁচা যথেষ্ট বড় হওয়া বাঞ্ছনীয়। খাঁচা এমন জায়গায় রাখা যাবে না যেখানে অতিরিক্ত ঠান্ডা কিংবা গরমের সংস্পর্শে আসবে। পূর্বেই উল্লেখ করেছি পাখি সামাজিক জীব, তাই বেশিরভাগ পাখির বেলায় খাঁচা এমন জায়গায় স্থাপন করা উচিত, যেখানে প্রতিনিয়ত মানুষের আনাগোনা থাকে।
সাধারণত পাখির ডানা মেললে যে পরিমাণ জায়গা নেয়, তার অন্ততপক্ষে দ্বিগুণের সমান খাঁচার প্রস্থ হওয়া উচিত। খাঁচার উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ এমন হওয়া উচিত যাতে পাখি স্বল্পদুরত্ব উড়তে পারে। কেননা অতিরিক্ত ছোট খাঁচা অনেক সময় পাখির স্বভাবজাত আচরণকে ব্যাহত করতে পারে। বৃত্তাকার খাঁচার চেয়ে আয়তাকার খাঁচা পাখির জন্য অধিক আরামদায়ক ও নিরাপদ।
পাখিকে Active রাখতে খাঁচায় কাঠির বার অথবা খেলনা দিতে হবে। একঘেয়েমি দূর করতে কিছুদিন পরপর এগুলা পরিবর্তন করা যেতে পারে।
✅ খাবার: প্রজাতিগতভাবে বিভিন্ন পাখির খাবার ভিন্ন ভিন্ন হতে পারে। তাই সঠিক চাহিদা, সঠিক পরিমাণে খাবার প্রদান করতে হবে। পাখির ওজন ও প্রজাতি অনুসারে প্রস্তুতকৃত খাবার(Pellet), শস্যদানা, ১-২ দিন অন্তর সামান্য পরিমাণে সবজি, ফলমূল ইত্যাদি পাখির সঠিক পুষ্টির চাহিদা পূরণে সহায়ক ভূমিকা পালন করবে। নিয়মিত পরিষ্কার, নিরাপদ পানির ব্যবস্থা রাখতে হবে। খাবার এবং পানির পাত্র নিয়মিত পরিষ্কার করতে হবে এবং খাঁচার মেঝ হতে একটু উপরে স্থাপন করতে হবে।
★যদি আপনি পাখিদের প্রাকৃতিক সময়ে খাবারের নিয়মে অভ্যস্ত করাতে চান, তবে সূর্যোদয়ের পরবর্তী কিছু সময় এবং সূর্যাস্তের পূর্ববর্তী কিছু সময় খাবার দেয়া উচিত। বাকি সময় সামান্য সবজি, ফলমূল প্রদান করা যাবে(পাখির ওজন, খাদ্যভ্যাসের উপর নির্ভরশীল)।
তাছাড়া পাখির স্বভাবজাত বৈশিষ্ট্য টিকিয়ে রাখতে Puzzle Feeder এর মাধ্যমেও পাখিকে খাবার প্রদান করা যাবে।
✅ পোষ মানানো: নিয়মিত পাখির সাথে খেলাধুলা, কথা বলা, হাত দিয়ে স্পর্শ করলে পাখি মালিকের প্রতি আগ্রহী হবে। এতে পাখি সহজে পোষ মানবে ও খুশি থাকবে। পাখির মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে দৈনিক অন্তত এক বার নিরাপদ আবদ্ধ জায়গায় উড়তে দেয়া উচিত।
✅ রোগমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে করণীয়:
• নিয়মিত খাবার, পানির পাত্র, খাঁচা পরিষ্কার করা
• প্রতিদিনের খাবার প্রতিদিন সরবরাহ করা
• নিয়মিত পরিষ্কার পানি বাটিতে ভর্তি করে দেয়া (For Grooming)
• কোনো রোগের উপসর্গ প্রকাশ পেলে রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করা।
পরিশেষে বলা যেতে পারে, এই ছোট্ট প্রাণগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করতে পারে তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু। 🦜🍀
পোষা/গবাদি প্রাণীর যেকোনো স্বাস্থ্য সমস্যায় নির্ভরযোগ্য পরামর্শ ও চিকিৎসা সেবা পেতে যোগাযোগ,
ডাঃ মোঃ তসলিম উদ্দীন
জেনারেল ভেটেরিনারি প্রেকটিশনার
𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩/𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭: 𝟎𝟏𝟔𝟎𝟏-𝟎𝟓𝟑𝟏𝟔𝟓
📣❝𝐃𝐨𝐨𝐫𝐬𝐭𝐞𝐩 𝐕𝐞𝐭 𝐒𝐞𝐫𝐯𝐢𝐜𝐞❞ & ❝𝐎𝐧𝐥𝐢𝐧𝐞 𝐂𝐨𝐧𝐬𝐮𝐥𝐭𝐚𝐧𝐜𝐲 𝐒𝐞𝐫𝐯𝐢𝐜𝐞❞ 𝐚𝐯𝐚𝐢𝐥𝐚𝐛𝐥𝐞.