05/08/2025
পোষ্যদেরও মৃত্যুর আগে শেষ কিছু ইচ্ছা থাকে 💔আপনার পোষ্য হয়তো আপনার জীবনের একটা অংশ, কিন্তু আপনি তার গোটা জীবন।😔
যা আমরা অনেকেই জানি না, কিন্তু পশু চিকিৎসকেরা জানেন, বিশেষ করে যারা অসুস্থ ও বৃদ্ধ প্রাণীদের শান্তিতে ঘুম পাড়িয়ে দেন।
টুইটারে জেসি ডাইটরিচ নামে এক ব্যক্তি একজন পশু চিকিৎসককে জিজ্ঞেস করেছিলেন, তাঁর পেশার সবচেয়ে কঠিন দিক কী? বিন্দুমাত্র দেরি না করে চিকিৎসক উত্তর দেন — তাঁর জন্য সবচেয়ে কষ্টকর মুহূর্ত হল, যখন কোন পোষ্য চোখে চোখ রেখে শেষবারের মতো তার প্রিয় মালিককে খুঁজে বেড়ায়।
কারণ ৯০% মালিকই সেই শেষ মুহূর্তে ঘরে থাকেন না। তাঁরা কষ্ট সহ্য করতে না পেরে চলে যান — ভাবেন না যে, এই শেষ মুহূর্তেই তাঁদের পোষ্য তাঁদের সবচেয়ে বেশি খুঁজে বেড়ায়।
পশু চিকিৎসকেরা মালিকদের অনুরোধ করেন, অন্তত সেই শেষ সময়টুকুতে পোষ্যদের পাশে থাকুন। মনে রাখবেন, আপনার পোষ্য হয়তো আপনার জীবনের একটা অংশ, কিন্তু আপনি তার গোটা জীবন। আপনি ছাড়া তার কেউ ছিল না। তারা আপনাকে পরিবার ভেবেছে।
তাই দয়া করে, এমন ভুল করবেন না যে, তাদের একা রেখে চলে যাবেন। অপরিচিত জায়গায়, অচেনা কারো কোলে — তা যেন না হয়। সেটা খুব যন্ত্রণাদায়ক। ভয়ংকরভাবে অসহায় লাগে তাদের।
পশু চিকিৎসকেরা চেষ্টা করেন যেন প্রাণীটি যেন বেশি না ভয় পায় — কিন্তু তারা তো মালিক না। তারা তো অপরিচিত। আপনার পোষ্যটা বোঝে না কেন আপনি তাকে ফেলে চলে গেলেন। ও তো শুধু আপনার দিকে একবার তাকিয়ে নিশ্চিন্ত হতে চেয়েছিল।
নিজের কষ্টের কথা একবার ভুলে যান, শুধু শেষ সময়টুকু আপনার পোষ্যের পাশে থাকুন। ওর শান্তির জন্য। ওর ভালোবাসার প্রতি এটুকু দায়িত্ব পালন করুন। সাহস রাখুন, কারণ এই ভালোবাসা আর আসবে না ফিরে। এইটুকুই তার শেষ চাওয়া — আপনার কোলে মাথা রেখে চোখ বন্ধ করতে পারা।
তাদের একা মরতে দেবেন না। ওরা শুধু আপনাকেই খুঁজে বেড়ায়।
N.B: The image is just a metaphorical imagination.