সরাইল হাউন্ড /Shorail Hound Dog

সরাইল হাউন্ড /Shorail Hound Dog Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সরাইল হাউন্ড /Shorail Hound Dog, Pet service, Dhaka moghbazar, Dhaka.

Collected
29/09/2024

Collected

19/09/2024

Collected

বাটপার বাটপার বাটপার। আমার শরাইল হাউন্ড কুকুরের ছবি দিয়া উনার লো গ্রেড  লোকাল হাউন্ড কুকুর বিক্রির চেষ্টা করছে সতর্ক হোন...
01/09/2024

বাটপার বাটপার বাটপার।
আমার শরাইল হাউন্ড কুকুরের ছবি দিয়া উনার লো গ্রেড লোকাল হাউন্ড কুকুর বিক্রির চেষ্টা করছে সতর্ক হোন। উনার কাছে ইম্পোর্ট পেপারস চাইছিলাম দিতে পারে নাই।

 #গ্রেহাউন্ড  #শরাইলহাউন্ড     Collected photo from net
02/08/2024

#গ্রেহাউন্ড
#শরাইলহাউন্ড


Collected photo from net

MASCULAR HOUND DOG #শরাইলহাউন্ড  #গ্রেহাউন্ড     collected picture
10/07/2024

MASCULAR HOUND DOG
#শরাইলহাউন্ড
#গ্রেহাউন্ড


collected picture

Pure rampur hound.collected picture.
02/07/2024

Pure rampur hound.
collected picture.

23/06/2024

THE GREAT GRAY HOUND (1927-2006)
#শরাইলহাউন্ড
#গ্রেহাউন্ড


collected vidio

রাসেল'স ভাইপার নিয়ে ভাইরাল গুজবে কান দিবেন না! সঠিক  তথ্য জানুন----‼ইদানীং রাসেল'স ভাইপার নিয়ে কিছু ভুলভাল পোস্ট এবং সংব...
20/06/2024

রাসেল'স ভাইপার নিয়ে ভাইরাল গুজবে কান দিবেন না! সঠিক তথ্য জানুন----
‼ইদানীং রাসেল'স ভাইপার নিয়ে কিছু ভুলভাল পোস্ট এবং সংবাদ ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে, যা জনমনে ভুল ধারণা এবং আতঙ্কের জন্ম দিচ্ছে। যার দরুন প্রাকৃতিক বিপর্যয়ের পাশাপাশি মানুষ-ও ক্ষতির সম্মুখীন হতে পারে।‼️

সর্বপ্রথম, ওটার নাম Russell’s Viper বা রাসেল'স ভাইপার, যাঁর অনুবাদ রুপ হলো: রাসেলের ভাইপার।
এদের এমন নাম করণের কারণ হলো "স্যার প্যাট্রিক রাসেল ১৭ শতকে ভারতীয় সাবকন্টিনেন্টের অনেক সাপের সর্বপ্রথম পরিচিতি এবং বিশ্লেষণ করেছিল রাসেল'স ভাইপার সহ।
তাই ১৮ শতকে সাপের ক্লাসিফিকেশনের সময় বিজ্ঞানীরা উনার নাম জুড়ে দেয় সাপগুলোর সাথে।"

💠সে যাইহোক, গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাসেল'স ভাইপার বিশ্বের ৫ম বিষধর সাপ নয়, এমনকি এটি সেরা ৩০ নাম্বারের মধ্যেও নেই। বরং এটির অবস্থান আমাদের দেশের গোখরো বা ক্রেইটের-ও পরে, এবং এর কামড়ে সুস্থ হওয়া
অহরহ মানুষ আছে। আবার মোটেও এটির কামড়ে বাঁচার সম্ভাবনা ২০% বা এতো কম নয়, বরং রেকর্ড অনুযায়ী এই স্ট্যাটিস্টিক্সটি উল্টো।
শুধু হাসাপাতালে দেরীতে যাওয়া, ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করা এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী না চলা বা কনসাল্টের মধ্যে না থাকার কারণেই রুগী মা-রা পড়ে পরবর্তীতে।
তারপরেও রাসেল'স ভাইপারের কামড়ে সুস্থতার হার ৭০% এর মতো প্রায়, যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেয় তবেঁ সুস্থতার হার ৯০% এর চেয়ে বেশি তথ্যানুসারে।

💠এঁরা বাচ্চা গড়ে ৩৫টি করে দেয়, তাও-ও প্রাকৃতিক বা ইকোসিস্টেমের কারণে অর্ধেক বাচ্চা এমনিতেই মা-রা পড়ে, যেমন: চিল, পেঁচা, শিয়াল, বনবিড়াল, বানর, গুইসাপ, বেঁজি ইত্যাদি সহ আরে বেশ কিছু প্রাকৃতিক কারণ।

💠প্রায় সব বিষধর সাপেদের ভেনমের মধ্যেই অন্যান্য ভেনমের উপস্থিতি থাকে, মূলত সাপেদের ভেনম হলো অনেকগুলো বিষের ককটেল বা মিশ্রণ। অন্যান্য বিষ শিকারকে দূর্বল করা বা হজমে সহায়তার জন্য; তবেঁ সেইগুলো লিথাল বা মানুষ মা-রার মতো যথেষ্ট শক্তিশালী নয়।

💠আবার এঁরা রাগের দিক থেকেও পিছিয়ে অনেক, "বিশ্বের সবচেয়ে রাগী সাপ ব্ল্যাক মাম্বা, পাফ-এডার ইত্যাদি থেকে তো পিছিয়ে-ই এমনকি গোখরা থেকেও পিছিয়ে।"
কোনো সাপ-ই তেড়ে এসে কামড়ায় না,বরং সাপেরা মানুষদের এড়িয়ে চলা পছন্দ করে।
যদি আপনি ওঁদের কোণঠাসা না করেন বা খুব কাছে গিয়ে বা এমন কিছু করে ওঁদের থ্রেট ফিল না করান, তবেঁ কখনোই আপনাকে কামড়াতে উদ্ধত হবে না।
এক্ষেত্রে অনেক সময় ওঁরা আপনার দিকে আক্রমনাত্মক ভঙ্গিতে হিস সাউন্ড অথবা বাইট ছুরবে ভয় দেখাতে, যেটা দেখে অনেকেই ভেবে বসে যে তাড়া করছে।
তাছাড়া রাসেল'স ভাইপারের বাইটের প্রায় অধিকাংশ রেকর্ড-ই হলো ওঁদের ওপর পা অথবা হাত দেয়া, নয়তো অজগর ভেবে ধরতে যাওয়া।
এছাড়া রাসেল'স ভাইপার এতোটাই অলস প্রকৃতির যে মানুষ দেখে তেড়ে আসা অথবা পালানো, কোনোটিই-ই এদের সাথে যায় না। এমনকি বাধ্য না হলে এঁরা নিজের জায়গা থেকে নড়ে-ই না, একই জায়গাতেই ৩-৪ দিন'ও পড়ে থাকে।

💠স্রষ্টা আমাদের প্রকৃতির সব কিছুই প্রকৃতি তথা আমাদের প্রয়োজনে সৃষ্টি করেছেন। এঁরা আমাদের ইকোলজি যেমন ব্যালেন্স করে, তেমন আমাদের বিভিন্ন রক্তবাহিত জটিল এবং কঠিন রোগের ঔষধ-ও প্রদান করে।
হার্ট অ্যাটাক, স্ট্রোক, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণকারী Captopril-জাতীয় ঔষধ, এমনকি বেথা নাশক বা পেইন কিলারের মতো মেডিসিন তৈরীতেও সাপের ভেনম ব্যাবহার হয়।

💠এবং সাপের এন্টিভেনম দু’প্রকারের: একটি মনোভ্যালেন্ট বা নির্দিআরষ্ট সাপের, আর অন্যটি পলিভ্যালেন্ট বা সব বিষধর সাপের জন্য কার্যকরী একটি ককটেল বা এন্টিভেনমের মিশ্রণ।
সুতরাং, রাসেল'স ভাইপার সহ সব বিষধর সাপের এন্টিভেনম-ই আছে দেশে।

সর্বোপরি সাপ'সহ সকল প্রাণীরা আমাদের ইকোলজি বা প্রকৃতির অংশ। একমাত্র সঠিক তথ্য এবং ধারণা-ই আমাদের সুরক্ষিত রাখতে পারে।

সাপে কাটলে ওঝা নয়, হাসপাতালে চিকিৎসা হয়।

©️কমলনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা
ডা: আবু তাহের সাহেবের facebook post থেকে নেয়া।
আমি জানতাম রাসেল ভাইপার নিয়ে অতিরিক্ত করছে কিছু সংবাাদ মাধ্যম। অবশেষ ধারণা সঠিক হল আপনার পোষ্টের মাধ্যমে। (কপি পোস্ট)

06/06/2024

বন্ধুরা আপনারা সবাই আপনাদের ডগ লাভার বন্ধুদের সরাইল হাউন্ড /Sarail Hound lovers Club গ্রুপে এ‍্যাড করুন।
আমরা খুব দ্রুত একটা ডগ ফটো লাইক এক্সজিবিসন করার কথা চিন্তা করছি।

12/05/2024

Pray for silki . She is too much injured.she lost lots of blood.

Address

Dhaka Moghbazar
Dhaka

Telephone

+8801779710444

Website

Alerts

Be the first to know and let us send you an email when সরাইল হাউন্ড /Shorail Hound Dog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category