Z-Pet Care Veterinary Clinic

Z-Pet Care Veterinary Clinic We believe that the health of your beloved pet is really a matter of your great concern.
(1)

☀️ আপনার বিড়াল কি গরমে হাঁপাচ্ছে বা দুর্বল দেখাচ্ছে?এটা হতে পারে হিট স্ট্রেস — যা পোষা বিড়ালের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে...
12/07/2025

☀️ আপনার বিড়াল কি গরমে হাঁপাচ্ছে বা দুর্বল দেখাচ্ছে?
এটা হতে পারে হিট স্ট্রেস — যা পোষা বিড়ালের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে! 😿🔥

🧠 হিট স্ট্রেসের লক্ষণসমূহ:
✅ অতিরিক্ত হাঁপানো বা মুখ খোলা রাখা
✅ চলাফেরায় দুর্বলতা বা অস্থিরতা
✅ গরম শরীর বা ঘেমে যাওয়া
✅ বমি, খাওয়া বন্ধ হয়ে যাওয়া
✅ অজ্ঞান হওয়ার উপক্রম

💡 প্রতিকার ও করণীয়:
✅ বিড়ালকে ছায়াযুক্ত ও ঠাণ্ডা পরিবেশে রাখুন
✅ পর্যাপ্ত পানি নিশ্চিত করুন
✅ ঠাণ্ডা ভেজা তোয়ালে দিয়ে শরীর মুছে দিন
✅ সরাসরি রোদ বা গরম ঘরে রাখবেন না
✅ প্রয়োজন হলে ভেটেরিনারি ডাক্তারকে দেখান দ্রুত!

🩺 আপনার আদরের পোষ্য যেন সুস্থ ও নিরাপদ থাকে, সে দায়িত্ব আমাদের।
আজই অ্যাপয়েন্টমেন্ট নিন – Z-Pet Care Veterinary Clinic-এ।

📞 কল করুন: +8801613401201
📍 ঠিকানা: ১৫ বিক্রমপুর মিনি প্লাজা, গোবিন্দপুর বাজার, শনির আখড়া, যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬

🐾 বিড়ালের হাসিটাই হোক আপনার শান্তি — আর তার যত্ন হোক আমাদের দায়িত্ব।

#পোষা_প্রাণীর_সচেতনতা

🐾 আপনার প্রিয় পোষাটিকে জলাতঙ্ক থেকে নিরাপদ রাখতে আজই দিন ভ্যাকসিন! 🐶💉আজ শুক্রবার ছুটির দিন—আর পোষা প্রাণীর যত্নে এই দিনট...
11/07/2025

🐾 আপনার প্রিয় পোষাটিকে জলাতঙ্ক থেকে নিরাপদ রাখতে আজই দিন ভ্যাকসিন! 🐶💉

আজ শুক্রবার ছুটির দিন—আর পোষা প্রাণীর যত্নে এই দিনটাই হতে পারে সবচেয়ে উপযুক্ত!
Z-Pet Care Veterinary Clinic এ নিয়ে এসে ভেট চেকাপ এবং টিকা প্রদান করে নিন, এবং নিশ্চিন্তে নিয়ে যান বাসায়।

✅ জলাতঙ্ক প্রতিরোধে নিরাপদ টিকা
✅ অভিজ্ঞ ভেটেরিনারির তত্ত্বাবধানে সেবা
✅ ছুটির দিনে সহজ অ্যাপয়েন্টমেন্ট

📍 ঠিকানা: ১৫ বিক্রমপুর মিনি প্লাজা, গোবিন্দপুর বাজার, শনির আখড়া, যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬
📞 কল করুন: +8801613401201

🐶🐱 Z-Pet Care Veterinary Clinic
✨ Your Pet, Our Care

#পোষাপ্রাণী_যত্ন #ঢাকা_ভেট_সেবা #জলাতঙ্কের_টিকা #ছুটিরদিনেরসেবা

🐾🌧️ এই বর্ষায় আপনার পোষা প্রাণীর সুস্থতা নিশ্চিত করুন – ভালোবাসা আর যত্ন দিয়ে! 🌧️🐾বর্ষাকাল মানেই ঠাণ্ডা, স্যাঁতসেঁতে পরি...
09/07/2025

🐾🌧️ এই বর্ষায় আপনার পোষা প্রাণীর সুস্থতা নিশ্চিত করুন – ভালোবাসা আর যত্ন দিয়ে! 🌧️🐾

বর্ষাকাল মানেই ঠাণ্ডা, স্যাঁতসেঁতে পরিবেশ, আর জীবাণুর দ্রুত বিস্তার। এই সময়ে আমাদের পোষা বন্ধুরা বিশেষ যত্ন না পেলে সহজেই অসুস্থ হয়ে পড়তে পারে। বিশেষ করে বিড়ালদের ক্ষেত্রে দেখা যায় ঠাণ্ডা লাগা, লোম ভিজে গিয়ে সংক্রমণ, খাবারে অনীহা বা মানসিক চাপ।

তাই এই সময়টাতে আপনার প্রিয় পোষাকে সুস্থ ও নিরাপদ রাখতে কিছু সহজ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখুন:

✅ শুকনো ও উষ্ণ জায়গায় রাখুন – বৃষ্টির দিনে ঠাণ্ডা পরিবেশে থাকলে তাদের ঠাণ্ডা লাগতে পারে।
✅ সেইফ ও পরিষ্কার ঘরে রাখুন – স্যাঁতসেঁতে জায়গা এড়িয়ে চলুন, কারণ এতে ব্যাকটেরিয়া জন্ম নেয়।
✅ নিয়মিত পরিচর্যা করুন – অন্তত ৩ দিন পরপর ব্রাশিং ও পরিষ্কার তোয়ালে দিয়ে শরীর মুছে দিন।
✅ ভেজা জায়গায় বসা বা হাঁটা এড়িয়ে চলুন – এতে পায়ের সংক্রমণ হতে পারে।
✅ পর্যাপ্ত পানি ও খাবার নিশ্চিত করুন – বিশুদ্ধ পানি খাওয়ান এবং তাদের পছন্দের খাবার দিন যেন রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে।

😺 আপনার পোষা প্রাণীও আপনার পরিবারেরই একজন। তাই তাদেরও দরকার আপনার সময়, ভালোবাসা আর যত্ন।

যদি আপনার বিড়াল বা অন্য কোনো পোষা প্রাণীর স্বাস্থ্যের অবনতি হয় বা কোনো অসুস্থতার লক্ষণ দেখা দেয়, তাহলে দেরি না করে আমাদের ক্লিনিকে চলে আসুন।

📞 যোগাযোগ করুন: +8801613401201
📍 ঠিকানা: ১৫ বিক্রমপুর মিনি প্লাজা, গোপীবাগ বাজার, শনির আখড়া, যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬

🐶🐱 জেড-পেট কেয়ার ভেটেরিনারি ক্লিনিক
✨ Your Pet, Our Care

#পোষাপ্রাণী_যত্ন #বিড়ালের_সুস্থতা #বর্ষাকালীন_যত্ন #জেড_পেট_কেয়ার #পোষাপ্রাণীর_সুরক্ষা

🕋 আজ ১০ই মহররম – পবিত্র আশুরা 🕊️ইসলামের ইতিহাসে গভীর বেদনা ও ত্যাগের প্রতীক এই দিনটি। এই দিনে আল্লাহ তাআলা হযরত মূসা (আঃ...
06/07/2025

🕋 আজ ১০ই মহররম – পবিত্র আশুরা 🕊️
ইসলামের ইতিহাসে গভীর বেদনা ও ত্যাগের প্রতীক এই দিনটি। এই দিনে আল্লাহ তাআলা হযরত মূসা (আঃ)-কে ও তাঁর অনুসারীদের ফিরআউনের জুলুম থেকে মুক্তি দিয়েছিলেন। আবার এই দিনেই কারবালার প্রান্তরে ইমাম হোসাইন (রাঃ) শহীদ হন সত্য ও ন্যায়ের পথে।

🕌 চলুন আমরা এই পবিত্র দিনে শিক্ষা গ্রহণ করি, নিজেদের জীবন গড়ে তুলি সততা, আত্মত্যাগ এবং ন্যায়ের পথে।

🤲 আল্লাহ যেন আমাদের এই দিনে হেদায়েত দান করেন এবং দুনিয়া ও আখিরাতে শান্তি ও কল্যাণ দান করেন।

📖 “আশুরার দিনটি এমন একটি দিন, যেদিন আল্লাহ তাআলা মূসা (আঃ)-কে ও তাঁর অনুসারীদের মুক্তি দিয়েছিলেন এবং ফিরআউন ও তাঁর বাহিনীকে ধ্বংস করেছিলেন।” – (সহিহ মুসলিম, হাদিস: ২০০৪)

#পবিত্রআশুরা #১০ইমহররম #ইসলামিকপোস্ট

05/07/2025

🖤 আশুরা (১০ মুহররম) — শিক্ষা, ত্যাগ ও ধৈর্যের অনন্ত প্রতীক 🖤

আজকের এই পবিত্র দিনে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি
কারবালার ময়দানে হযরত ইমাম হোসাইন (রাঃ) ও তাঁর সাথীদের আত্মত্যাগ।

আসুন, হিংসা নয় —
হৃদয়ে জাগ্রত করি মানবতা, ভালোবাসা আর শান্তির বার্তা।

🤲 এই মহিমান্বিত দিনে,
সবার জন্য থাকুক —
ক্ষমা, বরকত, এবং সত্যিকারের শান্তি।

🐾 Z-Pet Care Veterinary Clinic 🐾📍 প্রতিটি প্রিয় পোষা প্রাণীর জন্য নির্ভরযোগ্য সেবা, প্রতিদিন।✨ আমরা আছি আপনার পাশে, প্র...
04/07/2025

🐾 Z-Pet Care Veterinary Clinic 🐾
📍 প্রতিটি প্রিয় পোষা প্রাণীর জন্য নির্ভরযোগ্য সেবা, প্রতিদিন।

✨ আমরা আছি আপনার পাশে, প্রতিদিন প্রতিক্ষণে — আপনার পোষা প্রাণীর সুস্থতা ও ভালোবাসার নিশ্চয়তায়।

---

🔧 আমাদের সেবাসমূহ:
✅ সাধারণ স্বাস্থ্য পরীক্ষা
✅ ভ্যাকসিনেশন ও ডিউয়ার্মিং
✅ সার্জারি ও জরুরি চিকিৎসা
✅ ডায়াগনস্টিক পরীক্ষা (রক্ত, ইউরিন, এক্স-রে)
✅ নিউটারিং ও স্পেয়িং
✅ পোষা প্রাণীর নিউট্রিশন ও খাদ্য পরামর্শ
✅ গৃহপরিচর্যার টিপস ও সাপোর্ট

---

📞 অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন:
📱 +8801613401201

📍 ঠিকানা:
১৫ বিক্রমপুর মিনি প্লাজা, গোপীবাগ বাজার, শনির আখড়া, যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬

---

💙 আপনার প্রিয় পোষা প্রাণীর সুস্থতা আমাদের অঙ্গীকার!
👉 আসুন, আজই আমাদের সেবা নিন!

🐱 আপনার বাসা কি ক্যাটপ্রুফ? বিড়ালের জন্য নিরাপদ একটি পরিবেশ গড়ে তোলা খুবই জরুরি!আমরা অনেক সময় বুঝতেই পারি না, ঘরের ভেতরে...
01/07/2025

🐱 আপনার বাসা কি ক্যাটপ্রুফ? বিড়ালের জন্য নিরাপদ একটি পরিবেশ গড়ে তোলা খুবই জরুরি!

আমরা অনেক সময় বুঝতেই পারি না, ঘরের ভেতরে থাকা নানা জিনিস — যেমন খোলা জানালা, ধারালো বস্তু, বৈদ্যুতিক তার, ছোট ছিদ্র বা টক্সিক গাছ — আপনার প্রিয় বিড়ালের জন্য বিপদ ডেকে আনতে পারে।

🔐 ক্যাটপ্রুফ বাসার উপকারিতা কী কী?
✔️ দুর্ঘটনা ও আঘাতের ঝুঁকি কমে
✔️ বিড়াল কম স্ট্রেসড থাকে ও শান্ত থাকে
✔️ বারবার বাইরে পালানোর প্রবণতা কমে
✔️ আপনার জিনিসপত্রও সুরক্ষিত থাকে
✔️ সবার জন্য একটা নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ তৈরি হয়

📍 বিড়ালের নিরাপত্তা নিশ্চিত করা আপনার দায়িত্ব
আর এই দায়িত্ববান সিদ্ধান্তের জন্য পাশে আছে Z-Pet Care Veterinary Clinic।

📍 ঠিকানা:
১৫ বিকমপুর মিনি প্লাজা, গোবিন্দপুর বাজার,
শনির আখড়া, যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬

📞 ক্যাট কেয়ার, স্পে-নিউটার ও নিরাপদ পরিবেশ নিয়ে পরামর্শ নিতে আজই কল করুন:
📲 +8801613401201

🐾
আপনার ভালোবাসা ও যত্নই আপনার পোষার নিরাপদ ভবিষ্যৎ গড়ে দেয়।

29/06/2025

অতি জরুরি নোটিশ
সম্প্রতি আমাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজার সংকটে সঠিক সময়ে সবার মেসেজ এবং কল রেসপন্সে দেরী হচ্ছে।ইনশাল্লাহ অতি দ্রুত আমরা আমাদের সমস্যা সমাধান করবো।ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।

🐶🐱 আপনার পোষা প্রাণীর সুস্থ, নিরাপদ ও শান্ত জীবন শুরু হোক আজ থেকেই!স্পে (Spay) ও নিউটার (Neuter) সার্জারি শুধু অনাকাঙ্ক্...
28/06/2025

🐶🐱 আপনার পোষা প্রাণীর সুস্থ, নিরাপদ ও শান্ত জীবন শুরু হোক আজ থেকেই!
স্পে (Spay) ও নিউটার (Neuter) সার্জারি শুধু অনাকাঙ্ক্ষিত প্রজনন রোধ করে না,
👉 এটি ক্যান্সারসহ বহু রোগ থেকে বাঁচায়
👉 আচরণজনিত সমস্যা কমায়
👉 দীর্ঘ ও স্বাস্থ্যকর জীবন নিশ্চিত করে

🔸 স্পে (Spay) – স্ত্রী প্রাণীর জরায়ু ও ডিম্বাশয় অপসারণ
🔸 নিউটার (Neuter) – পুরুষ প্রাণীর অণ্ডকোষ অপসারণ

🎯 এই সার্জারিগুলো কেন করাবেন?

✅ ১. অনাকাঙ্ক্ষিত প্রজনন রোধ করে
– রাস্তায় জন্ম নেয়া অনাথ প্রাণীর সংখ্যা কমে
– আপনাকে আর বারবার বাচ্চা সামলাতে হয় না

✅ ২. স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে
– স্ত্রী প্রাণীর স্তন ক্যান্সার ও জরায়ুর ইনফেকশনের ঝুঁকি অনেক কমে
– পুরুষ প্রাণীর অণ্ডকোষের ক্যান্সার ও প্রোস্টেট সমস্যার ঝুঁকি কমে

✅ ৩. আচরণগত সমস্যা কমায়
– পুরুষ প্রাণীর ঘোরাঘুরি, চিহ্নিত করা, ঝগড়া করা কমে
– স্ত্রী প্রাণীর বারবার হিটে যাওয়ার সময়কার অস্বস্তিকর আচরণ বন্ধ হয়

✅ ৪. জীবন হয় শান্ত, সুস্থ ও দীর্ঘ
– সার্জারির পর তারা হয় বেশি বন্ধুবান্ধব, কেয়ারিং এবং শান্ত স্বভাবের

---

🔬 আমরা কীভাবে করি?
Z-Pet Care Veterinary Clinic এ
🔹 অভিজ্ঞ সার্জন
🔹 আধুনিক যন্ত্রপাতি
🔹 সম্পূর্ণ স্টেরাইল (নির্বীজ) পরিবেশ
🔹 অপারেশনের পর পূর্ণ পর্যবেক্ষণ ও ফলোআপ কেয়ার

📍 লোকেশন:
১৫ বিক্রমপুর মিনি প্লাজা, গোবিন্দপুর বাজার, শনির আখড়া, যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬

📞 অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন এখনই:
📲 +8801613401201

💬 আপনার একটিমাত্র সিদ্ধান্ত পারে ওর জীবনকে আরও নিরাপদ, সুস্থ ও ভালোবাসাময় করে তুলতে।
আজই যোগাযোগ করুন!

---

🧡

🌡️🐱 বিড়ালের হিট স্ট্রেস – গরমে বিপদের আরেক নাম! 🐱🌡️গরমে আপনার প্রিয় বিড়ালটি আচরণে অস্বাভাবিক লাগছে?এটি হতে পারে হিট স্ট্...
27/06/2025

🌡️🐱 বিড়ালের হিট স্ট্রেস – গরমে বিপদের আরেক নাম! 🐱🌡️

গরমে আপনার প্রিয় বিড়ালটি আচরণে অস্বাভাবিক লাগছে?
এটি হতে পারে হিট স্ট্রেস বা তাপজনিত চাপ, যা তাদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ!

🔍 লক্ষণগুলো কী হতে পারে?
⚠️ অতিরিক্ত হাঁপানো বা দ্রুত নিঃশ্বাস
⚠️ জিভ বার করা ও বেশি লালা ঝরা
⚠️ খাওয়ায় অরুচি
⚠️ দুর্বল হয়ে যাওয়া বা কাঁপুনি
⚠️ গরম জায়গায় শুয়ে পড়া না, বরং ঠান্ডা জায়গা খোঁজা

🆘 কী করবেন তখনই?
✅ বিড়ালকে ঠান্ডা ও ছায়াযুক্ত স্থানে রাখুন
✅ পানি খাওয়াতে উৎসাহ দিন
✅ শরীর মুছে দিতে পারেন হালকা ভেজা তোয়ালে দিয়ে
✅ অবস্থা খারাপ হলে দ্রুত ভেটেরিনারি ক্লিনিকে নিন

🚫 যা করবেন না:
❌ বরফ ঠান্ডা পানি বা বরফ সরাসরি ব্যবহার করবেন না
❌ জোর করে খাওয়ানোর চেষ্টা করবেন না
❌ বাইরে রোদে বের করবেন না

☀️ গরমে সচেতনতা ও যত্নই পারে আপনার পোষা বন্ধুটা কে রক্ষা করতে।

📍 জরুরি চিকিৎসা ও পরামর্শের জন্য যোগাযোগ করুনঃ
🐾 Z Pet Care Veterinary Clinic

📞 01613-401201
📍 ১৫ বিক্রমপুর মিনি প্লাজা (গোবিন্দপুর জামে মসজিদের পাশেই), শনির আখড়া, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬

Z-Pet Care Veterinary Clinic এর পক্ষ থেকে ডা রেজাউল ইসলাম শুভ স্যারের জন্মদিনে স্যারকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন।
25/06/2025

Z-Pet Care Veterinary Clinic এর পক্ষ থেকে ডা রেজাউল ইসলাম শুভ স্যারের জন্মদিনে স্যারকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন।

24/06/2025

বিড়ালটি হিটে ছিল,সংগীর খোজে ৯ তলা থেকে পড়ে গেছে.সফট প্যালেট আড়াআড়ি ভাবে ভেংগেছে।চোয়ালের দাত ভেংগে গেছে।

অসুস্থতায় কিংবা রেগুলার চেক আপ এ ভরসা হউক জেড পেট কেয়ার ভেটেরিনারি ক্লিনিক।

Address

Jatrabari

Alerts

Be the first to know and let us send you an email when Z-Pet Care Veterinary Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Z-Pet Care Veterinary Clinic:

Share

Category