
12/07/2025
☀️ আপনার বিড়াল কি গরমে হাঁপাচ্ছে বা দুর্বল দেখাচ্ছে?
এটা হতে পারে হিট স্ট্রেস — যা পোষা বিড়ালের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে! 😿🔥
🧠 হিট স্ট্রেসের লক্ষণসমূহ:
✅ অতিরিক্ত হাঁপানো বা মুখ খোলা রাখা
✅ চলাফেরায় দুর্বলতা বা অস্থিরতা
✅ গরম শরীর বা ঘেমে যাওয়া
✅ বমি, খাওয়া বন্ধ হয়ে যাওয়া
✅ অজ্ঞান হওয়ার উপক্রম
💡 প্রতিকার ও করণীয়:
✅ বিড়ালকে ছায়াযুক্ত ও ঠাণ্ডা পরিবেশে রাখুন
✅ পর্যাপ্ত পানি নিশ্চিত করুন
✅ ঠাণ্ডা ভেজা তোয়ালে দিয়ে শরীর মুছে দিন
✅ সরাসরি রোদ বা গরম ঘরে রাখবেন না
✅ প্রয়োজন হলে ভেটেরিনারি ডাক্তারকে দেখান দ্রুত!
🩺 আপনার আদরের পোষ্য যেন সুস্থ ও নিরাপদ থাকে, সে দায়িত্ব আমাদের।
আজই অ্যাপয়েন্টমেন্ট নিন – Z-Pet Care Veterinary Clinic-এ।
📞 কল করুন: +8801613401201
📍 ঠিকানা: ১৫ বিক্রমপুর মিনি প্লাজা, গোবিন্দপুর বাজার, শনির আখড়া, যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬
🐾 বিড়ালের হাসিটাই হোক আপনার শান্তি — আর তার যত্ন হোক আমাদের দায়িত্ব।
#পোষা_প্রাণীর_সচেতনতা