Dr. Md. Taslim Uddin

Dr. Md. Taslim Uddin Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Md. Taslim Uddin, Veterinarian, Jhankar moor, Nazirhat, Fatikchari.

Registered Veterinarian
DVM(CVASU), MS Fellow(Medicine)

✅ হোম কল ভেট সার্ভিস এবং অনলাইন কনসালটেন্সি(Fee applicable) সেবা নিতে যোগাযোগ:
📩 Call/WhatsApp : 01601-053165

◽Compassionate and better care for your companion & farm animals.🩺

✅𝐂𝐨𝐫𝐫𝐞𝐜𝐭𝐢𝐨𝐧 𝐨𝐟 𝐇𝐲𝐩𝐨𝐜𝐚𝐥𝐜𝐞𝐦𝐢𝐚 𝐟𝐨𝐥𝐥𝐨𝐰𝐞𝐝 𝐛𝐲 𝐁𝐥𝐨𝐚𝐭.আপনার গবাদি/পোষা প্রাণীর যেকোনো পরামর্শ, স্বাস্থ্য-সমস্যায় নির্ভরযোগ্য পরা...
16/08/2025

✅𝐂𝐨𝐫𝐫𝐞𝐜𝐭𝐢𝐨𝐧 𝐨𝐟 𝐇𝐲𝐩𝐨𝐜𝐚𝐥𝐜𝐞𝐦𝐢𝐚 𝐟𝐨𝐥𝐥𝐨𝐰𝐞𝐝 𝐛𝐲 𝐁𝐥𝐨𝐚𝐭.

আপনার গবাদি/পোষা প্রাণীর যেকোনো পরামর্শ, স্বাস্থ্য-সমস্যায় নির্ভরযোগ্য পরামর্শ ও চিকিৎসা সেবার জন্য,
📩 যোগাযোগ করুনঃ
📲 কল করুন/WhatsApp : 01601-053165


Home service within Chattogram!Book your appointment. ✅
06/08/2025

Home service within Chattogram!
Book your appointment. ✅

✅𝗕𝗶𝗹𝗹𝘂 𝗷𝘂𝘀𝘁 𝗴𝗼𝘁 𝘃𝗮𝗰𝗰𝗶𝗻𝗮𝘁𝗲𝗱! 💉🐾
𝐏𝐫𝐨𝐭𝐞𝐜𝐭 𝐲𝐨𝐮𝐫 𝐟𝐞𝐥𝐢𝐧𝐞 𝐟𝐫𝐢𝐞𝐧𝐝 𝐭𝐨𝐨 – 𝐕𝐚𝐜𝐜𝐢𝐧𝐚𝐭𝐞 𝐭𝐨 𝐤𝐞𝐞𝐩 𝐭𝐡𝐞𝐦 𝐡𝐞𝐚𝐥𝐭𝐡𝐲.

📣❝𝐃𝐨𝐨𝐫𝐬𝐭𝐞𝐩 𝐕𝐞𝐭 𝐒𝐞𝐫𝐯𝐢𝐜𝐞❞ & ❝𝐎𝐧𝐥𝐢𝐧𝐞 𝐂𝐨𝐧𝐬𝐮𝐥𝐭𝐚𝐧𝐜𝐲 𝐒𝐞𝐫𝐯𝐢𝐜𝐞❞ 𝐚𝐯𝐚𝐢𝐥𝐚𝐛𝐥𝐞- 𝗯𝗼𝗼𝗸 𝗻𝗼𝘄!
𝐈𝐧𝐛𝐨𝐱 𝐮𝐬 𝐟𝐨𝐫 𝐦𝐨𝐫𝐞 𝐝𝐞𝐭𝐚𝐢𝐥𝐬:
📩 01601-053165

Care tips for pet birds. 🦜
31/07/2025

Care tips for pet birds. 🦜

পোষা পাখির যত্নে করণীয়!🦜
পাখি সাধারণত বন্ধুসুলভ, সামাজিক ছোট্ট প্রাণী। আমাদের মধ্যে অনেকেই পোষা প্রাণী হিসেবে নানান জাতের পাখি পালন করে থাকে। এই ছোট্ট, সুন্দর প্রাণগুলোর যত্নে যাতে কোনো কমতি না থাকে সে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করবো আজ।

বাকি পোষ্যের মতো পাখিরও প্রয়োজন বিশেষ যত্ন! এই যত্ন বা পরিচর্যা নিশ্চিত করতে পারবেন কয়েকটি বিষয়ে খেয়াল রাখার মাধ্যমে। যেমনঃ
✅ বাসস্থান: পাখির খাঁচা যথেষ্ট বড় হওয়া বাঞ্ছনীয়। খাঁচা এমন জায়গায় রাখা যাবে না যেখানে অতিরিক্ত ঠান্ডা কিংবা গরমের সংস্পর্শে আসবে। পূর্বেই উল্লেখ করেছি পাখি সামাজিক জীব, তাই বেশিরভাগ পাখির বেলায় খাঁচা এমন জায়গায় স্থাপন করা উচিত, যেখানে প্রতিনিয়ত মানুষের আনাগোনা থাকে।
সাধারণত পাখির ডানা মেললে যে পরিমাণ জায়গা নেয়, তার অন্ততপক্ষে দ্বিগুণের সমান খাঁচার প্রস্থ হওয়া উচিত। খাঁচার উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ এমন হওয়া উচিত যাতে পাখি স্বল্পদুরত্ব উড়তে পারে। কেননা অতিরিক্ত ছোট খাঁচা অনেক সময় পাখির স্বভাবজাত আচরণকে ব্যাহত করতে পারে। বৃত্তাকার খাঁচার চেয়ে আয়তাকার খাঁচা পাখির জন্য অধিক আরামদায়ক ও নিরাপদ।
পাখিকে Active রাখতে খাঁচায় কাঠির বার অথবা খেলনা দিতে হবে। একঘেয়েমি দূর করতে কিছুদিন পরপর এগুলা পরিবর্তন করা যেতে পারে।

✅ খাবার: প্রজাতিগতভাবে বিভিন্ন পাখির খাবার ভিন্ন ভিন্ন হতে পারে। তাই সঠিক চাহিদা, সঠিক পরিমাণে খাবার প্রদান করতে হবে। পাখির ওজন ও প্রজাতি অনুসারে প্রস্তুতকৃত খাবার(Pellet), শস্যদানা, ১-২ দিন অন্তর সামান্য পরিমাণে সবজি, ফলমূল ইত্যাদি পাখির সঠিক পুষ্টির চাহিদা পূরণে সহায়ক ভূমিকা পালন করবে। নিয়মিত পরিষ্কার, নিরাপদ পানির ব্যবস্থা রাখতে হবে। খাবার এবং পানির পাত্র নিয়মিত পরিষ্কার করতে হবে এবং খাঁচার মেঝ হতে একটু উপরে স্থাপন করতে হবে।
★যদি আপনি পাখিদের প্রাকৃতিক সময়ে খাবারের নিয়মে অভ্যস্ত করাতে চান, তবে সূর্যোদয়ের পরবর্তী কিছু সময় এবং সূর্যাস্তের পূর্ববর্তী কিছু সময় খাবার দেয়া উচিত। বাকি সময় সামান্য সবজি, ফলমূল প্রদান করা যাবে(পাখির ওজন, খাদ্যভ্যাসের উপর নির্ভরশীল)।
তাছাড়া পাখির স্বভাবজাত বৈশিষ্ট্য টিকিয়ে রাখতে Puzzle Feeder এর মাধ্যমেও পাখিকে খাবার প্রদান করা যাবে।

✅ পোষ মানানো: নিয়মিত পাখির সাথে খেলাধুলা, কথা বলা, হাত দিয়ে স্পর্শ করলে পাখি মালিকের প্রতি আগ্রহী হবে। এতে পাখি সহজে পোষ মানবে ও খুশি থাকবে। পাখির মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে দৈনিক অন্তত এক বার নিরাপদ আবদ্ধ জায়গায় উড়তে দেয়া উচিত।

✅ রোগমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে করণীয়:
• নিয়মিত খাবার, পানির পাত্র, খাঁচা পরিষ্কার করা
• প্রতিদিনের খাবার প্রতিদিন সরবরাহ করা
• নিয়মিত পরিষ্কার পানি বাটিতে ভর্তি করে দেয়া (For Grooming)
• কোনো রোগের উপসর্গ প্রকাশ পেলে রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করা।
পরিশেষে বলা যেতে পারে, এই ছোট্ট প্রাণগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করতে পারে তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু। 🦜🍀

পোষা/গবাদি প্রাণীর যেকোনো স্বাস্থ্য সমস্যায় নির্ভরযোগ্য পরামর্শ ও চিকিৎসা সেবা পেতে যোগাযোগ,
ডাঃ মোঃ তসলিম উদ্দীন
জেনারেল ভেটেরিনারি প্রেকটিশনার
𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩/𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭: 𝟎𝟏𝟔𝟎𝟏-𝟎𝟓𝟑𝟏𝟔𝟓

📣❝𝐃𝐨𝐨𝐫𝐬𝐭𝐞𝐩 𝐕𝐞𝐭 𝐒𝐞𝐫𝐯𝐢𝐜𝐞❞ & ❝𝐎𝐧𝐥𝐢𝐧𝐞 𝐂𝐨𝐧𝐬𝐮𝐥𝐭𝐚𝐧𝐜𝐲 𝐒𝐞𝐫𝐯𝐢𝐜𝐞❞ 𝐚𝐯𝐚𝐢𝐥𝐚𝐛𝐥𝐞.


▫️পোষ্যের স্কিনের সমস্যা মানেই কি ছত্রাক(Fungal) সংক্রমণ?! অনেক পোষাপ্রাণীর অভিভাবক মনে করেন যে, স্কিন বা ত্বকের সমস্যা ...
29/07/2025

▫️পোষ্যের স্কিনের সমস্যা মানেই কি ছত্রাক(Fungal) সংক্রমণ?!
অনেক পোষাপ্রাণীর অভিভাবক মনে করেন যে, স্কিন বা ত্বকের সমস্যা শুধুমাত্র ফাঙ্গাল সংক্রমণের কারণে হয়ে থাকে! আসলে এমনটা নয়। চুলকানি,লোম ঝরা, অস্বস্তিবোধ, লালচে ভাব, পুঁজ হওয়া ইত্যাদিসহ নানা লক্ষণ অনেক কারণে প্রকাশ পেতে পারে।
🔍উল্লেখযোগ্য কিছু কারণ:
১. পরজীবি বা Ectoparasite: Flea, mites, ticks ইত্যাদির কারণে ত্বকে এমন চুলকানি, লালচে ভাব ইত্যাদি দেখা যায়।
২. Bacterial Infection: অনেক সময় ক্ষতের জায়গায় সেকেন্ডারি ইনফেকশনের কারণে চুলকানি, পুঁজ হওয়ার মত সমস্যা দেখা যায়।
৩. এলার্জি: অনেক ক্ষেত্রে নির্দিষ্ট খাবার, ঔষুধ, ডাস্ট, পোলেন ইত্যাদির প্রতি সংবেদনশীলতা থেকেও অকস্মাৎ এমন লক্ষণ প্রকাশ পেতে পারে।
৪. ফাঙ্গাল ইনফেকশন: Dermatophytes এর সংক্রমণের কারণে হয়ে থাকে।
৫. মানসিক চাপ/অতিরিক্ত চাটা বা স্ক্র্যাচিংয়ের কারণেও লোম ঝরা, লালচে ভাব ইত্যাদির মতো লক্ষণ প্রকাশ পেতে পারে।
৬. হরমোনজনিত সমস্যা ও নিউট্রিয়েন্ট(যেমন: ওমেগা-৩ ফ্যাটি এসিড) এর অভাবের কারণেও লোম ঝরা, অমসৃণ লোম ইত্যাদি দেখা যেতে পারে।

✅ তাই স্কিন/ত্বকের কোনো সমস্যা চোখে পড়লেই একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান এর পরামর্শ নিন, সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসা সেবা নিশ্চিত করুন।


07/07/2025

𝗘𝗺𝗲𝗿𝗴𝗲𝗻𝗰𝘆 𝘄𝗼𝘂𝗻𝗱 𝗺𝗮𝗻𝗮𝗴𝗲𝗺𝗲𝗻𝘁 𝗶𝗻 𝗮 𝗴𝗼𝗮𝘁 𝗰𝗮𝘂𝘀𝗲𝗱 𝗯𝘆 𝗱𝗼𝗴 𝗮𝘁𝘁𝗮𝗰𝗸!

বিড়ালের Urine Spray/প্রস্রাব ছিটানোর আচরণের সমাধান কী?এ বিষয়ে সমাধানের আলোচনা শুরু করার পূর্বে, বিড়াল এমনটি কেন করে থাকে...
30/06/2025

বিড়ালের Urine Spray/প্রস্রাব ছিটানোর আচরণের সমাধান কী?
এ বিষয়ে সমাধানের আলোচনা শুরু করার পূর্বে, বিড়াল এমনটি কেন করে থাকে সে বিষয়ে জানা জরুরি।
✴️ কখন এমন আচরণ বেশি পরিলক্ষিত হয়?
অনেক কারণে বিড়াল এমন আচরণ করতে পারে। এরমধ্যে আছে মানসিক চাপ, সেক্সুয়ালি ম্যাচিউর হওয়া, প্রজননের ইচ্ছা, ডেইলি রুটিনে চেঞ্জ আসা, নোংরা লিটার বক্স, অপরিচিত বিড়ালের উপস্থিতি, মূত্রনালীর সংক্রমণসহ নানা কারণ। তাই শুরুতে এমন আচরণ দেখা দিলে এটি কি কেবল আচরণ/মানসিক চাপজনিত সমস্যা নাকি অভ্যন্থরীণ কোনো স্বাস্থ্যজনিত সমস্যার কারণে হচ্ছে তা একজন ভেটেরিনারিয়ানের মাধ্যমে নিশ্চিত হয়ে নেয়া জরুরি। তাছাড়া বাসায় একাধিক বিড়াল আছে অথচ এদের মধ্যে সুসম্পর্ক নেই, সেক্ষেত্রে মানসিক চাপ অথবা নিজের প্রভাব বিস্তারের মনোভাব থেকেও বিড়াল এমনটা করে থাকে।
✅ একজন পোষা প্রাণীর অভিভাবক হিসেবে বিড়ালের এই আচরণ থেকে পরিত্রাণ পেতে আপনার করণীয়:
১. আপনার ভেট এর সাথে কথা বলুন। প্রস্রাব স্প্রে/ছিটানো অভ্যন্থরীণ কোনো স্বাস্থ্যসমস্যা জনিত কারণেও হতে পারে।
২. বিড়ালকে খেলাধুলা কিংবা ফ্রি মুভমেন্টের জন্য আলাদা জায়গা, perch এর ব্যবস্থা করে দিতে পারেন।
৩. বিড়াল যে জায়গায় ইউরিন স্প্রে করে সে জায়গাটি ভালোমতো ক্লিনিং এজেন্ট দিয়ে পরিষ্কার করে নিবেন যাতে গন্ধ না আসে। অন্যথায় সে একই জায়গা পুনরায় ব্যবহার করবে।
৪. বাসায় নতুন বিড়াল আসলে তাদের ধীরে ধীরে পরিচয় করান, যাতে একে অপরের প্রতি সহনশীল ও অভ্যস্থ হয়। এমনক্ষেত্রে মানসিক চাপ থেকে হিংস্র ভাব, ইউরিন স্প্রে করার প্রবণতা দেখা যায়।
৫. বিড়াল প্রাত্যহিক রুটিন মেনে চলতে অভ্যস্থ, তাই রুটিন মেইনটেইন করুন।
৬. বিড়ালকে নিউটার/স্পে করিয়ে দিতে পারেন।
৭. লিটার বক্স পরিষ্কার রাখুন। একটির বেশি লিটার বক্স ও রাখতে পারেন। লিটার বক্স সহজগম্য জায়গায় স্থাপন করুন।
৮. যে জায়গায় ইউরিন স্প্রে করছে, জায়গাটিতে ভালো কোনো উদ্দীপক স্থাপনের দ্বারা বিড়ালকে স্প্রে করা থেকে অনুৎসাহিত করতে পারেন। যেমন: কোনো খেলনা, খাবার পাত্র রাখা ইত্যাদি।
সুতরাং, আপনার বিড়ালে ইউরিন স্প্রে/ ছিটানোর আচরণ প্রকাশ পেলে চিন্তিত হবেন না। সঠিক সমাধান পেতে অবশ্যই একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করুন।

- Dr. Md. Taslim Uddin
Contact: 01601-053165


✅𝗕𝗶𝗹𝗹𝘂 𝗷𝘂𝘀𝘁 𝗴𝗼𝘁 𝘃𝗮𝗰𝗰𝗶𝗻𝗮𝘁𝗲𝗱! 💉🐾𝐏𝐫𝐨𝐭𝐞𝐜𝐭 𝐲𝐨𝐮𝐫 𝐟𝐞𝐥𝐢𝐧𝐞 𝐟𝐫𝐢𝐞𝐧𝐝 𝐭𝐨𝐨 – 𝐕𝐚𝐜𝐜𝐢𝐧𝐚𝐭𝐞 𝐭𝐨 𝐤𝐞𝐞𝐩 𝐭𝐡𝐞𝐦 𝐡𝐞𝐚𝐥𝐭𝐡𝐲.📣❝𝐃𝐨𝐨𝐫𝐬𝐭𝐞𝐩 𝐕𝐞𝐭 𝐒𝐞𝐫𝐯𝐢𝐜𝐞❞ & ...
16/06/2025

✅𝗕𝗶𝗹𝗹𝘂 𝗷𝘂𝘀𝘁 𝗴𝗼𝘁 𝘃𝗮𝗰𝗰𝗶𝗻𝗮𝘁𝗲𝗱! 💉🐾
𝐏𝐫𝐨𝐭𝐞𝐜𝐭 𝐲𝐨𝐮𝐫 𝐟𝐞𝐥𝐢𝐧𝐞 𝐟𝐫𝐢𝐞𝐧𝐝 𝐭𝐨𝐨 – 𝐕𝐚𝐜𝐜𝐢𝐧𝐚𝐭𝐞 𝐭𝐨 𝐤𝐞𝐞𝐩 𝐭𝐡𝐞𝐦 𝐡𝐞𝐚𝐥𝐭𝐡𝐲.

📣❝𝐃𝐨𝐨𝐫𝐬𝐭𝐞𝐩 𝐕𝐞𝐭 𝐒𝐞𝐫𝐯𝐢𝐜𝐞❞ & ❝𝐎𝐧𝐥𝐢𝐧𝐞 𝐂𝐨𝐧𝐬𝐮𝐥𝐭𝐚𝐧𝐜𝐲 𝐒𝐞𝐫𝐯𝐢𝐜𝐞❞ 𝐚𝐯𝐚𝐢𝐥𝐚𝐛𝐥𝐞- 𝗯𝗼𝗼𝗸 𝗻𝗼𝘄!
𝐈𝐧𝐛𝐨𝐱 𝐮𝐬 𝐟𝐨𝐫 𝐦𝐨𝐫𝐞 𝐝𝐞𝐭𝐚𝐢𝐥𝐬:
📩 01601-053165

আপনার পোষাপ্রাণীকে সংক্রামক ভাইরাসজনিত রোগ হতে সুরক্ষা দিতে ভ্যাক্সিনেশনের বিকল্প নেই। বিড়ালের কম্বাইন্ড কোর ভ্যাক্সিন, ...
13/06/2025

আপনার পোষাপ্রাণীকে সংক্রামক ভাইরাসজনিত রোগ হতে সুরক্ষা দিতে ভ্যাক্সিনেশনের বিকল্প নেই। বিড়ালের কম্বাইন্ড কোর ভ্যাক্সিন, রেবিস ভ্যাক্সিনের মাধ্যমের নিশ্চিত করতে পারেন প্রাথমিক সুরক্ষা।🛡️

✅বিশেষ মূল্যছাড়ে আপনার পোষা প্রাণীর ভ্যাক্সিনেশনের জন্য,
📩 যোগাযোগ করুনঃ
📲 কল করুন/WhatsApp : 01601-053165

📣❝𝐃𝐨𝐨𝐫𝐬𝐭𝐞𝐩 𝐕𝐞𝐭 𝐒𝐞𝐫𝐯𝐢𝐜𝐞❞ & ❝𝐎𝐧𝐥𝐢𝐧𝐞 𝐂𝐨𝐧𝐬𝐮𝐥𝐭𝐚𝐧𝐜𝐲 𝐒𝐞𝐫𝐯𝐢𝐜𝐞❞ 𝐚𝐯𝐚𝐢𝐥𝐚𝐛𝐥𝐞- 𝗯𝗼𝗼𝗸 𝗻𝗼𝘄!

🩺𝗖𝗼𝗺𝗽𝗮𝘀𝘀𝗶𝗼𝗻𝗮𝘁𝗲 𝗮𝗻𝗱 𝗯𝗲𝘁𝘁𝗲𝗿 𝗰𝗮𝗿𝗲 𝗳𝗼𝗿 𝘆𝗼𝘂𝗿 𝗰𝗼𝗺𝗽𝗮𝗻𝗶𝗼𝗻 & 𝗳𝗮𝗿𝗺 𝗮𝗻𝗶𝗺𝗮𝗹𝘀.“𝐇𝐨𝐦𝐞 𝐂𝐚𝐥𝐥 𝐕𝐞𝐭 𝐒𝐞𝐫𝐯𝐢𝐜𝐞” & “𝐎𝐧𝐥𝐢𝐧𝐞 𝐂𝐨𝐧𝐬𝐮𝐥𝐭𝐚𝐧𝐜𝐲 𝐒𝐞𝐫𝐯𝐢𝐜𝐞(𝐅...
12/06/2025

🩺𝗖𝗼𝗺𝗽𝗮𝘀𝘀𝗶𝗼𝗻𝗮𝘁𝗲 𝗮𝗻𝗱 𝗯𝗲𝘁𝘁𝗲𝗿 𝗰𝗮𝗿𝗲 𝗳𝗼𝗿 𝘆𝗼𝘂𝗿 𝗰𝗼𝗺𝗽𝗮𝗻𝗶𝗼𝗻 & 𝗳𝗮𝗿𝗺 𝗮𝗻𝗶𝗺𝗮𝗹𝘀.
“𝐇𝐨𝐦𝐞 𝐂𝐚𝐥𝐥 𝐕𝐞𝐭 𝐒𝐞𝐫𝐯𝐢𝐜𝐞” & “𝐎𝐧𝐥𝐢𝐧𝐞 𝐂𝐨𝐧𝐬𝐮𝐥𝐭𝐚𝐧𝐜𝐲 𝐒𝐞𝐫𝐯𝐢𝐜𝐞(𝐅𝐞𝐞 𝐚𝐩𝐩𝐥𝐢𝐜𝐚𝐛𝐥𝐞)” 𝐚𝐯𝐚𝐢𝐥𝐚𝐛𝐥𝐞. -𝗯𝗼𝗼𝗸 𝗻𝗼𝘄!✅
📩Contact us: 01601-053165

Online advice helps, but real eyes see more.✅
10/06/2025

Online advice helps, but real eyes see more.✅

Address

Jhankar Moor, Nazirhat
Fatikchari

Opening Hours

Monday 09:30 - 12:30
15:00 - 20:00
Tuesday 09:30 - 12:30
15:00 - 20:00
Wednesday 09:30 - 12:30
15:00 - 20:00
Thursday 09:30 - 12:30
15:00 - 20:00
Friday 09:00 - 11:30
16:00 - 20:30
Saturday 09:30 - 12:30
15:00 - 17:00
Sunday 09:30 - 12:30
15:00 - 20:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Taslim Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category