The swrna aquarium

The swrna aquarium we import fish every month and we supply wholesale and retail

21/08/2025
25/06/2025
13/06/2025
অ্যাকুয়ারিয়াম বাজারে দেশী মাছ দিয়ে বাজিমাত সম্ভব! মাছগুলো হতে পারে আপনার অ্যাকুয়ারিয়ামের সুপারস্টার!বিশ্বজুড়ে অ্যাকুয়ারি...
28/04/2025

অ্যাকুয়ারিয়াম বাজারে দেশী মাছ দিয়ে বাজিমাত সম্ভব! মাছগুলো হতে পারে আপনার অ্যাকুয়ারিয়ামের সুপারস্টার!

বিশ্বজুড়ে অ্যাকুয়ারিয়াম ফিস মার্কেট এখন ২০ বিলিয়ন ডলারের বিশাল এক শিল্প, যেখানে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মতো দেশগুলো রপ্তানিতে নেতৃত্ব দিচ্ছে। অথচ বাংলাদেশ এখনও বিদেশি মাছ আমদানিতে ব্যস্ত! অথচ আমাদের দেশেই রয়েছে দারুণ সব দেশীয় প্রজাতি—যেগুলো সঠিকভাবে ব্রিডিং ও মার্কেটিং করা গেলে বিশ্ববাজারে বাজিমাত করা সম্ভব।
চলুন, জেনে নিই কিছু দারুণ দেশীয় অ্যাকুয়ারিয়াম ফিস:

১. মৌ খলিসা (Spotted Gourami)
✨ স্বভাব: শান্ত, মিশুক |
🪴 ট্যাংক: প্লান্টেড
ছোট মাছের সাথে ভালোভাবে মিশে যায়।

২. খলিসা (Banded Gourami)
✨ স্বভাব: শান্ত |
🌿 ট্যাংক: গাছসহ কমিউনিটি
প্রাকৃতিক সেটআপে সহজে মানিয়ে নেয়।

৩. লাল চান্দা (Highfin Glassy Perchlet)
❤️‍🔥 স্বভাব: শান্ত, সৌন্দর্যমণ্ডিত |
🌱 ট্যাংক: কমিউনিটি বা প্লান্টেড
ট্রান্সপারেন্ট বডি আর উজ্জ্বল লাল ফিন একে করে তোলে একেবারে নজরকাড়া!
✨ বিদেশি গ্লাস ফিশের দারুণ দেশীয় বিকল্প।

৪.নাপিত কই (Dwarf Chameleon Fish)
⚠️ স্বভাব: টেরিটোরিয়াল |
🪵 ট্যাংক: হাইডিং স্পটসহ
একাধিক রাখলে পর্যাপ্ত স্পেস দরকার।

৫.আঞ্জু মাছ (Zebra Danio)
🎉 স্বভাব: ঝাঁকপ্রিয়, অ্যাকটিভ |
🌿 ট্যাংক: প্লান্টেড
৬ বা ততোধিক রাখলে দলগতভাবে চলাচল করে।

৬.গুতুম মাছ (Bengal Loach)
🤝 স্বভাব: শান্ত, বটম-ফিডার |
🪨 ট্যাংক: সফট সাবস্ট্রেট
দল বেঁধে চলাফেরা করতে ভালোবাসে।

৭. চ্যাং মাছ (Channa gachua)
🔍 স্বভাব: কৌতূহলী |
🌊 ট্যাংক: লো-ফ্লো, সেমি-প্লান্টেড
❌ ছোট মাছের সাথে না রাখাই ভালো।
📌 আইনি দিক: সাধারণত নিষিদ্ধ নয়, তবে স্থানীয় নিয়ম যাচাই জরুরি।

৮. ফলি মাছ (Bronze Featherback)
🎯 স্বভাব: আংশিক প্রিডেটর |
🏞️ ট্যাংক: বড়
শো-পিস হিসেবে অসাধারণ।
⚠️ আইনি দিক: ছোট সাইজে শিকার নিষিদ্ধ; নিজস্ব চাষ হলে অনুমোদিত।

৯. চিতল মাছ (Featherback Knifefish)
🌙 স্বভাব: নিশাচর, বড় হলে প্রিডেটর |
🐡 ট্যাংক: ১০০+ গ্যালন
শো-পিস হিসেবে দারুণ, ছোট মাছের সঙ্গে না রাখাই ভালো।
🚫 আইনি দিক: সংরক্ষিত প্রজাতি, বাণিজ্যিকভাবে রাখা বা বিক্রি দণ্ডনীয়।

দেশীয় মাছ দিয়ে শুধু অ্যাকুয়ারিয়ামের সৌন্দর্য নয়, রপ্তানিতেও সাফল্য আনা সম্ভব। প্রশিক্ষণ, ব্রিডিং ও আইনি জটিলতা দূর করে বাংলাদেশ গড়ে তুলতে পারে অ্যাকুয়ারিয়াম ফিস রপ্তানির নতুন গ্লোবাল হাব।

Address

54 RND Rood Labagh Kella Mor Sosan Ghat
Dhaka
1211

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801919979427

Website

Alerts

Be the first to know and let us send you an email when The swrna aquarium posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The swrna aquarium:

Share