
26/01/2025
‼️‼️‼️ Adoption Post ‼️‼️‼️
ওদের বয়স ২মাস। দুইজনই মেয়ে, ফ্লু ভ্যাকসিন করা হয়েছে।একদম ছোট থাকতে পলিথিন করে ফেলে দিয়েছিলো কেউ। এক আপু ফোস্টার করেছেন কিন্তু উনি এখন আর রাখতে পারছেন না। ওদেরকে ছেড়ে দিতে হবে রাস্তায় এডপ্ট না হলে। কিন্তু বাসায় বড়ো হওয়া বিড়াল এভাবে রাস্তায় বাঁচবে না। দয়া করে কেউ এডপ্ট করুন। প্রয়োজনে বাসায় পৌঁছে দেওয়া হবে।
লোকেশন : ধানমন্ডি, ঢাকা