31/10/2025
বিড়াল মমতার নরম ছোঁয়া! যার এঁটো করা পানি দিয়ে নবীজি সা. ওযু করাও অনুমোদন করেছেন!
বিড়ালরা কথা বলে না, কিন্তু তাদের চোখে থাকে মমতার গল্প…
ইসলাম আমাদের শেখায়, শুধু মানুষ নয়, প্রতিটি প্রাণীর প্রতিও দয়া দেখাও।
রাসুলুল্লাহ সা. বাস্তব উদাহরণ এ বিড়াল এনেছেন-
“একজন নারীকে জাহান্নামে দণ্ডিত করা হলো, কারণ সে একটি বিড়ালকে বন্দি করে রেখেছিল, না খেতে দিয়েছে, না ছেড়ে দিয়েছে যেন সে জমিনের পোকামাকড় খেয়ে বাঁচে।”
🐾 বিড়াল পরিচ্ছন্ন, স্নেহময়, সাহাবারা তাদের ঘরে রাখতেন, ভালোবাসতেন। বিড়াল ছানার বাবা (আবু হুরায়রা রা.) এই নামেই নবীজি থেকে ৫৩৭৪ টি হাদীস রিওয়াত করেছেন! আসল নাম কয়জন জানেন!
🐾 একটা ছোট খাবারের টুকরোও হতে পারে আমাদের জন্য জান্নাতের সওয়াবের কারণ।
▪️একটু আদর, একটু দয়া হয়তো আমাদের সেই ভালোবাসাই আমাদেরকে আল্লাহর রহমতের ছাঁয়াএনে দেবে। কোনো প্রানীর প্রতিই অকারণ ক্রুয়েল হবেন না। পারলে স্নেহ করুন। না পারলে অযথা বিরক্ত করবেন না। বন প্লেটের খাবারগুলি প্যাডেল বিনে ফেলে না দিয়ে একটা ছোট্ট ব্যাগে নিয়ে মহল্লার অভুক্ত কুকুরটার মুখের লোকমা বানাতে সবাই পারেনা!