ফারিহা"s এভিয়ারি

ফারিহা"s এভিয়ারি বাজরিগার পাখি লাভারদের দৃষ্টি আকর্ষণ করছি।📢 পাখি ক্রয় করতে পেইজে নক দিন। পাখি সম্পর্কে বিস্তারিত জানতে পেইজটিকে ফলো করুন। 🦜🐦🐥
(2)

Helpful post for budgerigar lover...☺️☺️ ゚
23/11/2024

Helpful post for budgerigar lover...☺️☺️

উমমমম,আমি মামের সাথে সূর্যাস্ত দেখি... 😌😌 ゚
22/11/2024

উমমমম,আমি মামের সাথে সূর্যাস্ত দেখি... 😌😌

(৫)অনেকদিন পর আপনাদের কাছে প্রশ্ন নিয়ে আসলাম :‼️ছবিতে দেখানো ব্ল্যাকিস-গ্রে-হোয়াইট,ঠোট ও চোখে লাল রং ধারণ কারী পাখিটির...
22/11/2024

(৫)অনেকদিন পর আপনাদের কাছে প্রশ্ন নিয়ে আসলাম :‼️
ছবিতে দেখানো ব্ল্যাকিস-গ্রে-হোয়াইট,ঠোট ও চোখে লাল রং ধারণ কারী পাখিটির নাম কি?? ⁉️⁉️
বি:দ্র-পূর্ববর্তী(৪) প্রশ্নের সঠিক উত্তর " চাতক পাখি ", যেটির সঠিক উত্তর দিয়েছে...
Two Little Dicky Birds ❤️

শীতকালে পাখি সুস্থ্য রাখার উপায়পার্ট-৩1. সপ্তাহে ২ দিন পানির সাথে মধু (হালকা গরম) এবং ২ দিন তুলসি পাতার রস (হালকা গরম) দ...
22/11/2024

শীতকালে পাখি সুস্থ্য রাখার উপায়
পার্ট-৩
1. সপ্তাহে ২ দিন পানির সাথে মধু (হালকা গরম) এবং ২ দিন তুলসি পাতার রস (হালকা গরম) দিলে পাখি অনেকটাই সুস্থ থাকবে আশা করি।
2. সকাল বেলা মাঝে মাঝে পাখির জন্য চা দেওয়া যেতে পারে। চায়ের মধ্যে লং, এলাচ, দারুচিনি, গোলমরিচ ইত্যাদি দিতে হবে।
3. শীতকালে পাখির শরীর গরম রাখার জন্য খাবারের সাথে তেলজাতীয় বীজ দিতে হবে, যেমন সূর্যমুখীর বীজ, কুসুম ফুলের বীজ, গুজিতিল, কালোজিরা ইত্যাদি।
4. শীতকালে পাখি বারান্দায় না রেখে ঘরের মধ্যে রাখার ব্যবস্থা করলে পাখিকে ঠাণ্ডা লাগার ভয় একদম থাকেনা।
5. পাখির ঘরের তাপমাত্রা পর্যবেক্ষণ করার জন্য সব সময় একটি থার্মোমিটার ঝুলিয়ে রাখতে হবে।
6. ঘরের তাপমাত্রা কোনভাবে ২০ ডিগ্রি ফারেনহাইট এর নিচে গেলে গরম বাতাস দেওয়ার ব্যবস্থা করতে হবে।
7. খুববেশী শীত পড়লে পাখিকে ব্রীডে দেওয়া থেকে বিরত থাকতে হবে।

শীতকালে পাখি সুস্থ্য রাখার উপায়।‼️‼️পার্ট -২⏩১. সপ্তাহে অন্তত একবার পাখির গায়ে রোদ লাগার ব্যবস্থা করা উত্তম, তাহলে পাখির...
17/11/2024

শীতকালে পাখি সুস্থ্য রাখার উপায়।‼️‼️
পার্ট -২⏩

১. সপ্তাহে অন্তত একবার পাখির গায়ে রোদ লাগার ব্যবস্থা করা উত্তম, তাহলে পাখির মন ভালো থাকবে।
২. সপ্তাহে একদিন (যেদিন রোদ থাকবে) পাখিকে গোসলের ব্যাবস্থা করতে হবে।
৩. পাখির গায়ে সরাসরি বাতাস যেন না লাগে সেই বিষয়টা খুব ভালভাবে খেয়াল রাখতে হবে।
৪. শীতকালে পাখিকে কোন অবস্থাতেই ঠাণ্ডা পানি খেতে দেওয়া যাবে না। সকাল বেলা হালকা গরম পানি দিতে হবে। একইভাবে বিকালবেলা পানি পরিবর্তন করে আবার হালকা গরম পানি দিতে হবে।
৫. রাতের বেলা পানির পাত্র সরিয়ে রাখতে হবে, নাহলে পাত্রের ঠাণ্ডা পানি খেয়ে পাখির সর্দি-কাশি হয়ে যেতে পারে।

এটা আমার সেই খুনি পাখি যে তার মেল পাখিটাকে খুন করেই ক্ষ্যান্ত হয়নি নিজের একটি বাচ্চাকেও আহত করেছে........ 😔😔আসলে ও প্রথ...
15/11/2024

এটা আমার সেই খুনি পাখি যে তার মেল পাখিটাকে খুন করেই ক্ষ্যান্ত হয়নি নিজের একটি বাচ্চাকেও আহত করেছে........ 😔😔
আসলে ও প্রথম থেকে এমন ছিল না, জানি না হঠাৎ করে ওর কি হয়েছে,, এমন আচরণ কেন করছে!!ওর এই সমস্যার সমাধানও বা কী!!
আপাতত ওকে সব পাখি থেকে আলাদা অন্য একটি খাচায় রেখেছি।বাট ওকে কি অন্য কোন পাখির সাথে রাখতে পারব অর জোড়া দিতে পারব?? ওর এই পাগলামির ট্রিটমেন্ট টা কী???
কেউ জেনে থাকলে দয়া করে জানাবেন,, আপনাদের পরামর্শের অপেক্ষায় রয়েছি।

শীতকালে পাখি সুস্থ্য রাখার উপায়।‼️‼️পার্ট-১⏩1. সন্ধ্যা নামার আগে পাখি রাখার স্থানটি ভালো ভাবে ঢেকে রাখতে হবে, যেন কোনো র...
13/11/2024

শীতকালে পাখি সুস্থ্য রাখার উপায়।‼️‼️
পার্ট-১⏩
1. সন্ধ্যা নামার আগে পাখি রাখার স্থানটি ভালো ভাবে ঢেকে রাখতে হবে, যেন কোনো রকম ঠাণ্ডা বাতাস প্রবেশ না করে।✅
2. আবার পাখির যেন দম বন্দ না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।✅
3. দিনের বেলা কুয়াশা না থাকলে পর্দা সরিয়ে রাখতে হবে যেন আলো বাতাস ঢুকতে পারে।✅
4. পাখির ঘরের তাপমাত্রা অবশ্যই ২৫ থেকে ৩০ ডিগ্রি ফারেনহাইট এর মধ্যে রাখতে হবে।✅
5. স্যাঁতসেঁতে জায়গায় পাখি রাখা যাবেনা, শুকনো ও পারিপাটি স্থান বেছে নিতে হবে।

হলুদিয়া বসন্ত!! 🌼🌼🌼
12/11/2024

হলুদিয়া বসন্ত!! 🌼🌼🌼

12/11/2024

Big shout out to my newest top fans! Mahiya Mimi, Md. Monoster Hossain, Taflin Johora, Md Feroz Ahmed, RA FI

পাখি পালনে আনন্দ যেমন আছে, কোনো সদস্যের চির বিদায়ের কষ্টও আছে। 😔😔আজ সকালে আমার এই মেল পাখিটাকে, ফিমেল পাখিটা আঘাত করে রক...
21/10/2024

পাখি পালনে আনন্দ যেমন আছে, কোনো সদস্যের চির বিদায়ের কষ্টও আছে। 😔😔
আজ সকালে আমার এই মেল পাখিটাকে, ফিমেল পাখিটা আঘাত করে রক্তাক্ত করে ফেলে।ঘরোয়াভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল,বাট ভেটেরিনারি তে নেওয়ার পূর্বেই মারা গিয়েছে। 😭
জানিয়া কিভাবে একটা পাখি আর একটা পাখিকে আঘাত করে মেরে ফেলতে পারে!!!!
আমার পাখিটা সুস্থ স্বাভাবিক ছিল,বাট ওকে খুন করা হয়েছে।😭😭

Address

Islampur, Dhamrai
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ফারিহা"s এভিয়ারি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category