
21/05/2025
আসসালামু আলাইকুম,
এই চো*র বা*টপার হইতে সা*বধান ।
বাট*পারের নাম: faisal sorder
বাট*পারের নাম্বার : 01575607329
: 01304769041
এই চো*রের বা*চ্চা আমার থেকে , কিং কোয়ে*লের বা*চ্চা নিছে। 20 দিনের বেশি হইছে , 1000 টাকা বাকি রাখছে। বলছে মে মাসের 10 তারিখের মধ্যে দিয়ে দিবে ,, পরে আমাকে বলছে যে তার কাছে টাকা হইছে । আমি টাকা চাইলে আমাকে বলে পরে দিবে ,,, পরের দিন আবার কল দিলে রিসিভ করে না , আমি মেসেজ করে রাখছিলাম । আমার ফাইনাল পরীক্ষা চলে ,তাই আমি এদিকে খেয়াল দেই নাই ,, 2 দিন আগে আবার মেসেজ দিতে গিয়ে দেখি আমাকে ব্লক করে দিসে । নাম্বারে কল দিসি যেই পরিচয় দিসি ফোন কেটে দিসে , আর ফোন ধরে না। ওর লোকেশন ডেমরা । এই চো*রের বাচ্চা থেকে সবাই সাবধান থাকবেন। আমার পাখি নিয়ে বিভিন্ন গ্রুপে পোস্ট করতেছে