Z-Pet Care Veterinary Clinic

Z-Pet Care Veterinary Clinic Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Z-Pet Care Veterinary Clinic, Pet service, Bikrampur Mini Plaza shonirakhra jatrabari Dhaka, Dhaka.
(1)

Z-Pet Care Veterinary Clinic গবাদি পশু ও পোষা প্রানি চিকিৎসায় অঙ্গিকারবদ্ধ।লার্জ টু স্মল সকল প্রানির চিকিৎসা,ভ্যাক্সিনেশন, কৃমিনাশক ও সার্জারি সেবা পাবেন।
খোলাঃ সকাল ১০ টা-রাত ১০ টা (প্রতিদিন) ইমার্জেন্সি ২৪ ঘন্টা
Appointment 01613401201 (what'sapp)

এই সপ্তাহে টোটাল ১০৮ জন শুধু মাত্র স্পে করানোর শিডিউল চেয়েছেন☺️ কিন্তু আমরা স্পের জন্য শিডিউল দিয়েছি মাত্র ১৪ জনকে।আমরা ...
01/09/2025

এই সপ্তাহে টোটাল ১০৮ জন শুধু মাত্র স্পে করানোর শিডিউল চেয়েছেন☺️ কিন্তু আমরা স্পের জন্য শিডিউল দিয়েছি মাত্র ১৪ জনকে।আমরা কোয়ানটিটি নয় কোয়ালিটি তে বিশ্বাসী। আমাদের ক্লিনিকে যারাই সার্জারি সেবা নিয়েছেন তারা জানেন শুধুমাত্র পেশেন্ট এর ভালোর কথা চিন্তা করে আমরা সেই সময় রেগুলার চেক আপ রুটিন নিরুৎসাহিত করি যদি ইমার্জেন্সি কোন কেস না হয়।
আমাদের ক্লিনিকে এখন পর্যন্ত স্পে নিউটার কিংবা অন্যান্য অপারেশন পরবর্তী ইনফেকশন হবার ঘটনা ০.০%।

পোষ্য যার দায়িত্ব তার এই ধরণের কথায় আমরা বিশ্বাসী নই বরং আপনার এই দায়িত্ব আমরা আপনার হয়ে পালন করে আপনাকে করি চিন্তামুক্ত।চিকিৎসা দেবার পর যেখানে অন্যান্যদের সেবা শেষ আমাদের শেষটা হয় আপনার চুড়ান্ত সন্তুষ্টি অর্জন এর মাধ্যম দিয়ে।

দোয়া করবেন শেষ দিন পর্যন্ত যেন আমরা আমাদের সার্ভিস ধরে রাখতে পারি।

মা ও ছেলের একই দিনে স্পে আর নিউটার সম্পন্ন।সম্পুর্ন সেইফ পদ্ধতি কসমেটিক্স সার্জারি  অভিজ্ঞ সার্জনের মাধ্যমে যদি বেস্ট সা...
29/08/2025

মা ও ছেলের একই দিনে স্পে আর নিউটার সম্পন্ন।
সম্পুর্ন সেইফ পদ্ধতি কসমেটিক্স সার্জারি অভিজ্ঞ সার্জনের মাধ্যমে যদি বেস্ট সার্ভিস পান তাহলে দেরী কেন?
আজই যোগাযোগ করুন-
আমাদের সেবা সমুহ:
👨‍⚕️রেগুলার কন্সাল্টেন্সি।
💉ভ্যাক্সিনেশন।
💊ডিওয়ার্মিং।
🩺স্পে-নিউটার।
🩺মেজর মাইনর সার্জারি।
🩺হেলথ চেক আপ এবং সার্টিফিকেশন
🩺মাইক্রোচিপিং
🩺এফপিভি,সিপিভি,ইয়ার মাইটস,এক্স রে সহ অন্যান্য প্যাথলজিক্যাল টেস্ট।
✂️ গ্রুমিং ফ্যাসিলিটি
🛑আমরা অনলাইনে কোন রকম কন্সাল্টেন্সি সেবা প্রদান করি না।কারণ সুচিকিৎসা নিশ্চিত বিবেচনায় সঠিক তাপমাত্রা ওজন এবং সরাসরি দেখা ব্যতীত অনুমান নির্ভর চিকিৎসা আপনার পোষ্যের মৃত্যু ঝুঁকি বাড়াতে পারে🛑
📍আমাদের ক্লিনিক সপ্তাহে ৭ দিনই খোলা থাকে সকাল ১০ টা থেকে রাত ০৯.৩০ পর্যন্ত। ডাক্টার দেখানোর সময় সকাল ১০.৩০ থেকে রাত ৯.৩০ পর্যন্ত।
☎️এপয়েন্টমেন্ট নিতেঃ📞
০১৬১৩৪০১২০১(+8801613401201)
📍আমাদের ঠিকানাঃ
১৫ বিক্রমপুর মিনি প্লাজা,গোবিন্দপুর বাজার,শনির আখড়া, যাত্রাবাড়ী ঢাকা-১২৩৬

বাড়তি তাপমাত্রায় বিড়ালের যত্ন নিতে তাকে সবসময় পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানি পান করানো, ছায়াযুক্ত ও শীতল স্থানে বিশ্রাম দে...
28/08/2025

বাড়তি তাপমাত্রায় বিড়ালের যত্ন নিতে তাকে সবসময় পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানি পান করানো, ছায়াযুক্ত ও শীতল স্থানে বিশ্রাম দেওয়া, নিয়মিত ব্রাশ করা এবং গরমকালে সূর্যের সরাসরি তাপ থেকে দূরে রাখা অপরিহার্য। এছাড়াও, বিড়ালের আরামের জন্য ভেজা তোয়ালে বা বরফের প্যাক ব্যবহার করা এবং তার আচরণে কোনো পরিবর্তন দেখা গেলে দ্রুত পশুচিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

26/08/2025

শুভ সকাল,
আপনারাই বলুন এইভাবে মোবাইলের উপর শুয়ে থাকলে কি রিং বাজলে শোনা যায়?এই হচ্ছে মোবাইলে কল দিলে না ধরতে পারার কারণ!
কার কার বিড়াল এইভাবে মোবাইলের উপর শুয়ে থাকে....কমেন্টে জানান

25/08/2025

বিড়াল এবং কুকুর এর স্পে অপারেশন এর পুর্বে একজন পেট প্যারেন্টস হিসেবে আপনার কিছু তথ্য জানা উচিত।অনেকেই ট্রেডিশনাল পদ্ধতির খরচ বলে পেশেন্টদের আকৃষ্ট করার চেস্টা করেন কম খরচে স্পে করানোর জন্য।
আমাদের দেশে দুই পদ্ধতিতে স্পে করা হয় এবং উন্নত বিশ্বে ৩ পদ্ধতিতে ১।ট্রেডিশনাল ২।মর্ডান বা কসমেটিক ৩। ল্যাপরোস্কোপিক পদ্ধতি(সব চাইতে আধুনিক পদ্ধতি)
ট্রেডিশনাল পদ্ধতিতেঃ
*ইনসিশন বেশী।*বেশী রক্তপাত *সুস্থ হতে সময় বেশী লাগে ।*সেলাই কাটানোর ঝামেলা।ইনসিশন বড় হবার কারনে বিশেষ সতর্কতা অবলম্বন না করলে সেলাই এর স্থান এ ইনফেকশন হবার চান্স বেশী।
মর্ডান (কসমেটিক সার্জারী) ঃ *ছোট ইন্সিশন *শুকাতে সময় কম লাগে।*অপারেশন পরবর্তী কোন জটিলতা নেই।* খরচ ট্রেডিশনাল পদ্ধতি থেকে একটু বেশী।*২-৩ দিনেই বিড়াল নরমাল চলাফেরা করতে পারে।*সেলাই কাটার কোন ঝামেলা নেই।
লাপরোস্কোপিক পদ্ধতিঃছোট একটি ফুটো করে ক্যামেরা প্রবেশ করে অপারেশন পরিচালনা করা হয়।খুবই ব্যয়বহুল এবং রিস্ক ফ্রি তবে আমাদের দেশে এই প্রযুক্তি এখনো আসে নি।এখন অনেকেই আমাদের কে রিকোয়েস্ট করেন কত কমে অপারেশন করানো যেতে পারে।যেহেতু আমাদের সকল স্পে অপারেশন মর্ডান পদ্ধতিতে করা হয় সেহেতু আমরা চাইলেও নিম্ন মানের সুতা দিয়ে এবং আনহাইজেন ইকুইপমেন্ট দিয়ে অপারেশন পরিচালনা করতে পারি না।এতে আমাদের ক্লিনিকের সুনাম ক্ষুন্ন হবার পাশাপাশি আপনার পোষ্যও ইনফেকশনের ঝুঁকিতে থাকে।প্রতিটা অপারেশন এর পুর্বে আমরা আমাদের সকল ইকুইপমেন্টস অটোক্লেভ মেশিনে স্টেরিলাইজড করে থাকি এবং গ্রেড ১ এ্যালকোহল দিয়ে আমাদের সকল কিছু ক্লিন করে থাকি।তাছাড়াও অতি উন্নত মানের ব্যয়বহুল ক্যাট গাট ইউজ করা হয় যাতে অতি দ্রুত ইনসিশন শুকিয়ে তা চামড়ার সাথে মিশে যায়।ফলে সেলাই কাটার কোন ঝামেলা নেই।

🛑আমরা অনলাইনে কোন রকম কন্সাল্টেন্সি সেবা প্রদান করি না।কারণ সুচিকিৎসা নিশ্চিত বিবেচনায় সঠিক তাপমাত্রা ওজন এবং সরাসরি দেখা ব্যতীত অনুমান নির্ভর চিকিৎসা আপনার পোষ্যের মৃত্যু ঝুঁকি বাড়াতে পারে🛑

📍আমাদের ক্লিনিক সপ্তাহে ৭ দিনই খোলা থাকে সকাল ১০ টা থেকে রাত ০৯.৩০ পর্যন্ত। ডাক্টার দেখানোর সময় সকাল ১০.৩০ থেকে রাত ৯.৩০ পর্যন্ত।

☎️এপয়েন্টমেন্ট নিতেঃ📞০১৬১৩৪০১২০১(+8801613401201)📍আমাদের ঠিকানাঃ১৫ বিক্রমপুর মিনি প্লাজা,গোবিন্দপুর বাজার,শনির আখড়া, যাত্রাবাড়ী ঢাকা-১২৩৬

অনেকেই নিজেদের আদরের পোষ্যের স্পে নিউটার বা অন্যান্য অপারেশন এর জন্য দক্ষ ভেটেরিনারি ডাক্তার নিয়ে দ্বিধায় আছেন।আপনাদের স...
25/08/2025

অনেকেই নিজেদের আদরের পোষ্যের স্পে নিউটার বা অন্যান্য অপারেশন এর জন্য দক্ষ ভেটেরিনারি ডাক্তার নিয়ে দ্বিধায় আছেন।আপনাদের সিদ্ধান্তকে আরো সহজ করতে আমরা জানাচ্ছি কেন আমাদের কাছ থেকে আপনার পোষ্যকে স্পে নিউটার বা অন্যান্য সার্জারি করাবেন।
-১০০% হাইজেন পরিবেশ
-১০০% স্টেরিলাইজড ইকুইপমেন্ট
-১০০% হাই কোয়ালিটি ক্যাট গাট যা আপনার ধীরে ধীরে আপনার পোষ্যের চামড়ার সাথে মিশে যাবে।
-৫০০০+ স্পে নিউটার সাকসেস্ফুলি সার্জারি করা অভিজ্ঞ সার্জন ।
-২ সে মি ইনসিশন ।
-স্পে এর পুর্বে এবং পরে আপনার পোষ্যের হেলথ মনিটরিং এ ২৪/৭ সাপোর্ট টিম ।
- ইনফেকশনের ঝামেলা নেই।

তাই দেরী না করে আপনার আদরের পোষ্যের গুরুত্বপুর্ণ সার্জারীর জন্য এপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন আমাদের ক্লিনিকে অথবা বিস্তারিত আরো তথ্যের জন্য
যোগাযোগ করুন Z-Pet Care Veterinary Clinic এর ফেসবুক পেজে অথবা কল করুন:- 01613401201

ক্লিনিক অ্যাড্রেস:- ১৫ বিক্রমপুর মিনি প্লাজা (দ্বিতীয় তলা) (গোবিন্দপুর জামে মসজিদের পাশেই) শনির আখড়া,যাত্রাবাড়ী ঢাকা-১২৩৬

25/08/2025

🥲আপনার আদরের পোষা প্রাণিটি হাইন্ড লেগ দিয়ে বার বার কান চুলকাচ্ছে?
☹️মাথা ঝাকাচ্ছে?
😔কানের আউট পার্টে বাদামী কালচে ময়লা দেখা যায়?

দেরী না করে চলে আসুন আমাদের ক্লিনিকে অভিজ্ঞ ও পেশাদার ভেটেরিনারি ডাক্তার দের তত্তাবধানে কান পরীক্ষা করুন অত্যাধুনিক ডিজিটাল ইয়ার অটোস্কোপিক মেশিনে।দেখে নিন আপনার বিড়ালের কানে এরকম ইয়ার মাইটস আছে নাকি।খালি চোখে এধরনের মাইটস দেখা যায় না

আপনার বিড়াল কে স্পে করানো নিয়ে চিন্তা ভাবনা করছেন?চিন্তামুক্ত থাকতে স্পে করাতে পারেন আমাদের দক্ষ এবং অভিজ্ঞ ভেটেরিনারি স...
23/08/2025

আপনার বিড়াল কে স্পে করানো নিয়ে চিন্তা ভাবনা করছেন?
চিন্তামুক্ত থাকতে স্পে করাতে পারেন আমাদের দক্ষ এবং অভিজ্ঞ ভেটেরিনারি সার্জনদের হাতে।
কেন আমাদের কাছে স্পে করাবেন?
🩺একেবারে ছোট সেলাই।
🩺ইনফেকশনের ঝামেলা নেই।
🩺স্পে এর পর সুস্থ হবার আগ পর্যন্ত ২৪/৭ দিন সাপোর্ট টিম এর মাধ্যমে সার্বক্ষনিক সেবা প্রদান।
🩺সেলাই কাটার কোন ঝামেলা নেই।
🩺মোজা পড়ানোর কোন দরকার নেই।
🩺স্পে পুর্ববর্তী হেলথ চেক আপ .
🩺১০০% হাইজেন পরিবেশ + অক্সিজেন সাপোর্ট
🩺১০০% স্টেরিলাইজড ইকুইপমেন্ট ।

আমরা আপনার আদরের পোষ্যের চিকিৎসা সেবায় প্রতিশ্রুত তাই অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা সেবা নিন, যোগাযোগ করুন Z-Pet Care Veterinary Clinic এ
অথবা কল করুন:- 01613-401201
ক্লিনিক অ্যাড্রেস:- ১৫ বিক্রমপুর মিনি প্লাজা (গোবিন্দপুর জামে মসজিদের পাশেই) শনির আখড়া,যাত্রাবাড়ী ঢাকা-১২৩৬ (দ্বিতীয় তলা)

ছোট্ট তথ্য,জানলে ও মেনে চললে  বাঁচবে হাজারো বিড়াল।বিড়ালের প্রথম ভ্যাক্সিনেশন  ৬ থেকে ৮ সপ্তাহ বা ২ মাস বয়স পুর্ণ হলে, (ক...
22/08/2025

ছোট্ট তথ্য,জানলে ও মেনে চললে বাঁচবে হাজারো বিড়াল।
বিড়ালের প্রথম ভ্যাক্সিনেশন ৬ থেকে ৮ সপ্তাহ বা ২ মাস বয়স পুর্ণ হলে, (কম্বাইন্ড ফ্লু ভ্যাক্সিন)
দ্বিতীয় ভ্যাক্সিনেশন ১ম ভ্যাক্সিনেশন এর ৩ সপ্তাহ পর ৪ সপ্তাহর মধ্যে বা ১ মাস এর মধ্যে (কম্বাইন্ড ফ্লু+ র‍্যাবিস ভ্যাক্সিন)
তারপর প্রতি বছর ১ বার করে কম্বাইন্ড ভ্যাক্সিন (ফ্লু+ র‍্যাবিস)।

বিস্তারিত আরো তথ্য জানতে ইনবক্স করুন অথবা কল করুন আমাদের হট লাইন নাম্বারে।

📍আমাদের ক্লিনিক সপ্তাহে ৭ দিনই খোলা থাকে সকাল ১০ টা থেকে রাত ০৯.৩০ পর্যন্ত। ডাক্টার দেখানোর সময় সকাল ১০ টা থেকে রাত ৯.৩০ পর্যন্ত 📍

☎️এপয়েন্টমেন্ট নিতেঃ📞
০১৬১৩৪০১২০১(+8801613401201) [২৪ ঘন্টা]

📍আমাদের ঠিকানাঃ
১৫ বিক্রমপুর মিনি প্লাজা,গোবিন্দপুর বাজার,শনির আখড়া, যাত্রাবাড়ী ঢাকা-১২৩৬

নিউটার (Neuter) শব্দটি পুরুষ প্রাণীর প্রজনন অঙ্গ অপসারণের অস্ত্রোপচারকে বোঝায়, যা সাধারণত কুকুর, বিড়াল এবং অন্যান্য পশ...
22/08/2025

নিউটার (Neuter) শব্দটি পুরুষ প্রাণীর প্রজনন অঙ্গ অপসারণের অস্ত্রোপচারকে বোঝায়, যা সাধারণত কুকুর, বিড়াল এবং অন্যান্য পশুদের ক্ষেত্রে করা হয়। একে কাস্ট্রেশনও বলা হয়। এর মাধ্যমে প্রাণীটি আর প্রজনন করতে পারে না এবং এটি পশুদের মধ্যে অবাঞ্ছিত প্রজনন রোধ করার জন্য করা হয়
নিউটার (পুরুষ বিড়াল) করালে টেস্টিকুলার ক্যান্সার (অণ্ডকোষের ক্যান্সার) এবং প্রোস্টেটের সমস্যা কমে যায়। এটি বিড়ালের বাইরে যাওয়ার প্রবণতাও কমিয়ে দেয়, যা বিড়ালের মারামারি করা বা অন্য বিপদে পড়ার ঝুঁকি কমায়। এছাড়া, নিউটার করলে বিড়ালের আচরণগত সমস্যা কমে, যেমন পুরুষ বিড়ালদের মারামারি বা অন্য পুরুষ বিড়ালের সঙ্গে ঝগড়া করার প্রবণতা হ্রাস পায়।
নিউটার করার উপকারিতা:
১।স্বাস্থ্যগত সুবিধা:
২।টেস্টিকুলার ক্যান্সারের ঝুঁকি কমে যায়।
৩।প্রোস্টেট গ্রন্থি সম্পর্কিত রোগ কমে আসে।
আচরণগত সুবিধা:
৪।বিড়ালের বাইরে যাওয়ার প্রবণতা কমে যায়, যা তাদের বাইরে দুর্ঘটনার শিকার হওয়া বা অন্য বিড়ালের সাথে লড়াই করা থেকে রক্ষা করে।
৫।বিড়ালের সঙ্গীর খোঁজে ঘুরে বেড়ানোর প্রবণতা কমে যায়, ফলে তারা কম অস্থির থাকে।
অন্যান্য সুবিধা:
অবাঞ্ছিত গর্ভধারণ প্রতিরোধ করে।
বিড়ালের জীবনকাল বৃদ্ধি করতে পারে।
কখন করাবেন:
সাধারণত বিড়ালের বয়স যখন ৮ থেকে ১০ মাস হয়, এবং ওজন দুই কেজি বা তার বেশি হয়, তখন তাদের নিউটার বা স্পে (মেয়ে বিড়ালের জন্য) করার উপযুক্ত সময়। তবে এটি বিড়ালের জাতের ওপর নির্ভর করে।

সর্বাধুনিক এবং ঝুকিবীহিন সার্জারির অন্যতম বিশ্বস্ততার প্রতীক জেড পেট কেয়ার ভেটেরিনারি ক্লিনিক।আমরা ১০০% হাইজেনসিটির নিরাপত্তা দিচ্ছি। তাই দেরী না করে আপনার আদরের কুকুর বিড়াল এবং খরগোশের ক্যাস্ট্রেশন বা নিউটার এর জন্য আজই এপয়েন্টমেন্ট নিন।

📍আমাদের ক্লিনিক সপ্তাহে ৭ দিনই খোলা থাকে সকাল ১০ টা থেকে রাত ০৯.৩০ পর্যন্ত। ডাক্টার দেখানোর সময় সকাল ১০ টা থেকে রাত ৯.৩০ পর্যন্ত 📍

☎️এপয়েন্টমেন্ট নিতেঃ📞
০১৬১৩৪০১২০১(+8801613401201) [২৪ ঘন্টা]

📍আমাদের ঠিকানাঃ
১৫ বিক্রমপুর মিনি প্লাজা,গোবিন্দপুর বাজার,শনির আখড়া, যাত্রাবাড়ী ঢাকা-১২৩৬

আজ সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্তজেড-পেট কেয়ার ভেটেরিনারি ক্লিনিকেউপস্থিত থাকছেন—👨‍⚕️ মেডিসিন ও সার্জারী বিশেষজ্ঞডা. জ...
20/08/2025

আজ সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত
জেড-পেট কেয়ার ভেটেরিনারি ক্লিনিকে
উপস্থিত থাকছেন—

👨‍⚕️ মেডিসিন ও সার্জারী বিশেষজ্ঞ
ডা. জাফরুল হাসান শুভ
DVM (PSTU), MS Fellow (BAU)
PGT (Medicine & Surgery)
CT (EuFMD-FAO & CAAH)
🔖 BVC Reg. No: ৮৩৪৬ ভাসাবা-০০০৭/২০২৪

🐶🐱 আপনার পোষা প্রাণী অসুস্থ?
✅ সঠিক চিকিৎসা ও পরামর্শ পেতে আজই আসুন আমাদের ক্লিনিকে।
✅ অভিজ্ঞ ও বিশ্বস্ত ভেটেরিনারি ডাক্তারের কনসালটেশন সার্ভিস নিন।

📞 অ্যাপয়েন্টমেন্ট ও বিস্তারিত জানতে কল করুন: +8801613401201
📍 ঠিকানা: ১৫ বিক্রমপুর মিনি প্লাজা, গাবিন্দপুর বাজার, শনির আখড়া, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬

🧡 আপনার প্রিয় পোষা প্রাণীর সুস্বাস্থ্যের দায়িত্ব আমাদের
জেড-পেট কেয়ার – Your Pet, Our Care!

🐾 আপনার প্রিয় পোষাটিকে জলাতঙ্ক থেকে নিরাপদ রাখতে আজই দিন ভ্যাকসিন! 🐶💉আজ শুক্রবার ছুটির দিন—আর পোষা প্রাণীর যত্নে এই দিনট...
19/08/2025

🐾 আপনার প্রিয় পোষাটিকে জলাতঙ্ক থেকে নিরাপদ রাখতে আজই দিন ভ্যাকসিন! 🐶💉

আজ শুক্রবার ছুটির দিন—আর পোষা প্রাণীর যত্নে এই দিনটাই হতে পারে সবচেয়ে উপযুক্ত!
Z-Pet Care Veterinary Clinic এ নিয়ে এসে ভেট চেকাপ এবং টিকা প্রদান করে নিন, এবং নিশ্চিন্তে নিয়ে যান বাসায়।

✅ জলাতঙ্ক প্রতিরোধে নিরাপদ টিকা
✅ অভিজ্ঞ ভেটেরিনারির তত্ত্বাবধানে সেবা
✅ ছুটির দিনে সহজ অ্যাপয়েন্টমেন্ট

📍 ঠিকানা: ১৫ বিক্রমপুর মিনি প্লাজা, গোবিন্দপুর বাজার, শনির আখড়া, যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬
📞 কল করুন: +8801613401201

🐶🐱 Z-Pet Care Veterinary Clinic
✨ Your Pet, Our Care

#পোষাপ্রাণী_যত্ন #ঢাকা_ভেট_সেবা #জলাতঙ্কের_টিকা #ছুটিরদিনেরসেবা See less

Address

Bikrampur Mini Plaza Shonirakhra Jatrabari Dhaka
Dhaka
1236

Alerts

Be the first to know and let us send you an email when Z-Pet Care Veterinary Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Z-Pet Care Veterinary Clinic:

Share

Category