
10/09/2024
আসসালামু আলাইকুম সবাইকে 💜
আমি বলতে চাই যারা ভারতের চোরা পাখি বাংলাদেশে সাপ্লাই দেন নিজ দায়িত্বে এই ব্যবসা ছাড়েন। বলদের মতো কমেন্ট করতে আসবেন না যে বাংলাদেশের এত পারসেন্ট ব্রিডারের কাছে ভারতের দাদাদের পাখি আছে।কতটুকু সাইকো হইলে এইসব বলে পারে।
ভাই আমাকে যারা চিনেন তারা ভালো মত জানেন আমি সব সময় কন্ট্রোভার্সি বাহিরে থাকি। কিন্তু এখন যা দেখতেসি। চোরদের বিপক্ষে কথা না বললে নিজের গায়ে লাগবে। অনেক আবাল লোকেরা দেখতেসি বলতেসে ভারতের পাখিতো অনেকে কাছে আসে আমি নিলে কি সমস্যা? আসেন বুঝাই
১) ধরেন আমার গ্রিন অপালাইন লাগবে ২০ পিস। আপনার কাছে আসে ৫ পিস আর আপনার পরিচিত ভাই ব্রাডারের কাছে আরও আছে। যা আপনি নিজে কালেক্ট করে দিলে আপনার পাখিও সে*ল হয়ে যাবে এমনকি বাকি ১৫ পিস আমাকে দিয়ে আপনিও প্রফিট নিতে পারবেন। কিন্ত আপনি যে বললেন যে আমি ভারতের পাখি নিলে কি সমস্যা? আমি যদি এখন ২০ পিস গ্রিন অপালাইন দাদাদের থেকে নি তাহলে আপনার মতো আরও ৫-১০জন ব্রিডার যারা বাচ্চা নিয়ে বসে আছেন সে*ল করার জন্য আপনাদের কি হবে? পাখির বাচ্চা কি রান্না কইরা খাবেন??
আমার মতো যদি আরও ৫ জনের ২০ পিস করে মোট ১০০ পিস গ্রিন অপালাইন নিতে চায় তাহলে হিসাব করে দেখসেন? কয়জন নতুন ব্রিডার তাদের পাখি সে*ল করতে পারতেসে? সুতরাং আবালের মতো কথা বলবেন না।
২) ভারতের থেকে যারা অবৈধভাবে পাখি এনে বাংলাদেশে সে*ল করতেসেন তাদের লাস্ট বারের মতো বলে দিচ্ছি এতদিন অনেক খাইসেন। তওবা করেন। আর কইরেন না। ১৬-১৭ বছরের বোয়াল মাছরে খাইয়া দিসি আমরা। আপনাদের মতো পুটি মাছ হজম করতে বেসি সময় লাগবেনা। আপনি কোন জায়গার থেকে কোন পাখি আনেন কার কাছে সে*ল করেন ইনফরমেশন বের করতে বেশিক্ষন লাগবেনা।
৩) যারা বলবেন ভাই অমুক ভাই ভারতের পাখি নিসে, সে নিজে, ঔইলোক নিসে। আমি তাদের বলবো হ্যা ভাই নিসে।
আমি তাদের আরও বলতে চাই ভাই তারা নিসে দেখে আপনার নিতেই হবে? ঐই সেম পাখি আপনি আমার থেকে নিতে পারেন না? দালাল থেকে কেন নিবেন? ২হাজার কমে পাবেন একজন্য?
আপনি যখন বাচ্চা সে*ল করতে যাবেন তখন যখন অন্য কেউ ২ হাজার কমের আসায় দালালের থেকে পাখি নিবে? তখন আপনার ঘরের বাচ্চারে কই রাখবেন?
৪) দালালের সাথে আমার নিজেরও কথা হইতো আগে। কথায় কথায় আমার নিজের লাগবে বইলাও অনেক পাখির দা*ম জাইনা রাখসি যে কত টাকায় তারা দেশে আইনা পাখি সে*ল করবে। সুতরাং তাদের বইলা দিতেসি সামনে পোস্ট আসবে সুতরাং সাবধান